ilmweb
3.07K subscribers
490 photos
37 videos
198 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘হে আমার রব! তোমার কাছে এমন কিছু চাওয়া থেকে আমি তোমার আশ্রয় চাচ্ছি যে বিষয়ে আমার কোনো জ্ঞান নেই। তুমি যদি আমাকে ক্ষমা ও অনুগ্রহ না করো তাহলে আমি ক্ষতিগ্রস্থ হব।’

[ সুরা হুদ, ১১ : ৪৭ ]

#ilmweb
❝তুমি এমন এক সময়ে বসবাস করছ যে সময়ে বসবাস করা থেকে নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবাগণ (রাদিয়াল্লাহু আনহুম) পানাহ চাইতেন। অবশ্যই দ্বীন এর যেকোনো ব্যাপারে তারা আমাদের চাইতে ভাল বুঝতেন। দ্বীন এর ব্যাপারে অন্যান্যদের মতামতের চাইতে তাদের মতামত আমাদের কাছে অগ্রগণ্য। ভাববার বিষয় হল সাহাবাগণ (রাদিয়াল্লাহু আনহুম) যে সময়টাকে অপছন্দ করতেন সে সময়ে আমরা যারা অবস্থান করছি তাদের কী অবস্থা? যেখানে আমাদের সাহাবাদের (রাদিয়াল্লাহু আনহু) তুলনায় জ্ঞান কম, ধৈর্য কম, ভাল কাজে সাহায্যকারী কম, মানুষের মধ্যে মহামারীর মত দুর্নীতির বিস্তার সর্বোপরি একটি ভয়াবহ দূষণযুক্ত পৃথিবীতে আমাদের বসবাস করতে হচ্ছে। তোমার প্রতি নসীহা হচ্ছে দ্বীনের সঠিক ও মূল রাস্তাটি খুঁজে নাও এবং একে আঁকড়ে ধরে রাখ।❞

___
ইমাম সুফিয়ান আস-সাওরী রাহ. [ আব্বাদ ইবন আব্বাদ আল খাওয়াস আল-আরসুফির প্রতি এক চিঠিতে লিখা উপদেশ ]

#ilmweb
‘তোমার পূর্বে আমি যে রাসুলই পাঠিয়েছি তাকে ওহীর মাধ্যমে একথাই বলেছি যে, আমি ছাড়া অন্য কোন উপাস্য নেই; অতএব, তোমরা আমার ইবাদত কর।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ২৫ ]

#ilmweb
[] জুমাবারে করণীয় দশটি আমল :

জুমার সালাত সম্মিলিত ইবাদত। এ দিনে করণীয় :
১. নখ কাটা
২. সুরা কাহফ তিলাওয়াত করা
৩. দুয়া করা
৪. গোসল করা
৫. পরিচ্ছন্ন হওয়া, উত্তম কাপড় পরা, মিসওয়াক করা এবং সুগন্ধি ব্যবহার করা
৬. আগে আগে মসজিদে যাওয়া
৭. জুমার সালাত আদায় করা
৮. রাসুলের ওপর প্রচুর দরুদ পড়া
৯. মসজিদে হেঁটে যাওয়া
১০. মনোযোগসহ কান লাগিয়ে জুমার খুতবা শোনা।

#ilmweb
‘সেদিন যাকে আযাব থেকে দূরে রাখা হবে তাকে অবশ্যই তিনি অনুগ্রহ করলেন। আর সেটাই হবে স্পষ্ট (যথার্থ) সফলতা।’

[ সুরা আল-আনআম, ৬ : ১৬ ]

#ilmweb
‘হে আমার রব! আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দুআ শ্রবণকারী।’

[ সুরা আলি-ইমরান, ৩ : ৩৮ ]

#ilmweb
‘অবশ্যই আমি তোমাদেরকে যমিনে প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা সেজন্য খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ কর।’

[ সুরা আল-আরাফ, ৭ : ১০ ]

#ilmweb
‘রাসুলগণ (তাদের শত্রুর বিরুদ্ধে আল্লাহর কাছে) বিজয় কামনা করেছিল এবং প্রত্যেক দাম্ভিক স্বেচ্ছাচারী ব্যর্থ হয়েছিল।’

[ সুরা ইবরাহিম, ১৪ : ১৫ ]

#ilmweb
আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
‘যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে তাদের দলভুক্ত গণ্য হবে।’
____
[ সূত্র : সুনানু আবি দাউদ, হাদিস নং : ৪০৩১; হাদিসের মান : হাসান ]

#ilmweb
‘আল্লাহ দিন ও রাতের আবর্তন ঘটান, নিশ্চয়ই এতে অন্তরদৃষ্টিসম্পন্নদের জন্য শিক্ষা রয়েছে।’

[ সুরা আন-নুর, ২৪ : ৪৪ ]

#ilmweb
‘অপরাধীদেরকে তাদের চেহারা দেখে চেনা যাবে। তখন তাদের প্রত্যেককে মাথার সামনের চুল ও পা ধরে পাকড়াও করা হবে।’

[ সুরা আর-রহমান, ৫৫ : ৪১ ]

#ilmweb
‘নির্যাতিত হওয়ার পর যারা আল্লাহর জন্য হিজরত করেছে, দুনিয়ায় আমি তাদেরকে উত্তম বাসস্থান দিব। আর আখিরাতের পুরস্কার তো আরও বড়। যদি তারা জানত!’

[ সুরা আন-নাহল, ১৬ : ৪১ ]

#ilmweb
‘আর সেদিন মেঘমালা দ্বারা আকাশ বিদীর্ণ হবে এবং ফেরেশতাদেরকে দলে দলে অবতরণ করানো হবে।’

[ সুরা আল-ফুরকান, ২৫ : ২৫ ]

#ilmweb
‘আমি তোমার কাছে যে কিতাব অবতীর্ণ করেছি তা সত্য এবং তার পূর্ববর্তী কিতাবের সমর্থক। নিশ্চয়ই আল্লাহ তাঁর বান্দাদের সবকিছু জানেন ও দেখেন।’

[ সুরা ফাতির, ৩৫ : ৩১ ]

#ilmweb
‘তার ওপর শান্তি বর্ষিত হোক, যেদিন সে জন্মগ্রহণ করে, যেদিন মারা যাবে এবং যেদিন জীবিতাবস্থায় পুনরুত্থিত হবে।’

[ সুরা মারইয়াম, ১৯ : ১৫ ]

#ilmweb
‘অতঃপর সে তার রবকে আহবান করল যে, নিশ্চয়ই আমি পরাজিত, অতএব তুমিই প্রতিশোধ গ্রহণ কর।’

[ সুরা আল-কামার, ৫৪ : ১০ ]

#ilmweb
‘আমি তাদেরকে অল্পকালের জন্য (দুনিয়ার সুখ) উপভোগ করতে দেব। তারপর তাদেরকে এক কঠিন আযাব ভোগ করতে বাধ্য করব।’

[ সুরা লুকমান, ৩১ : ২৪ ]

#ilmweb
‘ফেরেশতারা যখন তাদের চেহারায় ও পিঠে আঘাত করতে করতে তাদের মৃত্যু ঘটাবে তখন কেমন হবে?’

[ সুরা মুহাম্মাদ, ৪৭ : ২৭ ]

#ilmweb
‘পৃথিবীর সবকিছু আমি তার শোভায় পরিণত করেছি, যাতে লোকদের পরীক্ষা করতে পারি, কে তাদের মধ্যে কাজে সেরা।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ৭ ]

#ilmweb
‘যে ব্যক্তি মুমিন সে কি ফাসিক ব্যক্তির মত? তারা সমান নয়।’

[ সুরা আস-সাজদাহ, ৩২ : ১৮ ]

#ilmweb