ilmweb
3.07K subscribers
498 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘তারা যদি তোমাদের কথা জানতে পারে তাহলে তোমাদেরকে হয় পাথর মেরে হত্যা করবে, অথবা তাদের ধর্মমতে ফিরিয়ে নেবে। আর এটা হলে তো তোমরা কখনোই সফল হবে না।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ২০ ]

#ilmweb
9👍1
আপনার আকিদাহ, আপনার মাসলাকচর্চা যদি আপনাকে ভদ্র আচরণের সন্ধান না দিতে পারে, তবে সে আকিদাহ, সে মাসলাকচর্চা নিয়ে নতুন করে ভাবুন।

আবার নতুন করে চিন্তা করুন, আপনার দ্বীনি প্রচেষ্টা, ত্যাগ কি স্রেফ দ্বীনের জন্য না কি নির্দিষ্ট কোনো মাসলাক-মতবাদের জন্য। নিয়াতকে যাচাই করুন, নবায়ন করুন।

#ilmweb
😢10👍1
‘বল, তোমরা যমিনে ভ্রমণ করো এবং দেখ, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল তাদের কেমন পরিনতি হয়েছিল।’

[ সুরা আল-আনআম, ৬ : ১১ ]

#ilmweb
10👍1
'যে বিচার-ফায়সালা আইনপ্রণয়ন অর্থে, তা নিখাঁদ কুফর। পক্ষান্তরে যে বিচার-ফায়সালা যুলম অর্থে, তার মাঝে বিশ্লেষণ রয়েছে।'
__
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই — ইরজা ও মুরজিয়া : সমকালীন প্রেক্ষিত

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
7
‘মুমিনরা যখন (শত্রুপক্ষের) বাহিনীগুলোকে দেখল তখন বলল, এ তো তাই, যার প্রতিশ্রুতি আল্লাহ ও তাঁর রাসুল আমাদেরকে দিয়েছিলেন। আল্লাহ ও তাঁর রাসুল সত্যই বলেছিলেন। আর এতে তাদের ইমান ও আনুগত্য আরো বৃদ্ধি পেল।’

[ সুরা আল-আহযাব,  ৩৩ : ২২ ]

#ilmweb
15👍2
‘(পাপের কারণে) আমি অনেক জনপদ ধ্বংস করে দিয়েছি। তাদের (অধিবাসীদের) ওপর আমার (আকস্মিক) শাস্তি এসেছিল রাতে অথবা তারা যখন দুপুরে বিশ্রামরত ছিল।’

[ সুরা আল-আরাফ,  ৭ : ৪ ]

#ilmweb
9😢2
একজন মেহমানের উত্তম আচরণ হচ্ছে, সে কোনো নির্দিষ্ট খাবারের কথা বলবে না। তবে দুটো থেকে একটি বেছে নেয়ার সুযোগ দেয়া হলে অপেক্ষাকৃত সহজটি বেছে নেবে। আর যদি কেউ নিশ্চিত হয়, মেজবান তার পছন্দে খুশি হবে এবং আনন্দের সাথে প্রস্তুত করবে, তাহলে ভিন্ন কথা। ইমাম শাফিয়ি একবার ইমাম যাফারানির কাছে গিয়েছিলেন। তিনি তাঁর দাসীকে প্রতিদিন প্রস্তুতকৃত খাবারের একটি তালিকা লিখে দিতেন। ইমাম শাফিয়ি তাঁর কাছে থেকে সেটি নিয়ে নতুন কিছু প্রকার যোগ করে দিলেন। ইমাম যাফারানি এ ব্যাপারে জানতে পেয়ে দারুণ খুশি হন।
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
[ চরিত্রশুদ্ধি ]
8👍1
‘যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এবং সৎকর্মশীল হয় সে তো সবচেয়ে মজবুত রশিটিই আঁকড়ে ধরেছে। আর আল্লাহর কাছেই সকল কাজের পরিণতি।’

[ সুরা লুকমান,  ৩১ : ২২ ]

#ilmweb
15👍3
‘নিশ্চয়ই তোমার রব ভাল জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত, এবং তিনি এও ভাল জানেন কারা হেদায়েতপ্রাপ্ত।’

[ সুরা আল-কালাম,  ৬৮ : ৭ ]

#ilmweb
6👍2😢2
আগামীকাল প্রেসে যাচ্ছে, ইনশাআল্লাহ...
9💯1
‘অগ্রগামীরা অগ্রগামীই থাকবে।(অর্থাৎ দুনিয়ায় যারা ইমানের কাফেলায় অগ্রগামী, আখিরাতেও তারা জান্নাতে অগ্রগামী হবে)।’

[ সুরা আল-ওয়াকিয়া, ৫৬ : ১০ ]

#ilmweb
15👍3
আল্লাহ যেসব সম্মানিত ও পরিপূর্ণ গুণ দিয়ে নিজেকে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন বলে কুরআনে এসেছে, কিংবা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুন্নাতের মাঝে তাঁর যেসব সিফাতের কথা উল্লেখ করেছেন, সেসব সিফাত তাঁর কোনো সৃষ্টির ওপর আমরা আরোপ করি না। আল্লাহর নাম দ্বারা কোনো ব্যক্তির নামকরণ করি না। আমরা আল্লাহর শানে নিজ থেকে কোনো প্রকার উপমা (উদাহরণ) বর্ণনা করি না, আর না কোনো সৃষ্টিকে তাঁর সাদৃশ্য স্থির করি। আমরা আমাদের রবের কোনো নাম বা সিফাতে (গুণ) ইলহাদ (বক্রতা অবলম্বন) করি না, বরং স্বয়ং আল্লাহ নিজ ব্যাপারে যা বলেছেন এবং রাসুল তাঁর সম্পর্কে যা যা বর্ণনা করেছেন আমরা তা প্রকৃত অর্থেই বিশ্বাস করি, রূপকার্থে নয়। কোনো রকমের তাহরিফ (বিকৃতিসাধন) , তাতিল (নিষ্ক্রিয়করণ বা অস্বীকার) , তাকয়িফ (ধরন-নির্ধারণ) বা তামসিল (তুলনাকরণ বা সাদৃশ্যস্থাপন) ছাড়াই আমরা বিশ্বাস করি।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ আমাদের আকিদাহ ]
3👍1
‘যারা ইমান আনে এবং সৎকাজ করে আমি তো (সেই) সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করি না।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ৩০ ]

#ilmweb
5👍1
বক্ষ্যমাণ বইটি মূলত ‘মিম্বারুত তাওহিদ’ সংকলিত ‘মাবাদিয়ুত তাওহিদ লিল আশবাল’ বইয়ের অনুবাদের পুনঃসংকলিত রূপ। এ বইয়ে আমি প্রয়োজনীয় বিভিন্ন সম্পাদনা করেছি।

পরিমার্জন-পরিবর্ধন-সংকোচন করেছি। অধ্যায়ভিত্তিক সাজানোসহ বিভিন্ন শিরোনামও যুক্ত করেছি। শেষের অধ্যায়টি পুরোটাই আমার যুক্ত করা। সেই সাথে বিভিন্ন প্রশ্নও যোগ করেছি এ বইয়ে। বইটি কিশোরদের জন্য হলেও বড়রাও উপকৃত হতে পারবেন বলে আমার প্রবল বিশ্বাস। এখানে তাওহিদসংক্রান্ত প্রাথমিক ও সংক্ষিপ্ত আলোচনা এসেছে। বিস্তারিত জানতে হলে এ সংশ্লিষ্ট বিশদ বইপত্রের শরণাপন্ন হতে হবে। তাওহিদের জ্ঞান অর্জনে এ বইটি একটি ভিত হিসেবে কাজ করার ব্যাপারে মানানসই। তা ছাড়া বইয়ের বিভিন্ন বিষয়ের ব্যাপারে আরও বিস্তারিত জানতে হলে হকপন্থী উলামা কিরাম ও তাঁদের উপকারী বইপত্রের সাহায্য নেয়া ছাড়া উপায় নেই।

____

ভূমিকা | তাইব হোসেন
পুনঃসংকলক, কিশোর তাওহিদ শিক্ষা।
'আকিদাহর সাথে সম্পর্কহীন আমলের কোনো মূল্যই নেই।'
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
[ আকিদাহর পরিশুদ্ধি ]
15👍1
‘তোমার পূর্বে আমি যে রাসুলই পাঠিয়েছি তাকে ওহির মাধ্যমে একথাই বলেছি যে, আমি ছাড়া অন্য কোনো ইলাহ নেই: অতএব, তোমরা আমার ইবাদাত কর।’

[ সুরা আল-আম্বিয়া,  ২১ : ২৫ ]

#ilmweb
5
'এই মূলনীতি―তাওহিদুল উলুহিয়াহ―সব মূলনীতির ভিত্তি। বরং এটি সেই সুদৃঢ় ভিত্তি, যার ওপর আল্লাহর নাযিলকৃত সকল নবির দ্বীন প্রতিষ্ঠিত।'
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
[ আকিদাহর পরিশুদ্ধি ]
7
| ইমাম মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাব |
...
❝তাওহিদের আকিদাহ-বিশ্বাসের সুস্পষ্টতা ও ব্যাখ্যা-বিশ্লেষণ, কুরআনের আলোকে এর সত্যতা প্রমাণ এবং তাওহিদুল উলুহিয়াহ ও তাওহিদুর রুবুবিয়াহর মাঝে পার্থক্যের পরিধি যতদূর, তাতে শাহ সাহেব (ওয়ালিউল্লাহ দেহলাবি) এবং শাইখ মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাবের চিন্তাধারা ও জ্ঞান-গবেষণায় বিরাট সাদৃশ্য পরিলক্ষিত হয়। এটি কুরআনের গভীর ও যথার্থ মুতালাআ (অধ্যয়ন), চেষ্টা-সাধনা এবং কুরআন-সুন্নাহ সম্পর্কে অগাধ ব্যুৎপত্তির ফসল, যা তৎকালীন সময়ে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াহ এবং নিজ নিজ যুগে অন্যান্য গবেষক ও সংস্কারকদেরকে তদ্রুপ সাফল্য পৌঁছিয়েছে। তাঁদেরকে প্রকাশ্য ও দুগণ্ড দাওয়াতে তাওহিদের প্রচার-প্রসারে উদ্বুদ্ধ করেছে।❞
____
শাইখ আবুল হাসান আলি নাদবি
[ সূত্র : সংগ্রামী সাধকদের ইতিহাস, খণ্ড : ৫, পৃষ্ঠা : ২৭৩ ]

#ilmweb
❤‍🔥5👍2
‘ফিরআউন, তার পূর্বে যারা ছিল তারা এবং উল্টিয়ে-দেওয়া জনপদগুলো (জনপদের অধিবাসীরা) পাপ করেছিল।’

[ সুরা আল-হাক্কাহ, ৬৯ : ৯ ]

#ilmweb
😢5👍1
বই—তারাবির রাকাতসংখ্যা : বিবাদ নয় সম্প্রীতি
[ তারাবির রাকাতসংখ্যা নিয়ে একটি বিশদ শাস্ত্রীয় গবেষণা ]

—উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)

এই রমাদানে আসছে, ইনশাআল্লাহ ...
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
5❤‍🔥1