ilmweb
3.08K subscribers
505 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
আয়িশাহ রাদিয়াল্লাহু আনহা সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছিঃ

নিশ্চয়ই মু'মিন ব্যক্তি তার উত্তম চরিত্রের মাধ্যমে (দিনের) সাওম পালনকারী ও (রাতের) তাহাজ্জুদগুজারীর সমান মর্যাদা লাভ করতে পারে।

_
গ্রন্থঃ সুনান আবু দাউদ (তাহকিককৃত)
অধ্যায়ঃ শিষ্টাচার (كتاب الأدب)
হাদিস নম্বরঃ ৪৭৯৮

#ilmweb
13
‘সেদিন আমি জাহান্নামকে বলব, “তুমি কি পূর্ণ হয়েছো?”সে বলবে, “আরও আছে কি?” ’

[ সুরা আল-কাফ, ৫০ : ৩০ ]

#ilmweb
😢13
আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

“উত্তম পথ,
গাম্ভীর্যপূর্ণ উত্তম আচরণ এবং
পরিমিতিবোধ নাবুওয়াতের পঁচিশ ভাগের এক ভাগ”


গ্রন্থঃ সুনান আবু দাউদ (তাহকিককৃত)
অধ্যায়ঃ শিষ্টাচার (كتاب الأدب)
হাদিস নম্বরঃ ৪৭৭৬

#ilmweb
10👍2
‘আর যে তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করেছে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে ফিরিয়ে রেখেছে, তার বাসস্থান হবে জান্নাত।’

[ সুরা আন-নাযিয়াত, ৭৯ : ৪০-৪১ ]

#ilmweb
11😢2
সত্যিকার ধার্মিকই সত্যিকার মানুষ। স্রষ্টার অবাধ্যতায় কিসের মনুষ্যত্ব?
তিনি ধর্মের জন্যই মানুষ পাঠিয়েছেন।
তাই, আগে ধর্ম, পরে মানুষ।


মুহতারাম উসতায শাইখুল ইসলাম

#ilmweb
13
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلاَّ وَسَيُكَلِّمُهُ اللهُ يَوْمَ الْقِيَامَةِ لَيْسَ بَيْنَ اللهِ وَبَيْنَهُ تُرْجُمَانٌ

‘কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন। সেদিন আল্লাহ ও বান্দার মধ্যে কোনো দোভাষী থাকবে না।’
___
[ সূত্র: সহিহ বুখারি, হাদিস নং- ৬৫৩৯ ]

#ilmweb
7👍2🥰1
‘হে আমার রব! আমাকে, আমার পিতামাতাকে, আমার ঘরে ইমানের সাথে যে প্রবেশ করে তাকে এবং সব ইমানদার পুরুষ ও নারীকে ক্ষমা কর; আর জালিমদের শুধু ধ্বংসই বাড়িয়ে দাও।’

[ সুরা আন-নুহ, ৭১ : ২৮ ]

#ilmweb
11
ইয়াহইয়া ইবনু আম্মার আস-সিজিসতানি (রাহিমাহুল্লাহ) বলেন,

‘ইলম পাঁচ ধরনের :

১. দ্বীনের প্রাণ : ইলমুত তাওহিদ।
২. দ্বীনের খোরাক : উপদেশ ও যিকর।
৩. দ্বীনের চিকিৎসা : ফিকহ।
৪. দ্বীনের ব্যাধি : পূর্ববর্তীদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন মতভেদ/ কলহের বর্ণনা।
৫. দ্বীন ধ্বংসের জ্ঞান : ইলমুল কালাম।’

____
[ সূত্র : ইমাম যাহাবি, সিয়ারু আ’লামিন নুবালা, রাবি নং ৩১৮ ]

#ilmweb
👍8
আল্লাহ তাআলা বান্দার দুআ কবুল করেন। দুআতে তাড়াহুড়ো করতে নেই। মুমিন বান্দা বিনয়ী হয়ে উত্তমভাবে দুআ করবে এবং দুনিয়াবী আসবাব গ্রহণ করে উত্তমভাবে সবর করবে। এরপর আল্লাহ যা দেন, যে পরিস্থিতির সম্মুখীন করেন সেটাই তার জন্য উত্তম হিসেবে বিবেচনা করবে। কখনো হয়তো আপাতদৃষ্টিতে দুআ করার পরও পরিস্থিতি  খারাপ হয়েছে মনে হতে পারে। কিন্তু বাস্তবে আল্লাহ বান্দার জন্য যা রেখেছেন সেটাই তার জন্য উত্তম। এই বোধশক্তি যে অর্জন করেছে সে দ্বীনের অধিকাংশ বিষয়ে গভীর জ্ঞান লাভ করেছে।

#ilmweb
12
‘আমি প্রত্যেক মানুষের আমল তার গলায় বেঁধে রেখেছি। কিয়ামাতের দিন তার সামনে পেশ করব একটি কিতাব, যা থাকবে উন্মুক্ত। তাকে বলা হবে, পড় তোমার কিতাব। আজ তোমার বিরুদ্ধে হিসাবগ্রহণের জন্য তুমি নিজেই যথেষ্ট।’

[সুরা আল-ইসরা, ১৭ : ১৩-১৪]

#ilmweb
2😢1
ধৈর্য ধরো মন আমার | Palestine Nasheed | ilmweb Publishing

ইউটিউব লিংক : https://youtu.be/4bv1jk-wtFo
3
‘চল্লিশ হাদিস হিফয’ কোর্সের ভর্তির লাষ্ট ডেট বাড়িয়ে দেয়া হয়েছে।

কোর্স ফি : ৩০০৳
কোর্স-ব্যপ্তি : ০২ মাস

রেজিস্ট্রেশন লিংক : https://schooling.ilmweb.net/courses/iwsh02/

রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ডিসেম্বর ১৫, ২০২৩
ক্লাস শুরু : ডিসেম্বর ১৬, ২০২৩ (সম্ভাব্য)
ক্লাস শিডিউল : সোমবার, বৃহস্পতিবার (মাগরিববের পর)
.
কোর্স-সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন :
পেজ ইনবক্স
ইমেইল : schooling@ilmweb.net
ফোন : ০১৩২৪-৭৪৪০০১
‘মানুষ কি দেখে না যে, আমি তাকে (নিছক) বীর্য থেকে সৃষ্টি করেছি? আর সে কিনা হয়ে যায় প্রকাশ্য ঝগড়াটে।’

[ সুরা আল-ইয়াসিন, ৩৬ : ৭৭ ]

#ilmweb
3👍3😢3
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

‘দুটি স্বভাব মুনাফিকের মধ্যে একত্র হতে পারে না :

১. উত্তম চরিত্র ও
২. দ্বীনের সুষ্ঠ জ্ঞান।’

____
[ সূত্র: সুনান আত- তিরমিযি, হাদিস নং : ২৬৮৪, সহিহ ]

#ilmweb
8👍2
‘তারা বলবে, “হায়, আমাদের দূর্ভাগ্য! এ কেমন আমলনামা? এ যে ছোট-বড় কোনো কিছুই বাদ দেয়নি, সবই এতে রয়েছে।”’

[ সুরা আল-কাহাফ, ১৮ : ৪৯ ]

#ilmweb
5😢2
Media is too big
VIEW IN TELEGRAM
[সুরা আল-ফুরকান, ২৫ : ৭০-৭১] || ilmweb Publishing
4
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো নিজের জন্য (অর্থাৎ ব্যক্তিগত কারণে) প্রতিশোধ নিতে দেখিনি, যতক্ষণ না কেউ আল্লাহর নির্দেশ অমান্য করত। অবশ্য যখন কেউ আল্লাহর নির্দেশ অমান্য করত, তখন তাঁর ন্যায় এত অধিক ক্রোধান্বিত আর কেউ হতো না। তাঁকে যখন দুটি কাজের মধ্যে যেকোন একটির অনুমতি দেয়া হতো, তিনি সহজ কাজটি নির্বাচন করতেন, যতক্ষণ না এটাতে কোনো গুনাহর আশংকা থাকত।
___
[ সূত্রঃ মুসনাদে আহমাদ, হা. নং- ২৫০২৯; সিলসিলা আস-সহিহাহ, হা. নং- ৫০৭ ]

#ilmweb
10
‘তারা কি তাদের সামনের ও পেছনের আকাশ ও ভূমির দিকে তাকিয়ে দেখে না? আমি যদি ইচ্ছা করি তাহলে তাদেরকে সহ ভূমি দাবিয়ে দেব অথবা আকাশের একটি খণ্ড তাদের ওপর ফেলে দেব। এর মধ্যে প্রত্যেক তাওবাকারী বান্দার জন্য অবশ্যই নিদর্শন রয়েছে।’

[ সুরা আস-সাবা, ৩৪ : ৯ ]

#ilmweb
8
আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোন প্রকার অশোভনীয় কথা বলতেন না। বাজারেও তিনি উচ্চৈঃস্বরে কথা বলতেন না। তিনি মন্দের প্রতিকার মন্দ দ্বারা করতেন না; বরং ক্ষমা করে দিতেন। অতঃপর কখনো তা আলোচনাও করতেন না।
____
[ সূত্রঃ মুসনাদে আহমাদ, হা. নং- ২৫৪৫৬; সুনানুল কুবরা লিল বায়হাকী, হা. নং- ১৩৮৬২ ]

#ilmweb
10👍4
‘একজন ইমানদার কি একজন ফাসিকের মত? তারা সমান নয়।’

[ সুরা আস-সাজদাহ, ৩২ : ১৮ ]

#ilmweb
6👍1