আন্তর্জাতিক বিশ্ব
মায়ানমার গৃহযুদ্ধ
মায়ানমার (বার্মা) 🇲🇲: কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (#KIA) চীন সীমান্তের কাছে #Lwegel (#Lweje) শহর দখল করেছে 🇨🇳।
যোদ্ধারাও 105mm M-56 হাউইটজার বিরল HE ER-BB M02 প্রজেক্টাইলের সাথে দখল করেছে যা মূলত সার্বিয়া 🇷🇸 তে উৎপাদিত হয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠী ভিত্তিক বিদ্রোহী সংগঠন RSO (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) কর্তৃক বাংলাদেশ সীমান্তে কিছু সীমান্ত চৌকি দখল নেওয়ার সংবাদ পাওয়া গেছে।
#Myanmar #Civil_War
🔗টেলিগ্রাম: t.me/voiceofshahibangal
🔗ইউটিউব youtube.com/@voiceofshahibangal
মায়ানমার গৃহযুদ্ধ
মায়ানমার (বার্মা) 🇲🇲: কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি (#KIA) চীন সীমান্তের কাছে #Lwegel (#Lweje) শহর দখল করেছে 🇨🇳।
যোদ্ধারাও 105mm M-56 হাউইটজার বিরল HE ER-BB M02 প্রজেক্টাইলের সাথে দখল করেছে যা মূলত সার্বিয়া 🇷🇸 তে উৎপাদিত হয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠী ভিত্তিক বিদ্রোহী সংগঠন RSO (রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন) কর্তৃক বাংলাদেশ সীমান্তে কিছু সীমান্ত চৌকি দখল নেওয়ার সংবাদ পাওয়া গেছে।
#Myanmar #Civil_War
🔗টেলিগ্রাম: t.me/voiceofshahibangal
🔗ইউটিউব youtube.com/@voiceofshahibangal
#Myanmar
মিয়ানমার পরিস্থিতি
রাখাইনের রোহিঙ্গা গ্রামে আবার নিপীড়ন উদ্বাস্তু ২ লাখ
মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা গ্রামে ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘর ধ্বংস হয়ে দুই লাখ নির্যাতিত সংখ্যালঘু বাস্তুচ্যুত হয়েছে। রোহিঙ্গা অধিকারকর্মীরা সেখানে সক্রিয় জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন। অন্যদিকে রাখাইনে সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
একটি যৌথ বিবৃতিতে রোহিঙ্গাদের কয়েকটি অধিকার সংগঠন অভিযোগ করেছে, রাখাইন রাজ্যের বুথিডাং শহর থেকে গত সপ্তাহে রোহিঙ্গাদের উদ্বাস্তু হতে বাধ্য করেছে আরাকান আর্মির যোদ্ধারা। শহরটির বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বুথিডাং শহর থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় নেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ রয়েছে। অভিযোগ করা হয়েছে, আরাকান আর্মির যোদ্ধারা রোহিঙ্গাদের জোর করে উদ্বাস্তু করেছে। মানবাধিকার লঙ্ঘন করেছে।
টেলিগ্রাম: t.me/voiceofshahibangal
মিয়ানমার পরিস্থিতি
রাখাইনের রোহিঙ্গা গ্রামে আবার নিপীড়ন উদ্বাস্তু ২ লাখ
মিয়ানমারের রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলে রোহিঙ্গা গ্রামে ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘর ধ্বংস হয়ে দুই লাখ নির্যাতিত সংখ্যালঘু বাস্তুচ্যুত হয়েছে। রোহিঙ্গা অধিকারকর্মীরা সেখানে সক্রিয় জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন। অন্যদিকে রাখাইনে সহিংসতা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
একটি যৌথ বিবৃতিতে রোহিঙ্গাদের কয়েকটি অধিকার সংগঠন অভিযোগ করেছে, রাখাইন রাজ্যের বুথিডাং শহর থেকে গত সপ্তাহে রোহিঙ্গাদের উদ্বাস্তু হতে বাধ্য করেছে আরাকান আর্মির যোদ্ধারা। শহরটির বাড়িঘরে লুটপাট চালানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, বুথিডাং শহর থেকে রোহিঙ্গাদের তাড়িয়ে আরাকান আর্মি নিয়ন্ত্রিত এলাকায় নেওয়া হয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ রয়েছে। অভিযোগ করা হয়েছে, আরাকান আর্মির যোদ্ধারা রোহিঙ্গাদের জোর করে উদ্বাস্তু করেছে। মানবাধিকার লঙ্ঘন করেছে।
টেলিগ্রাম: t.me/voiceofshahibangal