Nurul Quran Academy
12.5K subscribers
132 photos
8 videos
6 files
191 links
একটি নির্ভরযোগ্য অনলাইন দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান।
Download Telegram
কুরআনের অর্থ আরবী থেকে বুঝার জন্য আরবীভাষা শেখার বিকল্প নেই। কুরআনের অর্থ বুঝার উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি সাজানো হয়েছে। কর্মজীবী ও ব্যস্ত মানুষদের জন্যই পুরো কোর্সটি ডিজাইন করা। কোন ধরনের অতিরিক্ত চাপ ছাড়াই ধীরেসুস্থে আরবীভাষা শিখে কুরআনের অর্থ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বিস্তারিত আকারে জানতে চাইলে ক্লিক করুন এখানে

https://youtu.be/J3JTOsbPeKA?si=Xb693A41fZc_ai64

ভর্তির জন্য মেসেজ করুন ফেসবুক পেইজে। পেইজে যেতে ক্লিক করুন এখানে
অথবা মেসেজ করুন হোয়াটসআপে-
+8801700-946569
আপনি কি জানেন যে, আমাদের একাডেমির হিফজ বিভাগে ভর্তি হলে আমরা 'হিফজ নির্দেশিকা' নামে একটি ফ্রি কোর্স ছাত্র-ছাত্রীদের দিয়ে থাকি। সেখানে হিফজ বিষয়ে মোট ৮টা টপিকে জরুরি দিকনির্দেশনা দেওয়া আছে। যেমন কীভাবে হিফজ করবে, কোন সময় হিফজ করবে, হিফজ করার ভুল পদ্ধতিগুলো কী কী ইত্যাদি। বর্তমানে আমাদের একাডেমিতে ১৪ জন হাফেজ-হাফেজার কাছে হিফজ করছেন ১২৮ জন ছাত্র-ছাত্রী। আপনিও চাইলে পবিত্র কুরআনের যে কোন অংশ হিফজ করার জন্য ভর্তি হতে পারেন৷ বিস্তারিত তথ্য জানতে বা ভর্তি হতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন- +8801700946569
ঘরে বসেই দক্ষ শিক্ষক/শিক্ষিকার কাছে পবিত্র কুরআন তিলাওয়াত শিক্ষা করুন। একজন মুসলিম মুসলিম হিসেবে আমাদের জন্য কুরআনের তিলাওয়াত জানা অপরিহার্য। তাই যারা কুরআনুল কারীম মোটেই পড়তে পারেন না বা ছোটকালে শিখলেও এখন সব ভুলে গেছেন; কিন্তু নতুন করে আবার কুরআনের তিলাওয়াত শিখতে চাচ্ছেন, অথবা মোটামুটি পারলেও তেমন ভাল পড়তে পারেন না; পড়া অশুদ্ধ, তাদের জন্য তাজবিদসহ সহীহভাবে কুরআন শিক্ষা কোর্সটি। বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। অতিরিক্ত তথ্য জানতে বা ভর্তির জন্য মেসেজ করুন হোয়াটসআপে- +8801700946569
পুরো কুরআন হিফজ করতে না পারলেও অন্তত আম্মাপারা অর্থাৎ ৩০ নং পারা মুখস্ত করে নিন। কেননা হাদীসের ভাষ্যমতে কুরআন যার যত বেশি পরিমাণ মুখস্ত থাকবে, তাঁর মর্যাদা ততবেশি হবে। বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ-+8801700-946569
Media is too big
VIEW IN TELEGRAM
কুরআন হিফজকারীদের মর্যাদা

৩০ নং পারা হিফজ কোর্সে ভর্তি চলছে৷ ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ-
www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ-
+8801700-946569
আজকে রাত ৯টায় 'তরবিয়তি মজলিস' লাইভ হবে একাডেমির ফেসবুক পেইজে। সেখানে স্লাইডও দেখতে পাবেন। এটি টেলিতেও সম্প্রচার হবে শুধু অডিওতে। সবাইকে যুক্ত থাকার দাওয়াত। অন্যদেরকেও জানিয়ে রাখতে পারেন। পারেন। অন্তরের সংশোধন বিষয়ক হাদীস নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।
Live stream started
Live stream finished (10 minutes)
Live stream started
Live stream finished (40 minutes)
মজলিস_অন্তর_পরিবর্তনকারী_দুআ.pdf
794.1 KB
আজকের মজলিসে আলোচিত দুআগুলোর পিডিএফ (অন্তর পরিবর্তনকারী দুআ)
কুরআন শিক্ষা করাকে অনেকে কঠিন মনে করে এজন্য যে তারা ভাবে, এটা বোধহয় নতুন একটা ভাষা শিক্ষা করা৷ বিষয়টা কিন্তু মোটেও সেরকম না। কুরআন পড়তে পারা শেখা আর ভাষা শেখা দুইটা টোটালি আলাদা জিনিস। কুরআন শেখাটা অনেক সহজ ভাষা শেখার তুলনায়। কারণ হলো এখানে ভোকাবুলারি মুখস্ত করা বা অনেক অনেক রুলস জানার প্রয়োজন হয় না৷ শুধু অক্ষর চিনে সেগুলো দিয়ে গঠিত শব্দগুলোকে কীভাবে পড়তে হয় এতটুকু জানাই যথেষ্ট। সামনে রমজান আসতেছে। কুরআন যারা পড়তে পারে না, তাদের উচিত আগে থেকেই শেখাটা শুরু করা৷ রমজানের অল্প সময়ে প্রোপারলি আসলে শেখার কাজটা শেষ হয় না। এজন্য নিজের মসজিদের ইমাম-মুআজ্জিনের কাছে শিখতে পারেন। অথবা আলাদা প্রাইভেট কোন উস্তাযের কাছ থেকেও শিখতে পারেন৷ তবে যদি এগুলোর সুযোগ না থাকে তাহলে অনলাইনেও শিখতে পারেন৷ সেক্ষেত্রে আমাদের Nurul Quran Academy তে ভর্তি হতে পারেন। ১৬ নং ব্যাচের ভর্তি চলছে। এর আগে ১৫টা ব্যাচ সফলভাবে শেষ হয়েছে এবং কয়েকশত ভাই-বোন এর মাধ্যমে কুরআন পড়া শিখেছেন। ছেলে-মেয়েদে আলাদা ব্যাচ ও আলাদা শিক্ষক-শিক্ষিকা। লাইভ ক্লাস ও পরে রেকর্ডও দেওয়া হয়৷

ভর্তির জন্য মেসেজ করুন-
হোয়াটসআপ-
+8801700-946569
কুরআন শিক্ষা কোর্সে ভর্তির সুযোগ আছে এখনো। যারা আগ্রহী, দ্রুত ভর্তি হয়ে যান। ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ-+8801700-946569
Forwarded from Abdullah Al Masud (Abdullah Al Masud)
এখন থেকে যদি শুরু করেন তাহলে রমজান মাস মিলিয়ে সুন্দরভাবে ৩০ নং পারা মুখস্ত করে ফেলতে পারবেন অনায়েসে। ২৪ সালের তুলনায় ২৫ সালে আপনার হিফজের পরিমাণ যাতে বৃদ্ধি পায় এদিকে লক্ষ্য রাখুন। নিজে নিজেও পড়তে পারেন৷ তবে কারো তত্বাবধানে থেকে পড়লে অলসতা করার সুযোগ থাকে না। আলাদা গুরুত্ব থাকে। এজন্য আমাদের একাডেমির ৩০ নং পারা হিফজ কোর্সে ভর্তি হতে পারেন। আগামীকাল থেকে ক্লাস শুরু হবে। ছেলে-মেয়ের জন্য আলাদা শিক্ষক-শিক্ষিকা। বাকি তথ্য পোস্টারে পাবেন।
যারা আগ্রহী, দ্রুত ভর্তি হতে পারেন। ভর্তির জন্য মেসেজ করুন-
হোয়াটসআপ- +8801700946569
জানুয়ারি মাসের হিসাব অনুযায়ী আমাদের হিফজ বিভাগে অধ্যয়নরত আছে ১১১ জন ছাত্রী ও ৩৫ জন ছাত্র আলহামদুলিল্লাহ। আপনিও কিন্তু চাইলে কাজকর্ম বা পড়াশুনার পাশাপাশি প্রতিদিন অল্প অল্প করে হিফজ করতে পারেন। বিস্তারিত জানতে বা ভর্তি হবার জন্য মেসেজ করুন হোয়াটসঅ্যাপে।
ক্লিক করুন-
https://wa.me/8801700946569