ilmweb
3.07K subscribers
501 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তাঁর পবিত্র আহলুল বাইত (পরিবারবর্গ),  তাঁর সাহাবি এবং কিয়ামাত পর্যন্ত যারা তাঁর অনুসরণ করবে ও সাহায্য করবে আমরা তাঁদের ভালোবাসি।’
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই : আমাদের আকিদাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব।
.
.
বইটি পাইকারি কিংবা খুচরা সংগ্রহ করে যোগাযোগ করুন : সাদুক শপ | ফোন : ০১৭১১৭৩৪৬৩৮
পেইজ : https://www.facebook.com/sadooqshop
❤‍🔥9
আপনার ব্যাপারে মিথ্যা বললেও তাদের (প্রতিপক্ষ) ওপর মিথ্যারোপ করবেন না কিংবা তাদের ব্যাপারে সন্দেহ ও ধারণার ওপর নির্ভর করে কথা বলবেন না। মুমিন তো মিথ্যা বলতে পারে না। এমন কাজ আমাদের সময়ের মুরজিয়াদের থেকে কতই-না দেখেছি! কিন্তু আমরা মন্দের বদলা মন্দ দিয়ে দিই না।
__
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই — ইরজা ও মুরজিয়া : সমকালীন প্রেক্ষিত

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
16👍1
‘আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি; এখন (তার ইচ্ছায়) হয় সে কৃতজ্ঞ হবে, না হয় অকৃতজ্ঞ।’

[ সুরা আল-ইনসান, ৭৬ : ৩ ]

#ilmweb
16😢3
যে ধ্বংস হয়েছে, সে কীভাবে ধ্বংস হলো তা খোঁজায় কোনো চমৎকারিত্ব নেই। বরং যে মুক্তি পেয়েছে, সে কীভাবে মুক্তি পেল তা খোঁজাতেই চমৎকারিত্ব।
__
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই — ইরজা ও মুরজিয়া : সমকালীন প্রেক্ষিত

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
❤‍🔥14👍6🔥2
‘তোমরা তাদের মত হইও না, যারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফলে আল্লাহও তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছিলেন; আর তারাই হল ফাসিক।’

[ সুরা আল-হাশর, ৫৯ : ১৯ ]

#ilmweb
12👍2
সালাত-আদায়কারী মুওয়াহহিদদের রক্ত হালাল করে নেয়া মারাত্মক ভয়াবহ কাজ। হাজারো কাফির ছেড়ে দেয়ার মতো ভুল করা, একজন মুসলিমের রক্ত ঝরানোর মতো ভুল করার চেয়ে অনেক সহজ বিষয়। [কাযি ইয়ায, আশ-শিফা : ২/২২৭]
__
বই : আমাদের আকিদাহ
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
👍14
কোনো শরয়ি দলিল ছাড়া মুওয়াহহিদদের রক্ত ও সম্পদকে বৈধ করে নেয়ার ব্যাপারে দুঃসাহস দেখানো এমন এক বিষয়, একমাত্র অসুস্থ নফসই এর পদক্ষেপ নিতে পারে। সেই নফস তাকওয়া ও পরহেজগারিতার ঘ্রাণও কোনোদিন পায়নি।
____
বই— তাকফির : ভুল ও উগ্রতা
মূল— শাইখ আসিম আল-বারকাওয়ি


প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
13👍2
‘সেদিন যাকে আযাব থেকে দূরে রাখা হবে তাকে অবশ্যই তিনি অনুগ্রহ করলেন। আর সেটাই হবে স্পষ্ট (যথার্থ) সফলতা।’

[ সুরা আল-আনআম, ৬ : ১৬ ]

#ilmweb
8
দয়িফ হাদিস কি আমলযোগ্য?
— উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://youtu.be/Grq7BiO-bv4
8
‘প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি তোমাদেরকে মন্দ ও ভাল দ্বারা বিশেষভাবে পরীক্ষা করে থাকি। আর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।’

[ সুরা আল-আম্বিয়া,  ২১ : ৩৫ ]

#ilmweb
13👍1
বান্দার ওপর আল্লাহর হক এই মহান তাওহিদের ফলাফল

১. মুয়ায ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাদিস মোতাবেক মুওয়াহহিদ এই তাওহিদে বিশ্বাস করে তাঁর রবের জান্নাত লাভ করে এবং জাহান্নাম থেকে নাজাত (নিষ্কৃতি) পায়।

২. এই তাওহিদ শিক্ষার মাধ্যমে রবের সিফাতের পরিপূর্ণতা ও মর্যাদা সম্পর্কে জেনে তাঁকে উপযুক্ত সম্মান ও মর্যাদা দেয়া সম্ভব হয়। সেই সাথে তাশবিহ ও তামসিল থেকে তাঁকে মুক্ত ঘোষণা করে তাঁর পবিত্রতা বর্ণনা করা যায়।

৩. যারা আল্লাহর বহু সমকক্ষ গ্রহণ করেছে—ইবাদত, হুকুম ও আইনপ্রণয়নে আল্লাহর সাথে তাদেরকে শরিক করছে—তাদের মূর্খতা জানা যায়।

৪. যারা এগুলোর কোনোটিতে নিজেদেরকে আল্লাহর শরিক বানিয়েছে—অথচ তারা সৃষ্টিতে তাঁর সাথে শরিক ছিল না এবং না রাজত্ব, রিযকদান ও পরিচালনায় তাদের কোনো শরিকানা রয়েছে—তাদের পতন ও ধ্বংস সম্পর্কেও জানা যায়।

৫. এই তাওহিদের জ্ঞানের মাধ্যমে মানুষের নফস ও কলব সৃষ্টির দাসত্ব থেকে মুক্তি লাভ করে।

৬. বান্দা দুনিয়া ও আখিরাতে দৃঢ়পদ থাকে। যে ব্যক্তি আল্লাহর সাথে অপরাপর শরিকের ইবাদত করে, তাদের কাছে দুআ করে এবং তাদের মাঝে নিজের ভয় ও প্রত্যাশাকে ভাগাভাগি করে দেয়, সে তো ওই ব্যক্তির মতো হতে পারে না, যে তার রবকে একক বলে বিশ্বাস করে। তার ভয় ও আশা, নিয়াত, ইচ্ছা ও ইবাদতকে শুধু তাঁর জন্যই নিবেদন করে।

ও আল্লাহ, ও ইসলাম ও মুসলিমদের অভিভাবক, আপনার সাক্ষাৎলাভের আগপর্যন্ত আপনার তাওহিদের ওপর অটল রাখুন।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ আমাদের আকিদাহ ]
👍1
‘হে আদমসন্তানেরা! যদি তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে রাসুল এসে আমার নিদর্শনসমূহ বর্ণনা করে, তখন যারা মুত্তাকী ও সৎ হবে তাদের কোন ভয় কিংবা দুঃখ থাকবে না।’

[ সুরা আল-আরাফ,  ৭ : ৩৫ ]

#ilmweb
15
‘তাদের রব তাদেরকে স্বীয় অনুগ্রহ, সন্তুষ্টি আর জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, যেখানে তাদের জন্য স্থায়ী সুখের ব্যবস্থা রয়েছে।’

[ সুরা আত-তাওবাহ, ৯ : ২১ ]

#ilmweb
12
বিয়েতে নারীর অভিভাবকের অনুমতি : একটি তাত্ত্বিক পর্যালোচনা
— উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
.
কোনো নারী একাকী বিয়ে করে নিলে ব্যভিচার বা জিনার অপবাদ দেয়া ইলমের সাথে সম্পৃক্ত ব্যক্তির কাজ হতে পারে না। হাঁ, কোনো বিষয় বৈধ হলেই সেটা যে প্রশংসনীয়, তা নয়। যারা নারীর বিয়েতে অভিভাবকের অনুমতির শর্ত মানেন না, তাঁরাও কিন্তু অভিভাবক ছাড়া কোনো বিয়েকে উৎসাহিত করেন না; বরং একে সামাজিকভাবে খারাপ দৃষ্টিতেই দেখেন। এটাই কাম্য।

সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/অভিভাবকের-অনুমতি/
6
'ইসলামী বইমেলা খুলনা ২০২৪'-এ আমাদের বইগুলো পাবেন আদ-দ্বীন শপের স্টলে।

স্থান : জাতিসংঘ পার্ক, খুলনা।
(সাবেক জেলা পরিষদ-সংলগ্ন ইসলামী ব্যাংক ফাউন্ডেশন প্রাঙ্গণ)।

তারিখ : ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর ২০২৪ ইং।

সময় : প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।
3👍1
বই : কিশোর তাওহিদ শিক্ষা ['মিম্বারুত তাওহিদ' সংকলিত]

পুনঃসংকলন, সংযোজন ও বিন্যাস : তাইব হোসেন
নিরীক্ষণ : উসতায শাইখুল ইসলাম

শীঘ্রই আসছে, ইনশাআল্লাহ...
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
🔥4
‘যখন তাদেরকে বলা হয়, তোমরা যমিনে ফাসাদ সৃষ্টি করো না;  তখন তারা বলে, আমরা তো কেবল শান্তি প্রতিষ্ঠা করতে চাই।’

[ সুরা আল-বাকারাহ,  ২ : ১১ ]

#ilmweb
🔥5👍3
‘আলিমের রক্ষাকবচ হলো “আমি জানি না” বলা। যদি সে এ রক্ষাকবচ ব্যবহারে গাফেল হয়, তাহলে সে ধ্বংসে নিক্ষিপ্ত হবে।’
__
ইমাম মালিক
[ আয-যাহাবি, সিয়ারু আলামিন নুবালা : ৭/১৬৭ ]
11🔥2👍1
‘তুমি কি জান না যে, আসমান ও যমিনের আধিপত্য শুধু আল্লাহরই? তিনি যাকে চান আযাব দেন এবং যাকে চান ক্ষমা করে দেন। আল্লাহ সবকিছুই করতে সক্ষম।’

[ সুরা আল-মায়িদাহ,  ৫ : ৪০ ]

#ilmweb
11
‘তোমার রবের যে কিতাব (কুরআন) তোমার কাছে ওহির মাধ্যমে পাঠানো হয়েছে তা পাঠ কর। তাঁর বাণীসমূহের কেউ পরিবর্তন করতে পারে না এবং তাঁকে ছাড়া তুমি কোনো আশ্রয়স্থল পাবে না।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ২৭ ]

#ilmweb
10