Nurul Quran Academy
11.3K subscribers
86 photos
3 videos
2 files
118 links
একটি নির্ভরযোগ্য অনলাইন দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান।
Download Telegram
নামাজের জরুরি ও গুরুত্বপূর্ণ বিধিবিধান বিষয়ক 'ফিকহুস সালাত' ও মতভেদ বিহীন আকীদার মৌলিক বিষয়গুলো নিয়ে 'ব্যাসিক আকীদা কোর্স' এ ভর্তি চলছে। দুইটারই ক্লাস শুরু হবে আজকে (১৬ ফেব্রুআরি) থেকে। আগ্রহীরা ভর্তি হতে পারেন। কিংবা পরিচিত কেউ আগ্রহী থাকলে জানাতে পারেন। বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে।
ভর্তির জন্য মেসেজ করুন একাডেমির ফেসবুক পেইজে- https://www.facebook.com/NLQURAN 
কারও ফেসবুক না থাকলে হোয়াটসআপে মেসেজ করুন এই নাম্বারে- +880 1700-946569
যারা লম্বা সময় দিয়ে পরিপূর্ণভাবে আরবীভাষা শেখার মত সময়-শ্রম দিতে অপরাগ; কিন্তু মোটামুটিভাবে কুরআনের বিষয়গুলো বুঝতে চান এবং বিশেষভাবে সালাতে যা যা সাধারণত আমরা পড়ি সেগুলো অর্থ বুঝে পড়ে সালাতে মনোযোগ বৃদ্ধি করতে চান, তাদের জন্য কুরআন ও সালাত অনুধাবন কোর্সটি। এই কোর্সে ৪টা জিনিস আপনার অর্জন হবে-
১. আরবীভাষার মৌলিক জ্ঞান
২. ১২টি সূরা ও নির্বাচিত অনেক আয়াত
৩. সালাতে পঠিত দুআ-দরুদ-তাসবীহ
৪. কুরআনের বহুল ব্যবহৃত শব্দাবলি

অন্যান্য তথ্য পোস্টারে দেখুন। কোর্স সিলেবাস দেখতে ক্লিক করুন এখানে

ভর্তির জন্য মেসেজ করুন একাডেমির ফেসবুক পেইজে- পেইজে যেতে ক্লিক করুন এখানে 
কারও ফেসবুক না থাকলে হোয়াটসআপে মেসেজ করুন এই নাম্বারে- +8801700-946569
কুরআন ও সালাত অনুধাবন কোর্সের সিলেবাস তুলে ধরা হল। কুরআন বুঝার প্রাথমিক চর্চা হিসেবে কোর্সটি করে ফেলতে পারেন। ভর্তির জন্য মেসেজ করুন একাডেমির ফেসবুক পেইজে । অথবা হোয়াটসাপে মেসেজ করুন- +8801700946569
পোস্টটি দাওয়ার নিয়তে শেয়ার করতে পারেন। আপনার টাইমলাইনে ফ্রি কোর্সটির লিংক ও এই পিক নিয়ে পোস্ট দিতে পারেন। আল্লাহ তাআলা আমাদের ভালো কাজগুলো কবুল করে নিন। আমিন।

কোর্স লিংক-
https://nlquran.net/courses/fiqhus-siam/
কুরআনের মজা পাওয়ার জন্য আরবীভাষা জানার বিকল্প নেই। গত রমজানের পর যারা এই ভাষা শিখতে উদ্যগী হয়েছে, তারা এই রমজানে এসে এর সুফল পেয়েছে। তাদের তিলাওয়াতে এসেছে পরিবর্তন। কুরআন পড়তে গিয়ে যখন কিছু কিছু বুঝতে পারে, তখন তাদের অন্তরে বয়ে যায় অন্য রকম আনন্দের হিল্লোল। এই আনন্দের ধরণটা শব্দ দিয়ে ব্যক্ত করা সম্ভব নয়। এটা অনুভব করার বিষয়। আমাদের ছাত্র-ছাত্রীদের সাথে কথা বলে এমনটাই জানা গেল। কয়েকটা নমুনা কমেন্টে দেওয়া থাকবে। দেখে নিতে পারেন।

আমাদের একাডেমির আরবীভাষা শিক্ষা কোর্সের মূল লক্ষ্যই হলো কুরআনের সাথে শিক্ষার্থীকে সম্পৃক্ত করা। আরবীভাষা শেখার মাধ্যমে কুরআনের অর্থ বুঝাকে সর্বাধিক প্রাধান্য দেওয়া। এটির নতুন ব্যাচে ভর্তি শুরু হয়েছে। ১ মে থেকে ক্লাস। সিলেবাসসহ বিস্তারিত বিবরণ দেখতে ক্লিক করুন- https://nlquran.net/courses/arabic-language-learning/
বাংলাতে আমরা ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ বললেও আরবীভাষাতে ঈদ অর্থ এমন কিছু, যা বার বার ফিরে আসে।

ঈদ শব্দটি এসেছে আওদাতুন (عودة) থেকে। যার অর্থ ফিরে আসা। ঈদ যেহেতু বারবার অর্থাৎ প্রতি বছর ফিরে আসে, তাই একে ঈদ বলা হয়।

এর মধ্যে শুভকামনাও প্রচ্ছন্নভাবে আছে। অর্থাৎ কামনা করা হচ্ছে, এই আনন্দের দিনটি যেন বারবার ফিরে আসে।

(আরবীভাষা জানলে আরবী শব্দের এমন গভীরে সহজে পৌঁছতে পারবেন। এর জন্য ভর্তি হদে পারেন আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সে। ভর্তি চলছে। ১ মে থেকে ক্লাস শুরু হবে।)
অনেকেই কুরআন পড়া শিখেছেন ঠিকই, কিন্তু পড়া শুদ্ধ নয়। এমন ভাই-বোনদের জন্য কুরআন সহীহকরণ কোর্সটি। এতে তাজবিদের মৌলিক বিষয়গুলোর সাথে আম্মাপারা পুরোটা পড়ানো হবে। নিয়মিত পড়া শুনা হবে। সাথে থাকবে তাজবিদের শিট। বর্তমানে ১৫ তম ব্যাচে ভর্তি চলছে। কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে।   ভর্তির জন্য পেইজে মেসেজ করুন।  পেইজে যেতে ক্লিক করুন এখানে

আর যদি ফেসবুক না থাকে, তাহলে হোয়াটসআপে মেসেজ করুন এই নাম্বারে- 01700946569
আরবীভাষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ হচ্ছে এটি কুরআনের ভাষা। তাই মুসলিম হিসেবে এই ভাষা শেখার প্রধান লক্ষ্য হওয়া উচিত কুরআন বুঝতে পারা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি। এতে আরবীভাষা শিক্ষা আবর্তিত হবে- প্রথমত কুরআন বুঝা, দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বুঝা, তৃতীয়ত অন্যান্য বিষয় বুঝাকে কেন্দ্র করে। এভাবেই পুরো কোর্স কারিকুলাম সাজানো। ভাষা শিক্ষার পাশাপাশি আরবী ব্যকরণের প্রধান দুই অংশ নাহু-সরফ তো থাকবেই। এই কোর্সের সাথে চাইলে ফি প্রদান করা ছাড়াই স্টাডিজ ইন ইসলামী শরীয়াহ এর সাবজেক্টগুলোও পড়তে পারবেন। 

অন্যান্য তথ্য পোস্টারে বলা আছে। আরও বিস্তারিত আকারে জানতে চাইলে ক্লিক করুন এখানে

ভর্তির জন্য মেসেজ করুন পেইজে। পেইজে যেতে ক্লিক করুন এখানে
অথবা মেসেজ করুন হোয়াটসআপে-
+8801700-946569
Nurul Quran Academy:
যারা কুরআনুল কারীম মোটেই পড়তে পারেন না বা ছোটকালে শিখলেও এখন সব ভুলে গেছেন; কিন্তু নতুন করে আবার কুরআনের তিলাওয়াত শিখতে চাচ্ছেন, অথবা মোটামুটি পারলেও তেমন ভাল পড়তে পারেন না; পড়া অশুদ্ধ, তাদের জন্য তাজবিদসহ সহীহভাবে কুরআন শিক্ষা কোর্সটি। ভর্তি চলছে ১২ তম ব্যাচে । বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে।

ভর্তির জন্য মেসেজ করুন একাডেমির ফেসবুক পেইজে । অথবা হোয়াটসাপে মেসেজ করুন- +8801700946569