Nurul Quran Academy
12.5K subscribers
146 photos
9 videos
7 files
202 links
একটি নির্ভরযোগ্য অনলাইন দ্বীনী শিক্ষাপ্রতিষ্ঠান।
Download Telegram
চলমান যুদ্ধে আরব মিডিয়াগুলোতে
অধিক ব্যবহৃত কিছু শব্দের অর্থ, এগুলো জানা থাকলে আরবি নিউজ বুঝতে সহজ হবে।

عاجل: ব্রেকিং নিউজ
اشتباك مسلَّح: স্বশস্ত্র সংঘর্ষ
كتائب: ব্রিগেড/ ব্যাটালিয়ান
اقتحام: আক্রমণ
قوات الاحتلال:দখলদার বাহিনী/শক্তি
بشكل مباشر: সরাসরি/সম্মুখে
قصف: বোমাবর্ষণ করা
قطاع غزة: গাজা উপত্যকা
سرايا القدس: আল-কুদস ব্রিগেড
غارة، ج غارات: অভিযান
شن غارة: অভিযান চালানো
صَهْيُو نِيَّة :(ইহুদীবাদ (Zionism
كيان صهيوني: জায়নবাদী সত্তা
مجزرة: হত্যাকাণ্ড
استهداف: টার্গেট করা
قَذِيفَة ج قَذَائِف: ক্ষেপণাস্ত্র, গোলা, বোমা

(চলবে...)

#সংগৃহীত
237👍28🥰6👏4😁4🔥3
তাহারাত তথা পাক-পবিত্রতা একজন মুমিনের আমলী জিন্দেগীর অপরিহার্য বিষয়। এই সম্পর্কে রয়েছে ইসলামের সুনির্দিষ্ট দিক-নির্দেশনা। এই বিষয়গুলো অত্যন্ত গোছানো ও জরুরি একটি কোর্স। বিস্তারিত পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করুন একাডেমির পেইজে- https://www.facebook.com/NLQURAN
👍1411
অনেকেই কুরআন পড়া শিখেছেন ঠিকই, কিন্তু পড়া শুদ্ধ নয়। এমন ভাই-বোনদের জন্য কুরআন সহীহকরণ কোর্সটি। এতে তাজবিদের মৌলিক বিষয়গুলোর সাথে আম্মাপারা পুরোটা পড়ানো হবে। নিয়মিত পড়া শুনা হবে। সাথে থাকবে তাজবিদের শিট। বর্তমানে ১৩ তম ব্যাচে ভর্তি চলছে। কোর্স সংক্রান্ত বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। কোর্স কারিকুলাম ও শিক্ষার্থীদের রিভিউ কমেন্টে পাবেন।  ভর্তির জন্য পেইজে মেসেজ করুন।  লিংক- https://www.facebook.com/NLQURAN
37👍9
যারা কুরআনুল কারীম মোটেই পড়তে পারেন না বা ছোটকালে শিখলেও এখন সব ভুলে গেছেন; কিন্তু নতুন করে আবার কুরআনের তিলাওয়াত শিখতে চাচ্ছেন, অথবা মোটামুটি পারলেও তেমন ভাল পড়তে পারেন না; পড়া অশুদ্ধ, তাদের জন্য তাজবিদসহ সহীহভাবে কুরআন শিক্ষা কোর্সটি। ভর্তি চলছে ১২ তম ব্যাচে । বিস্তারিত তথ্য পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করতে হবে একাডেমীর পেইজে- https://www.facebook.com/NLQURAN/
31👍2
লেখাটি পড়তে ক্লিক করুন-
https://shorturl.at/aGM59
😭21👎1
যারা জীবনে কোন দিন আরবীভাষার কিছুই শিখেননি, সামনেও শেখার ইচ্ছা নেই, তাদেরও যাতে কুরআনের ভাষার মৌলিক ও প্রাথমিক একটা জ্ঞান থাকে সেজন্য আমরা একটি ফ্রি কোর্স সাজিয়ে রেখেছি। ছোট ছোট মাত্র ৮/১০টি ক্লাস। আরবীভাষার বেসিক জিনিসগুলো জেনে প্রাথমিক ধারনা লাভ করতে পারবেন। নিজেও দেখতে পারেন, পরিচিতদেরও সাজেস্ট করতে পারেন।

লিংক- https://nlquran.net/courses/basic-arabic-language-course/
38👍8🔥2
আরবীভাষা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার প্রধান কারণ হচ্ছে এটি কুরআনের ভাষা। তাই মুসলিম হিসেবে এই ভাষা শেখার প্রধান লক্ষ্য হওয়া উচিত কুরআন বুঝতে পারা। এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আরবীভাষা শিক্ষা কোর্সটি। এতে আরবীভাষা শিক্ষা আবর্তিত হবে- প্রথমত কুরআন বুঝা, দ্বিতীয়ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস বুঝা, তৃতীয়ত অন্যান্য বিষয় বুঝাকে কেন্দ্র করে। এভাবেই পুরো কোর্স কারিকুলাম সাজানো। ভাষা শিক্ষার পাশাপাশি আরবী ব্যকরণের প্রধান দুই অংশ নাহু-সরফ তো থাকবেই। এই কোর্সের সাথে চাইলে ফি প্রদান করা ছাড়াই স্টাডিজ ইন ইসলামী শরীয়াহ এর সাবজেক্টগুলোও পড়তে পারবেন। 

অন্যান্য তথ্য পোস্টারে বলা আছে। আরও বিস্তারিত আকারে জানতে চাইলে ক্লিক করুন এখানে

ভর্তির জন্য মেসেজ করুন পেইজে। পেইজে যেতে ক্লিক করুন এখানে
45👍12🥰2
হাদীসের ভাষ্যমতে কুরআন যার যত বেশি পরিমাণ মুখস্ত থাকবে, তাঁর মর্যাদা ততবেশি হবে। তাই পুরো কুরআন মুখস্ত করতে পারলে তো সবচে ভাল; অন্যথায় যতটুকু সাধ্যে কুলায় তা মুখস্ত করে নেওয়া উচিত। অন্তত ৩০ নং পারাটা হলেও।
কারও তত্ত্বাবধানে থেকে নিয়মতান্ত্রিকভাবে হিফজ করলে পড়াতে গতি ও উন্নতি আসে। সেই লক্ষ্যে আমরা চালু করেছিলাম আম্মাপারা হিফজ কোর্স। এতে পুর ৩০ নং পারা মুখস্ত করিয়ে দেওয়া হবে। বর্তমানে ভর্তি চলছে ৫ নং ব্যাচের। বিস্তারিত পোস্টারে বলা আছে। ভর্তির জন্য মেসেজ করুন পেইজে- www.facebook.com/NLQURAN
66👍7
আমাদের আরবীভাষা শিক্ষার ক্লাস টাইম/পদ্ধতি ইত্যাদি বিস্তারিত আমরা তুলে ধরেছি ওয়েবসাইটে। পুরোটা পড়লে আশা করি কোর্স সংক্রান্ত সকল বিষয় আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। পড়ার জন্য ক্লিক করুন এই লিংকে-
https://nlquran.net/courses/arabic-language-learning/


নুরুল কুরআন একাডেমির ফেসবুক পেইজ- www.facebook.com/NLQURAN
25👍10
একই শব্দ যখন অনেকগুলো অর্থে ব্যবহার হয়, তখন সবগুলো জানা থাকা জরুরি। নইলে অর্থ বুঝতে সমস্যায় পড়তে হয়। কুরআন থেকে উদাহরণ টেনে দেখানো হয়েছে আরবীভাষায় 'মা' শব্দটি কী কী অর্থে ব্যবহার হয়। আলোচনাটি দেখতে ক্লিক করুন এখানে
33
শরীয়তের ইলম আরবী কিতাবাদি থেকে শেখার কোন বিকল্প নেই। বাংলা বইপত্র পড়ে শেখা আর মূল সোর্স তথা আরবীভাষা থেকে শেখার মাঝে আছে বিস্তর ব্যবধান। আমাদের ‘স্টাডিজ ইন ইসলামী শরীয়াহ’ এমনই একটি প্রোগ্রাম। এতে আরবীভাষা থেকেই ইলম অর্জনকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই প্রোগ্রাম এর পাঠ্যক্রমটি মোট ৩টি লেভেলে বিভক্ত। পরের লেভেলে যাওয়ার জন্য অবশ্যই আগের লেভেলের পড়াগুলো সমাপ্ত করতে হবে। যে কোন লেভেল শেষ করে পড়া ক্ষান্ত দেওয়ার অবকাশও থাকবে। যেহেতু প্রতিটি লেভেলকে স্বয়ংসম্পূর্ণরূপে সাজানো হয়েছে। প্রতি সেমিস্টার ৪ মাস করে বছরে ৩টি করে সেমিস্টার।

পুরো প্রোগ্রামটা কেউ না করে শুধু আরবীভাষাটা শেখার জন্য হলেও ব্যাসিক লেভেলটা শেষ করতে পারেন। এই লেভেলে আরবীভাষা শিক্ষা করাটাই প্রধান পড়া। যারা ইতিমধ্যে আরবীভাষা শিখছে আমাদের একাডেমিতে, তাদের মান্তব্য দেখতে পারেন কমেন্টে দেওয়া লিংক থেকে।

বিস্তারিত তথ্য পোস্টারে দেওয়া আছে।
ভর্তির জন্য মেসেজ করুন পেইজের ইনবক্সে- Nurul Quran Acamdey
25👍5🥰2
স্ক্রলিং করতে গিয়ে এক বোনের রিভিউটা চোখে পড়লো। দেখে ভালোই লাগলো। ভর্তির জন্য মেসেজ করুন- Nurul Quran Academy
71👍2