যারা জীবনে কোন দিন আরবীভাষার কিছুই শিখেননি, সামনেও শেখার ইচ্ছা নেই, তাদেরও যাতে কুরআনের ভাষার মৌলিক ও প্রাথমিক একটা জ্ঞান থাকে সেজন্য আমরা একটি ফ্রি কোর্স সাজিয়ে রেখেছি। ছোট ছোট মাত্র ৮/১০টি ক্লাস। আরবীভাষার বেসিক জিনিসগুলো জেনে প্রাথমিক ধারনা লাভ করতে পারবেন। নিজেও দেখতে পারেন, পরিচিতদেরও সাজেস্ট করতে পারেন।
লিংক- https://nlquran.net/courses/basic-arabic-language-course/
লিংক- https://nlquran.net/courses/basic-arabic-language-course/
Nurul Quran Academy
প্রাথমিক আরবীভাষা শিক্ষা - Nurul Quran Academy
আরবীভাষা মুসলিমদের ধর্মীয় ভাষা। এই ভাষা সবাই পুরোপুরি না শিখলেও এই ভাষার বিষয়ে প্রাথমিক একটা ধারনা থাকা সবার জন্যই আবশ্যক। যেন কুরআনের এই ভাষাটা কোন মুসলিমের কাছেই পুরোপুরি অপরিচিত না থাকে। এই উদ্দেশ্যেই মূলত <em><strong>প্রাথমিক আরবীভাষা শিক্ষা</strong></em>…
আরবীভাষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ হচ্ছে এটি কুরআনের ভাষা। তাই মুসলিম হিসেবে এই ভাষা শেখার প্রধান লক্ষ্য হওয়া উচিত কুরআন বুঝতে পারা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি। এতে আরবীভাষা শিক্ষা আবর্তিত হবে- প্রথমত কুরআন বুঝা, দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বুঝা, তৃতীয়ত অন্যান্য বিষয় বুঝাকে কেন্দ্র করে। এভাবেই পুরো কোর্স কারিকুলাম সাজানো। ভাষা শিক্ষার পাশাপাশি আরবী ব্যকরণের প্রধান দুই অংশ নাহু-সরফ তো থাকবেই। এই কোর্সের সাথে চাইলে ফি প্রদান করা ছাড়াই স্টাডিজ ইন ইসলামী শরীয়াহ এর সাবজেক্টগুলোও পড়তে পারবেন।
অন্যান্য তথ্য পোস্টারে বলা আছে। আরও বিস্তারিত আকারে জানতে চাইলে ক্লিক করুন এখানে
ভর্তির জন্য মেসেজ করুন পেইজে। পেইজে যেতে ক্লিক করুন এখানে
অন্যান্য তথ্য পোস্টারে বলা আছে। আরও বিস্তারিত আকারে জানতে চাইলে ক্লিক করুন এখানে
ভর্তির জন্য মেসেজ করুন পেইজে। পেইজে যেতে ক্লিক করুন এখানে
হাদীসের ভাষ্যমতে কুরআন যার যত বেশি পরিমাণ মুখস্ত থাকবে, তাঁর মর্যাদা ততবেশি হবে। তাই পুরো কুরআন মুখস্ত করতে পারলে তো সবচে ভাল; অন্যথায় যতটুকু সাধ্যে কুলায় তা মুখস্ত করে নেওয়া উচিত। অন্তত ৩০ নং পারাটা হলেও।
কারও তত্ত্বাবধানে থেকে নিয়মতান্ত্রিকভাবে হিফজ করলে পড়াতে গতি ও উন্নতি আসে। সেই লক্ষ্যে আমরা চালু করেছিলাম আম্মাপারা হিফজ কোর্স। এতে পুর ৩০ নং পারা মুখস্ত করিয়ে দেওয়া হবে। বর্তমানে ভর্তি চলছে ৫ নং ব্যাচের। বিস্তারিত পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করুন পেইজে- www.facebook.com/NLQURAN
কারও তত্ত্বাবধানে থেকে নিয়মতান্ত্রিকভাবে হিফজ করলে পড়াতে গতি ও উন্নতি আসে। সেই লক্ষ্যে আমরা চালু করেছিলাম আম্মাপারা হিফজ কোর্স। এতে পুর ৩০ নং পারা মুখস্ত করিয়ে দেওয়া হবে। বর্তমানে ভর্তি চলছে ৫ নং ব্যাচের। বিস্তারিত পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করুন পেইজে- www.facebook.com/NLQURAN
আমাদের আরবীভাষা শিক্ষার ক্লাস টাইম/পদ্ধতি ইত্যাদি বিস্তারিত আমরা তুলে ধরেছি ওয়েবসাইটে। পুরোটা পড়লে আশা করি কোর্স সংক্রান্ত সকল বিষয় আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। পড়ার জন্য ক্লিক করুন এই লিংকে-
https://nlquran.net/courses/arabic-language-learning/
নুরুল কুরআন একাডেমির ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
https://nlquran.net/courses/arabic-language-learning/
নুরুল কুরআন একাডেমির ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
একই শব্দ যখন অনেকগুলো অর্থে ব্যবহার হয়, তখন সবগুলো জানা থাকা জরুরি। নইলে অর্থ বুঝতে সমস্যায় পড়তে হয়। কুরআন থেকে উদাহরণ টেনে দেখানো হয়েছে আরবীভাষায় 'মা' শব্দটি কী কী অর্থে ব্যবহার হয়। আলোচনাটি দেখতে ক্লিক করুন এখানে
শরীয়তের ইলম আরবী কিতাবাদি থেকে শেখার কোন বিকল্প নেই। বাংলা বইপত্র পড়ে শেখা আর মূল সোর্স তথা আরবীভাষা থেকে শেখার মাঝে আছে বিস্তর ব্যবধান। আমাদের ‘স্টাডিজ ইন ইসলামী শরীয়াহ’ এমনই একটি প্রোগ্রাম। এতে আরবীভাষা থেকেই ইলম অর্জনকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই প্রোগ্রাম এর পাঠ্যক্রমটি মোট ৩টি লেভেলে বিভক্ত। পরের লেভেলে যাওয়ার জন্য অবশ্যই আগের লেভেলের পড়াগুলো সমাপ্ত করতে হবে। যে কোন লেভেল শেষ করে পড়া ক্ষান্ত দেওয়ার অবকাশও থাকবে। যেহেতু প্রতিটি লেভেলকে স্বয়ংসম্পূর্ণরূপে সাজানো হয়েছে। প্রতি সেমিস্টার ৪ মাস করে বছরে ৩টি করে সেমিস্টার।
পুরো প্রোগ্রামটা কেউ না করে শুধু আরবীভাষাটা শেখার জন্য হলেও ব্যাসিক লেভেলটা শেষ করতে পারেন। এই লেভেলে আরবীভাষা শিক্ষা করাটাই প্রধান পড়া। যারা ইতিমধ্যে আরবীভাষা শিখছে আমাদের একাডেমিতে, তাদের মান্তব্য দেখতে পারেন কমেন্টে দেওয়া লিংক থেকে।
বিস্তারিত তথ্য পোস্টারে দেওয়া আছে।
ভর্তির জন্য মেসেজ করুন পেইজের ইনবক্সে- Nurul Quran Acamdey
পুরো প্রোগ্রামটা কেউ না করে শুধু আরবীভাষাটা শেখার জন্য হলেও ব্যাসিক লেভেলটা শেষ করতে পারেন। এই লেভেলে আরবীভাষা শিক্ষা করাটাই প্রধান পড়া। যারা ইতিমধ্যে আরবীভাষা শিখছে আমাদের একাডেমিতে, তাদের মান্তব্য দেখতে পারেন কমেন্টে দেওয়া লিংক থেকে।
বিস্তারিত তথ্য পোস্টারে দেওয়া আছে।
ভর্তির জন্য মেসেজ করুন পেইজের ইনবক্সে- Nurul Quran Acamdey
স্ক্রলিং করতে গিয়ে এক বোনের রিভিউটা চোখে পড়লো। দেখে ভালোই লাগলো। ভর্তির জন্য মেসেজ করুন- Nurul Quran Academy
একটি সুসংবাদ
'প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স' নামে স্কুল-কলেজের ভাই-বোনদের জন্য আমরা ফ্রি কোর্সের আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ।
পাঠ্যসূচি হিসেবে থাকবে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক রচিত সিলেবাস। যেটা শায়খ আহমাদুল্লাহ থেকে আমাদের একাডেমির ফ্রি কোর্সের জন্য অনুমোদন নেওয়া হয়েছে।
এতে থাকবে-
-ঈমান ও আকীদা
-ওযু, গোসল, সালাত
-জীবন ঘনিষ্ট কিছু বিধান
-আখলাক
-বর্জনীয় কিছু বিষয়
সময়কাল ২ সপ্তাহ
প্রতি ক্লাসের সাথে থাকবে কুইজ
কোর্স শেষে থাকবে পরীক্ষা ও পুরস্কার
কবে শুরু হবে, এই বিষয়ে বিস্তারিত জানানো হবে শীঘ্রই ইনশাআল্লাহ
'প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স' নামে স্কুল-কলেজের ভাই-বোনদের জন্য আমরা ফ্রি কোর্সের আয়োজন করতে যাচ্ছি ইনশাআল্লাহ।
পাঠ্যসূচি হিসেবে থাকবে আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক রচিত সিলেবাস। যেটা শায়খ আহমাদুল্লাহ থেকে আমাদের একাডেমির ফ্রি কোর্সের জন্য অনুমোদন নেওয়া হয়েছে।
এতে থাকবে-
-ঈমান ও আকীদা
-ওযু, গোসল, সালাত
-জীবন ঘনিষ্ট কিছু বিধান
-আখলাক
-বর্জনীয় কিছু বিষয়
সময়কাল ২ সপ্তাহ
প্রতি ক্লাসের সাথে থাকবে কুইজ
কোর্স শেষে থাকবে পরীক্ষা ও পুরস্কার
কবে শুরু হবে, এই বিষয়ে বিস্তারিত জানানো হবে শীঘ্রই ইনশাআল্লাহ
স্কুল-কলেজের ভাইবোনদের উদ্দেশ্য করে
দ্বীনের একেবারে প্রাথমিক বিষয়গুলো পাঠদান করার জন্য শুরু হতে যাচ্ছে 'প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স'।
সিলেবাস হিসেবে থাকবে শায়খ আহমাদুল্লাহ এর আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক রচিত কর্মজীবি মানুষের জন্য প্রাথমিক দ্বীন শিক্ষাদান বিষয়ক একটি পুস্তিকা। সিলেবাসটির পিডিএফ নুরুল কুরআন একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানলে দেওয়া হবে ক্লাস শুরুর আগের দিন ইনশাআল্লাহ।
যেহেতু এটি ফ্রি কোর্স, এতে আমরা আশাবাদী অনেক বেশি ভাইবোন অংশ নিবেন, তাই জুমের পরিবর্তে সরাসরি একাডেমির পেইজ থেকেই লাইভ ক্লাসটি হবে প্রতিদিন রাত ৮:৩০ থেকে। মোট ১৪টি ক্লাস হবে। পরবর্তীতে ক্লাসের রেকর্ড টেলিগ্রাম চ্যানেল ও ইউটিউবে দেওয়া হবে। যাদের ফেসবুক নেই, তারা রেকর্ড দেখে নিতে পারবেন।
ক্লাস শুরু হবে আগামী শুক্রবার ১২ তারিখ রাত ৮:৩০ থেকে। এরপর প্রতিদিন একই সময়ে ক্লাস হবে পেইজে লাইভে।
দাওয়াতের নিয়তে পোস্টটি শেয়ার করা বা আপনার টাইমলাইনে একাডেমিকে মেনশন করে পোস্ট করতে পারেন। যেন অধিক পরিমাণে ভাইবোন এতে অংশ নিতে পারে।
দ্বীনের একেবারে প্রাথমিক বিষয়গুলো পাঠদান করার জন্য শুরু হতে যাচ্ছে 'প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স'।
সিলেবাস হিসেবে থাকবে শায়খ আহমাদুল্লাহ এর আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক রচিত কর্মজীবি মানুষের জন্য প্রাথমিক দ্বীন শিক্ষাদান বিষয়ক একটি পুস্তিকা। সিলেবাসটির পিডিএফ নুরুল কুরআন একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানলে দেওয়া হবে ক্লাস শুরুর আগের দিন ইনশাআল্লাহ।
যেহেতু এটি ফ্রি কোর্স, এতে আমরা আশাবাদী অনেক বেশি ভাইবোন অংশ নিবেন, তাই জুমের পরিবর্তে সরাসরি একাডেমির পেইজ থেকেই লাইভ ক্লাসটি হবে প্রতিদিন রাত ৮:৩০ থেকে। মোট ১৪টি ক্লাস হবে। পরবর্তীতে ক্লাসের রেকর্ড টেলিগ্রাম চ্যানেল ও ইউটিউবে দেওয়া হবে। যাদের ফেসবুক নেই, তারা রেকর্ড দেখে নিতে পারবেন।
ক্লাস শুরু হবে আগামী শুক্রবার ১২ তারিখ রাত ৮:৩০ থেকে। এরপর প্রতিদিন একই সময়ে ক্লাস হবে পেইজে লাইভে।
দাওয়াতের নিয়তে পোস্টটি শেয়ার করা বা আপনার টাইমলাইনে একাডেমিকে মেনশন করে পোস্ট করতে পারেন। যেন অধিক পরিমাণে ভাইবোন এতে অংশ নিতে পারে।
প্রাথমিক_দ্বীন_শিক্ষা_ফ্রি_কোর্স_এর_সিলেবাস_.pdf
855.1 KB
প্রাথমিক দ্বীন শিক্ষা ফ্রি কোর্সের সিলেবাস এর পিডিএফ
আপনি চাইলে টেলিগ্রামের লিংকসহ এই পোস্টারটি পোস্ট করতে পারে আপনার টাইমলাইনে- https://t.me/nlquran
রিমাইন্ডার
প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স এর ১ম ক্লাস হবে আজকে রাত ৮:৩০ থেকে ইনশাআল্লাহ। ক্লাস একাডেমির ফেসবুক পেইজ থেকেই লাইভ করা হবে।
চেষ্টা করা হবে টেলিতেও অডিও স্ট্রিমিং চালু রাখতে ক্লাসের। যাতে করে যাদের ফেসবুক নেই, তারাও অংশ নিতে পারেন।
প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স এর ১ম ক্লাস হবে আজকে রাত ৮:৩০ থেকে ইনশাআল্লাহ। ক্লাস একাডেমির ফেসবুক পেইজ থেকেই লাইভ করা হবে।
চেষ্টা করা হবে টেলিতেও অডিও স্ট্রিমিং চালু রাখতে ক্লাসের। যাতে করে যাদের ফেসবুক নেই, তারাও অংশ নিতে পারেন।
১ নং দারস । প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স
(এই দারসে ঈমান এর পরিচয়, গুরুত্ব, ফজিলত ও আল্লাহর উপর ঈমান বিষয়ে আলোচনা করা হয়েছে। যারা লাইভে ছিলেন না, তারা শুনে নিবেন।)
https://youtu.be/S25yg9X8iBc
(এই দারসে ঈমান এর পরিচয়, গুরুত্ব, ফজিলত ও আল্লাহর উপর ঈমান বিষয়ে আলোচনা করা হয়েছে। যারা লাইভে ছিলেন না, তারা শুনে নিবেন।)
https://youtu.be/S25yg9X8iBc
YouTube
দারস-০১ । প্রাথমিক দ্বীন শিক্ষা কোর্স