ilmweb
3.07K subscribers
499 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘আমি তা (কুরআন) লাইলাতুল ক্বাদরে (মর্যাদার রাতে) নাযিল করেছি।’

[ সুরা আল-কাদর, ৯৭ : ১ ]

#ilmweb
16
‘নিশ্চয়ই এই কুরআন সর্বাধিক সঠিক পথ দেখায় এবং সৎকর্মশীল মুমিনদেরকে এই সুসংবাদ দেয় যে, তাদের জন্য বড় পুরস্কার রয়েছে।’

[ সুরা আল-ইসরা,  ১৭ : ৯ ]

#ilmweb
16👍2
সাওমরত ব্যক্তির দুয়া ইফতারের আগেই (সাওম ভাঙার আগেই) কবুল করা হয়। আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। অনেক সময়েই কঠিন বিপদ ও সমস্যার মুখোমুখি হতে হয়। তাই বান্দার উচিত সবসময় নিজ রবের দিকেই ফিরে যাওয়া। তিনিই সমস্ত বাধা-বিপত্তিকে সহজ ও দূর করতে সাহায্য করবেন। আল্লাহ ইফতারের আগমুহূর্তকে দুয়া কবুলের সময় হিসেবে মনোনীত করেছেন।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
14👍2
‘মানুষের মধ্যে এমন মানুষও আছে যে আল্লাহ সম্পর্কে না জেনে তর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে।’

[ সুরা আল-হাজ্জ, ২২ : ৩ ]

#ilmweb
😢8👍2
❝ঈদ তাদের জন্য নয় যারা নতুন জামাকাপড় পরে বরং ঈদ তাদেরই জন্য যারা প্রতিশ্রুত দিবসের প্রস্তুতি নিয়েছে।❞
___
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
29👍4😢2❤‍🔥1
তাকাব্বালআল্লাহু মিন্না ওয়া মিনকুম

ঈদ মুবারক
7👍1
❝দাওয়াহর সম্পৃক্ততায় মতাদর্শগত মুখোমুখি অবস্থান দাওয়াহর মানহাজ এবং রিসালাতের সকল হক ও দাবিকে দৃঢ় করে।❞
____
শাইখ রিফায়ি সুরুর (রাহিমাহুল্লাহ)
বই : আসহাবুল উখদুদ

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
👍5
❝যখন কোনো ব্যক্তি তাকফিরের মূলনীতি ও ফিকহি জ্ঞান ছাড়া এই ব্যাপারে কাজ করা শুরু করে, এই বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সে অবশ্যই গুনাহে জড়িয়ে পড়ে। পর্যাপ্ত জ্ঞান ছাড়া এ বিষয়ে কোনো কথা বলা যাবে না। পর্যাপ্ত প্রয়োজনীয় জ্ঞান এবং কুরআন, সুন্নাহ ও ইজমা থেকে বিশুদ্ধ প্রমাণ থাকার পরই এ বিষয়ে কথা বলা যাবে।❞
____
শাইখ সুলাইমান আল-আলওয়ান (হাফিযাহুল্লাহ)
15👍1
‘সেদিন জান্নাতবাসীরাই উৎকৃষ্ট বাসস্থান ও শ্রেষ্ঠ বিশ্রামস্থলের অধিকারী হবে।’

[ সুরা আল-ফুরকান,  ২৫ : ২৪ ]

#ilmweb
9👍1
‘সে বলল, হে আমার রব! আমি তো আমার নিজের প্রতি অন্যায় করে ফেলেছি। অতএব, তুমি আমাকে ক্ষমা কর। তখন তিনি তাকে ক্ষমা করে দেন।নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’

[ সুরা আল-কাসাস, ২৮ : ১৬ ]

#ilmweb
21👍2
‘সেদিন মানুষকে অবহিত করা হবে কী সে অগ্রে পাঠিয়েছিল এবং পশ্চাতে পাঠিয়েছিল।’

[ সুরা আল-কিয়ামাহ,  ৭৫ : ১৩ ]

#ilmweb
😢13
মুমিন এক দেহ, এক প্রাণ। এক অঙ্গে ব্যথা যেন পুরো দেহেই ব্যথা। ভারতে নির্যাতিত-নিপীড়িত মুসলিমদের অধিকারগুলো একেক করে হরণ করা হচ্ছে। দুর্বলত এই সময়ে আমরা তাঁদের জন্য দুআ করি। সেই সাথে আমরা কামনা করি, ভারতের আলিম ও মুসলিম নেতৃবৃন্দ যেন তাওহিদ-ইমান এবং দৃঢ়তার পথে পুরো মুসলিম কমিউনিটিকে পরিচালনা করবেন। আল্লাহ সহায় হোন।

#ilmweb
19
‘তার সাথে আলাপকালে তার (মুমিন) সাথী বলেছিল, তুমি কি তাঁকে অবিশ্বাস করো যিনি তোমাকে মাটি ও পরে বীর্য থেকে সৃষ্টি করেছেন এবং তারপর একজন পূর্ণাঙ্গ মানুষের আকৃতি দিয়েছেন?’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ৩৭ ]

#ilmweb
9
একজন আবু মুহাম্মাদ
— ড. ইয়াদ কুনাইবি || ilmweb Publishing
.

ইউটিউব লিংক :
https://tinyurl.com/yc4sxm8a
👍7
‘হে কাফিরগণ! আজ তোমরা ওজর পেশ করো না, তোমরা যে আমল করতে তার প্রতিফলই তোমাদেরকে দেয়া হচ্ছে।’

[ সুরা আত-তাহরীম, ৬৬ : ৭ ]

#ilmweb
7👍1😢1
উইঘুর থেকে গাযা, নির্যাতিত জনপদের জন্য নিশ্চুপ শাসকগোষ্ঠী দায় এড়াতে পারে না। আমাদের দায় আছে। নির্যাতনকারী শত্রুদের সাথে সম্পর্ক স্বাভাবিককারী শাসকগোষ্ঠীর দায় এড়ানো কীভাবে সম্ভব? সক্ষমতা সত্ত্বেও এ নীরবতা অমার্জনীয় অপরাধ।

#ilmweb
👍125😢4
‘তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট ও দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল। এমনকি রাসুল ও তাঁর সাথী মুমিনগণ বলছিল, ‘কখন আসবে আল্লাহর সাহায্য?’ জেনে রেখ, নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ২১৪ ]

#ilmweb
10🔥5
ফিলিস্তিন ও আকসা মুক্ত করতে হলে আল্লাহর তাওহিদে ফিরতে হবে। তাগূতের সাথে চরম কুফরি ছাড়া এ সম্ভব নয়। যে ধ্বংস আজ গাযাবাসীর ওপর এসেছে, এর দ্বিগুণ মুসিবাত নেমে আসুক আমেরিকা ও ইসরায়েলে। মৃত্যু যখন আসবেই, আমরা কাকে সন্তুষ্ট করব? আমেরিকা ও পশ্চিমা বিশ্বকে? আমরা তাদের ভয়ে আল্লাহর শরিয়াত প্রয়োগ করব না? যেই ভয়ে আমরা শরিয়াত ত্যাগ করছি, তা তো আমাদের ঘরেই পৌঁছে গেছে।

ও আল্লাহ, গাযাবাসীদের রক্ষা করুন৷ ও আল্লাহ, হকপন্থী মুওয়াহহিদ মুজাহিদদের আপনি ক্ষমতায়ন করুন। ইসরায়েলকে তাঁদের হাতে নিশ্চিহ্ন করে দিন। সমগ্র বিশ্বের সকল মুমিনের অন্তর প্রশান্ত করুন।
18👍4💯1
❝বর্তমান সমাজে লম্বা লম্বা দাড়িবিশিষ্ট কিছু আলিম বা দায়ি আছে, যারা এই উম্মাহর হৃদয়ে কুফফারদের সেই নিকৃষ্ট মতবাদ (জাতীয়তাবাদ) রোপণ করে চলছে। তারা কেউ বলে ফিলিস্তিন নিয়ে আমার কোনো মাথা-ব্যাথা নেই। আল্লাহ আমাকে ফিলিস্তিন সম্পর্কে জিজ্ঞেস করবেন না। সিরিয়া সম্পর্কে জিজ্ঞেস করবেন না। আফগানিস্তান সম্পর্কে জিজ্ঞেস করবেন না।❞
____
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
👍113
‘যারা আল্লাহ ও রাসুলের আনুগত্য করবে তারা আল্লাহর অনুগ্রহভাজন নবী, সত্যনিষ্ঠ ব্যক্তি, শহীদ ও সৎকর্মশীল ব্যক্তিদের সঙ্গী হবে। আর সঙ্গী হিসেবে তারাই উত্তম।’

[ সুরা আন-নিসা, ৪ : ৬৯ ]

#ilmweb
11