Nurul Quran Academy
12.5K subscribers
132 photos
8 videos
6 files
191 links
একটি নির্ভরযোগ্য অনলাইন দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান।
Download Telegram
তাহারাত তথা পাক-পবিত্রতা একজন মুমিনের আমলী জিন্দেগীর অপরিহার্য বিষয়। এই সম্পর্কে রয়েছে ইসলামের সুনির্দিষ্ট দিক-নির্দেশনা। পাক-পবিত্রতা ছাড়া নামাজের মত অন্যান্য অনেক ইবাদাতই সহীহ হয় না। তাই ইবাদাতের বিশুদ্ধতার জন্যই পাক-নাপাক সম্পর্কে ইসলামের বিধান জানা প্রতিটি মুমিনের অবশ্য কর্তব্য। ফিকহুত তাহারাত কোর্সে পাক-নাপাক ও পবিত্র হওয়ার মাধ্যম তথা ওজু-গোসল-তায়াম্মুম সম্পর্কে ইসলামের বিধি-বিধানগুলো সহজ-সাবলীল ও সাধারণ মানুষের বোধগম্য করে তুলে ধরা হবে।

ভর্তি হবার জন্য মেসেজ করুন একাডেমির ফেসবুক পেইজে-
www.facebook.com/NLQURAN
একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর স্নেহধন্য শিষ্য মুআয রা. এর হাত ধরে বললেন, 'মুআয, তোমাকে আমি খুব খুউব ভালোবাসি!'
নবীজি শুধু 'উহিব্বুকা- তোমাকে ভালোবাসি' বলেন নি। বলেছেন, 'ইন্নি লাউহিব্বুকা- খুব খুউব ভালোবাসি।' ভালোবাসা কতোটা প্রগাঢ় হলে এভাবে গভীর মমতামাখা শব্দে তা প্রকাশ করা যায়! এই কথা শুনে কেমন হয়েছিল মুআয রা. হৃদয়ের স্পন্দন?

পুরো লেখাটি পড়তে ক্লিক করুন- https://shorturl.at/dquvz
অনেকেই কুরআন পড়া শিখেছেন ঠিকই, কিন্তু পড়া শুদ্ধ নয়। এমন ভাই-বোনদের জন্য কুরআন সহীহকরণ কোর্সটি। এতে আম্মাপারা ও এর সাথে আরো কয়েকটি আমলী সূরা পড়ানো হবে। নিয়মিত পড়া শুনা হবে। সাথে থাকবে তাজবিদের মৌলিক বিষয়গুলোর উপর আলোকপাত ও তাজবিদের শিট। বর্তমানে ১১ তম ব্যাচে ভর্তি চলছে।

কোর্স কারিকুলাম - https://shorturl.at/sKNO6

শিক্ষার্থীদের রিভিউ-
shorturl.at/aARS6

কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। ভর্তির জন্য পেইজে মেসেজ করুন।  লিংক- https://www.facebook.com/NLQURAN
যারা কুরআনুল কারীম মোটেই পড়তে পারেন না বা ছোটকালে শিখলেও এখন সব ভুলে গেছেন; কিন্তু নতুন করে আবার কুরআনের তিলাওয়াত শিখতে চাচ্ছেন, অথবা মোটামুটি পারলেও তেমন ভাল পড়তে পারেন না; পড়া অশুদ্ধ, তাদের জন্য তাজবিদসহ সহীহভাবে কুরআন শিক্ষা কোর্সটি। ভর্তি চলছে ১২ তম ব্যাচে । বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করতে হবে একাডেমীর পেইজে- https://www.facebook.com/NLQURAN/
আমাদের একাডেমী থেকে সম্পূর্ণ নতুন ও নিজস্ব সিলেবাসে আরবীভাষা শিক্ষা কোর্স শুরু হতে যাচ্ছে। আগে এই কোর্সে 'এসো আরবী শিখি' কিতাবটি পড়ানো হত। যেটা কিছুটা কঠিন ও দীর্ঘ সময়-শ্রম সাপেক্ষ ছিল। তাছাড়া এতে সামগ্রিকভাবে আরবীভাষার উপর ফোকাস করার কারণে স্পেশালি কুরআন বুঝার প্রচেষ্টাতে কিছু কমতি ছিল। আমরা এই সমস্যাগুলোর সমাধানকল্পে দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে নতুন সিলেবাস প্রণয়ন করেছি আলহামদুলিল্লাহ। যাতে সাধারণ আরবীভাষার সাথে কুরআন বুঝার উপর মূল ফোকাস করা হয়েছে। তাছাড়া প্রতিটি দারসও হবে সহজ, ছোট। যেন ব্যস্ত মানুষদের কুরআনের ভাষা শিখতে অসুবিধায় পড়তে না হয়। পুরো কোর্সের সময় সীমাও আগের তুলনায় অর্ধেক। সবমিলিয়ে আমরা আশাবাদী যে, কুরআন বুঝার জন্য এটি একটি দারুণ ও কার্যকরী কোর্স হবে ইনশাআল্লাহ। কোর্স কারিকুলাম ইত্যাদি বিস্তারিত দেখতে পাবেন এই লিংকে-

আরবীভাষা শিক্ষা কোর্সের সিলেবাস আমরা কেন পরিবর্তন করলাম এবং নতুন সিলেবাসে কী আছে সেই সম্পর্কে জানতে দেখুন - https://shorturl.at/emvFS

বর্তমান সিলেবাস ও কোর্স সম্পর্কে সবিস্তারে দেখতে ক্লিক করুন- https://shorturl.at/lqwFZ


ভর্তির ব্যাপারে আগ্রহী হলে বা অতিরিক্ত তথ্য জানতে মেসেজ করুন আমাদের একাডেমির নতুন ফেসবুক পেইজে- https://www.facebook.com/NLQURAN
আমাদের একাডেমীর ওয়েবসাইটে বেশ কিছু ফ্রি কোর্স রয়েছে। অবসর সময়ে সেগুলো দেখে উপকৃত হতে পারেন। কোর্সগুলো দেখতে ক্লিক করুন- https://nlquran.net/courses-list/
পুরো কুরআন হিফজ করতে না পারলেও অন্তত আম্মাপারা অর্থাৎ ৩০ নং পারা মুখস্ত করে নিন। কেননা হাদীসের ভাষ্যমতে কুরআন যার যত বেশি পরিমাণ মুখস্ত থাকবে, তাঁর মর্যাদা ততবেশি হবে। বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। ভর্তির জন্য পেইজে মেসেজ দিন।

ভর্তির জন্য পেইজে মেসেজ করুন। লিংক-
https://www.facebook.com/NLQURAN
এই পর্যন্ত ৩ জন ছাত্রী সম্পূর্ণ পবিত্র কুরআন হিফজ সমাপ্ত করেছে আমাদের একাডেমিতে আলহামদুলিল্লাহ। তাদের জন্য সম্মাননা ক্রেস্ট ও মূল্যবান বই উপকার হিসেবে প্রদান করা হচ্ছে। তাদের জন্য রইলো শুভকামনা।
আকীদা হলো ইসলামের সবচে গুরুত্বপূর্ণ অংশ। আকীদার যে অংশটুকু মৌলিক, সেটি সব ধরনের মতবিরোধমুক্ত। এতটুকু অংশ কারো বিশুদ্ধ হয়ে গেলে পরকালের নাজাতের জন্য যথেষ্ট। আকীদার এই মৌলিক বিষয়গুলো নিয়েই ‘ব্যাসিক আকীদা কোর্স’। বর্তমানে ৫ নং ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ আমাদের ফেসবুক করুন পেইজে। লিংক- https://www.facebook.com/NLQURAN
ফ্জরুরি সূরাগুলো শুদ্ধ করে নিন। যাতে অন্তত ভুল তিলাওয়াতের কারণে আপনার নামাজ বরবাদ না হয়ে যায়। উপকারী মনে হলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন। ফ্রি কোর্সটির লিংক-
https://nlquran.net/courses/quran-sohih-short-cours/
মন এলোমেলো আর বিক্ষিপ্ত হয়ে আছে? কিছুই ভালো লাগছে না? কোন কিছু করার মতো মানসিক শক্তি পাচ্ছেন না? অন্তর অস্থিরতায় টালমাটাল হয়ে আছে? কোন মতে কষ্টমষ্ট করে ওজুটা করে নিন। মিসওয়াক করে নিতে পারলে আরও ভালো। তারপর কুরআনটা খুলে বসুন। কয়েক পৃষ্ঠা এক মনে তিলাওয়াত করুন। এই সময়টুকু অন্য দিকে মন দিবেন না। অন্য কিছু মাথায় আনবেন না। যত সামনে এগুতে থাকবেন, দেখবেন মনের অস্থিরতা দূর হতে শুরু করেছে। বিক্ষিপ্ত মন জোড়া লাগা শুরু হয়েছে। হারিয়ে যাওয়া মানসিক শক্তি একটু একটু করে ফিরে আসছে। যেন কোন নেতিয়া পড়া চারা গাছের গোড়ায় কেউ এক মগ পানি ঢেলে তার মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। ধুলোমলিন মরা মরা পাতাগুলো ঘন সবুজ আর সতেজ হয়ে উঠেছে। চারদিকে যেন বসন্তের আমেজ শুরু হয়েছে। একটু আগের মেঘে ঢাকা মন এখন স্বচ্ছ এক নীলাকাশ। যেখানে মনের আনন্দে পাখিরা ঘুরে বেড়াচ্ছে। মাঝেমাঝে স্ফটিকের ন্যায় শুভ্র কোন হালকা মেঘের রাশি উড়ে যাচ্ছে এবং সূর্যমুখর আকাশকে করে তুলছে ফুরফুরে আর প্রাণবন্ত। অনুভূত হতে থাকবে, চারপাশে কোন অস্থিরতার লেশমাত্র নেই। সব কর্পূরের মতো উবে গেছে। সেখানে স্থান করেছে একগুচ্ছ জান্নাতি প্রশান্তি উদ্দীপনা।

#কুরআনী_খাওয়াতির
অনেকেই কুরআন পড়া শিখেছেন ঠিকই, কিন্তু পড়া শুদ্ধ নয়। এমন ভাই-বোনদের জন্য কুরআন সহীহকরণ কোর্সটি। এতে তাজবিদের মৌলিক বিষয়গুলোর সাথে আম্মাপারা পুরোটা পড়ানো হবে। নিয়মিত পড়া শুনা হবে। সাথে থাকবে তাজবিদের শিট। বর্তমানে ১২ তম ব্যাচে ভর্তি চলছে। কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। কোর্স কারিকুলাম ও শিক্ষার্থীদের রিভিউ কমেন্টে পাবেন।  ভর্তির জন্য পেইজে মেসেজ করুন।  লিংক- https://www.facebook.com/NLQURAN
১৪টি দারসে সূরা কাহাফ আরবী থেকে সরাসরি অনুবাদ করে পুরোটা পড়ানো হয়েছে। এতে আছে আরবী শব্দ বিশ্লেষণ, অনুবাদ, বালাগাত ও সংক্ষিপ্ত তাফসির। যারা আরবীভাষা জানেন, তাদের জন্য অনেক উপকারী হবে ইনশাআল্লাহ। পর এবার থেকে সূরা মারিয়াম এর দারস আশা শুরু হবে শীঘ্রই ইনশাআল্লাহ। সূরা কাহাফের প্লে লিস্ট-

https://www.youtube.com/playlist?list=PLq9lKz_vPsRO6yz00a19sgJpQ3vxga9kD