ilmweb
3.08K subscribers
501 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘নিশ্চয়ই এই কুরআন সর্বাধিক সঠিক পথ দেখায় এবং সৎকর্মশীল মুমিনদেরকে এই সুসংবাদ দেয় যে, তাদের জন্য বড় পুরষ্কার রয়েছে।’

[ সুরা আল-ইসরা, ১৭ : ৯ ]

#ilmweb
9
মুসলিম শিশুদের শেখাতে হবে, আমাদের দ্বীন অন্য কোনো আদর্শ বা বিশ্বাসের মতো নয়। আমাদের দ্বীন কুফর-শিরকের বরাবর নয়। আমাদের দ্বীন ও তাওহিদকে সকল কিছুর ওপর বিজয়ী এবং কর্তৃত্ব করার জন্য পাঠানো হয়েছে।
___
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই — মুক্তিপথের খোঁজে

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
👍10❤‍🔥21
মহাপবিত্র রবের নির্দেশ কাওনি ও শরয়ি দুটোই অন্তর্ভুক্ত করে। তিনি তাঁর কাওনি হুকুম এবং ক্ষমতার ক্ষেত্রে এক ও অদ্বিতীয়। তিনি তাঁর হিকমাত ও ইচ্ছা অনুযায়ী পুরো মহাজগৎ নিয়ন্ত্রণ করেন এবং হুকুম দেন। একইভাবে শরয়ি হুকুমের ক্ষেত্রেও আমরা তাঁরই একত্ব স্বীকার করি। বিধানে তাঁর সাথে কাউকে শরিক করি না এবং ইবাদতেও তাঁর সাথে কাউকে শরিক করি না।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ আমাদের আকিদাহ ]
🔥51❤‍🔥1
পারস্পরিক ভালোবাসা ও সম্মান দুটোই একটি সুস্থ-প্রশান্তময় পরিবারের অন্যতম নিয়ামক।

#ilmweb
😢10❤‍🔥22💯1
‘আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন। আর তিনি সবকিছু করতে সক্ষম।’

[ সুরা হুদ, ১১ : ৪ ]

#ilmweb
9❤‍🔥2👍1
জায়নবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহুর প্রোস্টেট ক্যান্সারের সংবাদে আমরা যারপরনাই আনন্দিত। সে যেন ধুঁকে ধুঁকে মৃত্যুবরণ করে, সেটা মুমিনদের প্রত্যাশা হওয়া উচিত। আল্লাহ আমাদের ইতিহাসের সাক্ষী করুন।

#ilmweb
19❤‍🔥5👍3
সালাত মানেই ইমান। সালাত নেই, তো ইমান নেই, ইসলাম নেই। যদি তুলনা দিতেই হয়, তবে ইমানের মূল রুকন (ভিত) সালাতের সাথে অন্য কোনো মূল রুকনেরই তুলনা হতে পারে। ওয়াজিব রুকন যতই ফযিলতপূর্ণ হোক, তা মূল ইমানের সাথে তুলনাযোগ্য নয়। কোনো আমলকে অন্য আমলের মুখোমুখি দাঁড় না করিয়ে অবস্থাভেদে আমলের প্রাধান্য দিতে হবে। সর্বাবস্থায় শ্রেষ্ঠ আমল আল্লাহর রাস্তায় জিহাদ। জিহাদ ফারদুল কিফায়া। কখনো তা ফারদুল আইনও হয়ে যায়। কিন্তু সালাত না থাকলে ইমানই থাকে না। আল্লাহ আমাদের বোঝা ও মানার তাওফিক দিন।

#ilmweb
👍6❤‍🔥41
ইমান আনার পর মুসলিমদের জন্য সামষ্টিক গুরুত্বপূর্ণ আমল সবাই মিলে আগ্রাসী কাফিরদের থেকে মুসলিমভূমি প্রতিরক্ষা করা, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ আমাদের ভুল বোঝাবুঝি, গলদ বুঝ এবং বাড়াবাড়ি-ছাড়াছাড়ি থেকে রক্ষা করুন।

#ilmweb
7
‘হে মানুষ! পৃথিবীর হালাল ও পবিত্র জিনিসসমূহ খাও; আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। সে কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু।’

[ সুরা আল-বাকারাহ,  ২ : ১৬৮ ]

#ilmweb
5❤‍🔥2
ইসলামোফোবিয়া কোর্সে ভর্তি চলছে....

কোর্স : ইসলামোফোবিয়া

কোর্স ফি : ৪০০৳ (এককালীন)
কোর্স-ব্যপ্তি : ১৮ ঘন্টা
দারস সংখ্যা : ১৬টি
কোর্সের মেয়াদ : লাইফ টাইম এক্সেস

রেজিস্ট্রেশন লিংক : https://schooling.ilmweb.net/courses/islamophobia/

রেজিস্ট্রেশন চলছে...
ওয়েবসাইটে ক্লাস উন্মুক্ত করা হবে : জানুয়ারি ০১, ২০২৫ (সম্ভাব্য), ইনশাআল্লাহ
.
কোর্স-সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন :
পেইজ ইনবক্স
ইমেইল : schooling@ilmweb.net
ফোন : ০১৫৫-০৭০৮৬৯১
👍53
‘হে ইমানদারগণ! তোমরা নিজেদের গৃহ ছাড়া অন্য কারও গৃহে প্রবেশ করো না, অনুমতি প্রার্থনা এবং গৃহবাসীদেরকে সালাম দেয়া ব্যতীত। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যাতে তোমরা উপদেশ গ্রহণ কর।’

[ সুরা আন-নুর, ২৪ : ২৭ ]

#ilmweb
10👍2
‘তারা যদি তোমাদের কথা জানতে পারে তাহলে তোমাদেরকে হয় পাথর মেরে হত্যা করবে, অথবা তাদের ধর্মমতে ফিরিয়ে নেবে। আর এটা হলে তো তোমরা কখনোই সফল হবে না।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ২০ ]

#ilmweb
9👍1
আপনার আকিদাহ, আপনার মাসলাকচর্চা যদি আপনাকে ভদ্র আচরণের সন্ধান না দিতে পারে, তবে সে আকিদাহ, সে মাসলাকচর্চা নিয়ে নতুন করে ভাবুন।

আবার নতুন করে চিন্তা করুন, আপনার দ্বীনি প্রচেষ্টা, ত্যাগ কি স্রেফ দ্বীনের জন্য না কি নির্দিষ্ট কোনো মাসলাক-মতবাদের জন্য। নিয়াতকে যাচাই করুন, নবায়ন করুন।

#ilmweb
😢10👍1
‘বল, তোমরা যমিনে ভ্রমণ করো এবং দেখ, যারা সত্যকে প্রত্যাখ্যান করেছিল তাদের কেমন পরিনতি হয়েছিল।’

[ সুরা আল-আনআম, ৬ : ১১ ]

#ilmweb
10👍1
'যে বিচার-ফায়সালা আইনপ্রণয়ন অর্থে, তা নিখাঁদ কুফর। পক্ষান্তরে যে বিচার-ফায়সালা যুলম অর্থে, তার মাঝে বিশ্লেষণ রয়েছে।'
__
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই — ইরজা ও মুরজিয়া : সমকালীন প্রেক্ষিত

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
7
‘মুমিনরা যখন (শত্রুপক্ষের) বাহিনীগুলোকে দেখল তখন বলল, এ তো তাই, যার প্রতিশ্রুতি আল্লাহ ও তাঁর রাসুল আমাদেরকে দিয়েছিলেন। আল্লাহ ও তাঁর রাসুল সত্যই বলেছিলেন। আর এতে তাদের ইমান ও আনুগত্য আরো বৃদ্ধি পেল।’

[ সুরা আল-আহযাব,  ৩৩ : ২২ ]

#ilmweb
15👍2
‘(পাপের কারণে) আমি অনেক জনপদ ধ্বংস করে দিয়েছি। তাদের (অধিবাসীদের) ওপর আমার (আকস্মিক) শাস্তি এসেছিল রাতে অথবা তারা যখন দুপুরে বিশ্রামরত ছিল।’

[ সুরা আল-আরাফ,  ৭ : ৪ ]

#ilmweb
9😢2
একজন মেহমানের উত্তম আচরণ হচ্ছে, সে কোনো নির্দিষ্ট খাবারের কথা বলবে না। তবে দুটো থেকে একটি বেছে নেয়ার সুযোগ দেয়া হলে অপেক্ষাকৃত সহজটি বেছে নেবে। আর যদি কেউ নিশ্চিত হয়, মেজবান তার পছন্দে খুশি হবে এবং আনন্দের সাথে প্রস্তুত করবে, তাহলে ভিন্ন কথা। ইমাম শাফিয়ি একবার ইমাম যাফারানির কাছে গিয়েছিলেন। তিনি তাঁর দাসীকে প্রতিদিন প্রস্তুতকৃত খাবারের একটি তালিকা লিখে দিতেন। ইমাম শাফিয়ি তাঁর কাছে থেকে সেটি নিয়ে নতুন কিছু প্রকার যোগ করে দিলেন। ইমাম যাফারানি এ ব্যাপারে জানতে পেয়ে দারুণ খুশি হন।
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
[ চরিত্রশুদ্ধি ]
8👍1
‘যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে এবং সৎকর্মশীল হয় সে তো সবচেয়ে মজবুত রশিটিই আঁকড়ে ধরেছে। আর আল্লাহর কাছেই সকল কাজের পরিণতি।’

[ সুরা লুকমান,  ৩১ : ২২ ]

#ilmweb
15👍3