কোনো ফাসিক, বিদআতি বা কাফিরের সাথে বন্ধুত্ব চালিয়ে যাওয়া বা দীর্ঘায়িত করা যাবে না। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব মানুষ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন। কোনো মানুষ বা প্রাণীর মৃত দেহ যেমন বাতাস ও পানিকে দূষিত করে, ঠিক তেমনি নেককার ব্যক্তিও ফাসিক, মুবতাদি (বিদআতি) বা কাফিরের সংস্পর্শ বা মেলামেশায় দূষিত হয়। তাদের নিফাক, বিশ্বাস, জীবনপদ্ধতি, আচার-আচরণ সবকিছুই সংক্রামক।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
❤18😁1
মানুষের কর্মের প্রতিদান তাদের কর্মের ফলাফলের সাথে যুক্ত নয়। তাই কাজ করার সময়ে তার মন প্রবৃত্তির আত্মতৃপ্তি থেকে দূরে থাকবে। কর্মের ফলাফল ভোগের অপেক্ষায় থাকবে না (কী কী প্রতিদান পাবে তা ভাববে না)। এমনকি যদি তার হাতে দ্বীন বিজয়ের মতো বিষয়ও থাকে, তবুও সে ফলাফলের অপেক্ষায় থাকবে না। আর এ কারণেই যেকোনো ভালো উদ্দেশ্যেও অবৈধ মাধ্যম ব্যবহারের বৈধতা নেই। তাই কোনো মুসলিমের জন্য শোভনীয় নয় এবং বৈধও নয় যে, সে মহৎ কোনো লক্ষ্য-উদ্দেশ্যকে অবৈধ কোনো পন্থায় অর্জন করবে। তাই তো কোনো সার্টিফিকেটের জন্য পরীক্ষায় নকল করা বৈধ নয়, যদিও সে মনে করে এর মাধ্যমে সে ইসলামেরই সেবা করবে। কোনো কাফিরের মাল-সম্পদ চুরি করে মুসলিমকে সাদাকাহ (দান) করাও বিধিসম্মত নয়।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি
❤9👍1
মুসলিম বিশ্বাস করে, আল্লাহ তাঁর বান্দার সাথে রয়েছেন। তারা যেখানেই থাকুক না কেন তিনি তাদের দেখছেন, শুনছেন। ফলে সে পাপের ব্যাপারে ভীত হয়। আল্লাহর ব্যাপারে সে হয় সবচেয়ে লজ্জাশীল। আর আল্লাহর সাহায্য ও বিজয় তার সাথে রয়েছে বলে আল্লাহর শরিয়াতের ব্যাপারে সে কাউকেই ভয় পায় না, পরোয়া করে না। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের বারণের ব্যাপারে সে হয় সবার অগ্রগামী।
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
❤4
■ জাদু সত্য?
জাদু সত্য। কেবল মুতাযিলাদের দাবি, যাদু কল্পনা। পরিবারের মাঝে সমস্যা সৃষ্টিতে জাদুকরের নিয়ন্ত্রণ আছে। জিনের মাধ্যমে প্রচুর ক্ষমতা রাখে তারা। এর প্রমাণ, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিদ নামক এক ইহুদি কর্তৃক জাদুগ্রস্ত হয়েছিলেন। তিনি ভ্রমে পড়ে যান যে, এই কাজটা তিনি করেছেন, অথচ এটা তিনি আদৌ করেননি। আল্লাহ বলেন,
'মুসা বলল-বরং তোমরাই নিক্ষেপ করো। অমনি তাদের (নিক্ষিপ্ত) রশি ও লাঠিগুলো তাদের জাদুর প্রভাবে দৌড়াচ্ছে বলে তার মনে হলো।
[সুরা ত্ব-হা, ২০: ৬৬]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
জাদু সত্য। কেবল মুতাযিলাদের দাবি, যাদু কল্পনা। পরিবারের মাঝে সমস্যা সৃষ্টিতে জাদুকরের নিয়ন্ত্রণ আছে। জিনের মাধ্যমে প্রচুর ক্ষমতা রাখে তারা। এর প্রমাণ, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাবিদ নামক এক ইহুদি কর্তৃক জাদুগ্রস্ত হয়েছিলেন। তিনি ভ্রমে পড়ে যান যে, এই কাজটা তিনি করেছেন, অথচ এটা তিনি আদৌ করেননি। আল্লাহ বলেন,
'মুসা বলল-বরং তোমরাই নিক্ষেপ করো। অমনি তাদের (নিক্ষিপ্ত) রশি ও লাঠিগুলো তাদের জাদুর প্রভাবে দৌড়াচ্ছে বলে তার মনে হলো।
[সুরা ত্ব-হা, ২০: ৬৬]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
❤5
ইসতিগফার [পর্ব : ৪]
— শাইখ আহমাদ মুসা জিবরিল || ilmweb Publishing
ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=TxHpj1rQEFo&t=225s
— শাইখ আহমাদ মুসা জিবরিল || ilmweb Publishing
ইউটিউব লিংক: https://www.youtube.com/watch?v=TxHpj1rQEFo&t=225s
❤3