Media is too big
VIEW IN TELEGRAM
কুরআন হিফজকারীদের মর্যাদা
৩০ নং পারা হিফজ কোর্সে ভর্তি চলছে৷ ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ-+8801700-946569
৩০ নং পারা হিফজ কোর্সে ভর্তি চলছে৷ ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ-+8801700-946569
আজকে রাত ৯টায় 'তরবিয়তি মজলিস' লাইভ হবে একাডেমির ফেসবুক পেইজে। সেখানে স্লাইডও দেখতে পাবেন। এটি টেলিতেও সম্প্রচার হবে শুধু অডিওতে। সবাইকে যুক্ত থাকার দাওয়াত। অন্যদেরকেও জানিয়ে রাখতে পারেন। পারেন। অন্তরের সংশোধন বিষয়ক হাদীস নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।
মজলিস_অন্তর_পরিবর্তনকারী_দুআ.pdf
794.1 KB
আজকের মজলিসে আলোচিত দুআগুলোর পিডিএফ (অন্তর পরিবর্তনকারী দুআ)
কুরআন শিক্ষা করাকে অনেকে কঠিন মনে করে এজন্য যে তারা ভাবে, এটা বোধহয় নতুন একটা ভাষা শিক্ষা করা৷ বিষয়টা কিন্তু মোটেও সেরকম না। কুরআন পড়তে পারা শেখা আর ভাষা শেখা দুইটা টোটালি আলাদা জিনিস। কুরআন শেখাটা অনেক সহজ ভাষা শেখার তুলনায়। কারণ হলো এখানে ভোকাবুলারি মুখস্ত করা বা অনেক অনেক রুলস জানার প্রয়োজন হয় না৷ শুধু অক্ষর চিনে সেগুলো দিয়ে গঠিত শব্দগুলোকে কীভাবে পড়তে হয় এতটুকু জানাই যথেষ্ট। সামনে রমজান আসতেছে। কুরআন যারা পড়তে পারে না, তাদের উচিত আগে থেকেই শেখাটা শুরু করা৷ রমজানের অল্প সময়ে প্রোপারলি আসলে শেখার কাজটা শেষ হয় না। এজন্য নিজের মসজিদের ইমাম-মুআজ্জিনের কাছে শিখতে পারেন। অথবা আলাদা প্রাইভেট কোন উস্তাযের কাছ থেকেও শিখতে পারেন৷ তবে যদি এগুলোর সুযোগ না থাকে তাহলে অনলাইনেও শিখতে পারেন৷ সেক্ষেত্রে আমাদের Nurul Quran Academy তে ভর্তি হতে পারেন। ১৬ নং ব্যাচের ভর্তি চলছে। এর আগে ১৫টা ব্যাচ সফলভাবে শেষ হয়েছে এবং কয়েকশত ভাই-বোন এর মাধ্যমে কুরআন পড়া শিখেছেন। ছেলে-মেয়েদে আলাদা ব্যাচ ও আলাদা শিক্ষক-শিক্ষিকা। লাইভ ক্লাস ও পরে রেকর্ডও দেওয়া হয়৷
ভর্তির জন্য মেসেজ করুন-
হোয়াটসআপ-+8801700-946569
ভর্তির জন্য মেসেজ করুন-
হোয়াটসআপ-+8801700-946569
কুরআন শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ আছে এখনো। যারা আগ্রহী, দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ-+8801700-946569
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ-+8801700-946569
Forwarded from Abdullah Al Masud (Abdullah Al Masud)
এখন থেকে যদি শুরু করেন তাহলে রমজান মাস মিলিয়ে সুন্দরভাবে ৩০ নং পারা মুখস্ত করে ফেলতে পারবেন অনায়েসে। ২৪ সালের তুলনায় ২৫ সালে আপনার হিফজের পরিমাণ যাতে বৃদ্ধি পায় এদিকে লক্ষ্য রাখুন। নিজে নিজেও পড়তে পারেন৷ তবে কারো তত্বাবধানে থেকে পড়লে অলসতা করার সুযোগ থাকে না। আলাদা গুরুত্ব থাকে। এজন্য আমাদের একাডেমির ৩০ নং পারা হিফজ কোর্সে ভর্তি হতে পারেন। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। ছেলে-মেয়ের জন্য আলাদা শিক্ষক-শিক্ষিকা। বাকি তথ্য পোস্টারে পাবেন।
যারা আগ্রহী, দ্রুত ভর্তি হতে পারেন। ভর্তির জন্য মেসেজ করুন-
হোয়াটসআপ- +8801700946569
যারা আগ্রহী, দ্রুত ভর্তি হতে পারেন। ভর্তির জন্য মেসেজ করুন-
হোয়াটসআপ- +8801700946569
জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী আমাদের হিফজ বিভাগে অধ্যয়নরত আছে ১১১ জন ছাত্রী ও ৩৫ জন ছাত্র আলহামদুলিল্লাহ। আপনিও কিন্তু চাইলে কাজকর্ম বা পড়াশুনার পাশাপাশি প্রতিদিন অল্প অল্প করে হিফজ করতে পারেন। বিস্তারিত জানতে বা ভর্তি হবার জন্য মেসেজ করুন হোয়াটসঅ্যাপে।
ক্লিক করুন-
https://wa.me/8801700946569
ক্লিক করুন-
https://wa.me/8801700946569
WhatsApp.com
Nurul Quran Academy
Business Account
একাডেমির আরবীভাষা শিক্ষা কোর্সের ১১ নং ব্যাচের স্টুডেন্টদের কাজ। সরফের বাবগুলোকে নকশার মাধ্যমে ফুটিয়ে তুলেছে তারা।
আরবীভাষা শিক্ষা কোর্সের নতুন ব্যাচ শুরু হবে রোজার পরে ইনশাআল্লাহ। আগ্রহী হলে কমেন্টে দেওয়া ফরমটি পূরণ করে রাখতে পারেন। আমরাই যোগাযোগ করব ইনশাআল্লাহ।
https://forms.gle/E93Fh8rgUByQPwh16
আরবীভাষা শিক্ষা কোর্সের নতুন ব্যাচ শুরু হবে রোজার পরে ইনশাআল্লাহ। আগ্রহী হলে কমেন্টে দেওয়া ফরমটি পূরণ করে রাখতে পারেন। আমরাই যোগাযোগ করব ইনশাআল্লাহ।
https://forms.gle/E93Fh8rgUByQPwh16