Nurul Quran Academy
12.5K subscribers
132 photos
8 videos
6 files
191 links
একটি নির্ভরযোগ্য অনলাইন দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান।
Download Telegram
হাদীসের ভাষ্যমতে কুরআন যার যত বেশি পরিমাণ মুখস্ত থাকবে, তাঁর মর্যাদা ততবেশি হবে। তাই পুরো কুরআন মুখস্ত করতে পারলে তো সবচে ভাল; অন্যথায় যতটুকু সাধ্যে কুলায় তা মুখস্ত করে নেওয়া উচিত। অন্তত ৩০ নং পারাটা হলেও। এতে করে ব্যস্ত সময়ে মুখস্ত তিলাওয়াত করাসহ আরও নানাবিধ ফায়দা রয়েছে। যার মধ্যে অন্যতম হলো, হিফজের উসিলাতে প্রচুর পরিমাণে তিলাওয়াত করার সুযোগ হয়, যা সাধারণ সময়ে করা হয়ে উঠে না আমাদের। কারও তত্ত্বাবধানে থেকে নিয়মতান্ত্রিকভাবে হিফজ করলে পড়াতে গতি ও উন্নতি আসে। সেই লক্ষ্যে আমাদের একাডেমি থেকে চালু করা হয়েছে আম্মাপারা হিফজ কোর্স। এতে পুর ৩০ নং পারা মুখস্ত করিয়ে দেওয়া হবে।

বিস্তারিত পোস্টে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করুন Nurul Quran Academy- NQA পেইজে। পেইজের লিংক- www.facebook.com/NLQURAN
আলহামদুলিল্লাহ, অনেক দিনের প্রতীক্ষার পর আমাদের নতুন ওয়েবসাইট প্রস্তুত হয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের শিক্ষাকার্যক্রমকে আরও গোছালো ও ব্যাপকভাবে করতে পারব ইনশাআল্লাহ্‌। পেইড কোর্সের পাশাপাশি এখন থেকে আমরা বিভিন্ন বিষয়ে ফ্রি কোর্সও আনতে থাকব ধারাবাহিকভাবে। বর্তমানে বেশ কিছু ফ্রি কোর্স এড করা আছে। এই সংখ্যা উত্তরোত্তর বাড়তে থাকবে। নতুন ওয়েবসাইটটি পরিদর্শন করার আমন্ত্রণ জানাচ্ছি। আরও কী কী বিষয়ে ফ্রি কোর্স আনা যায় এবং এজাতীয় অন্য কোন পরামর্শ থাকলে যোগাযোগের অপশন থেকে আমাদের মেইল করতে পারেন।

ওয়েবসাইটের এড্রেস- www.nlquran.com
আরবীভাষা ও স্টাডিজ ইন ইসলামী শরীয়াহতে নতুন ব্যাচে ভর্তি চলছে। থাকলে আগ্রহী থাকলে ভর্তি হতে পারেন।

বিস্তারিত জানতে দেখুন-
https://nlquran.com/courses/user-experience-design-essentials-adobe-xd-ui-ux-design/
আপনারা সময় সুযোগ করে আমাদের একাডেমির ৩০ নং পারার তরজমা ও তাফসীরের এই ফ্রি কোর্সটি করে নিতে পারেন। বিশেষ করে যাদের আরবীভাষার বিষয়ে জানাশোনা আছে তারা অনেক উপকৃত হতে পারবেন। কোর্স লিংক- https://nlquran.com/courses/translation-and-tafsir-of-amma-para/
যারা কুরআন তিলাওয়াত করতে পারেন কিন্তু পড়া সহীহ না তাদের জন্য আমাদের একাডেমির
কুরআন সহীহকরণ কোর্সটি। এর  নতুন ব্যাচে ভর্তি চলছে। আপনাদের পরিচিত কেউ আগ্রহী থাকলে জানাতে পারেন। বিস্তারিত পোস্টারে বলা আছে। ভর্তির জন্য একাডেমির পেইজে মেসেজ করতে হবে। পেইজের লিংক- https://www.facebook.com/NLQURAN
গুরুত্বপূর্ণ লেখাটি পড়ুন আমাদের ওয়েবসাইট থেকে- https://nlquran.com/012633-2/
অনেকদিন বন্ধ থাকার পর আবার কোর্সটা শুরু হচ্ছে। যারা ফুল আরবীভাষা শেখার মতো লম্বা সময় দিতে পারবেন না, কিন্তু কুরআন বুঝার জন্য প্রাথমিকভাবে যা দরকার তা শিখতে চান তাদের জন্য কোর্সটি। সাথে থাকবে সালাতে পঠিত বিষয়গুলোও।

আপনাদের পরিচিত কেউ আগ্রহী থাকলে বলতে পারেন। ভর্তির জন্য মেসেজ করতে হবে একাডেমির পেইজে-
www.facebook.com/NLQURAN
হাদীসের ভাষ্যমতে কুরআন যার যত বেশি পরিমাণ মুখস্ত থাকবে, তাঁর মর্যাদা ততবেশি হবে। তাই পুরো কুরআন মুখস্ত করতে পারলে তো সবচে ভাল; অন্যথায় যতটুকু সাধ্যে কুলায় তা মুখস্ত করে নেওয়া উচিত। অন্তত ৩০ নং পারাটা হলেও। এতে করে ব্যস্ত সময়ে মুখস্ত তিলাওয়াত করাসহ আরও নানাবিধ ফায়দা রয়েছে। যার মধ্যে অন্যতম হলো, হিফজের উসিলাতে প্রচুর পরিমাণে তিলাওয়াত করার সুযোগ হয়, যা সাধারণ সময়ে করা হয়ে উঠে না আমাদের।

কারও তত্ত্বাবধানে থেকে নিয়মতান্ত্রিকভাবে হিফজ করলে পড়াতে গতি ও উন্নতি আসে। সেই লক্ষ্যে আমরা চালু করেছিলাম আম্মাপারা হিফজ কোর্স। এতে পুর ৩০ নং পারা মুখস্ত করিয়ে দেওয়া হবে। বর্তমানে ভর্তি চলছে ২য় ব্যাচের। বিস্তারিত পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করুন পেইজে। পেইজের লিংক- www.facebook.com/NLQURAN
আরবীভাষা মুসলিমদের ধর্মীয় ভাষা। এই ভাষা সবাই পুরোপুরি না শিখলেও এই ভাষার বিষয়ে প্রাথমিক একটা ধারনা থাকা সবার জন্যই আবশ্যক। যেন কুরআনের এই ভাষাটা কোন মুসলিমের কাছেই পুরোপুরি অপরিচিত না থাকে। এই উদ্দেশ্যেই মূলত প্রাথমিক আরবীভাষা শিক্ষা কোর্সটি প্রণয়ন করা হয়েছে। এটি সম্পূর্ণ ফ্রি একটি কোর্স।

নিজের মতো ভর্তি হয়ে কোর্সটি করে ফেলুন। শেয়ার করে পরিচিতদেরও জানাতে পারেন।

https://nlquran.com/courses/basic-arabic-language-course/
কুরআন সহীহকরণ কোর্স এর ৮ নং ব্যাচে ভর্তি চলছে। যারা কুরআন পড়তে পারে, তবে পড়া শুদ্ধ নয় তাদের জন্য কোর্সটি। আপনাদের পরিচিত কেউ আগ্রহী থাকলে জানাতে পারেন। বিস্তারিত পোস্টারে বলা আছে। ভর্তির জন্য একাডেমির পেইজে মেসেজ করতে হবে। পেইজের লিংক- https://www.facebook.com/NLQURAN
৫০টি আরবী প্রবাদ নিয়ে এই ফ্রি কোর্সটি- আরবী প্রবাদ শিক্ষা। আজকেই ইনরোল করে শেখা শুরু করুন। সাথে আছে একটি ফ্রি পিডিএফ শিট।

https://nlquran.com/courses/learning-arabic-provers/