Nurul Quran Academy
12.3K subscribers
130 photos
8 videos
4 files
187 links
একটি নির্ভরযোগ্য অনলাইন দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান।
Download Telegram
ইমাম মালেক বিন দিনার রহ. বলেন, "হে কুরআনের পাঠক, তোমরা কি কখনো উপলব্ধি করেছ কুরআন তোমাদের অন্তরে কী তৈরি করছে? কুরআন তোমাদের অন্তরের বসন্ত ফিরিয়ে আনে, যেমন পানি মৃত জমিনের বসন্ত ফিরিয়ে আনে।"

[ইবনু আবিদ দুনিয়া; আল-উকূবাত, ৯৪]
আলহামদুলিল্লাহ, গতমাসে আমাদের একাডেমিতে হিফজ বিভাগের নিয়মিত ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৫৯ জন। আপনিও চাইলে ঘরে বসে দক্ষ হাফেজ-হাফেজার কাছে কুরআন হিফজ করতে পারেন৷ বিস্তারিত জানতে বা ভর্তি হতে মেসেজ করুন একাডেমির হোয়াটসআপ নাম্বারে-
https://wa.me/8801700946569
Media is too big
VIEW IN TELEGRAM
সবাইকে ইদ মুবারাক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
যাদের কুরআন তিলাওয়াত শুদ্ধ না, তারা কোর্সটিতে ভর্তি হতে পারেন। এতে দক্ষ উস্তায-উস্তাযা লাইভ ক্লাসের মাধ্যমে সম্পূর্ণ ৩০ নং পারা পড়াবেন। সাথে থাকবে তাজবিদের মৌলিক বিষয়গুলো।  বর্তমানে ১৯ তম ব্যাচে ভর্তি চলছে। কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে।

ভর্তির জন্য মেসেজ করতে হবে-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ- https://wa.me/8801700946569
কুরআন সহীহকরণ কোর্সের স্টুডেন্টের রিভিউ আলহামদুলিল্লাহ। এই কোর্সে ২ মাস্যা ৩০ নং পারা মশক করিয়ে পড়িয়ে দেওয়া হয় এবং উচ্চারণে ওঁ রিডিং পড়ার ভুলগুলো ঠিক করে দেওয়া হয়। বর্তমানে এই কোর্সের ১৯ নং ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত কমেন্টে দেখুন। ভর্তির জন্য হোয়াটসআপে মেসেজ দিন-
https://wa.me/8801700946569
Media is too big
VIEW IN TELEGRAM
নামাজের যে মাসআলা অনেকেই ভুল করে
ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা আমাদের চলার পথের পাথেয়। কুরআনের অর্থ বুঝার জন্য আমাদের একাডেমীর বিশেষ কোর্স হলো আরবীভাষা শিক্ষা কোর্স। এতে কুরআন বুঝাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। আরবীভাষাকে কুরআনের সাথে মিলিয়ে দেই। এই কোর্সের নতুন ব্যাচে ভর্তি চলছে। ভর্তির জন্য মেসেজ করুন-
ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
হোয়াটসআপ-https://wa.me/8801700946569

আরবীভাষা শিক্ষা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন-
https://nlquran.net/courses/arabic-language-learning/
আমাদের এক ছাত্রী লিখেছে-

আমি আসলে সূরা বাকারাহ থেকে হিফজ করা শুরু করেছিলাম। কিন্তু দেখা গেলো আমি 'হুম' এর স্থানে 'কুম' পড়ছি, যের এর স্থানে যবর দিয়ে পড়ছি। তখন উস্তাযা নুরুল কোরআন একাডেমিকে রেফার করলেন এবং আরবীভাষা শিক্ষা কোর্সটির কথা বললেন।

শুরুতে ভেবেছিলাম কিছুদিন কোর্সটি করে পরে ছেড়ে দিব, যেহেতু সময় পাইনা তেমন। কিন্তু যত দিন যাচ্ছে এই কোর্সের প্রতি আসক্তি বেড়েই চলেছে, মনে হচ্ছে যেভাবেই হোক আমাকে শেষ পর্যন্ত যেতে হবে।

কারণ হলো, এই একাডেমির কোর্সটি এতো ওয়েল অর্গানাইজড যে শত ব্যস্ততার মাঝেও কন্টিনিও করতে পারতেছি। আল্লাহ এই কোর্সের সাথে সম্প্রিক্ত সবাইকে উত্তম বিনিময় দান করুন।

কোরআন বুঝে পড়ার যে কি আনন্দ এটা এই কোর্স করে বুঝতে পারতেছি। পাঠ্য হিসেবে রাখা 'হাইয়্যা আলাল আরাবিয়্যাহ' বইটি অনেক সহজ এবং সাবলিল। ফলে যে কেউ এই বইটি পড়ে উপকৃত হতে পারবে।

আমাদের এই কোর্সের উস্তাজ, উস্তাজা খুবই আন্তরিক আলহামদুলিল্লাহ উনাদের জন্য অনেক অনেক দু'আ। কোর্সটি যাতে সফলভাবে শেষ করতে পারি এবং যে উদ্যেশ্যে কোর্সটিতে ভর্তি হওয়া সেটা যেন আল্লাহ কবুল করেন। আমিন।
নুরুল কোরআন একাডেমির উত্তরোত্তর সফলতা কামনা করছি।

মনিরা আক্তার সুপ্তি
কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ঢাকা বিশ্ববিদ্যালয়
শিক্ষার্থী, আরবীভাষা শিক্ষা কোর্স (১৪ নং ব্যাচ)

বিঃ দ্রঃ আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সের ১৬ নং ব্যাচে ভর্তি চলছে। কোর্সের ডিটেইলস জানতে ক্লিক করুন এখানে। অধিক জিজ্ঞাসা বা ভর্তির জন্য মেসেজ করুন একাডেমীর ফেসবুক পেইজ Nurul Quran Academy-NQA তে কিংবা হোয়াটসআপে- https://wa.me/8801700946569
আলহামদুলিল্লাহ, আমাদের Nurul Quran Academy-NQA এর জন্য স্মার্টবোর্ড কেনা হলো। আল্লাহর পক্ষ থেকে অভাবনীয় সাহায্য পেয়েছি আমরা। এখন থেকে আপনাদেরকে আরো ইফেক্টিভলি অনেক কিছু শেখাতে ও জানাতে পারব ইনশাআল্লাহ।