‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তাঁর পবিত্র আহলুল বাইত (পরিবারবর্গ), তাঁর সাহাবি এবং কিয়ামাত পর্যন্ত যারা তাঁর অনুসরণ করবে ও সাহায্য করবে আমরা তাঁদের ভালোবাসি।’
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই : আমাদের আকিদাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব।
.
.
বইটি পাইকারি কিংবা খুচরা সংগ্রহ করে যোগাযোগ করুন : সাদুক শপ | ফোন : ০১৭১১৭৩৪৬৩৮
পেইজ : https://www.facebook.com/sadooqshop
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই : আমাদের আকিদাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব।
.
.
বইটি পাইকারি কিংবা খুচরা সংগ্রহ করে যোগাযোগ করুন : সাদুক শপ | ফোন : ০১৭১১৭৩৪৬৩৮
পেইজ : https://www.facebook.com/sadooqshop
❤🔥9
আপনার ব্যাপারে মিথ্যা বললেও তাদের (প্রতিপক্ষ) ওপর মিথ্যারোপ করবেন না কিংবা তাদের ব্যাপারে সন্দেহ ও ধারণার ওপর নির্ভর করে কথা বলবেন না। মুমিন তো মিথ্যা বলতে পারে না। এমন কাজ আমাদের সময়ের মুরজিয়াদের থেকে কতই-না দেখেছি! কিন্তু আমরা মন্দের বদলা মন্দ দিয়ে দিই না।
__
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই — ইরজা ও মুরজিয়া : সমকালীন প্রেক্ষিত
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
__
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই — ইরজা ও মুরজিয়া : সমকালীন প্রেক্ষিত
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
❤16👍1
দয়িফ হাদিস কি আমলযোগ্য?
— উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing
ইউটিউব : https://youtu.be/Grq7BiO-bv4
— উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing
ইউটিউব : https://youtu.be/Grq7BiO-bv4
❤8
বান্দার ওপর আল্লাহর হক এই মহান তাওহিদের ফলাফল
১. মুয়ায ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাদিস মোতাবেক মুওয়াহহিদ এই তাওহিদে বিশ্বাস করে তাঁর রবের জান্নাত লাভ করে এবং জাহান্নাম থেকে নাজাত (নিষ্কৃতি) পায়।
২. এই তাওহিদ শিক্ষার মাধ্যমে রবের সিফাতের পরিপূর্ণতা ও মর্যাদা সম্পর্কে জেনে তাঁকে উপযুক্ত সম্মান ও মর্যাদা দেয়া সম্ভব হয়। সেই সাথে তাশবিহ ও তামসিল থেকে তাঁকে মুক্ত ঘোষণা করে তাঁর পবিত্রতা বর্ণনা করা যায়।
৩. যারা আল্লাহর বহু সমকক্ষ গ্রহণ করেছে—ইবাদত, হুকুম ও আইনপ্রণয়নে আল্লাহর সাথে তাদেরকে শরিক করছে—তাদের মূর্খতা জানা যায়।
৪. যারা এগুলোর কোনোটিতে নিজেদেরকে আল্লাহর শরিক বানিয়েছে—অথচ তারা সৃষ্টিতে তাঁর সাথে শরিক ছিল না এবং না রাজত্ব, রিযকদান ও পরিচালনায় তাদের কোনো শরিকানা রয়েছে—তাদের পতন ও ধ্বংস সম্পর্কেও জানা যায়।
৫. এই তাওহিদের জ্ঞানের মাধ্যমে মানুষের নফস ও কলব সৃষ্টির দাসত্ব থেকে মুক্তি লাভ করে।
৬. বান্দা দুনিয়া ও আখিরাতে দৃঢ়পদ থাকে। যে ব্যক্তি আল্লাহর সাথে অপরাপর শরিকের ইবাদত করে, তাদের কাছে দুআ করে এবং তাদের মাঝে নিজের ভয় ও প্রত্যাশাকে ভাগাভাগি করে দেয়, সে তো ওই ব্যক্তির মতো হতে পারে না, যে তার রবকে একক বলে বিশ্বাস করে। তার ভয় ও আশা, নিয়াত, ইচ্ছা ও ইবাদতকে শুধু তাঁর জন্যই নিবেদন করে।
ও আল্লাহ, ও ইসলাম ও মুসলিমদের অভিভাবক, আপনার সাক্ষাৎলাভের আগপর্যন্ত আপনার তাওহিদের ওপর অটল রাখুন।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ আমাদের আকিদাহ ]
১. মুয়ায ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাদিস মোতাবেক মুওয়াহহিদ এই তাওহিদে বিশ্বাস করে তাঁর রবের জান্নাত লাভ করে এবং জাহান্নাম থেকে নাজাত (নিষ্কৃতি) পায়।
২. এই তাওহিদ শিক্ষার মাধ্যমে রবের সিফাতের পরিপূর্ণতা ও মর্যাদা সম্পর্কে জেনে তাঁকে উপযুক্ত সম্মান ও মর্যাদা দেয়া সম্ভব হয়। সেই সাথে তাশবিহ ও তামসিল থেকে তাঁকে মুক্ত ঘোষণা করে তাঁর পবিত্রতা বর্ণনা করা যায়।
৩. যারা আল্লাহর বহু সমকক্ষ গ্রহণ করেছে—ইবাদত, হুকুম ও আইনপ্রণয়নে আল্লাহর সাথে তাদেরকে শরিক করছে—তাদের মূর্খতা জানা যায়।
৪. যারা এগুলোর কোনোটিতে নিজেদেরকে আল্লাহর শরিক বানিয়েছে—অথচ তারা সৃষ্টিতে তাঁর সাথে শরিক ছিল না এবং না রাজত্ব, রিযকদান ও পরিচালনায় তাদের কোনো শরিকানা রয়েছে—তাদের পতন ও ধ্বংস সম্পর্কেও জানা যায়।
৫. এই তাওহিদের জ্ঞানের মাধ্যমে মানুষের নফস ও কলব সৃষ্টির দাসত্ব থেকে মুক্তি লাভ করে।
৬. বান্দা দুনিয়া ও আখিরাতে দৃঢ়পদ থাকে। যে ব্যক্তি আল্লাহর সাথে অপরাপর শরিকের ইবাদত করে, তাদের কাছে দুআ করে এবং তাদের মাঝে নিজের ভয় ও প্রত্যাশাকে ভাগাভাগি করে দেয়, সে তো ওই ব্যক্তির মতো হতে পারে না, যে তার রবকে একক বলে বিশ্বাস করে। তার ভয় ও আশা, নিয়াত, ইচ্ছা ও ইবাদতকে শুধু তাঁর জন্যই নিবেদন করে।
ও আল্লাহ, ও ইসলাম ও মুসলিমদের অভিভাবক, আপনার সাক্ষাৎলাভের আগপর্যন্ত আপনার তাওহিদের ওপর অটল রাখুন।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ আমাদের আকিদাহ ]
👍1
বিয়েতে নারীর অভিভাবকের অনুমতি : একটি তাত্ত্বিক পর্যালোচনা
— উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
.
কোনো নারী একাকী বিয়ে করে নিলে ব্যভিচার বা জিনার অপবাদ দেয়া ইলমের সাথে সম্পৃক্ত ব্যক্তির কাজ হতে পারে না। হাঁ, কোনো বিষয় বৈধ হলেই সেটা যে প্রশংসনীয়, তা নয়। যারা নারীর বিয়েতে অভিভাবকের অনুমতির শর্ত মানেন না, তাঁরাও কিন্তু অভিভাবক ছাড়া কোনো বিয়েকে উৎসাহিত করেন না; বরং একে সামাজিকভাবে খারাপ দৃষ্টিতেই দেখেন। এটাই কাম্য।
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/অভিভাবকের-অনুমতি/
— উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
.
কোনো নারী একাকী বিয়ে করে নিলে ব্যভিচার বা জিনার অপবাদ দেয়া ইলমের সাথে সম্পৃক্ত ব্যক্তির কাজ হতে পারে না। হাঁ, কোনো বিষয় বৈধ হলেই সেটা যে প্রশংসনীয়, তা নয়। যারা নারীর বিয়েতে অভিভাবকের অনুমতির শর্ত মানেন না, তাঁরাও কিন্তু অভিভাবক ছাড়া কোনো বিয়েকে উৎসাহিত করেন না; বরং একে সামাজিকভাবে খারাপ দৃষ্টিতেই দেখেন। এটাই কাম্য।
সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/অভিভাবকের-অনুমতি/
❤6