ilmweb
3.07K subscribers
492 photos
37 videos
198 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
তাওহিদুর রুবুবিয়াহর ওপর প্রতিষ্ঠিত ছাড়া এমন কাউকেই পাওয়া যাবে না, যে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহরই ইবাদত করে। যে ব্যক্তি শরিকবিহীন ইবাদত করে, সে এও স্বীকৃতি দেয়, রুবুবিয়াত কেবল আল্লাহর জন্যই নির্দিষ্ট।

নিচের বক্তব্যটি অনেকে সমকালীন উলামা কিরামের দিকে সম্পৃক্ত করেন। অথচ এটি ইমাম ইবনু তাইমিয়াহর উক্তি। তিনি তাঁর বই 'বায়ানু তালবিসিল জাহমিয়াহ' গ্রন্থে বলেন-তাওহিদুল উলুহিয়াহ তাওহিদুর রুবুবিয়াহকেও শামিল করে। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহ বলেন,

তাওহিদুল উলুহিয়াহ তাওহিদুর রুবুবিয়াহকেও শামিল করে। কেউ আল্লাহর ইবাদত করা মানেই হচ্ছে সে আল্লাহ ছাড়া আর কারও রুবুবিয়াতের স্বীকৃতি দেয় না। তবে তাওহিদুর রুবুবিয়াহ ব্যতিক্রম। অধিকাংশ মুশরিকই এর স্বীকৃতি দেয়।
[বায়ানু তালবিসিল জাহমিয়াহ, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৫৩৩]

____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
4👍4
‘যার ওপর আযাবের হুকুম ধার্য হয়ে গেছে তুমি কি সেই জাহান্নামীকে রক্ষা করতে পারবে?’

[ সুরা আয-যুমার,  ৩৯ : ১৯ ]

#ilmweb
😢12👍1
‘আর আসমানে (আল্লাহর কাছে) রয়েছে তোমাদের রিযক ও তোমাদের জন্য প্রতিশ্রুত সবকিছু।’

[ সুরা আয-যারিয়াত, ৫১ : ২২ ]

#ilmweb
👍7
■ আখিরাতের প্রতি ইমানের ফলাফল

১. আল্লাহ মুমিনদের জন্য যা প্রস্তুত করে রেখেছেন, তা পাওয়ার জন্য সর্বাত্মক আমল করার স্পৃহা সৃষ্টি হয়। আর গুনাহগার ও কাফিরদের জন্য আল্লাহ যে শাস্তির ওয়াদা করেছেন, তা থেকেও বাঁচার স্পৃহা সৃষ্টি হয়।

২. ধ্বংসশীল দুনিয়ায় ইমান, দাওয়াত ও জিহাদে মানুষ যেসব কষ্ট, বিপদ ও মুসিবাতের সম্মুখীন হয়, তা তাদের উদ্বিগ্ন করে না। কারণ, তারা এসবের ক্ষতিপূরণ হিসেবে আখিরাতের নিয়ামাত ও প্রতিদানের আশায় থাকে।

____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই : আমাদের আকিদাহ

সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
1🤣1
‘আমি অবশ্যই তাওয়াক্কুল করেছি আমার রব ও তোমাদের রব আল্লাহর উপর, প্রতিটি বিচরণশীল প্রাণীরই তিনি নিয়ন্ত্রণকারী। নিশ্চয়ই আমার রব সরল পথে আছেন।’

[ সুরা হুদ, ১১ : ৫৬ ]

#ilmweb
13👍1
আমাদের দ্বীনের মেজাজ ও ধরন-প্রকৃতি কেমন, তা কী, এর ওপর উসতায আহমদ রফিকের চমৎকার এক লেখা এসেছে আমাদের ম্যাগাজিন ❝ইলমি❞র প্রথম সংখ্যায়...
6👍2
‘তবে আমি বিশ্বাস করি, তিনিই আল্লাহ, আমার রব। এবং আমি আমার রবের সাথে কাউকে শরীক করি না।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ৩৮ ]

#ilmweb
👍3
| পাঠক অনুভূতি |
লিখেছেন : মুফতি আবদুল্লাহ আল মামুন

❝ইলম বা জ্ঞান—এটি মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে সত্যের আলোর দিকে নিয়ে যায়। ইলম শুদ্ধ চিন্তার দ্বার খুলে দেয়, মনন ও মানসিকতার পরিশুদ্ধি ঘটায়। তবে প্রকৃত ইলম সে-ই, যা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সালাফে সালিহিনের সঠিক বুঝ অনুযায়ী গড়ে ওঠে। সালাফরা ইলম অর্জন করতেন কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে—দুনিয়াবি মর্যাদা, খ্যাতি কিংবা স্বার্থ তাদের পথচলায় কোনো স্থান পায়নি।

এই চেতনার ধারাবাহিকতায় আত্মপ্রকাশ—‘ইলমি’ ম্যাগাজিন।

এখানে স্থান পেয়েছে বিশিষ্ট উলামা কিরামের মৌলিক গবেষণালব্ধ প্রবন্ধ, প্রখ্যাত আলিমদের কালজয়ী রচনার অনুবাদ, এবং আকিদাহ, হাদিস, ফিকহ, সিরাত ও মানহাজ বিষয়ক নির্ভরযোগ্য ও প্রামাণ্য আলোচনা। প্রতিটি লেখা তথ্যভিত্তিক ও গবেষণাপ্রসূত—যাতে ‘ইলমি’ হয়ে ওঠে বিশুদ্ধ জ্ঞানচর্চার বিশ্বস্ত সহচর।
👍1
আমার দৃঢ় বিশ্বাস—‘ইলমি’ হবে সে সব পাঠকের জন্য এক অনন্য উপহার, যারা সত্যের সন্ধান করে, শুদ্ধ জ্ঞানের অন্বেষণে থাকে এবং যাদের হৃদয়ে জ্বলজ্বলে একটি প্রশ্ন—কীভাবে ইলম আমাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যেতে পারে?

‘ইলমি’ হাতে না পেলে, হয়তো বুঝতেই পারতাম না—একটা ম্যাগাজিন কতটা সুন্দর, কতটা গভীর হতে পারে!

আল্লাহ তাআলা ইলমওয়েবের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং একে উম্মাহর জ্ঞানভান্ডার ও হিদায়াতের উৎস হিসেবে কবুল করে নিন—আমিন।❞
6
'তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই'

ব্যাখ্যা: মনে হয় খুব সোজা একটি বাক্য, কিন্তু সবাই যেমন চিন্তা করে তেমন সোজা নয়। এই বাক্যে তাওহিদুর রুবুবিয়াহ শামিল, কারণ রুবুবিয়াহ রবের পক্ষ থেকে নাযিল হচ্ছে। আবার, এতে উলুহিয়াহও রয়েছে। কারণ, এক ইলাহের ইবাদত করা হয়।

لا إله إلا الله

ছোট্ট একটি বাক্য। এর জন্যই আমরা সৃষ্ট হয়েছি। এই বাক্যের জন্যই আল্লাহ নবি পাঠিয়েছেন। এর জন্যই নুহ আলাইহিস সালামের সম্প্রদায় জাহান্নামে যাবে। এই বাক্যই জীবনের কেন্দ্রস্থল। ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন—প্রায় এমন কোনো আয়াত নেই, যা এ প্রকার তাওহিদ নিয়ে আলোচনা করে না। এটাই তাওহিদুল উলুহিয়াহ। উম্মাহর বহু লোক এতে বিভ্রান্ত হয়ে আছে।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
4🤣1
‘তারা কি (চিন্তা করে) দেখেনি, কীভাবে আল্লাহ সৃষ্টি শুরু করেন, তারপর তার পুনরাবৃত্তি করেন? এটা তো আল্লাহর জন্য সহজ।’

[ সুরা আল-আনকাবুত, ২৯ : ১৯ ]

#ilmweb
11🔥1
‘সে আল্লাহকে ছাড়া এমন কিছুকে ডাকে যা তার কোন ক্ষতি করতে পারে না এবং যা তার কোন উপকারও করতে পারে না। এটাই হল সুদূর (চরম) বিভ্রান্তি।’

[ সুরা আল-হাজ্জ, ২২ : ১২ ]

#ilmweb
👍42
❝তোমার সবসময়কার দাওয়াহ, চেষ্টা ও সাহায্য যেন তাওহিদের প্রতি হয়, যদিও তুমি একা হও। আর অন্য সব রাস্তা বিপরীতদের জন্য ছেড়ে দাও। অধিকাংশদের দেখে ধোঁকায় পড়ো না।❞
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ ইমতাউন নাযর ]

#ilmweb
👍118🤣1
‘নুহ বলেছিল, হে রব! আমাকে সাহায্য করো, কারণ এরা আমাকে অবিশ্বাস করেছে।’

[ সুরা আল-মুমিনুন,  ২৩ : ২৬ ]

#ilmweb
13
‘হে ইমানদার! তোমরা পরিচিত না হয়ে এবং গৃহবাসীদেরকে সালাম না দিয়ে নিজেদের ঘর ব্যতীত অন্য ঘরে প্রবেশ করো না। এটাই তোমাদের জন্য উত্তম, যাতে তোমরা স্মরণ রাখ।’

[ সুরা আন-নূর, ২৪ : ২৭ ]

#ilmweb
9👍5
‘হে আমার সম্প্রদায়! এ কেমন ব্যাপার, আমি তোমাদেরকে ডাকি নাজাতের দিকে, অথচ তোমরা আমাকে ডাকছ জাহান্নামের দিকে!’

[ সুরা গাফির, ৪০ : ৪১ ]

#ilmweb
8
❝জ্ঞাত বিষয় হলো, একমাত্র সত্যানুসন্ধানী লোকই সত্য গ্রহণ করে থাকে।❞
____
ইমাম মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাব
[ মাজমুআতুত তাওহিদ আর-রিসালাতুল উলা : ৬৫ ]

#ilmweb
8👍3
‘আমার যে বান্দারা ইমান এনেছে তাদেরকে বল, তারা যেন সালাত কায়েম করে এবং যে জীবিকা আমি তাদেরকে দিয়েছি, তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, সে দিন আসার আগে— যে দিন না চলবে কোনো ক্রয়-বিক্রয় কিংবা না থাকবে বন্ধুত্ব।’

[ সুরা ইবরাহিম, ১৪ : ৩১ ]

#ilmweb
😢73
‘তার এমন কোন বাহিনী ছিল না যারা তাকে আল্লাহর বিপক্ষে সাহায্য করতে পারে এবং সে নিজেও (আত্নরক্ষার মত) শক্তিশালী ছিল না।’

[ সুরা আল-কাহফ, ১৮ : ৪৩ ]

#ilmweb
10
❝শারহু কিতাবিত তাওহিদ মিন সাহিহিল বুখারি❞ সহিহ বুখারির কিতাবুত তাওহিদ অংশের ব্যাখ্যা।

এই ব্যাখ্যা শুরু করেছেন শাইখ আহমাদ মুসা জিবরিল। এর প্রথম লেকচারের অনুবাদ ইতিমধ্যে সুসম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা শাইখের পুরো লেকচার সবশেষে বই আকারে হাজির করার পরিকল্পনা নিয়েছি। আশা করি বাংলা ভাষায় আকিদাহশাস্ত্রে এক ঋদ্ধ সংযোজন হতে যাচ্ছে৷ আল্লাহ সহায়।

#ilmweb
10