স্কুল-কলেজের ভাইবোনদের উদ্দেশ্য করে
দ্বীনের একেবারে প্রাথমিক বিষয়গুলো পাঠদান করার জন্য শুরু হতে যাচ্ছে 'প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স'।
সিলেবাস হিসেবে থাকবে শায়খ আহমাদুল্লাহ এর আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক রচিত কর্মজীবি মানুষের জন্য প্রাথমিক দ্বীন শিক্ষাদান বিষয়ক একটি পুস্তিকা। সিলেবাসটির পিডিএফ নুরুল কুরআন একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানলে দেওয়া হবে ক্লাস শুরুর আগের দিন ইনশাআল্লাহ।
যেহেতু এটি ফ্রি কোর্স, এতে আমরা আশাবাদী অনেক বেশি ভাইবোন অংশ নিবেন, তাই জুমের পরিবর্তে সরাসরি একাডেমির পেইজ থেকেই লাইভ ক্লাসটি হবে প্রতিদিন রাত ৮:৩০ থেকে। মোট ১৪টি ক্লাস হবে। পরবর্তীতে ক্লাসের রেকর্ড টেলিগ্রাম চ্যানেল ও ইউটিউবে দেওয়া হবে। যাদের ফেসবুক নেই, তারা রেকর্ড দেখে নিতে পারবেন।
ক্লাস শুরু হবে আগামী শুক্রবার ১২ তারিখ রাত ৮:৩০ থেকে। এরপর প্রতিদিন একই সময়ে ক্লাস হবে পেইজে লাইভে।
দাওয়াতের নিয়তে পোস্টটি শেয়ার করা বা আপনার টাইমলাইনে একাডেমিকে মেনশন করে পোস্ট করতে পারেন। যেন অধিক পরিমাণে ভাইবোন এতে অংশ নিতে পারে।
দ্বীনের একেবারে প্রাথমিক বিষয়গুলো পাঠদান করার জন্য শুরু হতে যাচ্ছে 'প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স'।
সিলেবাস হিসেবে থাকবে শায়খ আহমাদুল্লাহ এর আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক রচিত কর্মজীবি মানুষের জন্য প্রাথমিক দ্বীন শিক্ষাদান বিষয়ক একটি পুস্তিকা। সিলেবাসটির পিডিএফ নুরুল কুরআন একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানলে দেওয়া হবে ক্লাস শুরুর আগের দিন ইনশাআল্লাহ।
যেহেতু এটি ফ্রি কোর্স, এতে আমরা আশাবাদী অনেক বেশি ভাইবোন অংশ নিবেন, তাই জুমের পরিবর্তে সরাসরি একাডেমির পেইজ থেকেই লাইভ ক্লাসটি হবে প্রতিদিন রাত ৮:৩০ থেকে। মোট ১৪টি ক্লাস হবে। পরবর্তীতে ক্লাসের রেকর্ড টেলিগ্রাম চ্যানেল ও ইউটিউবে দেওয়া হবে। যাদের ফেসবুক নেই, তারা রেকর্ড দেখে নিতে পারবেন।
ক্লাস শুরু হবে আগামী শুক্রবার ১২ তারিখ রাত ৮:৩০ থেকে। এরপর প্রতিদিন একই সময়ে ক্লাস হবে পেইজে লাইভে।
দাওয়াতের নিয়তে পোস্টটি শেয়ার করা বা আপনার টাইমলাইনে একাডেমিকে মেনশন করে পোস্ট করতে পারেন। যেন অধিক পরিমাণে ভাইবোন এতে অংশ নিতে পারে।
প্রাথমিক_দ্বীন_শিক্ষা_ফ্রি_কোর্স_এর_সিলেবাস_.pdf
855.1 KB
প্রাথমিক দ্বীন শিক্ষা ফ্রি কোর্সের সিলেবাস এর পিডিএফ
আপনি চাইলে টেলিগ্রামের লিংকসহ এই পোস্টারটি পোস্ট করতে পারে আপনার টাইমলাইনে- https://t.me/nlquran
রিমাইন্ডার
প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স এর ১ম ক্লাস হবে আজকে রাত ৮:৩০ থেকে ইনশাআল্লাহ। ক্লাস একাডেমির ফেসবুক পেইজ থেকেই লাইভ করা হবে।
চেষ্টা করা হবে টেলিতেও অডিও স্ট্রিমিং চালু রাখতে ক্লাসের। যাতে করে যাদের ফেসবুক নেই, তারাও অংশ নিতে পারেন।
প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স এর ১ম ক্লাস হবে আজকে রাত ৮:৩০ থেকে ইনশাআল্লাহ। ক্লাস একাডেমির ফেসবুক পেইজ থেকেই লাইভ করা হবে।
চেষ্টা করা হবে টেলিতেও অডিও স্ট্রিমিং চালু রাখতে ক্লাসের। যাতে করে যাদের ফেসবুক নেই, তারাও অংশ নিতে পারেন।
১ নং দারস । প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স
(এই দারসে ঈমান এর পরিচয়, গুরুত্ব, ফজিলত ও আল্লাহর উপর ঈমান বিষয়ে আলোচনা করা হয়েছে। যারা লাইভে ছিলেন না, তারা শুনে নিবেন।)
https://youtu.be/S25yg9X8iBc
(এই দারসে ঈমান এর পরিচয়, গুরুত্ব, ফজিলত ও আল্লাহর উপর ঈমান বিষয়ে আলোচনা করা হয়েছে। যারা লাইভে ছিলেন না, তারা শুনে নিবেন।)
https://youtu.be/S25yg9X8iBc
YouTube
দারস-০১ । প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স
প্রশ্নের উত্তর-
মূল ইমান অভিভাজ্য। সেটা হলে ১০০% হবে, না হলে কিছুই থাকবে না। আর ঈমান বাড়া কমার বিষয়টি হলো মূল ঈমানের গুণগত বৈশিষ্ট্য। মূল ঠিক থাকার পর গুণগদ মানে তারতম্য হতে পারে। আমরা যে বলি, অমুকের ঈমান আমারচে বেশি বা কুরআন তিলাওয়াত ঈমানকে বৃদ্ধি করে এগুলো সবই হলো গুণগত মানের দিক দিয়ে। মূল ঈমান না।
নইলে যে ব্যক্তির ঈমান দুর্বল তার ক্ষেত্রে কী এই কথা বলা হবে যে, সে ব্যক্তির ৪০% বা ৫০% ঈমান আছে আর ৬০% বা ৫০% ঈমান নাই? না, এমনটা বলা হবে না। এমন হলে সে একই সাথে ৪০% মুমিন আর ৬০% কাফের হওয়া আবশ্যক হচ্ছে, যা অসম্ভব। কেননা কোন ব্যক্তি একই সাথে মুমিন ও কাফের হতে পারে না।
(প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স এর কোন বিষয়ের উপর প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে করতে পারেন। আমরা উত্তর দিবো। এক ভাই এই প্রশ্নটি করেছেন গতকালের দারসের উপর। এর জবাব দেওয়া হয়েছে উপরে।)
গ্রুপে জয়েন হতে ক্লিক করুন এখানে
মূল ইমান অভিভাজ্য। সেটা হলে ১০০% হবে, না হলে কিছুই থাকবে না। আর ঈমান বাড়া কমার বিষয়টি হলো মূল ঈমানের গুণগত বৈশিষ্ট্য। মূল ঠিক থাকার পর গুণগদ মানে তারতম্য হতে পারে। আমরা যে বলি, অমুকের ঈমান আমারচে বেশি বা কুরআন তিলাওয়াত ঈমানকে বৃদ্ধি করে এগুলো সবই হলো গুণগত মানের দিক দিয়ে। মূল ঈমান না।
নইলে যে ব্যক্তির ঈমান দুর্বল তার ক্ষেত্রে কী এই কথা বলা হবে যে, সে ব্যক্তির ৪০% বা ৫০% ঈমান আছে আর ৬০% বা ৫০% ঈমান নাই? না, এমনটা বলা হবে না। এমন হলে সে একই সাথে ৪০% মুমিন আর ৬০% কাফের হওয়া আবশ্যক হচ্ছে, যা অসম্ভব। কেননা কোন ব্যক্তি একই সাথে মুমিন ও কাফের হতে পারে না।
(প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স এর কোন বিষয়ের উপর প্রশ্ন থাকলে আমাদের ফেসবুক গ্রুপে করতে পারেন। আমরা উত্তর দিবো। এক ভাই এই প্রশ্নটি করেছেন গতকালের দারসের উপর। এর জবাব দেওয়া হয়েছে উপরে।)
গ্রুপে জয়েন হতে ক্লিক করুন এখানে
অনেকেই কুরআন পড়া শিখেছেন ঠিকই, কিন্তু পড়া শুদ্ধ নয়। এমন ভাই-বোনদের জন্য কুরআন সহীহকরণ কোর্সটি। এতে তাজবিদের মৌলিক বিষয়গুলোর সাথে আম্মাপারা পুরোটা পড়ানো হবে। নিয়মিত পড়া শুনা হবে। সাথে থাকবে তাজবিদের শিট। বর্তমানে ১৩ তম ব্যাচে ভর্তি চলছে। কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। কোর্স কারিকুলাম ও শিক্ষার্থীদের রিভিউ কমেন্টে পাবেন। ভর্তির জন্য পেইজে মেসেজ করুন। পেইজে যেতে ক্লিক করুন এখানে
আর যদি ফেসবুক না থাকে, তাহলে হোয়াটসআপে মেসেজ করুন এই নাম্বারে- 01700946569
আর যদি ফেসবুক না থাকে, তাহলে হোয়াটসআপে মেসেজ করুন এই নাম্বারে- 01700946569