■ খাওয়ার পরের আদব
পেটভর্তি হবার আগেই খাওয়া শেষ করবে, আঙুল চেটে খাবে, পাত্র ভালোভাবে
মুছে খাবে এবং আল্লাহর প্রশংসা করবে।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, ‘আল্লাহ পছন্দ করেন যে,
বান্দা কিছু খেলে তার জন্য তাঁর প্রশংসা করুক, কিছু পান করলে তার জন্য তাঁর
প্রশংসা করুক।
[সহিহ মুসলিম, হাদিস নং : ২৭৩৪; সুনানুত তিরমিযি, হাদিস নং : ১৮১৭]
এরপর হাত থেকে মাংসের গন্ধ ও তেলজাতীয় পদার্থধুয়ে ফেলতে হবে।
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
পেটভর্তি হবার আগেই খাওয়া শেষ করবে, আঙুল চেটে খাবে, পাত্র ভালোভাবে
মুছে খাবে এবং আল্লাহর প্রশংসা করবে।
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, ‘আল্লাহ পছন্দ করেন যে,
বান্দা কিছু খেলে তার জন্য তাঁর প্রশংসা করুক, কিছু পান করলে তার জন্য তাঁর
প্রশংসা করুক।
[সহিহ মুসলিম, হাদিস নং : ২৭৩৪; সুনানুত তিরমিযি, হাদিস নং : ১৮১৭]
এরপর হাত থেকে মাংসের গন্ধ ও তেলজাতীয় পদার্থধুয়ে ফেলতে হবে।
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি
মূলত পূর্ণ শরিয়াতকেই ইসলামি আকিদাহর অন্তর্ভুক্ত গণ্য করা হয়। কিন্তু ক্ষেত্রবিশেষে গুরুত্বের বিবেচনায় এর বিভিন্ন অংশকে বিভিন্ন নামে নামকরণ করা হয়ে থাকে। আকিদাহ ছাড়া কোনো আমল বিশুদ্ধ হয় না এবং তা উপকারও করে না। বান্দার সর্বপ্রথম দায়িত্ব আকিদাহ বিশুদ্ধকরণ। যেমন, সহিহ বুখারিতে বর্ণিত হয়েছে, মুয়ায বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামানে পাঠানোর সময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন— তাদের প্রতি তোমার প্রথম আহ্বান হবে, তারা যেন আল্লাহর একত্ববাদকে মেনে নেয়।রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতেও আমরা দেখতে পাই, তিনি আমল শেখানোর আগে মানুষকে তাওহিদ ও আকিদাহ শিখিয়েছেন। এমনকি মক্কার তের বছরের সময়কালে তেমন কোনো বিধিবিধানও দেয়া হয়নি। মাক্কি সুরাগুলোর প্রায় সকল আলোচনাই তাওহিদ ও আকিদাহ নিয়ে। যেহেতু আকিদাহ এমন এক ভিত্তি, যার ওপর মানুষের সকল আমল কবুল হওয়া নির্ভর করে, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আকিদাহ বিশুদ্ধকরণ।
____
ইলমি : ইলমওয়েব ম্যাগাজিন
আকিদাহপাঠ : গুরুত্ব ও ক্রমবিকাশ (খন্ডাংশ)
উসতায শাইখুল ইসলাম
____
ইলমি : ইলমওয়েব ম্যাগাজিন
আকিদাহপাঠ : গুরুত্ব ও ক্রমবিকাশ (খন্ডাংশ)
উসতায শাইখুল ইসলাম
❝আল্লাহর ওলিদের অন্তর্ভুক্ত হতে পারা সর্বোচ্চ আকাঙ্ক্ষা হওয়া উচিত। কোনো বান্দা যখন এই উচ্চ মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছে যায়, আল্লাহ তাঁর ওয়াদা অনুযায়ী তাঁর ওলির শত্রুদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেন। আল্লাহর ওলি হলে আল্লাহই আপনাকে রক্ষা করবেন, আপনার শত্রুর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করবেন। কেউই আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো বান্দার জন্য এর চেয়ে বড় মর্যাদা আর কী হতে পারে?❞
__
প্রবীণ শাইখ মুসা আবদুল্লাহ জিবরিল
[ সূত্র : ম্যাগাজিন ইলমি, প্রথম সংখ্যা ]
__
প্রবীণ শাইখ মুসা আবদুল্লাহ জিবরিল
[ সূত্র : ম্যাগাজিন ইলমি, প্রথম সংখ্যা ]
■ মালাকদের প্রতি ইমানের ফলাফল
১. আল্লাহর বড়ত্ব জানা। কারণ, মাখলুকের বড়ত্ব মূলত স্রষ্টার বড়ত্বেরই দলিল হয়ে থাকে।
২. মালাকদের যারা বান্দার সাথে আছেন, তাঁদের কথা ভেবে বান্দা লজ্জাশীল থাকবে।
৩. ইমানের সাথে সদ্যপরিচিত মুমিন যখন তাদর আশপাশে সাহায্য করার কাউকে না-দেখে, তখন সে এটা স্মরণ করে দৃঢ়তা পায় যে, আল্লাহর পক্ষ থেকে হিফাযাতকারীরা তো তার সাথে রয়েছেন।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই : আমাদের আকিদাহ
১. আল্লাহর বড়ত্ব জানা। কারণ, মাখলুকের বড়ত্ব মূলত স্রষ্টার বড়ত্বেরই দলিল হয়ে থাকে।
২. মালাকদের যারা বান্দার সাথে আছেন, তাঁদের কথা ভেবে বান্দা লজ্জাশীল থাকবে।
৩. ইমানের সাথে সদ্যপরিচিত মুমিন যখন তাদর আশপাশে সাহায্য করার কাউকে না-দেখে, তখন সে এটা স্মরণ করে দৃঢ়তা পায় যে, আল্লাহর পক্ষ থেকে হিফাযাতকারীরা তো তার সাথে রয়েছেন।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই : আমাদের আকিদাহ
■ তাওহিদের প্রতিদান
যে ব্যক্তি আল্লাহকে তাঁর রুবুবিয়াত, উলুহিয়াত ও আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে এক ও একক সাব্যস্ত করেছে, তার প্রতিদান হচ্ছে আল্লাহর ক্ষমা, নিরাপত্তা, সন্তুষ্টি ও জান্নাত। আল্লাহ বলেন,
'হে আদমসন্তান, তুমি যদি জমিন পরিমাণ পাপ নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও, আর আমার সাথে যদি শরিক না-করে থাক, তবে আমি তোমাকে সেই পরিমাণ ক্ষমা ও মাগফিরাত দেবো।'
[সুনানুত তিরমিযি, হাদিস নং: ৩৫৪০]
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
যে ব্যক্তি আল্লাহকে তাঁর রুবুবিয়াত, উলুহিয়াত ও আসমা ওয়াস সিফাতের ক্ষেত্রে এক ও একক সাব্যস্ত করেছে, তার প্রতিদান হচ্ছে আল্লাহর ক্ষমা, নিরাপত্তা, সন্তুষ্টি ও জান্নাত। আল্লাহ বলেন,
'হে আদমসন্তান, তুমি যদি জমিন পরিমাণ পাপ নিয়েও আমার কাছে এসে উপস্থিত হও, আর আমার সাথে যদি শরিক না-করে থাক, তবে আমি তোমাকে সেই পরিমাণ ক্ষমা ও মাগফিরাত দেবো।'
[সুনানুত তিরমিযি, হাদিস নং: ৩৫৪০]
____
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
■ শিরক নিয়ে অধ্যয়ন কেন
শিরক থেকে দূরে থাকার জন্য শিরক নিয়ে অধ্যয়ন করতে হবে। হুযাইফাহ ইবনু ইয়ামানের হাদিসই এর প্রমাণ। তিনি সবসময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নেতিবাচক ব্যাপারগুলো জিজ্ঞেস করতেন। যেমন, 'আমি কীভাবে জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি?' তিনি নিজেই বলতেন,
'লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণের বিষয়াবলি জিজ্ঞেস করত। কিন্তু আমি তাঁকে অকল্যাণের বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম এই ভয়ে যে, অকল্যাণ যেন আমাকে পেয়ে না-বসে।'
[ সহিহ বুখারি, কিতাবুল ফিতান: ৭০৮৪ ]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
শিরক থেকে দূরে থাকার জন্য শিরক নিয়ে অধ্যয়ন করতে হবে। হুযাইফাহ ইবনু ইয়ামানের হাদিসই এর প্রমাণ। তিনি সবসময় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নেতিবাচক ব্যাপারগুলো জিজ্ঞেস করতেন। যেমন, 'আমি কীভাবে জাহান্নাম থেকে রক্ষা পেতে পারি?' তিনি নিজেই বলতেন,
'লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণের বিষয়াবলি জিজ্ঞেস করত। কিন্তু আমি তাঁকে অকল্যাণের বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতাম এই ভয়ে যে, অকল্যাণ যেন আমাকে পেয়ে না-বসে।'
[ সহিহ বুখারি, কিতাবুল ফিতান: ৭০৮৪ ]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
আমাদের প্রিয় নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ সত্য। আল্লাহ এই উম্মাহকে মুশরিকদের বিরুদ্ধে হিন্দের গাযওয়ার জন্য কবুল করুন। প্রতিটি পদক্ষেপ ও মেহনতকে তাওহিদের সাথে সম্পৃক্ত করুন। এই উপমহাদেশের মুসলিমদের এই গাযওয়ায় শাহাদাতের তামান্না লালনের তাওফিক দিন।
আমাদের কুল্লিয়াতুশ শরিয়াহর দুই (২) বছর মেয়াদি ❝আত-তাখাসসুস ফি উলুমিল হাদিস❞ প্রোগ্রামের পাঠ্য বই হিসেবে শাইখ আসিম আল-বারকাওয়ির বিখ্যাত বই ❝আর-রিসালাতুস সালাসিনিয়াহ ফিত-তাহযির মিনাল গুলু ফিত তাকফির❞ অন্তর্ভুক্ত৷ অবশ্য এটি দ্বিতীয় বর্ষে পাঠ্য। তবু নীলক্ষেত থেকে দুই কপি প্রিন্ট করে আনানো হয়েছে, আলহামদুলিল্লাহ। বইটি প্রকাশিত হয়েছে তুরস্কে। দ্বিতীয় সংস্করণে আরও ৬টি পয়েন্ট যোগ হয়ে এখন মোট পয়েন্ট ৩৯টি।
তাকফির নিয়ে উগ্রতা, ভুল ও বাড়াবাড়ি নিয়ে শাইখের এ বইটি সকল তালিবুল ইলমের অবশ্যপাঠ্য তালিকায় থাকা উচিত।
তাকফির নিয়ে উগ্রতা, ভুল ও বাড়াবাড়ি নিয়ে শাইখের এ বইটি সকল তালিবুল ইলমের অবশ্যপাঠ্য তালিকায় থাকা উচিত।
■ আকিদাহর বাস্তবতা
আকিদাহ নিয়ে আমরা সামনে যত দীর্ঘ আলোচনা করব, সেখানে কিছু সূক্ষ্ম আলোচনা থাকবে। এগুলো আমাদের অন্তর থেকে কোনোভাবেই যেন হারিয়ে না-যায়:
১. এই আকিদাহ আল্লাহপ্রদত্ত। এটি মানবজাতির জন্য কিয়ামাত পর্যন্ত সর্বশেষ মানহাজ।
২. পুরো শরিয়াহ এই আকিদাহর ভিত্তিমূলের ওপর প্রতিষ্ঠিত। এটিই মানবজাতিকে দ্বীনি কল্যাণের পথ দেখাবে।
৩. মানুষের সব আমল ও আচরণ আকিদাহরই প্রতিফলন। আকিদাহই এগুলোর ভিত্তি।
৪. আকিদাহর সাথে সম্পর্কহীন আমলের কোনো মূল্যই নেই।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি
আকিদাহ নিয়ে আমরা সামনে যত দীর্ঘ আলোচনা করব, সেখানে কিছু সূক্ষ্ম আলোচনা থাকবে। এগুলো আমাদের অন্তর থেকে কোনোভাবেই যেন হারিয়ে না-যায়:
১. এই আকিদাহ আল্লাহপ্রদত্ত। এটি মানবজাতির জন্য কিয়ামাত পর্যন্ত সর্বশেষ মানহাজ।
২. পুরো শরিয়াহ এই আকিদাহর ভিত্তিমূলের ওপর প্রতিষ্ঠিত। এটিই মানবজাতিকে দ্বীনি কল্যাণের পথ দেখাবে।
৩. মানুষের সব আমল ও আচরণ আকিদাহরই প্রতিফলন। আকিদাহই এগুলোর ভিত্তি।
৪. আকিদাহর সাথে সম্পর্কহীন আমলের কোনো মূল্যই নেই।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
বই : আকিদাহর পরিশুদ্ধি