সৃষ্টির বহু আগেই তিনি তাঁর অনাদি গুণাবলিসহ বিদ্যমান ছিলেন। সৃষ্টির কারণে তাঁর নতুন কোনো গুণের সংযোজন ঘটেনি, যা সৃষ্টির আগে ছিল না এবং তিনি তাঁর গুণাবলিসহ যেমন অনাদি ছিলেন, তেমনি নিজ গুণাবলিসহ অনন্ত থাকবেন।
ব্যাখ্যা : আল্লাহ সবকিছুর আগে থেকেই আছেন। তাঁর সকল গুণ আমাদের আগেও ছিল। তিনি ও তাঁর গুণাবলি সৃষ্টির আগে থেকেই বিদ্যমান। দলিল,
'তিনিই প্রথম, তিনিই শেষ।'
[সুরা আল-হাদিদ, ৫৭ : ৩]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
ব্যাখ্যা : আল্লাহ সবকিছুর আগে থেকেই আছেন। তাঁর সকল গুণ আমাদের আগেও ছিল। তিনি ও তাঁর গুণাবলি সৃষ্টির আগে থেকেই বিদ্যমান। দলিল,
'তিনিই প্রথম, তিনিই শেষ।'
[সুরা আল-হাদিদ, ৫৭ : ৩]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
তাওহিদুর রুবুবিয়াহর ওপর প্রতিষ্ঠিত ছাড়া এমন কাউকেই পাওয়া যাবে না, যে একনিষ্ঠভাবে একমাত্র আল্লাহরই ইবাদত করে। যে ব্যক্তি শরিকবিহীন ইবাদত করে, সে এও স্বীকৃতি দেয়, রুবুবিয়াত কেবল আল্লাহর জন্যই নির্দিষ্ট।
নিচের বক্তব্যটি অনেকে সমকালীন উলামা কিরামের দিকে সম্পৃক্ত করেন। অথচ এটি ইমাম ইবনু তাইমিয়াহর উক্তি। তিনি তাঁর বই 'বায়ানু তালবিসিল জাহমিয়াহ' গ্রন্থে বলেন-তাওহিদুল উলুহিয়াহ তাওহিদুর রুবুবিয়াহকেও শামিল করে। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহ বলেন,
তাওহিদুল উলুহিয়াহ তাওহিদুর রুবুবিয়াহকেও শামিল করে। কেউ আল্লাহর ইবাদত করা মানেই হচ্ছে সে আল্লাহ ছাড়া আর কারও রুবুবিয়াতের স্বীকৃতি দেয় না। তবে তাওহিদুর রুবুবিয়াহ ব্যতিক্রম। অধিকাংশ মুশরিকই এর স্বীকৃতি দেয়।
[বায়ানু তালবিসিল জাহমিয়াহ, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৫৩৩]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
নিচের বক্তব্যটি অনেকে সমকালীন উলামা কিরামের দিকে সম্পৃক্ত করেন। অথচ এটি ইমাম ইবনু তাইমিয়াহর উক্তি। তিনি তাঁর বই 'বায়ানু তালবিসিল জাহমিয়াহ' গ্রন্থে বলেন-তাওহিদুল উলুহিয়াহ তাওহিদুর রুবুবিয়াহকেও শামিল করে। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহ বলেন,
তাওহিদুল উলুহিয়াহ তাওহিদুর রুবুবিয়াহকেও শামিল করে। কেউ আল্লাহর ইবাদত করা মানেই হচ্ছে সে আল্লাহ ছাড়া আর কারও রুবুবিয়াতের স্বীকৃতি দেয় না। তবে তাওহিদুর রুবুবিয়াহ ব্যতিক্রম। অধিকাংশ মুশরিকই এর স্বীকৃতি দেয়।
[বায়ানু তালবিসিল জাহমিয়াহ, খণ্ড: ৪, পৃষ্ঠা: ৫৩৩]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
■ আখিরাতের প্রতি ইমানের ফলাফল
১. আল্লাহ মুমিনদের জন্য যা প্রস্তুত করে রেখেছেন, তা পাওয়ার জন্য সর্বাত্মক আমল করার স্পৃহা সৃষ্টি হয়। আর গুনাহগার ও কাফিরদের জন্য আল্লাহ যে শাস্তির ওয়াদা করেছেন, তা থেকেও বাঁচার স্পৃহা সৃষ্টি হয়।
২. ধ্বংসশীল দুনিয়ায় ইমান, দাওয়াত ও জিহাদে মানুষ যেসব কষ্ট, বিপদ ও মুসিবাতের সম্মুখীন হয়, তা তাদের উদ্বিগ্ন করে না। কারণ, তারা এসবের ক্ষতিপূরণ হিসেবে আখিরাতের নিয়ামাত ও প্রতিদানের আশায় থাকে।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই : আমাদের আকিদাহ
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
১. আল্লাহ মুমিনদের জন্য যা প্রস্তুত করে রেখেছেন, তা পাওয়ার জন্য সর্বাত্মক আমল করার স্পৃহা সৃষ্টি হয়। আর গুনাহগার ও কাফিরদের জন্য আল্লাহ যে শাস্তির ওয়াদা করেছেন, তা থেকেও বাঁচার স্পৃহা সৃষ্টি হয়।
২. ধ্বংসশীল দুনিয়ায় ইমান, দাওয়াত ও জিহাদে মানুষ যেসব কষ্ট, বিপদ ও মুসিবাতের সম্মুখীন হয়, তা তাদের উদ্বিগ্ন করে না। কারণ, তারা এসবের ক্ষতিপূরণ হিসেবে আখিরাতের নিয়ামাত ও প্রতিদানের আশায় থাকে।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই : আমাদের আকিদাহ
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
| পাঠক অনুভূতি |
লিখেছেন : মুফতি আবদুল্লাহ আল মামুন
•
❝ইলম বা জ্ঞান—এটি মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে সত্যের আলোর দিকে নিয়ে যায়। ইলম শুদ্ধ চিন্তার দ্বার খুলে দেয়, মনন ও মানসিকতার পরিশুদ্ধি ঘটায়। তবে প্রকৃত ইলম সে-ই, যা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সালাফে সালিহিনের সঠিক বুঝ অনুযায়ী গড়ে ওঠে। সালাফরা ইলম অর্জন করতেন কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে—দুনিয়াবি মর্যাদা, খ্যাতি কিংবা স্বার্থ তাদের পথচলায় কোনো স্থান পায়নি।
এই চেতনার ধারাবাহিকতায় আত্মপ্রকাশ—‘ইলমি’ ম্যাগাজিন।
এখানে স্থান পেয়েছে বিশিষ্ট উলামা কিরামের মৌলিক গবেষণালব্ধ প্রবন্ধ, প্রখ্যাত আলিমদের কালজয়ী রচনার অনুবাদ, এবং আকিদাহ, হাদিস, ফিকহ, সিরাত ও মানহাজ বিষয়ক নির্ভরযোগ্য ও প্রামাণ্য আলোচনা। প্রতিটি লেখা তথ্যভিত্তিক ও গবেষণাপ্রসূত—যাতে ‘ইলমি’ হয়ে ওঠে বিশুদ্ধ জ্ঞানচর্চার বিশ্বস্ত সহচর।
লিখেছেন : মুফতি আবদুল্লাহ আল মামুন
•
❝ইলম বা জ্ঞান—এটি মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে মুক্ত করে সত্যের আলোর দিকে নিয়ে যায়। ইলম শুদ্ধ চিন্তার দ্বার খুলে দেয়, মনন ও মানসিকতার পরিশুদ্ধি ঘটায়। তবে প্রকৃত ইলম সে-ই, যা কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সালাফে সালিহিনের সঠিক বুঝ অনুযায়ী গড়ে ওঠে। সালাফরা ইলম অর্জন করতেন কেবল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে—দুনিয়াবি মর্যাদা, খ্যাতি কিংবা স্বার্থ তাদের পথচলায় কোনো স্থান পায়নি।
এই চেতনার ধারাবাহিকতায় আত্মপ্রকাশ—‘ইলমি’ ম্যাগাজিন।
এখানে স্থান পেয়েছে বিশিষ্ট উলামা কিরামের মৌলিক গবেষণালব্ধ প্রবন্ধ, প্রখ্যাত আলিমদের কালজয়ী রচনার অনুবাদ, এবং আকিদাহ, হাদিস, ফিকহ, সিরাত ও মানহাজ বিষয়ক নির্ভরযোগ্য ও প্রামাণ্য আলোচনা। প্রতিটি লেখা তথ্যভিত্তিক ও গবেষণাপ্রসূত—যাতে ‘ইলমি’ হয়ে ওঠে বিশুদ্ধ জ্ঞানচর্চার বিশ্বস্ত সহচর।
আমার দৃঢ় বিশ্বাস—‘ইলমি’ হবে সে সব পাঠকের জন্য এক অনন্য উপহার, যারা সত্যের সন্ধান করে, শুদ্ধ জ্ঞানের অন্বেষণে থাকে এবং যাদের হৃদয়ে জ্বলজ্বলে একটি প্রশ্ন—কীভাবে ইলম আমাকে আল্লাহর নৈকট্যে নিয়ে যেতে পারে?
‘ইলমি’ হাতে না পেলে, হয়তো বুঝতেই পারতাম না—একটা ম্যাগাজিন কতটা সুন্দর, কতটা গভীর হতে পারে!
আল্লাহ তাআলা ইলমওয়েবের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং একে উম্মাহর জ্ঞানভান্ডার ও হিদায়াতের উৎস হিসেবে কবুল করে নিন—আমিন।❞
‘ইলমি’ হাতে না পেলে, হয়তো বুঝতেই পারতাম না—একটা ম্যাগাজিন কতটা সুন্দর, কতটা গভীর হতে পারে!
আল্লাহ তাআলা ইলমওয়েবের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং একে উম্মাহর জ্ঞানভান্ডার ও হিদায়াতের উৎস হিসেবে কবুল করে নিন—আমিন।❞
'তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই'
ব্যাখ্যা: মনে হয় খুব সোজা একটি বাক্য, কিন্তু সবাই যেমন চিন্তা করে তেমন সোজা নয়। এই বাক্যে তাওহিদুর রুবুবিয়াহ শামিল, কারণ রুবুবিয়াহ রবের পক্ষ থেকে নাযিল হচ্ছে। আবার, এতে উলুহিয়াহও রয়েছে। কারণ, এক ইলাহের ইবাদত করা হয়।
لا إله إلا الله
ছোট্ট একটি বাক্য। এর জন্যই আমরা সৃষ্ট হয়েছি। এই বাক্যের জন্যই আল্লাহ নবি পাঠিয়েছেন। এর জন্যই নুহ আলাইহিস সালামের সম্প্রদায় জাহান্নামে যাবে। এই বাক্যই জীবনের কেন্দ্রস্থল। ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন—প্রায় এমন কোনো আয়াত নেই, যা এ প্রকার তাওহিদ নিয়ে আলোচনা করে না। এটাই তাওহিদুল উলুহিয়াহ। উম্মাহর বহু লোক এতে বিভ্রান্ত হয়ে আছে।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
ব্যাখ্যা: মনে হয় খুব সোজা একটি বাক্য, কিন্তু সবাই যেমন চিন্তা করে তেমন সোজা নয়। এই বাক্যে তাওহিদুর রুবুবিয়াহ শামিল, কারণ রুবুবিয়াহ রবের পক্ষ থেকে নাযিল হচ্ছে। আবার, এতে উলুহিয়াহও রয়েছে। কারণ, এক ইলাহের ইবাদত করা হয়।
لا إله إلا الله
ছোট্ট একটি বাক্য। এর জন্যই আমরা সৃষ্ট হয়েছি। এই বাক্যের জন্যই আল্লাহ নবি পাঠিয়েছেন। এর জন্যই নুহ আলাইহিস সালামের সম্প্রদায় জাহান্নামে যাবে। এই বাক্যই জীবনের কেন্দ্রস্থল। ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন—প্রায় এমন কোনো আয়াত নেই, যা এ প্রকার তাওহিদ নিয়ে আলোচনা করে না। এটাই তাওহিদুল উলুহিয়াহ। উম্মাহর বহু লোক এতে বিভ্রান্ত হয়ে আছে।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ