ilmweb
3.07K subscribers
497 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘তারা কি পৃথিবীতে ঘুরে দেখেনি যে, তাদের পূর্ববর্তীদের পরিণতি কেমন হয়েছিল? আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কাফিরদেরও একইরকম পরিণতি হবে।’

[ সুরা মুহাম্মাদ,  ৪৭ : ১০ ]

#ilmweb
11
‘আকিদাহর মূলনীতি’ বইটি আমরা আরও পরিমার্জিত ও পরিশোধিত নবসংস্করণে আনতে যাচ্ছি। নতুন নাম ও প্রচ্ছদে আসতে যাচ্ছে, ইনশাআল্লাহ।

বই : আকিদাহ তহাবিয়াহ [১]
—শাইখ আহমাদ মুসা জিবরিল

প্রকাশনা বিভাগ, ইলমওয়ে
😢7👍3
‘তারা তাদের মুখের ফুঁৎকারে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর নূরকে পূর্ণরূপে বিকশিত করবেন। যদিও কাফিররা তা অপছন্দ করে।’

[ সুরা আস-সফ,  ৬১ : ৮ ]

#ilmweb
5👍4
‘অবশ্যই আমি তোমাদেরকে দুনিয়াতে প্রতিষ্ঠিত করেছি এবং সেখানে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। তোমরা খুব কমই কৃতজ্ঞতা প্রকাশ কর।’

[ সুরা আল-আরাফ,  ৭ : ১০ ]

#ilmweb
13👍2😢1
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :

‘পাঁচটি বিষয়ের আগেই পাঁচটি জিনিস থেকে সুবিধা লাভ কর—বৃদ্ধ বয়সে উপনীত হবার আগেই যৌবন, অসুস্থতার আগেই সুস্থতা, দরিদ্রতার আগেই স্বচ্ছলতা, ব্যস্ততার আগেই অবসর এবং মৃত্যু আসার আগেই জীবন।’[১]

শাইখ আহমাদ মুসা জিবরিল বলেন : হাদিসটি এ শিক্ষাই দেয়—জীবন, সুস্থতা ও অবসর সময়ের সুবিধাকে আল্লাহর ইবাদতে এমনভাবে কাজে লাগানো, যেন এটিই জীবনের শেষ রমাদান। রমাদান মাস আত্মিক শক্তি পুনর্গঠন করার মাস। এ মাস থেকে একজন কতটুকু উপকার লাভ করবে, সেটি তার ওপরই নির্ভর করে।
.
.
[১] আল-মুসতাদরাক আলাস–সহিহাইন, হাদিস নং: ৮৭৪৬। ইমাম হাকিম হাদিসটিকে বুখারি ও মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ বলেছেন এবং ইমাম যাহাবি তাঁর সাথে ঐকমত্য পোষণ করেছেন। ইমাম আলবানিও একে সহিহ বলেছেন (সহিহুল জামি, হাদিস নং : ১০৭৭)

——
[ সূত্র : বই—রমাদান : জিজ্ঞাসা ও জবাব ]
8
‘আমি যখনই কোন জনপদে কোন সতর্ককারী পাঠিয়েছি তখনই তার বিত্তবান বাসিন্দারা বলেছে, তোমাদেরকে যা নিয়ে পাঠানো হয়েছে আমরা তা বিশ্বাস করি না।’

[ সুরা সাবা, ৩৪ : ৩৪ ]

#ilmweb
9
‘অপরাধীরা আগুন দেখে বুঝতে পারবে যে, তারা তাতে পতিত হবে এবং তা থেকে পরিত্রাণের কোন পথ পাবে না।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ৫৩ ]

#ilmweb
😢17👍1
‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বল।’

[ সুরা আল-আহযাব,  ৩৩ : ৭০ ]

#ilmweb
13👍3
আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, "যখন রমাদান আসে তখন জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেয়া হয়।"
____
সহিহ বুখারি : ১৮৯৮
12👍3
‘আল্লাহর হুকুম ছাড়া কোন বিপদই আপতিত হয় না। যে আল্লাহর প্রতি ইমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎপথে পরিচালিত করেন। আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ।’

[ সুরা আত-তাগাবুন, ৬৪ : ১১ ]

#ilmweb
13👍2
'এই আকিদাহর কারণেই উম্মাহর প্রথম প্রজন্ম―সাহাবা কিরাম―আত্মিকভাবে আখিরাতে বাস করতেন, যদিও তাঁদের দেহ দুনিয়ার জীবনে ঘুরে বেড়াত।'
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
[ আকিদাহর পরিশুদ্ধি ]
9🔥3
‘হে ইমানদারগণ! তোমরা তোমাদের পিতা আর ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ইমানের চেয়ে কুফরিকে বেশি ভালবাসে। তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে, তারাই জালিম।’

[সুরা আত-তাওবাহ, ৯ : ২৩]

#ilmweb
8😢3
| নিয়োগ বিজ্ঞপ্তি |

❝আত-তাখাসসুস ফি উলুমিল হাদিস❞-এর জন্য একজন শিক্ষক আবশ্যক
.
সিভি পাঠাতে মেইল করুন : schooling@ilmweb.net

পাঠানোর শেষ তারিখ : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
যোগাযোগ : ০১৫৫০-৭০৮৬৯১, ০১৫৫০-৭০৮৬৯০

কুল্লিয়াতুশ শরিয়াহ, ইলমওয়েব স্কুলিং
🔥7👍2
রমাদান আসন্ন। রমাদান ইবাদতের মাস, সিয়াম-কিয়ামের মাস, শুদ্ধি অর্জনের মাস। এই মাসেই কুরআন নাযিল হয়েছে, এই মাসেই সত্য-মিথ্যার সর্বপ্রথম যুদ্ধ বদর সংঘটিত হয়। মূলত রমাদান আল্লাহর মারিফাত হাসিলের এক সুবর্ণ সুযোগ। রমাদানের হক সঠিকভাবে আদায় করতে এ-সংশ্লিষ্ট বিধিবিধান জানা একান্ত জরুরি। বিভিন্ন মাসআলা মাসায়িল জানা গুরুত্বপূর্ণ। রামাদানের দিনগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে ও উপযুক্ত লক্ষ্য অর্জনে আত্মশুদ্ধি ও বিভিন্ন মাসআলা-সংবলিত বইয়ের কোনো  বিকল্প নেই।
.
বই — রমাদান : জিজ্ঞাসা ও জবাব
মূল — শাইখ আহমাদ মুসা জিবরিল
পৃষ্ঠা — ১২০
প্রচ্ছদমূল্য — ১৮৩ টাকা
.
পাইকারী এবং খুচরা নিতে যোগাযোগ করুন
হেল্পফুল শপ বিডি
দোকান নং : ২০-২৩, কওমী মার্কেট (১ম তলা), ৬৫/১ প্যারীদাস রোড, বাংলাবাজার, ঢাকা।
যোগাযোগ : ০১৭৩৯-৯১১১৩৪

#ilmweb
5
‘আসমান ও যমিনে যা কিছু আছে সবই আল্লাহর। আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।’

[ সুরা লুকমান, ৩১ : ২৬ ]

#ilmweb
13😁1
‘আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন তাকে যে কুমন্ত্রণা দেয় তা আমি জানি। ঘাড়ের শিরার চেয়েও আমি তার কাছে রয়েছি।’

[ সুরা কাফ, ৫০ : ১৬ ]

#ilmweb
13
‘আমি তো কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?’

[ সুরা আল-কামার,  ৫৪ : ১৭ ]

#ilmweb
14
খুলনা বইমেলা ২০২৫ শুরু হয়েছে। প্রকাশনা বিভাগ, ইলমওয়েবের সকল বই পাওয়া যাচ্ছে আদ্ব-দ্বীন শপের স্টলে। স্টলে, স্টল নং— ৪১,৪২।

স্থান : পাবলিক লাইব্রেরী প্রাঙ্গন, বয়রা, খুলনা।

#ilmweb
7
‘আমি তো তোমাকে পাঠিয়েছি সত্যসহ একজন সুসংবাদদাতা ও সতর্ককারীরুপে। এমন কোন জাতি নেই যাদের মধ্যে কোন সতর্ককারী আসেনি।’

[ সুরা ফাতির, ৩৫ : ২৪ ]

#ilmweb
15