Nurul Quran Academy
12.3K subscribers
126 photos
6 videos
4 files
181 links
একটি নির্ভরযোগ্য অনলাইন দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান।
Download Telegram
আলহামদুলিল্লাহ, শিক্ষার্থীদের এইসব অনুভূতি আমাদেরকে অনুপ্রেরণা যোগায়। আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সের ১৫ নং ব্যাচের ভর্তি চলছে। আগ্রহীরা ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ-+8801700-946569
আরবীভাষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ হচ্ছে এটি কুরআনের ভাষা। তাই মুসলিম হিসেবে এই ভাষা শেখার প্রধান লক্ষ্য হওয়া উচিত কুরআন বুঝতে পারা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি। এতে আরবীভাষা শিক্ষা আবর্তিত হবে- প্রথমত কুরআন বুঝা, দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বুঝা, তৃতীয়ত অন্যান্য বিষয় বুঝাকে কেন্দ্র করে। এভাবেই পুরো কোর্স কারিকুলাম সাজানো। ভাষা শিক্ষার পাশাপাশি আরবী ব্যকরণের প্রধান দুই অংশ নাহু-সরফ তো থাকবেই।
অন্যান্য তথ্য পোস্টারে বলা আছে। আরও বিস্তারিত আকারে জানতে চাইলে ক্লিক করুন এখানে
ভর্তির জন্য মেসেজ করুন পেইজে। পেইজে যেতে ক্লিক করুন এখানে
অথবা মেসেজ করুন হোয়াটসআপে-
+8801700-946569
যদি কোন ভাই কিংবা বোন এমন থাকেন, যার সত্যিকার অর্থে আর্থিক সামর্থ্য নেই কিন্তু কুরআন হিফজ করতে আগ্রহী তিনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন স্পষ্টভাবে এটা উল্লেখ করে- আমার আর্থিক সমস্যার কারণে ফি দিয়ে পড়ার সামর্থ্য নেই তাই ফুল স্কলারশিপে হিফজ করতে চাচ্ছি। আমরা একটা ইন্টারভিউ নিয়ে উপযুক্ত মনে হলে তাকে ফুল স্কলারশিপ দিব হিফজ করার জন্য ইনশাআল্লাহ।

হোয়াটসঅ্যাপ নাম্বার-
+8801700946569
যাদের কুরআন তিলাওয়াত শুদ্ধ না, তারা কোর্সটিতে ভর্তি হতে পারেন। এতে দক্ষ উস্তায-উস্তাযা লাইভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ৩০ নং পারা পড়াবেন। সাথে থাকবে তাজবিদের মৌলিক বিষয়গুলো।  বর্তমানে ১৮ তম ব্যাচে ভর্তি চলছে। কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে।

ভর্তির জন্য মেসেজ করতে হবে-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- +8801700946569
কুরআন বুঝার আরবী আর সাধারণ আরবী কি একই জিনিস নাকি ভিন্ন জিনিস? এটা নিয়ে অনেকের মধ্যেই কনফিউশন আছে। আমরা কোন ধরনের আরবী শেখাই? এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে ভিডিওটিতে।

আমরা কোন ধরনের আরবীভাষা শেখাই?
https://youtu.be/XSY7KMkKyfI

[সরাসরি আরবী থেকে কুরআনের অর্থ বুঝার জন্য আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সটি বিশেষভাবে জেনারেল শিক্ষিত ব্যস্ত মানুষদের জন্য ডিজাইন করা হয়েছে এবং আরবী থেকে কুরআন বুঝাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন এই লিংক থেকে- https://nlquran.net/courses/arabic-language-learning/ ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ-+8801700-946569 ]
কুরআনের অর্থ আরবী থেকে বুঝার জন্য আরবীভাষা শেখার বিকল্প নেই। কুরআনের অর্থ বুঝার উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি সাজানো হয়েছে। কর্মজীবী ও ব্যস্ত মানুষদের জন্যই পুরো কোর্সটি ডিজাইন করা। কোন ধরনের অতিরিক্ত চাপ ছাড়াই ধীরেসুস্থে আরবীভাষা শিখে কুরআনের অর্থ বুঝতে পারবেন ইনশাআল্লাহ। বিস্তারিত আকারে জানতে চাইলে ক্লিক করুন এখানে

https://youtu.be/J3JTOsbPeKA?si=Xb693A41fZc_ai64

ভর্তির জন্য মেসেজ করুন ফেসবুক পেইজে। পেইজে যেতে ক্লিক করুন এখানে
অথবা মেসেজ করুন হোয়াটসআপে-
+8801700-946569
আপনি কি জানেন যে, আমাদের একাডেমির হিফজ বিভাগে ভর্তি হলে আমরা 'হিফজ নির্দেশিকা' নামে একটি ফ্রি কোর্স ছাত্র-ছাত্রীদের দিয়ে থাকি। সেখানে হিফজ বিষয়ে মোট ৮টা টপিকে জরুরি দিকনির্দেশনা দেওয়া আছে। যেমন কীভাবে হিফজ করবে, কোন সময় হিফজ করবে, হিফজ করার ভুল পদ্ধতিগুলো কী কী ইত্যাদি। বর্তমানে আমাদের একাডেমিতে ১৪ জন হাফেজ-হাফেজার কাছে হিফজ করছেন ১২৮ জন ছাত্র-ছাত্রী। আপনিও চাইলে পবিত্র কুরআনের যে কোন অংশ হিফজ করার জন্য ভর্তি হতে পারেন৷ বিস্তারিত তথ্য জানতে বা ভর্তি হতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন- +8801700946569
ঘরে বসেই দক্ষ শিক্ষক/শিক্ষিকার কাছে পবিত্র কুরআন তিলাওয়াত শিক্ষা করুন। একজন মুসলিম মুসলিম হিসেবে আমাদের জন্য কুরআনের তিলাওয়াত জানা অপরিহার্য। তাই যারা কুরআনুল কারীম মোটেই পড়তে পারেন না বা ছোটকালে শিখলেও এখন সব ভুলে গেছেন; কিন্তু নতুন করে আবার কুরআনের তিলাওয়াত শিখতে চাচ্ছেন, অথবা মোটামুটি পারলেও তেমন ভাল পড়তে পারেন না; পড়া অশুদ্ধ, তাদের জন্য তাজবিদসহ সহীহভাবে কুরআন শিক্ষা কোর্সটি। বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। অতিরিক্ত তথ্য জানতে বা ভর্তির জন্য মেসেজ করুন হোয়াটসআপে- +8801700946569
পুরো কুরআন হিফজ করতে না পারলেও অন্তত আম্মাপারা অর্থাৎ ৩০ নং পারা মুখস্ত করে নিন। কেননা হাদীসের ভাষ্যমতে কুরআন যার যত বেশি পরিমাণ মুখস্ত থাকবে, তাঁর মর্যাদা ততবেশি হবে। বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ-+8801700-946569