ilmweb
3.07K subscribers
492 photos
37 videos
198 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
রমাদানে প্রচলিত ভুল:
৫. অনেকে মনে করেন রমাদানের প্রথম রাতে তারাবি পড়তে হয় না। তাদের ধারণা পরের দিন অর্থাৎ যেদিন সাওম রাখা হয়েছে, ওই দিনই তারাবি পড়া লাগে। তারা ভুলে যায়, ইসলামি তারিখ-গণনা চাঁদকে কেন্দ্র করে হয়। এ হিসেবে মাগরিব থেকেই নতুন দিনের শুরু।

৬. অনেকেই মনে করেন ভুলবশত পানাহার করলে সাওম ভেঙে যায়। এই ধারণাটা ভুল; বরং এমন হলে সাওম জারি রাখতে হবে। আর এ জন্য সাওম কাযাও করতে হবে না।

৭. কিছু মানুষ এ মত পোষণ করেন যে, সাওম অবস্থায় কেউ ভুলে পানাহার করলে তাকে সাওমের কথা মনে করিয়ে দেয়া উচিত নয়। শাইখ বিন বাযের মতে এটা ভুল আর আমরা তো সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট। ফলে অসৎ কাজে নিষেধের জন্য তাকে সাওমের কথা স্মরণ করিয়ে দিতে হবে।

৮. অনেক বোনের ধারণা সাওম অবস্থায় মেহেদি ব্যবহার করা যায় না। এ ধারণা ভুল। পুরো রমাদানজুড়েই বোনেরা মেহেদি ব্যবহার করতে পারবেন।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই—রমাদান : জিজ্ঞাসা ও জবাব
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
👍7
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব থেকে প্রকাশিত ‘আকিদাহ তহাবিয়াহ [১] সংক্ষিপ্ত ব্যাখ্যা’ এবং ‘মুক্তিপথের খোঁজে’ বই দুটো পুরো রমাদান মাসব্যাপী পাচ্ছেন ৩৫% ছাড়ে...
.
.
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936 / 01300016732
👍3
‘আল্লাহর মসজিদসমূহের রক্ষণাবেক্ষণ তো তারা করবে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, নামায কায়িম করে, যাকাত দেয় এবং শুধু আল্লাহকেই ভয় করে। আসলে এরাই সঠিক পথে রয়েছে।’

[ সুরা আত-তাওবাহ,  ৯ : ১৮ ]

#ilmweb
12
জিজ্ঞাসা:আমার হাঁপানি আছে। এ জন্য ইনহেলার ব্যবহার করতে হয়। সাওম বাখা অবস্থায় ইনহেলার ব্যবহার করলে কি এর কাযা করতে হবে?

জবাব: হাঁপানির জন্য ইনহেলার ব্যবহার করলে সাওম ভাঙে না। এটি শ্বাসনালীর ভেতর দিয়ে প্রবেশ করে, খাবারের মতো পাকস্থলীতে প্রবেশ করে না। আর তা খাবার বা পানীয়ের কাতারেও পড়ে না। কোনো কিছুকে সাওম ভাঙার কারণ সাব্যস্ত করতে হলে কুরআন-সুন্নাহ বা ইজমা থেকে দলিল থাকা প্রয়োজন।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
7
‘আর যে আল্লাহ ও তাঁর রাসুলের নাফরমানী করে এবং তাঁর সীমারেখা লঙ্ঘন করে আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সেখানে সে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক আযাব।

[ সুরা আন-নিসা,  ৪ : ১৪ ]’

#ilmweb
8
নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِنَّ لِلصَّائِمِ عِندَ فِطْرِهِ دَعْوَةً مَا تُرَدُّ

'সাওমপালনকারীর জন্য ইফতারের সময় এমন একটি দুয়া আছে, যা ফিরিয়ে দেয়া হয় না।
[সুনানু ইবনি মাজাহ, কিতাবুস সাওম, হাদিস নং: ১৭৫৩]

তারপর খাবার আগে সে বলবে,

ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ العُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

'পিপাসা দূরীভূত হয়েছে, শিরা-উপশিরা সিক্ত হয়েছে। ইনশাআল্লাহ প্রতিদানও নির্ধারিত হয়েছে।' এরপর বিসমিল্লাহ বলে খাবার শুরু করবে।
[সুনানু আবি দাউদ, কিতাবুস সাওম, হাদিস নং: ২৩৫৭]

____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
4
‘হে আদমসন্তানেরা! প্রত্যেক সালাতের সময় তোমরা সাজসজ্জা গ্রহণ করো আর পানাহার করো; তবে অপচয় করবে না। নিশ্চয়ই  তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না।’

[ সুরা আল-আরাফ,  ৭ : ৩১ ]

#ilmweb
17
‘আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, জানমাল ও ফল-ফলাদির ক্ষতি ইত্যাদির কিছু একটা দ্বারা অবশ্যই পরীক্ষা করব। আর ধৈর্যধারণকারীদেরকে তুমি সুসংবাদ দাও।’

[ সুরা আল-বাকারাহ,  ২ : ১৫৫ ]

#ilmweb
14
‘জীবিকার (সম্পদের) ব্যাপারে আল্লাহ তোমাদের কতককে কতকের চেয়ে অগ্রাধিকার দিয়েছেন। যাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তারা তাদের জীবিকা নিজেদের অধীনস্থ দাস-দাসীদেরকে এ জন্য দেয় না যে, তারা তাতে সমান হয়ে যাবে। তবে কি তারা আল্লাহর নিয়ামত অস্বীকার করে?’

[ সুরা আন-নাহল,  ১৬ : ৭১ ]

#ilmweb
9
অফার চলমানরমাদান মাসব্যাপী পাচ্ছেন ৩৫% ছাড়ে...
.
.
সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936 / 01300016732
6
‘হে আমাদের রব! আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দিন এবং আমাদের সঠিক কাজ আমাদের জন্য সহজ করে দিন।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ১০ ]

#ilmweb
10
দুই বছর মেয়াদি ‘আত-তাখাসসুস ফি উলুমিল হাদিস’-এ ভর্তি চলছে...

আসন সংখ্যা : ৫ জন

আবেদনের সময়সীমা :
৩ শাওয়াল, ১৪৪৬ । ২ এপ্রিল, ২০২৫

আবেদন লিংক : https://tinyurl.com/yc2ds82b

কুল্লিয়াতুশ শরিয়াহ, ইলমওয়েব স্কুলিং
ঠিকানা : দক্ষিণখান, ঢাকা।

ফোন : ০১৫৫০৭০৮৬৯১, ০১৫৫০৭০৮৬৯০

ইমেইল : schooling@ilmweb.net
ওয়েবসাইট : www.ilmweb.net
5👍3
‘তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাতের দিকে, যার পরিধি আসমানসমূহ ও যমিনের সমান, যা মুত্তাকীদের জন্য প্রস্তুত করা হয়েছে।’

[ সুরা আলি-ইমরান,  ৩ : ১৩৩ ]

#ilmweb
17
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব থেকে প্রথম ম্যাগাজিন ‘ইলমি’, শীঘ্রই আসছে ইনশাআল্লাহ...
11
আল্লাহর অশেষ কৃপায় আমরা আমাদের অফলাইন কার্যক্রম শুরু করতে যাচ্ছি। স্থান হিসেবে দক্ষিণখানে আমরা একটি খোলামেলা ভবন ভাড়া নিচ্ছি৷ সবকিছু মোটামুটি চূড়ান্ত।

ইলমওয়েব স্কুলিং-এর কুল্লিয়াতুশ শরিয়াহর (শরিয়াহ অনুষদ) অধীনে প্রথম কোর্স হিসেবে থাকছে উলুমুল হাদিস। দুই বছর মেয়াদি ❝আত-তাখাসসুস ফি উলুমিল হাদিস❞ দিয়েই আমরা কুল্লিয়ার কার্যক্রম শুরু করছি৷ ইতিমধ্যে মুরাকিব (তত্ত্বাবধায়ক) হিসেবে একজন উসতাযও নিয়োগ দেয়া হয়েছে। আর কুল্লিয়াতুশ শরিয়াহর রয়িস (প্রধান) হিসেবে আছেন উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)। ইতিমধ্যে তিনি উলুমুল হাদিসের জন্য ব্যতিক্রমধর্মী একটি সিলেবাসও প্রস্তুত করে ফেলেছেন, আলহামদুলিল্লাহ।

আল্লাহর ইচ্ছায় নিজেদের একটি জায়গা ও ঠিকানা নিয়ে আমরা পথচলা শুরু করতে যাচ্ছি। আশা করা যায় আমাদের অনলাইন কোর্সগুলোও আরও বেগবান হবে। ধীরে ধীরে অনলাইন এক্টিভিটিও বাড়াতে পারব, ইনশাআল্লাহ। সঠিক কাজের জন্য অনলাইন ও অফলাইনের সমন্বয়ের বিকল্প নেই।
❤‍🔥43
‘তবে কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না কিংবা তাঁর কাছে ক্ষমা চাইবে না? আল্লাহ তো ক্ষমাশীল, পরম দয়ালু।’

[ সুরা আল-মায়িদাহ,  ৫ : ৭৪ ]

#ilmweb
9👍1
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব থেকে প্রকাশিত ❝আমাদের আকিদাহ❞ বইয়ের অনুসরণে দারস হচ্ছে কুষ্টিয়ায়। আপনারাও আপনাদের এলাকায় প্রতিটি সার্কেলে এই বইয়ের দারস ও পাঠচক্র শুরু করতে পারেন। অগ্রসর হোন নেক কাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশুদ্ধ আকিদাহ ও তাওহিদের পথে ভাইদের কবুল করুন।

বই : আমাদের আকিদাহ (হাযিহি আকিদাতুনা)
লেখক : শাইখ আসিম আল-বারকাওয়ি

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
5❤‍🔥1
‘তোমরা দুর্বল হওয়া সত্ত্বেও বদরে আল্লাহ তোমাদেরকে বিজয়ী করেছিলেন। অতএব আল্লাহকে ভয় কর, যাতে তোমরা কৃতজ্ঞ হতে পার।’

[ সুরা আলি-ইমরান, ৩ : ১২৩ ]

#ilmweb
24👍1
যালিমের যুলম মানেই পতন আসন্ন। যে ভূমি উমার (রাদিয়াল্লাহু আনহু) আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠার জন্য বিজয় করেছিলেন, যে পবিত্র মাটি সাহাবায়ে কিরাম আল্লাহর তাওহিদ ও শরিয়াত প্রতিষ্ঠায় দখল করেছিলেন, সে ভূমির বিজয় আল্লাহর তাওহিদ ও শরিয়াত ব্যতীত অন্য কোনো কিছুর উদ্দেশ্যে কখনো স্বাধীন হবে না।

কেবল শরিয়াতের ছায়াতলেই মুমিনের অবতরণ। আমরা গাযা ও আকসার জন্য আল্লাহর কাছে দুআ করি, হে আল্লাহ আপনি আমাদের মাঝে এমন একটি হাত পাঠান, যা জায়নবাদীদের শায়েস্তা করবে এবং কেবল আপনার তাওহিদ প্রতিষ্ঠা করবে।

#ilmweb
14👍1
অনেকগুলো কারণে রমাদান মাস বিশেষত্ব লাভ করেছে। এ মাসে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাগুলো খোলার আদেশ করেন। এই মাসেই শয়তানকে শেকলবদ্ধ রাখা হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِذَا جَاءَ رَمَضَانُ فُتِحَتْ أَبْوَابُ الْجَنَّةِ وَغُلِقَتْ أَبْوَابُ النَّارِ وَصُفَدَتِ الشَّيَاطِينُ

'রমাদান মাস শুরু হলে জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানকে শেকলবন্দি করা হয়।
[সহিহ মুসলিম, কিতাবুস সিয়াম, হাদিস নং: ১০৭৯]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
1👍1