প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্সের ৬ষ্ঠ দারস (গতকাল নেট প্রবলেম থাকার কারনে) আজ আবার হবে।
সময় ৮:৩০ মিনিট।
অনাকাঙ্ক্ষিত এই ত্রুটির কারণে আমরা দুঃখিত।
সময় ৮:৩০ মিনিট।
অনাকাঙ্ক্ষিত এই ত্রুটির কারণে আমরা দুঃখিত।
ঈমানের পর সালাত ইসলামের সবচে গুরুত্বপূর্ণ ইবাদাত। এটি শুদ্ধভাবে আদায় করা বান্দার উপর ফরজ। এই সংক্রান্ত জরুরী মাসায়েলের জ্ঞান না থাকায় অনেকেই নিজের অজান্তেই সালাতে বিভিন্ন ভুল করে ফেলেন। যা অনেক সময় সালাতকে বিনষ্ট পর্যন্ত করে দেয়। সাধারণ মুসলিমদের উপযোগী করে ‘ফিকহুস সালাত কোর্স’টি সাজানো হয়েছে। এতে সালাতের সাথে সংশ্লিষ্ট জরুরী মাসআলা-মাসায়েল নিয়ে আলোচনা করা হবে। বাকি তথ্যাবলি পোস্টারে বলা আছে।
ভর্তির জন্য মেসেজ করুন একাডেমীর পেইজের ইনবক্সে। পেইজের লিংক- https://www.facebook.com/NLQURAN
আর ফেসবুক না থাকলে হোয়াটসআপে মেসেজ করুন- +880 1700-946569
ভর্তির জন্য মেসেজ করুন একাডেমীর পেইজের ইনবক্সে। পেইজের লিংক- https://www.facebook.com/NLQURAN
আর ফেসবুক না থাকলে হোয়াটসআপে মেসেজ করুন- +880 1700-946569