সাওমরত ব্যক্তির দুয়া ইফতারের আগেই (সাওম ভাঙার আগেই) কবুল করা হয়। আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। অনেক সময়েই কঠিন বিপদ ও সমস্যার মুখোমুখি হতে হয়। তাই বান্দার উচিত সবসময় নিজ রবের দিকেই ফিরে যাওয়া। তিনিই সমস্ত বাধা-বিপত্তিকে সহজ ও দূর করতে সাহায্য করবেন। আল্লাহ ইফতারের আগমুহূর্তকে দুয়া কবুলের সময় হিসেবে মনোনীত করেছেন।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
❝দাওয়াহর সম্পৃক্ততায় মতাদর্শগত মুখোমুখি অবস্থান দাওয়াহর মানহাজ এবং রিসালাতের সকল হক ও দাবিকে দৃঢ় করে।❞
____
শাইখ রিফায়ি সুরুর (রাহিমাহুল্লাহ)
বই : আসহাবুল উখদুদ
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
____
শাইখ রিফায়ি সুরুর (রাহিমাহুল্লাহ)
বই : আসহাবুল উখদুদ
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
❝যখন কোনো ব্যক্তি তাকফিরের মূলনীতি ও ফিকহি জ্ঞান ছাড়া এই ব্যাপারে কাজ করা শুরু করে, এই বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সে অবশ্যই গুনাহে জড়িয়ে পড়ে। পর্যাপ্ত জ্ঞান ছাড়া এ বিষয়ে কোনো কথা বলা যাবে না। পর্যাপ্ত প্রয়োজনীয় জ্ঞান এবং কুরআন, সুন্নাহ ও ইজমা থেকে বিশুদ্ধ প্রমাণ থাকার পরই এ বিষয়ে কথা বলা যাবে।❞
____
শাইখ সুলাইমান আল-আলওয়ান (হাফিযাহুল্লাহ)
____
শাইখ সুলাইমান আল-আলওয়ান (হাফিযাহুল্লাহ)
মুমিন এক দেহ, এক প্রাণ। এক অঙ্গে ব্যথা যেন পুরো দেহেই ব্যথা। ভারতে নির্যাতিত-নিপীড়িত মুসলিমদের অধিকারগুলো একেক করে হরণ করা হচ্ছে। দুর্বলত এই সময়ে আমরা তাঁদের জন্য দুআ করি। সেই সাথে আমরা কামনা করি, ভারতের আলিম ও মুসলিম নেতৃবৃন্দ যেন তাওহিদ-ইমান এবং দৃঢ়তার পথে পুরো মুসলিম কমিউনিটিকে পরিচালনা করবেন। আল্লাহ সহায় হোন।
#ilmweb
#ilmweb
ফিলিস্তিন ও আকসা মুক্ত করতে হলে আল্লাহর তাওহিদে ফিরতে হবে। তাগূতের সাথে চরম কুফরি ছাড়া এ সম্ভব নয়। যে ধ্বংস আজ গাযাবাসীর ওপর এসেছে, এর দ্বিগুণ মুসিবাত নেমে আসুক আমেরিকা ও ইসরায়েলে। মৃত্যু যখন আসবেই, আমরা কাকে সন্তুষ্ট করব? আমেরিকা ও পশ্চিমা বিশ্বকে? আমরা তাদের ভয়ে আল্লাহর শরিয়াত প্রয়োগ করব না? যেই ভয়ে আমরা শরিয়াত ত্যাগ করছি, তা তো আমাদের ঘরেই পৌঁছে গেছে।
ও আল্লাহ, গাযাবাসীদের রক্ষা করুন৷ ও আল্লাহ, হকপন্থী মুওয়াহহিদ মুজাহিদদের আপনি ক্ষমতায়ন করুন। ইসরায়েলকে তাঁদের হাতে নিশ্চিহ্ন করে দিন। সমগ্র বিশ্বের সকল মুমিনের অন্তর প্রশান্ত করুন।
ও আল্লাহ, গাযাবাসীদের রক্ষা করুন৷ ও আল্লাহ, হকপন্থী মুওয়াহহিদ মুজাহিদদের আপনি ক্ষমতায়ন করুন। ইসরায়েলকে তাঁদের হাতে নিশ্চিহ্ন করে দিন। সমগ্র বিশ্বের সকল মুমিনের অন্তর প্রশান্ত করুন।
❝বর্তমান সমাজে লম্বা লম্বা দাড়িবিশিষ্ট কিছু আলিম বা দায়ি আছে, যারা এই উম্মাহর হৃদয়ে কুফফারদের সেই নিকৃষ্ট মতবাদ (জাতীয়তাবাদ) রোপণ করে চলছে। তারা কেউ বলে ফিলিস্তিন নিয়ে আমার কোনো মাথা-ব্যাথা নেই। আল্লাহ আমাকে ফিলিস্তিন সম্পর্কে জিজ্ঞেস করবেন না। সিরিয়া সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আফগানিস্তান সম্পর্কে জিজ্ঞেস করবেন না।❞
____
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
____
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
❝ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক বা যেকোনো স্থানে কোনো শিশু, মহিলা বা পুরুষের প্রাণ রক্ষা করা মাসজিদুল হারামের সীমানা বর্ধনের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। বরং এটা তুলনাযোগ্যই নয়। কাবাসহ সমগ্র পৃথিবী ধ্বংস আল্লাহর কাছে গাযার এক শিশুহত্যার তুলনায় কম গুরুত্বের। পুরো দুনিয়ার বিলুপ্তির চেয়ে আল্লাহর কাছে মুমিনহত্যা বেশি গুরুতর।❞
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
.
.
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936 /01300016732
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
.
.
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936 /01300016732