Nurul Quran Academy
12.5K subscribers
132 photos
8 videos
6 files
191 links
একটি নির্ভরযোগ্য অনলাইন দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান।
Download Telegram
আকীদার ক্লাস আজ থেকে শুরু হবে।
ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- +8801700946569
কুরআন বুঝতে পারাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সের সিলেবাস। এতে আরবীভাষা শিক্ষা আবর্তিত হবে প্রথমত কুরআন বুঝা, দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বুঝা, তৃতীয়ত অন্যান্য বিষয় বুঝাকে কেন্দ্র করে। এভাবেই পুরো কোর্স কারিকুলাম সাজানো। ভাষা শিক্ষার পাশাপাশি আরবী ব্যকরণের প্রধান দুই অংশ নাহু-সরফ তো থাকবেই। এই কোর্সের সাথে চাইলে ফি প্রদান করা ছাড়াই স্টাডিজ ইন ইসলামী শরীয়াহ এর সাবজেক্টগুলোও পড়তে পারবেন।
অন্যান্য তথ্য পোস্টারে বলা আছে। আরও বিস্তারিত আকারে জানতে চাইলে ক্লিক করুন এখানে

ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- +8801700946569
কুরআন পড়তে পারার পরেও যদি তিলাওয়াতে অশুদ্ধতা থাকে, তবে ২ মাসের এই কোর্সটিতে ৩০ নং পারা পড়ার মাধ্যমে আপনি নিজের ত্রুটিগুলো ঠিক করে নিতে পারেন।

ভর্তির জন্য বা অতিরিক্ত তথ্যের জন্য আমাদের মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- +8801700-946569
প্রশ্নঃ কোটা আন্দোলনে যারা অন্যায়ভাবে মারা গিয়েছে তারা কি শহীদ বলে গণ্য হবে?
উত্তরঃ হাদীসে এসেছে, যদি কেউ অন্যায়ভাবে জুলুমের শিকার হয়ে মারা যায় তবে সে শহীদের মর্যাদা পাবে। সেই আলোকে বলা যায়, কোটা আন্দোলনে যারা অন্যায়ভাবে মারা গিয়েছে তারা শাহাদাতের মর্যাদা লাভ করবে ইনশাআল্লাহ। উল্লেখ্য যে, এই শহীদ হলো হুকমী শহীদ। তাই তাদের গোসল ও কাফন দিয়ে দাফন করতে হবে। আর যারা জি/হাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে মারা যায় তারা হলো হাকিকি শহীদ। হাকিকি শহীদদের ক্ষেত্রে গোসল ও কাফনের প্রয়োজন পড়ে না। বরং তাদেরকে রক্তমাখা কাপড়েই দাফন করা হয়।

(প্রমাণপঞ্জিঃ সহীহউন নাসায়ীঃ ৪১০৫; শরহু মুসলিম, ইমাম নববীঃ ২/১৬৪; আল-মাওসুয়াতুল ফিকহিয়্যাহঃ ২৯/১৭৪)
দেশের চলমান পরিস্থিতি ও নেট-বিপর্যয়ের কারণে আরবীভাষা শিক্ষা কোর্সের ১৪ নং ব্যাচের উদ্বোধনী ক্লাস ১ আগস্ট শুরু করা যাচ্ছে না। শুরুর তারিখ কিছুটা পেছানো হয়েছে। ঠিক কবে উদ্বোধন হবে, সেই বিষয়ে আমরা এখনও কোন চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। পরিস্থিতি বিবেচনা করে পরে বিষয়টি জানানো হবে ইনশাআল্লাহ। আর কোর্সের ভর্তি চলমান আছে। বিস্তারিত জানতে চাইলে ক্লিক করুন এখানে

ভর্তির জন্য বা অতিরিক্ত তথ্যের জন্য আমাদের মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- +8801700-946569
দেশের বিপর্যস্তকর পরিস্থিতির কারণে আরবীভাষা শিক্ষা কোর্সের নতুন ব্যাচ চলতি মাসের শুরুতে আরম্ভ করা সম্ভব হয়নি। আগামী মাসের শুরু থেকে ক্লাস শুরু হবে। ভর্তি চলমান আছে। জরুরি তথ্য পোস্টারে বলা আছে। আরও বিস্তারিত আকারে জানতে চাইলে ক্লিক করুন এখানে

ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- +8801700946569
Forwarded from Abdullah Al Masud (Abdullah Al Masud)
আমরা কিছু জিজ্ঞেসও করিনি। তিনি নিজ থেকেই গ্রুপে তার মনের অনুভূতিগুলো এভাবেই ব্যক্ত করেন। কোর্সের মধ্য পথে এসেই ছাত্র-ছাত্রীরা কুরআনের আয়াত সুন্দরভাবে অনুবাদ করতে পারছে সরাসরি আরবী থেকেই আলহামদুলিল্লাহ। এখনও তো সামনে আরও অনেক পথ বাকি। পুরো কোর্স শেষ করলে তাদের জন্য অসাধারণ এক অভিজ্ঞতা হবে বলে আমি আশাবাদী। এইসব মেসেজ দেখার পর আমার দিনরাতের পরিশ্রমগুলো সার্থক মনে হয়। এসো আরবী শিখি এর বদলে নিজেদের মত করে কুরআনকে প্রাধান্য দিয়ে নতুন পাঠ্য বই তৈরি করার সিদ্ধান্তটা ভুল ছিল না মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। এই কাজ করতে গিয়ে কুরআন কেন্দ্রিক আরও দারুণ সব আইডিয়া আল্লাহ তাআলা মনের মধ্যে উদয় করে দিয়েছেন।

যাদের আরবী শেখার মূল উদ্দেশ্য কুরআন বুঝা, প্লাস দৈনন্দিন জীবনে অনেক ব্যস্ততা, তাদের জন্যই আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি। বর্তমানে ১৪ নং ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

ভর্তির জন্য বা অতিরিক্ত তথ্যের জন্য আমাদের মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- +8801700-946569
কুরআন এতটুকু সহিহ করে পড়া ফরজে, যাদ্দ্বারা নামাজ সঠিকভাবে আদায় হয়। অনেকেই তিলাওয়াত করতে পারলেও তা শুদ্ধ নয়। তাদের জন্যই কোর্সটি। নিজের ঘরে বসেই লাইভ ক্লাসে দক্ষ শিক্ষক-শিক্ষিকার কাছে তিলাওয়াত সহীহ করুন। প্রায় সহ্রসাধিক মানুষ এর থেকে উপকৃত হয়েছেন। দেরি না করে ১৬ তম ব্যাচে আজই ভর্তি হয়ে যান।

কোর্স সিলেবাস বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে
স্টুডেন্টদের রিভিউ দেখতে ক্লিক করুন এখানে

ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- +8801700946569
আরবীভাষা শিক্ষা কোর্সের একজন ছাত্রীর রিভিউ । আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ছাত্র-ছাত্রীদের আরবীভাষা শিক্ষাটাকে এগিয়ে নিতে। ১৪ নং ব্যাচে ভর্তি চলমান আছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে

ভর্তির জন্য বা অতিরিক্ত তথ্যের জন্য আমাদের মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- +8801700-946569
১৭০ জন ছাত্র-ছাত্রী নিয়ে শুরু হলো আরবীভাষা শিক্ষা কোর্সের ১৪ নং ব্যাচ আলহামদুলিল্লাহ। পরবর্তী ব্যাচের ভর্তি শুরু হবে ডিসেম্বরে। ক্লাস শুরু হবে জানুয়ারির ১ তারিখ থেকে ইনশাআল্লাহ। আপাতত আমরা নতুন কোন স্টুডেন্ট ভর্তি নিচ্ছি না। যারা কুরআনের ভাষা বুঝার এই যাত্রায় আমাদেরকে বেছে নিয়েছেন সবাই জন্য রইল শুভকামনা এবং আন্তরিক দুআ। আল্লাহ যেন সবাইকে শেষ পর্যন্ত পৌঁছার তাওফিক দান করেন। আমিন।
যারা কুরআনুল কারীম মোটেই পড়তে পারেন না বা ছোটকালে শিখলেও এখন সব ভুলে গেছেন; কিন্তু নতুন করে আবার কুরআনের তিলাওয়াত শিখতে চাচ্ছেন, অথবা মোটামুটি পারলেও তেমন ভাল পড়তে পারেন না; পড়া অশুদ্ধ, তাদের জন্য তাজবিদসহ সহীহভাবে কুরআন শিক্ষা কোর্সটি।
মাসিক ফি-৮২০ টাকা। আর একসাথে পরিশোধ করলে ৪ মাসের পুরো কোর্স ফি ৩০৬০ টাকা মাত্র।
● ছেলে-মেয়ে আলাদা ব্যাচ। আলাদা শিক্ষক-শিক্ষিকা।
● দারস হবে জুম লাইভে। যাদের মিস যাবে পরবর্তীতে তাদেরকে দারসের রেকর্ড সরবরাহ করা হবে।
● ছেলেদের ব্যাচে দারস হবে রাত ৯:১৫ থেকে।
● মেয়েদের ব্যাচে দারস হবে রাত ৮টা থেকে।
● দারস সপ্তাহে তিন দিন- শনি, সোম, বুধ।
● সময়সীমা- ৪ মাস।
● ক্লাস শুরু হবে ২ অক্টোবর বুধবার

স্টুডেন্টদের রিভিউ দেখতে ক্লিক করুন এখানে

ভর্তির জন্য বা অতিরিক্ত তথ্যের জন্য আমাদের মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- +8801700-946569
কুরআন হওয়া উচিত আমাদের শিক্ষাজীবনের ফার্স্ট প্রায়োরিটি। সবই শিখলেন, কিন্তু কুরআন শিখলেন না; এর মানে আপনি কিছুই শিখলেন না। তাই কুরআন পড়াটা আগে শিখুন। সেটা অফলাইনে বা অনলাইনে যেভাবেই হোক। অনলাইনে শিখতে চাইলে আমাদের একাডেমিতে ভর্তি হতে পারেন। বিস্তারিত তথ্য পোস্টারে বলাই আছে।

ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN

হোয়াটসআপ- +8801700-946569
ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- +8801700-946569
পুরো কুরআন হিফজ করতে না পারলেও অন্তত আম্মাপারা অর্থাৎ ৩০ নং পারা মুখস্ত করে নিন। কেননা হাদীসের ভাষ্যমতে কুরআন যার যত বেশি পরিমাণ মুখস্ত থাকবে, তাঁর মর্যাদা ততবেশি হবে। বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে।

ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- 01700946569