ilmweb
3.07K subscribers
498 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
ইলমি
ইলমওয়েব ম্যাগাজিন [ প্রথম সংখ্যা ]
.
ছাপাখানা থেকে চলে এসেছে, আলহামদুলিল্লাহ। আগামীকাল থেকে পাওয়া যাবে বাংলাবাজার এবং আপনার পছন্দের অনলাইন শপে...
.
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
ফোন : 01915946936, 01300016732
11
‘আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে কষ্ট থেকে রক্ষা করলাম। মুমিনদেরকে আমি এভাবেই রক্ষা করি।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ৮৮ ]

#ilmweb
13👍2
‘যারা আল্লাহর পরিবর্তে অন্যান্য অভিভাবক গ্রহণ করে তাদের অবস্থা হল মাকড়সার অবস্থার মত, যে (নিজের জন্য) একটি ঘর বানায়। আর মাকড়সার ঘরই হল সবচেয়ে দুর্বল ঘর, যদি তারা জানত!’

[ সুরা আল-আনকাবুত, ২৯ : ৪১ ]

#ilmweb
🔥143
‘সেখানে তাদের কথা হবে, হে আল্লাহ, তুমি পবিত্র মহান এবং তাদের অভিবাদন হবে, সালাম। আর তাদের শেষ কথা হবে যে, সকল প্রশংসা আল্লাহর, যিনি সকল সৃষ্টির রব।’

[ সুরা ইউনুস, ১০ : ১০ ]

#ilmweb
15
রমাদানে প্রচলিত ভুল :

19. অনেকেই রমাদানের শেষ সময়টা ঈদের প্রস্তুতিতে পার করে দেয়। এভাবে রমাদানকে অবহেলা করে তারা ভুল করে। কাজটা ঠিক নয়। এ লোকগুলো তো রমাদানের উদ্দেশ্য সম্পর্কেই বেখবর।
20. অনেক মা-বাবাই রমাদানে বাচ্চাদের (বড় বাচ্চা) সাওম রাখতে দেয় না। এটা বাচ্চাদের সুস্থবিকাশের পরিপন্থী। সাওম রাখতে দিলে সাওম রাখাটা যে তার জন্য ফরয, তা জেনেই সে বেড়ে উঠবে।
21. অনেকেই মনে করে রমাদান কেবল পানহার থেকে বিরত থাকা। তারা মেজাজ-নিয়ন্ত্রণ ও জিহ্বা সামলাতে ভুলে যায়। মূলত রমাদান মাসে মেজাজ ও জিহ্বা নিয়ন্ত্রণ তো আরও বেশি করা দরকার।

____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
7👍1😢1
‘আর আমি যদি মানুষকে আমার অনুগ্রহের স্বাদ গ্রহণ করাই এবং পরে তা প্রত্যাহার করে নেই তাহলে নিশ্চয়ই সে ভীষণ হতাশ ও অকৃতজ্ঞ হয়।’

[ সুরা হুদ, ১১ : ৯ ]

#ilmweb
14😢3👍1
‘আমি তা (কুরআন) লাইলাতুল ক্বাদরে (মর্যাদার রাতে) নাযিল করেছি।’

[ সুরা আল-কাদর, ৯৭ : ১ ]

#ilmweb
16
‘নিশ্চয়ই এই কুরআন সর্বাধিক সঠিক পথ দেখায় এবং সৎকর্মশীল মুমিনদেরকে এই সুসংবাদ দেয় যে, তাদের জন্য বড় পুরস্কার রয়েছে।’

[ সুরা আল-ইসরা,  ১৭ : ৯ ]

#ilmweb
16👍2
সাওমরত ব্যক্তির দুয়া ইফতারের আগেই (সাওম ভাঙার আগেই) কবুল করা হয়। আল্লাহ মানুষকে পরীক্ষার জন্য সৃষ্টি করেছেন। অনেক সময়েই কঠিন বিপদ ও সমস্যার মুখোমুখি হতে হয়। তাই বান্দার উচিত সবসময় নিজ রবের দিকেই ফিরে যাওয়া। তিনিই সমস্ত বাধা-বিপত্তিকে সহজ ও দূর করতে সাহায্য করবেন। আল্লাহ ইফতারের আগমুহূর্তকে দুয়া কবুলের সময় হিসেবে মনোনীত করেছেন।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
14👍2
‘মানুষের মধ্যে এমন মানুষও আছে যে আল্লাহ সম্পর্কে না জেনে তর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে।’

[ সুরা আল-হাজ্জ, ২২ : ৩ ]

#ilmweb
😢8👍2
❝ঈদ তাদের জন্য নয় যারা নতুন জামাকাপড় পরে বরং ঈদ তাদেরই জন্য যারা প্রতিশ্রুত দিবসের প্রস্তুতি নিয়েছে।❞
___
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
29👍4😢2❤‍🔥1
তাকাব্বালআল্লাহু মিন্না ওয়া মিনকুম

ঈদ মুবারক
7👍1
❝দাওয়াহর সম্পৃক্ততায় মতাদর্শগত মুখোমুখি অবস্থান দাওয়াহর মানহাজ এবং রিসালাতের সকল হক ও দাবিকে দৃঢ় করে।❞
____
শাইখ রিফায়ি সুরুর (রাহিমাহুল্লাহ)
বই : আসহাবুল উখদুদ

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
👍5
❝যখন কোনো ব্যক্তি তাকফিরের মূলনীতি ও ফিকহি জ্ঞান ছাড়া এই ব্যাপারে কাজ করা শুরু করে, এই বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, সে অবশ্যই গুনাহে জড়িয়ে পড়ে। পর্যাপ্ত জ্ঞান ছাড়া এ বিষয়ে কোনো কথা বলা যাবে না। পর্যাপ্ত প্রয়োজনীয় জ্ঞান এবং কুরআন, সুন্নাহ ও ইজমা থেকে বিশুদ্ধ প্রমাণ থাকার পরই এ বিষয়ে কথা বলা যাবে।❞
____
শাইখ সুলাইমান আল-আলওয়ান (হাফিযাহুল্লাহ)
15👍1
‘সেদিন জান্নাতবাসীরাই উৎকৃষ্ট বাসস্থান ও শ্রেষ্ঠ বিশ্রামস্থলের অধিকারী হবে।’

[ সুরা আল-ফুরকান,  ২৫ : ২৪ ]

#ilmweb
9👍1
‘সে বলল, হে আমার রব! আমি তো আমার নিজের প্রতি অন্যায় করে ফেলেছি। অতএব, তুমি আমাকে ক্ষমা কর। তখন তিনি তাকে ক্ষমা করে দেন।নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’

[ সুরা আল-কাসাস, ২৮ : ১৬ ]

#ilmweb
21👍2
‘সেদিন মানুষকে অবহিত করা হবে কী সে অগ্রে পাঠিয়েছিল এবং পশ্চাতে পাঠিয়েছিল।’

[ সুরা আল-কিয়ামাহ,  ৭৫ : ১৩ ]

#ilmweb
😢13
মুমিন এক দেহ, এক প্রাণ। এক অঙ্গে ব্যথা যেন পুরো দেহেই ব্যথা। ভারতে নির্যাতিত-নিপীড়িত মুসলিমদের অধিকারগুলো একেক করে হরণ করা হচ্ছে। দুর্বলত এই সময়ে আমরা তাঁদের জন্য দুআ করি। সেই সাথে আমরা কামনা করি, ভারতের আলিম ও মুসলিম নেতৃবৃন্দ যেন তাওহিদ-ইমান এবং দৃঢ়তার পথে পুরো মুসলিম কমিউনিটিকে পরিচালনা করবেন। আল্লাহ সহায় হোন।

#ilmweb
19
‘তার সাথে আলাপকালে তার (মুমিন) সাথী বলেছিল, তুমি কি তাঁকে অবিশ্বাস করো যিনি তোমাকে মাটি ও পরে বীর্য থেকে সৃষ্টি করেছেন এবং তারপর একজন পূর্ণাঙ্গ মানুষের আকৃতি দিয়েছেন?’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ৩৭ ]

#ilmweb
9
একজন আবু মুহাম্মাদ
— ড. ইয়াদ কুনাইবি || ilmweb Publishing
.

ইউটিউব লিংক :
https://tinyurl.com/yc4sxm8a
👍7