■ তাওহিদের প্রতিদান
যে ব্যক্তি আল্লাহকে তাঁর রুবুবিয়াত, উলুহিয়াত ও আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে এক ও একক সাব্যস্ত করেছে, তার প্রতিদান হচ্ছে আল্লাহর ক্ষমা, নিরাপত্তা, সন্তুষ্টি ও জান্নাত। আল্লাহ বলেন,
'হে আদমসন্তান, তুমি যদি জমিন পরিমাণ পাপ নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও, আর আমার সাথে যদি শরিক না-করে থাক, তবে আমি তোমাকে সেই পরিমাণ ক্ষমা ও মাগফিরাত দেবো।'
[সুনানুত তিরমিযি, হাদিস নং: ৩৫৪০]
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
যে ব্যক্তি আল্লাহকে তাঁর রুবুবিয়াত, উলুহিয়াত ও আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে এক ও একক সাব্যস্ত করেছে, তার প্রতিদান হচ্ছে আল্লাহর ক্ষমা, নিরাপত্তা, সন্তুষ্টি ও জান্নাত। আল্লাহ বলেন,
'হে আদমসন্তান, তুমি যদি জমিন পরিমাণ পাপ নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও, আর আমার সাথে যদি শরিক না-করে থাক, তবে আমি তোমাকে সেই পরিমাণ ক্ষমা ও মাগফিরাত দেবো।'
[সুনানুত তিরমিযি, হাদিস নং: ৩৫৪০]
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
❤7👍1
■ শিরক নিয়ে অধ্যয়ন কেন
শিরক থেকে দূরে থাকার জন্য শিরক নিয়ে অধ্যয়ন করতে হবে। হুযাইফাহ ইবনু ইয়ামানের হাদিসই এর প্রমাণ। তিনি সবসময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নেতিবাচক ব্যাপারগুলো জিজ্ঞেস করতেন। যেমন, 'আমি কীভাবে জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি?' তিনি নিজেই বলতেন,
'লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণের বিষয়াবলি জিজ্ঞেস করত। কিন্তু আমি তাঁকে অকল্যাণের বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম এই ভয়ে যে, অকল্যাণ যেন আমাকে পেয়ে না-বসে।'
[ সহিহ বুখারি, কিতাবুল ফিতান: ৭০৮৪ ]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
শিরক থেকে দূরে থাকার জন্য শিরক নিয়ে অধ্যয়ন করতে হবে। হুযাইফাহ ইবনু ইয়ামানের হাদিসই এর প্রমাণ। তিনি সবসময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নেতিবাচক ব্যাপারগুলো জিজ্ঞেস করতেন। যেমন, 'আমি কীভাবে জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি?' তিনি নিজেই বলতেন,
'লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণের বিষয়াবলি জিজ্ঞেস করত। কিন্তু আমি তাঁকে অকল্যাণের বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম এই ভয়ে যে, অকল্যাণ যেন আমাকে পেয়ে না-বসে।'
[ সহিহ বুখারি, কিতাবুল ফিতান: ৭০৮৪ ]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
👍10❤1😁1
আমাদের প্রিয় নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ সত্য। আল্লাহ এই উম্মাহকে মুশরিকদের বিরুদ্ধে হিন্দের গাযওয়ার জন্য কবুল করুন। প্রতিটি পদক্ষেপ ও মেহনতকে তাওহিদের সাথে সম্পৃক্ত করুন। এই উপমহাদেশের মুসলিমদের এই গাযওয়ায় শাহাদাতের তামান্না লালনের তাওফিক দিন।
❤18
আমাদের কুল্লিয়াতুশ শরিয়াহর দুই (২) বছর মেয়াদি ❝আত-তাখাসসুস ফি উলুমিল হাদিস❞ প্রোগ্রামের পাঠ্য বই হিসেবে শাইখ আসিম আল-বারকাওয়ির বিখ্যাত বই ❝আর-রিসালাতুস সালাসিনিয়াহ ফিত-তাহযির মিনাল গুলু ফিত তাকফির❞ অন্তর্ভুক্ত৷ অবশ্য এটি দ্বিতীয় বর্ষে পাঠ্য। তবু নীলক্ষেত থেকে দুই কপি প্রিন্ট করে আনানো হয়েছে, আলহামদুলিল্লাহ। বইটি প্রকাশিত হয়েছে তুরস্কে। দ্বিতীয় সংস্করণে আরও ৬টি পয়েন্ট যোগ হয়ে এখন মোট পয়েন্ট ৩৯টি।
তাকফির নিয়ে উগ্রতা, ভুল ও বাড়াবাড়ি নিয়ে শাইখের এ বইটি সকল তালিবুল ইলমের অবশ্যপাঠ্য তালিকায় থাকা উচিত।
তাকফির নিয়ে উগ্রতা, ভুল ও বাড়াবাড়ি নিয়ে শাইখের এ বইটি সকল তালিবুল ইলমের অবশ্যপাঠ্য তালিকায় থাকা উচিত।
👍7❤1😁1
■ আকিদাহর বাস্তবতা
আকিদাহ নিয়ে আমরা সামনে যত দীর্ঘ আলোচনা করব, সেখানে কিছু সূক্ষ্ম আলোচনা থাকবে। এগুলো আমাদের অন্তর থেকে কোনোভাবেই যেন হারিয়ে না-যায়:
১. এই আকিদাহ আল্লাহপ্রদত্ত। এটি মানবজাতির জন্য কিয়ামাত পর্যন্ত সর্বশেষ মানহাজ।
২. পুরো শরিয়াহ এই আকিদাহর ভিত্তিমূলের ওপর প্রতিষ্ঠিত। এটিই মানবজাতিকে দ্বীনি কল্যাণের পথ দেখাবে।
৩. মানুষের সব আমল ও আচরণ আকিদাহরই প্রতিফলন। আকিদাহই এগুলোর ভিত্তি।
৪. আকিদাহর সাথে সম্পর্কহীন আমলের কোনো মূল্যই নেই।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি
আকিদাহ নিয়ে আমরা সামনে যত দীর্ঘ আলোচনা করব, সেখানে কিছু সূক্ষ্ম আলোচনা থাকবে। এগুলো আমাদের অন্তর থেকে কোনোভাবেই যেন হারিয়ে না-যায়:
১. এই আকিদাহ আল্লাহপ্রদত্ত। এটি মানবজাতির জন্য কিয়ামাত পর্যন্ত সর্বশেষ মানহাজ।
২. পুরো শরিয়াহ এই আকিদাহর ভিত্তিমূলের ওপর প্রতিষ্ঠিত। এটিই মানবজাতিকে দ্বীনি কল্যাণের পথ দেখাবে।
৩. মানুষের সব আমল ও আচরণ আকিদাহরই প্রতিফলন। আকিদাহই এগুলোর ভিত্তি।
৪. আকিদাহর সাথে সম্পর্কহীন আমলের কোনো মূল্যই নেই।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি
👍11😁1
‘একটি হাদিস পেয়েই খুশি হয়ে যাওয়া, সেটি নিয়েই চলতে থাকা, এর ওপরই ইসলামের মৌলিক বিষয়াবলির ভিত স্থাপন করা এবং সংশ্লিষ্ট হাদিসকে এ সংক্রান্ত শর্তযুক্ত হাদিসের সাথে শর্তযুক্ত না-করা হচ্ছে প্রবৃত্তিপূজারীদের নীতি।’
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই— ইরজা ও মুরজিয়া : সমকালীন প্রেক্ষিত
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
#ilmweb
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই— ইরজা ও মুরজিয়া : সমকালীন প্রেক্ষিত
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
#ilmweb
😢6❤2😁1
■ তাওহিদুল আসমা ওয়াস সিফাতের ফলাফল
মুসলিমকে যখন কোনো বিপদ স্পর্শ করে, তখন সে আল্লাহর কাছে এই বিশ্বাসে প্রার্থনা করে যে, আল্লাহ সর্বশ্রোতা। তিনি তার প্রার্থনা শুনবেন।
তিনি তার অবস্থা দেখছেন। তিনি করুণাময়। অবশ্যই তিনি তার দুর্বলতার ওপর করুণা করবেন। তিনি দুআ কবুলকারী। অবশ্যই তার দুআ কবুল করবেন।
মুসলিম বিশ্বাস করে, আল্লাহ কঠোর শাস্তিদাতা। এই বিশ্বাসই তাকে পাপাচার থেকে দূরে রাখে।
মুসলিম বিশ্বাস করে আল্লাহ সাত আসমানের ওপরে আরশের ওপর সমুন্নত। আল্লাহ বলেন,
'রহমান আরশের ওপর সমুন্নত।
[সুরা ত্ব-হা, ২০:৫]
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
মুসলিমকে যখন কোনো বিপদ স্পর্শ করে, তখন সে আল্লাহর কাছে এই বিশ্বাসে প্রার্থনা করে যে, আল্লাহ সর্বশ্রোতা। তিনি তার প্রার্থনা শুনবেন।
তিনি তার অবস্থা দেখছেন। তিনি করুণাময়। অবশ্যই তিনি তার দুর্বলতার ওপর করুণা করবেন। তিনি দুআ কবুলকারী। অবশ্যই তার দুআ কবুল করবেন।
মুসলিম বিশ্বাস করে, আল্লাহ কঠোর শাস্তিদাতা। এই বিশ্বাসই তাকে পাপাচার থেকে দূরে রাখে।
মুসলিম বিশ্বাস করে আল্লাহ সাত আসমানের ওপরে আরশের ওপর সমুন্নত। আল্লাহ বলেন,
'রহমান আরশের ওপর সমুন্নত।
[সুরা ত্ব-হা, ২০:৫]
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
👍9❤2
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
মুশরিকরা তো অপবিত্র
—শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing
.
.
ইউটিউব লিংক : https://youtu.be/3WdklKpJFms
—শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing
.
.
ইউটিউব লিংক : https://youtu.be/3WdklKpJFms
👍4❤3😁1
তাকফির নিজেই এক স্বতন্ত্র বিধান। এর সাথে সম্পর্ক আকিদাহর, ইমান ও তাওহিদের। কুফর বিত-তাগূতের পরিপূর্ণতা কিংবা ফলাফল হচ্ছে তাকফির। তবে তা কুফর বিত-তাগূতের শর্ত নয়৷
অনেকে তো দলীয় স্বার্থে তাকফিরকে জিহাদের পূর্বশর্তও করেন। সাধারণত অজ্ঞ মুরজিয়ারা যুদ্ধকে বৈধ করতে আবেগে তাকফির করেন। তারা তাকফিরকে স্বতন্ত্র শরয়ি বিধান হিসেবে নয়, বরং তাদের যুদ্ধ বৈধপ্রমাণে অস্ত্র হিসেবে গ্রহণ করেন। একপর্যায়ে আবেগে ভাটা পড়লে এ থেকে বিরত থাকেন। মূলত তাকফির স্বতন্ত্র বিধান হিসেবে জিহাদের মুখাপেক্ষী নয়। অনেক উগ্রপন্থীও হয়তো এ ধরনের চিন্তা লালন করতে পারেন।
তাকফির স্পর্শকাতর মাসআলা। আকিদাহ, ইমান ও তাওহিদের সাথে সম্পর্কিত হওয়ায় এর রয়েছে নানা বিধিবিধান, শর্ত ও প্রতিবন্ধকতা। গভীর জ্ঞানসম্পন্ন উলামায়ে কিরাম ব্যতীত এর সফল প্রয়োগ সম্ভব নয়। তাকফিরের ভুল, উগ্রতা, বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ি ইত্যাদি সম্পর্কে বুনিয়াদি জ্ঞান অর্জনে আমাদের প্রকাশনা বিভাগ নিয়ে আসতে যাচ্ছে.....
বই— তাকফির : ভুল ও উগ্রতা
[ মুখতাসার আর-রিসালাতুস সালাসিনিয়াহ ফিত-তাহযির মিনাল গুলু ফিত-তাকফির ]
মূল— শাইখ আসিম আল-বারকাওয়ি
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
অনেকে তো দলীয় স্বার্থে তাকফিরকে জিহাদের পূর্বশর্তও করেন। সাধারণত অজ্ঞ মুরজিয়ারা যুদ্ধকে বৈধ করতে আবেগে তাকফির করেন। তারা তাকফিরকে স্বতন্ত্র শরয়ি বিধান হিসেবে নয়, বরং তাদের যুদ্ধ বৈধপ্রমাণে অস্ত্র হিসেবে গ্রহণ করেন। একপর্যায়ে আবেগে ভাটা পড়লে এ থেকে বিরত থাকেন। মূলত তাকফির স্বতন্ত্র বিধান হিসেবে জিহাদের মুখাপেক্ষী নয়। অনেক উগ্রপন্থীও হয়তো এ ধরনের চিন্তা লালন করতে পারেন।
তাকফির স্পর্শকাতর মাসআলা। আকিদাহ, ইমান ও তাওহিদের সাথে সম্পর্কিত হওয়ায় এর রয়েছে নানা বিধিবিধান, শর্ত ও প্রতিবন্ধকতা। গভীর জ্ঞানসম্পন্ন উলামায়ে কিরাম ব্যতীত এর সফল প্রয়োগ সম্ভব নয়। তাকফিরের ভুল, উগ্রতা, বাড়াবাড়ি কিংবা ছাড়াছাড়ি ইত্যাদি সম্পর্কে বুনিয়াদি জ্ঞান অর্জনে আমাদের প্রকাশনা বিভাগ নিয়ে আসতে যাচ্ছে.....
বই— তাকফির : ভুল ও উগ্রতা
[ মুখতাসার আর-রিসালাতুস সালাসিনিয়াহ ফিত-তাহযির মিনাল গুলু ফিত-তাকফির ]
মূল— শাইখ আসিম আল-বারকাওয়ি
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
👍8😁1