ilmweb
2.98K subscribers
448 photos
36 videos
195 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
— মুসলিম বিশ্বাস করে, আল্লাহই জীবন ও মৃত্যুদাতা। মৃত্যু আল্লাহরই হাতে। কারও সামর্থ্য নেই যে, মৃত্যুকে এক মুহূর্ত আগে বা পরে করবে। এ জন্য মুসলিম আল্লাহর ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার পরোয়া করে না। সে সত্য কথা বলে। সত্য বলতে কাউকেই ভয় করে না।
— মুসলিম আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য সবসময় উৎসাহী ও উদ্যমী। সে আল্লাহর শত্রুদের ভয় করে না, তারা যত বেশিই হোক না কেন। সে একমাত্র আল্লাহকেই ভয় করে।
___
বই : কিশোর তাওহিদ শিক্ষা [‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত]
পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : ০১৭৩৯-৯১১১৩৪
‘মানুষের মধ্যে এমন মানুষও আছে যার কাছে কোন জ্ঞান, পথনির্দেশ কিংবা দিক-নির্দেশনা প্রদানকারী কিতাব না থাকা সত্ত্বেও সে আল্লাহর ব্যাপারে বিতর্ক করে।’

[ সুরা আল-হাজ্জ, ২২ : ৮ ]

#ilmweb
রমাদানের ফজিলত: শেষ বিচারের দিনে পুরস্কারলাভ

রমাদান মাসে প্রত্যেক নেক আমলের সাওয়াব সত্তরগুণ বৃদ্ধি করা হয়। রমাদান মাসের একটি নেক আমল সমপরিমাণ সাওয়াব পেতে হলে রমাদানের বাইরে সত্তরবার সেই আমলটি করতে হবে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

مَنْ صَامَ يَوْمًا فِي سَبِيلِ اللَّهِ بَعَدَ اللَّهُ وَجْهَهُ عَنِ النَّارِ سَبْعِينَ خَرِيفًا

'যে ব্যক্তি আল্লাহর রাস্তায় এক দিন সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে সত্তর বছরের রাস্তা দূরে সরিয়ে নেন।'
[সহিহ বুখারি, কিতাবুল জিহাদ ওয়াস-সিয়ার, হাদিস নং: ২৮৪০]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

قَالَ اللهُ كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِهِ

'আল্লাহ বলেন-সাওম ছাড়া আদমসন্তানদের সব কাজ তার নিজের জন্য, সাওম কেবল আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেবো।'
[সহিহ বুখারি, কিতাবুস সাওম, হাদিস নং: ১৯০৪]

এই হাদিসে আমরা দেখছি, আল্লাহর কাছে সাওম পালনকারীর জন্য প্রতিশ্রুত পুরস্কার ছাড়াও আরও বিরাট পুরস্কার রয়েছে। জান্নাতের ভেতর আর-রাইয়ান (পিপাসা-নিবারণকারী) নামক একটি দরজা আছে। এই নামকরণের কারণ হচ্ছে, মুসলিমরা কেবল আল্লাহর জন্যই নিজ পিপাসা ও কামনা-বাসনাকে উপেক্ষা করেছিল। তাই, আল্লাহ ওই ব্যক্তিকে এই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দেবেন এবং যা খুশি তা পছন্দ করার স্বাধীনতাও দেবেন। আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে আল্লাহ এর প্রতিদান কয়েকগুণ বাড়িয়ে দেন।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : ০১৭৩৯-৯১১১৩৪
‘সে নিজের প্রতি যুলুমকারী অবস্থায় (অর্থাৎ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের পরিবর্তে মনে অহংকার আর অবিশ্বাস নিয়ে) তার বাগানে প্রবেশ করেছিল। সে বলেছিল, আমি মনে করিনা এই বাগান কখনও ধ্বংস হবে।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ৩৫ ]

#ilmweb
রমাদানে করণীয় আমল: কুরআন পাঠ

কুরআনের এক আয়াতে বলা হয়েছে, কুরআন কেবল জীবিতদের জন্যই। প্রত্যেকেরই উচিত প্রতিদিন রাতে বিশেষ করে রমাদানে কুরআন তিলাওয়াতের অভ্যাস গড়ে তোলা। রমাদানে ইমাম শাফিয়ি (রাহিমাহুল্লাহ) ষাটবার কুরআন খতম করতেন। আইশাহ (রাদিয়াল্লাহু আনহা) অল্পই ঘুমাতেন। দিনরাত কুরআন তিলাওয়াত করতেন। সবাই এ উদাহরণগুলো থেকে শিক্ষা নিতে পারে৷
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
وَأَنَّ أَحَبَّ الْأَعْمَالِ أَدْوَمُهَا إِلَى اللَّهِ، وَإِنْ قَلَّ
‘কম হলেও আল্লাহর কাছে নিয়মিত আমল বেশি পছন্দনীয়।’

[সহিহ বুখারি,কিতাবুর রিকাক, হাদিস নং : ৬৪৬৪]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : ০১৭৩৯-৯১১১৩৪
‘হে ইমানদারগণ! তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তাহলে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা ( অবস্থান) সুদৃঢ় করবেন।’

[ সুরা মুহাম্মদ,  ৪৭ : ৭ ]

#ilmweb
জিজ্ঞাসা: রমাদানে মসজিদে ইফতার ও সাহরির সময়সংবলিত চার্ট বিলি করা হয়। সেখানে ফজরের জন্য একটা সময় লেখা এবং ইমসাকের সময়ের জন্য আরও দশ মিনিট আগানো লেখা। তারা বলে, ইমসাকের সময়েই সাহরি খাওয়া বন্ধ করতে হবে। এটা কি সঠিক বা আমরা কি ফজর ওয়াক্ত শুরু হবার সময়ে খাবার খাওয়া বন্ধ করব?

জবাব: ফজরের ওয়াক্তেই খাবার বন্ধ করতে হবে। এর আগেই খাওয়া বন্ধ করা কিংবা লোকজনকে এতে উৎসাহ দেয়া অপ্রয়োজনীয় পরহেজগারিতা। ফজরের ওয়াক্ত হওয়ার আগপর্যন্ত খাওয়া ও পান করার অধিকার রয়েছে। ফজর ওয়াক্তের আগে থেকেই খানাপিনা থেকে বিরত থাকাকে উলামা কিরাম মুসতাহাব বলেন না। ইবনু হাজার (রাহিমাহুল্লাহ) বলেন,
'আজকাল মানুষ কিছু জঘন্য বিদআতে লিপ্ত। তারা সাওমের মতো ইবাদতে সাবধানতার জন্য রমাদানে ফজরের একতৃতীয়াংশ ঘন্টার আগে দ্বিতীয় আযানের উদ্ভাবন করেছে। তেমনি মাগরিবের সময়ের আরও পরে আযান শুরু করে। এভাবে তারা দেরিতে ইফতার করে আর আগেই সাহরি সেরে ফেলে। তারা সুন্নাহবিরুদ্ধ কাজ করছে। এ কারণেই তাদের মাঝে কল্যাণ কমে গিয়েছে এবং অকল্যাণ বৃদ্ধি পেয়েছে।

[ফাতহুল বারি, কিতাবুস সাওম, বাব: তাজিলুল ইফতার]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
তারাবির রাকাতসংখ্যা : বিবাদ নয় সম্প্রীতি
—উসতায শাইখুল ইসলাম
.
.
তারাবির রাকাতসংখ্যা কোনো নির্দিষ্ট পরিমাণে সীমাবদ্ধ নয়। যে যত রাকাত ইচ্ছা, আদায় করতে পারে। এ জন্যই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতের সালাত ‘দুই দুই’ বলে বিষয়টি ব্যাপক করে দিয়েছেন।

সালাতটি ফরজ–ওয়াজিবও নয়; বরং সুন্নাহ। এমন নয় যে, কেউ তারাবিহ না-পড়লে গুনাহগার হবে। এটি যেহেতু গুরুত্বপূর্ণ সুন্নাহ, তাই ছেড়ে দেয়া অনুচিত এবং আমরা অবশ্যই গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করব।

তবে এ নিয়ে পক্ষে-বিপক্ষে বাকবিতণ্ডা, ঝগড়া-বিবাদ, বাহাস-মুনাযারা এবং একে অপরকে গালাগালি করা সম্পূর্ণই গর্হিত ও শরিয়াহবিরোধী কাজ।
.
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/তারাবির-রাকাতসংখ্যা/
‘হে ইমানদারগণ! তোমাদের পূর্ববর্তীদের জন্য যেমন সিয়াম ফরয করা হয়েছিল, তেমনি তোমাদের জন্যও তা ফরয করা হল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পার।’

[ সুরা আল-বাকারাহ,  ২ : ১৮৩ ]

#ilmweb
জিজ্ঞাসা: বমি করলে কি সাওম ভেঙে যায়?

জবাব: কেবল ইচ্ছাকৃত বমি করলে সাওম ভেঙে যাবে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

انَّ الصَّابِمَ إِذَا ذَرَعَهُ القَيْء فَلَا قَضَاء عَلَيْهِ وَإِذَا اسْتَقَاءَ عَمْدًا فَلْيَقْضِ

'সাওম-পালনকারী অনিচ্ছাকৃত বমি করলে তার সাওম কাযা করতে হবে না। ইচ্ছাকৃত বমি করলে তার সাওম কাযা করতে হবে।
[সুনানুত তিরমিযি, আবওয়াবুস সাওম, হাদিস নং: ৭২০]

____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
‘আল্লাহ এমনই এক সত্তা যে, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। মুমিনরা যেন আল্লাহর উপরই তাওয়াক্কুল করে।’

[ সুরা আত-তাগাবুন,  ৬৪ : ১৩ ]

#ilmweb
রমাদানে প্রচলিত ভুল

১. খাবারের দিকেই মনোযোগ রাখা। ফলে মানুষ সাওমের চেয়ে খাবার-দাবার নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়ে। ইফতারের পেছনে হাজার হাজার টাকা খরচ করছে অথচ একজন মানুষের জন্য কিন্তু অত খাবারের দরকার নেই।

২. ফজরের অনেক আগেই সাহরি করে ফেলা। কিছু মানুষ তারাবি বা ইশার কয়েক ঘণ্টা পরই সাহরি করে ফেলে। এটা ভুল। নিয়ম হচ্ছে ফজরের আগমুহূর্তে খাওয়া।

৩. রমাদানের সাওমপালনের জন্য নিয়ত না-করা। নিয়ত অন্তরের ব্যাপার, মুখে উচ্চারণের কোনো দরকার নেই। আর রমাদানের শুরুতে একবার নিয়ত করে নিলেই হলো, প্রতিদিন নিয়ত করতে হবে না।

৪. কেউ যদি দেরিতে বুঝতে পারে রমাদান শুরু হয়ে গেছে, তখনই খাবার বন্ধ করে দিয়ে ওই দিনের সাওম পুরো করতে হবে। পরবর্তীকালে রমাদান বা ঈদের পর এই সাওমের কাযা করে নিতে হবে।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
‘তোমাদের বন্ধু কেবল আল্লাহ, তাঁর রাসুল ও মুমিনগণ, যারা সালাত কায়েম করে এবং যাকাত প্রদান করে বিনীত হয়ে।’

[ সুরা আল-মায়িদাহ, ৫ : ৫৫ ]

#ilmweb
‘খুশুবিহীন সালাত দীর্ঘ হলেও তার চেয়ে ওই সালাত উত্তম, যা অপেক্ষাকৃত কম দীর্ঘ কিন্তু খুশুর সাথে আদায় করা হয়েছে।’
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই—রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
প্রেসের কাজ প্রায় শেষ আলহামদুলিল্লাহ। কয়েকদিনের মধ্যে পাঠকের হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ...
‘হে নবী! তোমার জন্য এবং তোমার অনুসারী মুমিনদের জন্য আল্লাহই যথেষ্ট।’

[ সুরা আল-আনফাল,  ৮ : ৬৪ ]

#ilmweb
জিজ্ঞাসা: তারাবির সালাতে সামনের কাতারে (যেমন প্রথম কাতার) দাঁড়ানোর জন্য কি বেশি সাওয়াব আছে?

জবাব: জি, আছে। আপনি ইমামের দিকে (কাতার হিসেবে) যত এগোবেন, ততোই আপনার সাওয়াব বাড়তে থাকবে।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي اليِّدَاءِ وَالصَّفِ الْأَوَّلِ ثُمَّ لَمْ يَجِدُوا إِلَّا أَنْ يَسْتَهِمُوا عَلَيْهِ لاسْتَهَمُوا

'লোকেরা যদি সালাতে প্রথম সারিতে দাঁড়ানো ও আযান দেয়ার ফযিলত সম্পর্কে জানত, তবে তির নিক্ষেপের প্রতিযোগিতা ব্যতীত এ সুযোগ লাভকরা যদি সম্ভব না হতো, তাহলে অবশ্যই তারা এর প্রতিযোগিতা করত।
[সহিহ বুখারি, কিতাবুল আযান, হাদিস নং: ৬১৫]

অর্থাৎ যার তির সবার আগে লক্ষ্যভেদ করবে, সে ওই স্থান দখল করবে। অন্য হাদিসে আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِنَّ اللَّهَ وَمَلَا بِكَتَهُ يُصَلُّونَ عَلَى الصَّفِ الْمُقَدَّمِ

'আল্লাহ ও তাঁর মালাকরা সামনের সারির লোকদের ওপর সালাত পাঠ করেন।
[সুনানুন নাসায়ি, কিতাবুল আযান, হাদিস নং: ৬০২; হাদিসটি সহিহ।]

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সারির লোকদের জন্য তিনবার এবং দ্বিতীয় সারির লোকদের জন্য একবার আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করতেন।

[সুনানু ইবনি মাজাহ, কিতাবু ইমামাতিস সালাহ ওয়াস সুন্নাতি ফিহা, হাদিস নং: ৯৯৬]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— রমাদান : জিজ্ঞাসা ও জবাব
.
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন :
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
‘আর সেদিন যালিম নিজের হাত দু'টো কামড়িয়ে বলবে, হায়! আমি যদি রাসুলের সাথে কোনো পথ অবলম্বন করতাম।’

[ সুরা আল-ফুরকান,  ২৫ : ২৭ ]

#ilmweb
আকিদাহ তহাবিয়াহ [১] সংক্ষিপ্ত ব্যাখ্যা
শাইখ আহমাদ মুসা জিবরিল

পরিমার্জিত নবসংস্করণ ছাপাখানা থেকে হাতে এসেছে, আলহামদুলিল্লাহ।
.
পাইকারী কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন : হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : 01915946936/01300016732
[ পুরো রমাদানে পাবেন স্পেশাল ডিস্কাউন্ট ৩৫% ছাড়ে ]
‘হে মুমিনগণ, তোমরা ধৈর্য অবলম্বন কর, দৃঢ়তা প্রদর্শন কর, নিজেদের প্রতিরক্ষাকল্পে পারস্পরিক বন্ধন মজবুত কর এবং আল্লাহকে ভয় কর, যাতে তোমরা সফলকাম হতে পার।’

[ সুরা আলি-ইমরান, ৩ : ২০০ ]

#ilmweb