Nurul Quran Academy
12.5K subscribers
146 photos
9 videos
7 files
202 links
একটি নির্ভরযোগ্য অনলাইন দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান।
Download Telegram
আগের লিংকটিতে সমস্যা ছিল। এটা থেকে ট্রাই করুন-
https://nlquran.com/courses/fiqhus-siam/
21👍4
'কীভাবে রমজান মাসকে ফলপ্রসু করবেন?'

এই শিরোনামে পরামর্শগুলো পড়ুন কমেন্টে লিংক থেকে।

https://nlquran.com/%e0%a6%95%e0%a7%80%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a7%87-%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%b8%e0%a7%81-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%ac%e0%a7%87%e0%a6%a8/
20👍5
আম্মাপারা অর্থাৎ ৩০ নং পারার অনুবাদ ও সংক্ষিপ্ত তাফসীর কোর্স। আরবীভাষা পারেন এমন ভাই-বোনদের জন্য এটি খুবই উপকারী হবে। এতে আরবীভাষাকে সামনে রেখে কুরআনের অনুবাদ পড়ানো হয়েছে। যা একজন শিক্ষার্থীর আরবীভাষা-জ্ঞানকে প্রায়োগিকভাবে শক্ত-পোক্ত করতেও সাহায্য করবে।

যা পাবেন এতে-

-আম্মাপারার সকল সূরার অনুবাদ
-আরবী নাহু-সরফের ইজরা বা প্রায়োগিক ব্যবহার
-শানে নুযুল
-কুরআনের বালাগাত বা অলঙ্কার
-সংক্ষিপ্ত তাফসীর

উপকারী মনে হলে অন্যদের সাথে শেয়ার করতে পারেন।

কোর্সের লিংক-
https://nlquran.com/courses/translation-and-tafsir-of-amma-para/
29👍3
আজকে রাত ৯টা ১৫ থেকে একটা তরবিয়তি মজলিস হবে। আলোচ্য বিষয় থাকবে- রমজান পরবর্তী আমাদের জীবন কেমন হবে? একাডেমীর ছাত্র-ছাত্রীসহ অন্যদেরকে অংশগ্রহণের দাওয়াত থাকল। পেইজ থেকেই লাইভ হবে ইনশাআল্লাহ
42👍7💯4🥰3
কুরআন সহীহকরণ কোর্সের সর্ব শেষ ব্যাচের (৯ম) ছাত্র-ছাত্রীদের রিভিউ দেখতে ক্লিক করুন- https://shorturl.at/kmuQ7
👍95🥰1
হাদীসের ভাষ্যমতে কুরআন যার যত বেশি পরিমাণ মুখস্ত থাকবে, তাঁর মর্যাদা ততবেশি হবে। তাই পুরো কুরআন মুখস্ত করতে পারলে তো সবচে ভাল; অন্যথায় যতটুকু সাধ্যে কুলায় তা মুখস্ত করে নেওয়া উচিত। অন্তত ৩০ নং পারাটা হলেও। এতে করে ব্যস্ত সময়ে মুখস্ত তিলাওয়াত করাসহ আরও নানাবিধ ফায়দা রয়েছে। যার মধ্যে অন্যতম হলো, হিফজের উসিলাতে প্রচুর পরিমাণে তিলাওয়াত করার সুযোগ হয়, যা সাধারণ সময়ে করা হয়ে উঠে না আমাদের।
কারও তত্ত্বাবধানে থেকে নিয়মতান্ত্রিকভাবে হিফজ করলে পড়াতে গতি ও উন্নতি আসে। সেই লক্ষ্যে আমরা চালু করেছিলাম আম্মাপারা হিফজ কোর্স। এতে পুর ৩০ নং পারা মুখস্ত করিয়ে দেওয়া হবে। বর্তমানে ভর্তি চলছে ৪ নং ব্যাচের। বিস্তারিত পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করুন পেইজে-
https://www.facebook.com/NLQURAN/
23👍10
নতুন ফ্রি কোর্স!!!!

সরফ আরবী ব্যকরণ শাস্ত্রের মৌলিক দুইটি অংশের একটি। এর মাধ্যমে শব্দ প্রকরণবিদ্যাকে বুঝানো হয়। এই কোর্সটি সরফ শাস্ত্রের বিখ্যাত কিতাব ‘ইলমুস সরফ’ এর দারসগুলো দিয়ে সাজানো হয়েছে।

লিংক- https://nlquran.com/courses/%e0%a6%87%e0%a6%b2%e0%a6%ae%e0%a7%81%e0%a6%b8-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%ab/
51👍10
আকীদা হলো ইসলামের সবচে গুরুত্বপূর্ণ অংশ। আকীদার যে অংশটুকু মৌলিক, সেটি সব ধরনের মতবিরোধমুক্ত। এতটুকু অংশ কারো বিশুদ্ধ হয়ে গেলে পরকালের নাজাতের জন্য যথেষ্ট। আকীদার এই মৌলিক বিষয়গুলো নিয়েই ‘ব্যাসিক আকীদা কোর্স’। বর্তমানে ৪নং ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করুন একাডেমির ফেসবুক পেইজে। পেইজের লিংক-
www.facebook.com/NLQURAN
29👍6
89👍11😢10
আমাদের হিফজ বিভাগের উস্তাযা জানালেন, আরেকজন ছাত্রীর পূর্ণ কুরআন হিফয শেষ হওয়ার পথে। শুধু শেষ সবক শুনানো বাকি। ​নূরুল কুরআন একাডেমি এর সকল ছাত্রীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকতার ভেতর দিয়ে এই শেষ সবক শুনানোর আয়োজন করার সিদ্ধান্ত ও প্রস্তুতি নেওয়ার পর জানতে পারলাম, অন্য গ্রুপের আরেকজন ছাত্রীর হিফজ প্রায় শেষ হবার পথে। আর মাত্র ১ পারা বাকি। পরে সিদ্ধান্ত হলো, আয়োজনটা একটু পিছিয়ে দিয়ে দুইজনকে মিলিয়ে শেষ সবকের অনুষ্ঠানটা করা হবে। একই দিনে দুইজন ছাত্রী হাফেজা হবে ইনশাল্লাহ। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি ও তৃপ্তির বিষয়। উল্লেখ্য যে, গত দুই/তিন মাস আগে প্রথমবারের মত ১জন ছাত্রী হাফেজা হয়েছিল আমাদের একাডেমী থেকে। তখনও শুধু বোনদের উপস্থিতিতে শেষ সবক শুনানোটা আয়োজন করে করা হয়েছিল। আরও কয়েকজন ছাত্রী আছে, যাদের ২০ পারার উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সেই হিসেবে আশা করা যায় আগামী এক/দেড় বছরে আমরা আরও কিছু হাফেজা পাচ্ছি। আফসোসের বিষয় হলো, ছাত্রদের মধ্যে কেউ এখনো হাফেজ হতে পারেনি। ভাইদের সবর বোনদের থেকে বরাবরই কম মনে হয়। যাইহোক, আমাদের হিফজ বিভাগে বর্তমানে ৮ জন উস্তায-উস্তাযার কাছে শতাধিক ছাত্রছাত্রী অনলাইনে হিফজ করছে। আল্লাহ তায়ালা সবাইকে লেগে থাকার ও পূর্ণ কুরআন হিফজ করার তাওফিক দিন। আমীন।

হিফজ বিভাগ সম্পর্কে বস্তারিত জানতে ক্লিক করুন- https://shorturl.at/ijr89
আমাদের পেইজে সরাসরি কোথা বলতে ক্লিক করুন- https://shorturl.at/nopqJ
78👍8❤‍🔥6🎉2
😢53👍62🤩1
ইমাম মালেক রাহ.কে একবার একটি মাসআলা জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, আমি জানি না। তখন সেই ব্যক্তি বলল, এটা তো হালকা বিষয়! (তবুও কেন আপনি 'জানি না' বলছেন?) এই কথা শুনে ইমাম মালেক রাগান্বিত হয়ে বললেন, ইলমের মধ্যে হালকা বিষয় বলে কিছু নেই। আল্লাহ তাআলা বলেছেন,
اِنَّا سَنُلۡقِیۡ عَلَیۡکَ قَوۡلًا ثَقِیۡلًا
আমি তোমার ওপর এক ভারী বাণী নাযিল করব। (মুযযাম্মিল :০৫) সুতরাং ইলম পুরোটাই হলো ভারি। বিশেষকরে যেসব বিষয়ে কিয়ামতের দিন জিজ্ঞাসাবাদ করা হবে। (সূত্র : ইমাম মালিক: হায়াতুহু ওয়া আসরুহু)

অথচ আমরা ইলমের জন্য কষ্ট স্বীকার করতে রাজি না। ভাবি, ইলম তো অনেক হালকা বিষয়। দুই চারটা বইয়ের পাতা উল্টালে কিংবা পাঁচ-দশটা লেকচার শুনলেই ইলম আপনাআপনি এসে পকেটে ঢুকে যাবে। বিষয়টা আসলে এত সহজ না।
😢49👍169
তাহারাত তথা পাক-পবিত্রতা একজন মুমিনের আমলী জিন্দেগীর অপরিহার্য বিষয়। এই সম্পর্কে রয়েছে ইসলামের সুনির্দিষ্ট দিক-নির্দেশনা। পাক-পবিত্রতা ছাড়া নামাজের মত অন্যান্য অনেক ইবাদাতই সহীহ হয় না। তাই ইবাদাতের বিশুদ্ধতার জন্যই পাক-নাপাক সম্পর্কে ইসলামের বিধান জানা প্রতিটি মুমিনের অবশ্য কর্তব্য। ফিকহুত তাহারাত কোর্সে পাক-নাপাক ও পবিত্র হওয়ার মাধ্যম তথা ওজু-গোসল-তায়াম্মুম সম্পর্কে ইসলামের বিধি-বিধানগুলো সহজ-সাবলীল ও সাধারণ মানুষের বোধগম্য করে তুলে ধরা হবে।

ভর্তি হবার জন্য মেসেজ করুন একাডেমির ফেসবুক পেইজে-
www.facebook.com/NLQURAN
9👍6
47
একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর স্নেহধন্য শিষ্য মুআয রা. এর হাত ধরে বললেন, 'মুআয, তোমাকে আমি খুব খুউব ভালোবাসি!'
নবীজি শুধু 'উহিব্বুকা- তোমাকে ভালোবাসি' বলেন নি। বলেছেন, 'ইন্নি লাউহিব্বুকা- খুব খুউব ভালোবাসি।' ভালোবাসা কতোটা প্রগাঢ় হলে এভাবে গভীর মমতামাখা শব্দে তা প্রকাশ করা যায়! এই কথা শুনে কেমন হয়েছিল মুআয রা. হৃদয়ের স্পন্দন?

পুরো লেখাটি পড়তে ক্লিক করুন- https://shorturl.at/dquvz
46👍1
42🎉4👍3🥰1👏1