ilmweb
3.08K subscribers
505 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘হে বনি আদম! আমি কি তোমাদেরকে বলে দেইনি যে, তোমরা শয়তানের দাসত্ব করবে না, সে তোমাদের স্পষ্ট শত্রু?’

[ সুরা আল-ইয়াসিন, ৩৬ : ৬০ ]

#ilmweb
👍52
সালাফদের সামনে দুনিয়ার প্রাচুর্য আসলে তাঁরা ভয় পেতেন, তাঁদের আমলের প্রতিদান দুনিয়াতেই দিয়ে দেয়া হলো কিনা! আর আমাদের অবস্থা তো এই, প্রাচুর্যকে আমরা আমাদের নেক আমলের প্রতিদান ভেবে খুব আনন্দ পাই, আরও আরও দুনিয়ার পেছনে ছুটি।

#ilmweb
😢13👍1
‘আমিই জীবন দেই এবং আমিই মৃত্যু দেই; আর আমার কাছেই (সকলের) প্রত্যাবর্তন।’

[ সুরা আল-কাফ, ৫০ : ৪৩ ]

#ilmweb
10
যেসব উলামা কিরাম আল্লাহর জন্য নিপীড়িত, যুলমের শিকার, সত্যপ্রকাশে একনিষ্ঠতার পরিচয় দেন, তাঁরা যেকোনো মতবাদ, রুচি বা চিন্তাধারার হোন, তাঁরা উম্মাহর একনিষ্ঠ প্রহরী।

#ilmweb
14
‘আসমান ও জমিনের বাহিনীগুলো আল্লাহরই। আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাবান।’

[ সুরা আল-ফাত্হ, ৪৮ : ৭ ]

#ilmweb
12
জগতের সবচেয়ে বড় জ্ঞান আল্লাহকে জানা, তাঁর মারিফাত অর্জন করা। আল্লাহর মারিফাত তখনই হাসিল হবে যখন বান্দা আল্লাহর নাম ও গুণাবলি সম্পর্কে জানতে পারবে, ধারণ করবে। এক কথায় তাওহিদকে ধারণ ও উপলব্ধি করাই মারিফাতের প্রকৃত সারকথা। আল্লাহর পবিত্র নাম ও গুণাবলির হাকিকত উপলব্ধি ছাড়া আল্লাহকে চেনা, তাঁর তাওহিদকে উপলব্ধি ও ধারণ করা কখনো সম্ভব নয়। সবচেয়ে উপকারী ও সম্মানীয় জ্ঞান আল্লাহর নাম ও সিফাতের জ্ঞান। আর আল্লাহর নাম ও সিফাত সম্পর্কে জানতে গেলে ওহির ইলম ছাড়া বিকল্প কিছু নেই। যুক্তিলব্ধ কোনো জ্ঞান এর সুরাহা করতে অপারগ। আল্লাহর সঠিক পরিচয় আম্বিয়া আলাইহিমুস সালামের কাছ থেকেই জানতে হবে। নির্ভুল ওহির কাছে নিজেকে সমর্পণ করতে হবে। এ ছাড়া দ্বিতীয় কোনো পথ খোলা নেই।

#ilmweb
👍54
‘যারা কুফরি করে এবং কাফির অবস্থায় মারা যায় তাদের ওপর আল্লাহ, ফেরেশতাগণ ও সকল মানুষের অভিশাপ।’

[ সুরা আল-বাকারা, ২ : ১৬১ ]

#ilmweb
7👍1
‘আর যারা ইমানদার নর-নারীকে কোন অপরাধ ছাড়াই কষ্ট দেয় তারা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে।’

[ সুরা আল-আহযাব, ৩৩ : ৫৮ ]

#ilmweb
6👍4
হুরমাতুল মুসাহারাহ
উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
.
ুরমাতুল মুসাহারাহ (حرمة المصاهرة) হলো, বৈবাহিক সম্পর্কের ফলে নারী-পুরুষ উভয়ের মাহরাম আত্মীয়-স্বজন অপরজনের জন্য হারাম হওয়া। যেমন, স্ত্রীর মা। স্ত্রী জীবিত থাকুক বা মৃত, কোনো অবস্থাতেই স্বামীর জন্য স্ত্রীর মাকে বিয়ে করা বৈধ নয়। বরং সেটা হারাম। তেমনিভাবে স্বামীর পিতা। স্বামী মারা গেলে বা তালাক দিয়ে দিলে শশুরকে বিয়ে করা যাবে না। হুরমাতুল মুসাহারাহর মাসআলা দুই ধরনের হয় : ১. ঐকমত্যপূর্ণ, ২. মতভেদপূর্ণ।
.
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/হুরমাতুল-মুসাহারাহ/
4
‘যারা ইমানদার ও সৎকর্মপরায়ণ তাদের কৃতকর্মের আতিথেয়তাস্বরূপ তাদেরকে জান্নাতে বাসস্থান দেওয়া হবে।’

[ সুরা আস-সাজদাহ, ৩২ : ১৯ ]

#ilmweb
2👍1
‘যারা আল্লাহর পথে নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত; তবে তোমরা (তা) অনুভব কর না।’

[ সুরা আল-বাকারা, ২ : ১৫৪ ]

#ilmweb
12👍1
Media is too big
VIEW IN TELEGRAM
‘চল্লিশ হাদিস হিফয’ কোর্সের দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে...

কোর্স ফি : ৩০০৳
কোর্স-ব্যপ্তি : ০২ মাস

রেজিস্ট্রেশন লিংক কমেন্ট বক্সে দেয়া আছে।

রেজিস্ট্রেশনের শেষ তারিখ : নভেম্বর ৩০, ২০২৩
ক্লাস শুরু : ডিসেম্বর ০২, ২০২৩ (সম্ভাব্য)
ক্লাস শিডিউল : সোমবার, বৃহস্পতিবার (মাগরিববের পর)
.
কোর্স-সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন :
পেজ ইনবক্স
ইমেইল : schooling@ilmweb.net
ফোন : ০১৩২৪-৭৪৪০০১
Media is too big
VIEW IN TELEGRAM
[সুরা আল-আহযাব, ৩৩ : ৫৬] || ilmweb Publishing
2
‘আমার বান্দাদেরকে জানিয়ে দাও, আমিই ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। আর আমার শাস্তিই যন্ত্রণাদায়ক শাস্তি।’

[ সুরা আল-হিজর, ১৫ : ৪৯-৫০ ]

#ilmweb
4
সুস্থতা আল্লাহর নিয়ামাত। এর চূড়ান্ত অনুভব জাহান্নামের আযাবেই বোঝা যাবে। দুনিয়াতে যত অসুস্থতাই আসুক, তা জাহান্নামের আযাবের কাছে কিছুই নয়। তাই, সময় থাকতেই এই নিয়ামাতের শোকরিয়া আদায় করা দরকার।

#ilmweb
5
‘দেশে দেশে কাফিরদের অবাধ ঘোরাঘুরি যেন তোমাকে বিভ্রান্ত না করে। (এটা তো) স্বল্পকালীন উপভোগমাত্র। পরবর্তীতে তাদের (শেষ) নিবাস হবে জাহান্নাম এবং তা অতি নিকৃষ্ট বিশ্রামস্থল!’

[ সুরা আলি ইমরান, ৩ : ১৯৬-১৯৭ ]

#ilmweb
6🔥3
২৫তম আব্বাসি খলিফা আবুল আব্বাস আহমাদ আল-কাদির বিল্লাহ (৩৩৬-৪২২ হিজরি) ছিলেন বিশুদ্ধ আকিদাহ প্রতিষ্ঠাকারী একজন শাসক। ছিলেন উঁচু মাপের আখলাকওয়ালা, তাহাজ্জুদগোজার ও দানশীল। আল্লাহওয়ালা এই শাসক ছিলেন একজন আলিমও।

আকিদাহর ওপর তাঁর বইও রয়েছে। পূর্ববর্তী উলামা কিরাম এই বইয়ের নাম বলেছেন 'আল-ইতিকাদুল কাদিরিয়াহ'। তিনি বইটি লিখে ফকিহদের থেকে এই মর্মে সাক্ষর নিয়েছেন যে, 'এটি মুসলিমদের আকিদাহ। যে ব্যক্তি এর বিরুদ্ধাচারণ করবে, সে ফাসিক ও কাফির হবে।' বইটিতে তিনি সালাফদের আকিদাহ সংকলন করেছেন।

সুখবর হচ্ছে ইলমওয়েব এই বইয়ের ওপর দারস আনতে যাচ্ছে, বি-ইযনিল্লাহ। ডিসেম্বরেই আমরা ভর্তি বা রেজিস্ট্রেশন নেয়া শুরু করব। মুদাররিস হিসেবে থাকছেন মুহতারাম উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)। জানুয়ারিতে ক্লাস শুরু হবে, ইনশাআল্লাহ।
15
‘ইমানদার ও মুত্তাকিদের জন্য পরকালের প্রতিদানই শ্রেষ্ঠ।’

[ সুরা আল-ইউসুফ, ১২ : ৫৭ ]

#ilmweb
9👍1
“তুমি এমন এক সময়ে বসবাস করছ যে সময়ে বসবাস করা থেকে নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবাগণ (রাদিয়াল্লাহু আনহুম) পানাহ চাইতেন। অবশ্যই দ্বীন এর যেকোনো ব্যাপারে তারা আমাদের চাইতে ভাল বুঝতেন। দ্বীন এর ব্যাপারে অন্যান্যদের মতামতের চাইতে তাদের মতামত আমাদের কাছে অগ্রগণ্য। ভাববার বিষয় হল সাহাবাগণ (রাদিয়াল্লাহু আনহুম) যে সময়টাকে অপছন্দ করতেন সে সময়ে আমরা যারা অবস্থান করছি তাদের কী অবস্থা? যেখানে আমাদের সাহাবাদের (রাদিয়াল্লাহু আনহু) তুলনায় জ্ঞান কম, ধৈর্য কম, ভাল কাজে সাহায্যকারী কম, মানুষের মধ্যে মহামারীর মত দুর্নীতির বিস্তার সর্বোপরি একটি ভয়াবহ দূষণযুক্ত পৃথিবীতে আমাদের বসবাস করতে হচ্ছে। তোমার প্রতি নসীহা হচ্ছে দ্বীনের সঠিক ও মূল রাস্তাটি খুঁজে নাও এবং একে আঁকড়ে ধরে রাখ।”

__
ইমাম সুফিয়ান আস-সাওরী রাহ. [ আব্বাদ ইবন আব্বাদ আল খাওয়াস আল-আরসুফির প্রতি এক চিঠিতে লিখা উপদেশ ]

#ilmweb
11😢2
‘প্রত্যেক নারী (গর্ভে) যা বহন করে এবং গর্ভাশয়ে যা কমে আর যা বাড়ে আল্লাহ তা (সব) জানেন। সবকিছুই তাঁর কাছে একটি নির্দিষ্ট পরিমাণে রয়েছে।’

[ সুরা আর-রাদ, ১৩ : ৮ ]

#ilmweb
10👍1