আল্লাহ কুরআনের বড় একটি জায়গা স্বতন্ত্রভাবে এই আকিদাহর জন্য নির্ধারণ করেছেন, এর জন্য দীর্ঘ সময় দিয়েছেন, যেন এই আকিদাহ হৃদয়ের গভীরে ভালোভাবে বদ্ধমূল হতে পারে। মাক্কি জীবনের প্রায় পুরোটা অংশজুড়েই এই গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া কোনো আয়াতের অবতারণা করা হয়নি। কেবল এ বিষয়েরই আলোচনা করা হয়েছে। কারণ, আকিদাহর মাধ্যমে অন্তর গঠনের ধারাটি ধীর ও শ্রমসাধ্য। কখনো কখনো এ কাজ করার জন্য এমন এক বিশাল পরিব্যপ্ত সময়ের প্রয়োজন পড়ে, যে সময়ে একটি মানবদেহ বেড়ে ওঠে।
وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنْزِيلًا
‘আমি কুরআনকে ভাগ ভাগ করে অবতীর্ণ করেছি, যেন তা বিরতিসহ মানুষের সামনে পড়তে পারো। আর আমি তা ধাপে ধাপে নাযিল করেছি।’
পৃথক অনুশীলন ও দীর্ঘ সময়ের যেমন প্রয়োজন, তেমনিভাবে শরিয়াতের সব বিধিবিধান প্রয়োগের জন্য আকিদাহ হৃদয়ের গভীরে ভালোভাবে গেঁথে যাওয়াও অপরিহার্য। আর এ কারণেই মদিনায় সাহাবা কিরামের অন্তরে আকিদাহ দৃঢ়ভাবে গেঁথে না-যাওয়া পর্যন্ত শরয়ি বিধান অবতীর্ণ হতে বিলম্ব হয়। আর আল্লাহ তো সাহাবা কিরামকে নিজ কুদরতের পর্দা বানিয়েছেন, তাঁদের হাতেই এই দ্বীনের বিজয় দিয়েছেন।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
[ আকিদাহর পরিশুদ্ধি ]
وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنْزِيلًا
‘আমি কুরআনকে ভাগ ভাগ করে অবতীর্ণ করেছি, যেন তা বিরতিসহ মানুষের সামনে পড়তে পারো। আর আমি তা ধাপে ধাপে নাযিল করেছি।’
পৃথক অনুশীলন ও দীর্ঘ সময়ের যেমন প্রয়োজন, তেমনিভাবে শরিয়াতের সব বিধিবিধান প্রয়োগের জন্য আকিদাহ হৃদয়ের গভীরে ভালোভাবে গেঁথে যাওয়াও অপরিহার্য। আর এ কারণেই মদিনায় সাহাবা কিরামের অন্তরে আকিদাহ দৃঢ়ভাবে গেঁথে না-যাওয়া পর্যন্ত শরয়ি বিধান অবতীর্ণ হতে বিলম্ব হয়। আর আল্লাহ তো সাহাবা কিরামকে নিজ কুদরতের পর্দা বানিয়েছেন, তাঁদের হাতেই এই দ্বীনের বিজয় দিয়েছেন।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
[ আকিদাহর পরিশুদ্ধি ]
❤12👍1
বান্দার ওপর আল্লাহর হক এই মহান তাওহিদের ফলাফল
১. মুয়ায ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাদিস মোতাবেক মুওয়াহহিদ (তাওহিদবাদী) এই তাওহিদে বিশ্বাস করে তাঁর রবের জান্নাত লাভ করে এবং জাহান্নাম থেকে নাজাত (নিষ্কৃতি) পায়।
২. এই তাওহিদ শিক্ষার মাধ্যমে রবের সিফাতের পরিপূর্ণতা ও মর্যাদা সম্পর্কে জেনে তাঁকে উপযুক্ত সম্মান ও মর্যাদা দেয়া সম্ভব হয়। সেই সাথে তাশবিহ ও তামসিল থেকে তাঁকে মুক্ত ঘোষণা করে তাঁর পবিত্রতা বর্ণনা করা যায়।
১. মুয়ায ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুর হাদিস মোতাবেক মুওয়াহহিদ (তাওহিদবাদী) এই তাওহিদে বিশ্বাস করে তাঁর রবের জান্নাত লাভ করে এবং জাহান্নাম থেকে নাজাত (নিষ্কৃতি) পায়।
২. এই তাওহিদ শিক্ষার মাধ্যমে রবের সিফাতের পরিপূর্ণতা ও মর্যাদা সম্পর্কে জেনে তাঁকে উপযুক্ত সম্মান ও মর্যাদা দেয়া সম্ভব হয়। সেই সাথে তাশবিহ ও তামসিল থেকে তাঁকে মুক্ত ঘোষণা করে তাঁর পবিত্রতা বর্ণনা করা যায়।
৩. যারা আল্লাহর বহু সমকক্ষ গ্রহণ করেছে—ইবাদত, হুকুম ও আইনপ্রণয়নে আল্লাহর সাথে তাদেরকে শরিক করছে—তাদের মূর্খতা জানা যায়।
৪. যারা এগুলোর কোনোটিতে নিজেদেরকে আল্লাহর শরিক বানিয়েছে—অথচ তারা সৃষ্টিতে তাঁর সাথে শরিক ছিল না এবং না রাজত্ব, রিযকদান ও পরিচালনায় তাদের কোনো শরিকানা রয়েছে—তাদের পতন ও ধ্বংস সম্পর্কেও জানা যায়।
৫. এই তাওহিদের জ্ঞানের মাধ্যমে মানুষের নফস ও কলব সৃষ্টির দাসত্ব থেকে মুক্তি লাভ করে।
৬. বান্দা দুনিয়া ও আখিরাতে দৃঢ়পদ থাকে। যে ব্যক্তি আল্লাহর সাথে অপরাপর শরিকের ইবাদত করে, তাদের কাছে দুআ করে এবং তাদের মাঝে নিজের ভয় ও প্রত্যাশাকে ভাগাভাগি করে দেয়, সে তো ওই ব্যক্তির মতো হতে পারে না, যে তার রবকে একক বলে বিশ্বাস করে। তার ভয় ও আশা, নিয়াত, ইচ্ছা ও ইবাদতকে শুধু তাঁর জন্যই নিবেদন করে।
ও আল্লাহ, ও ইসলাম ও মুসলিমদের অভিভাবক, আপনার সাক্ষাৎলাভের আগপর্যন্ত আপনার তাওহিদের ওপর অটল রাখুন।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ আমাদের আকিদাহ ]
৪. যারা এগুলোর কোনোটিতে নিজেদেরকে আল্লাহর শরিক বানিয়েছে—অথচ তারা সৃষ্টিতে তাঁর সাথে শরিক ছিল না এবং না রাজত্ব, রিযকদান ও পরিচালনায় তাদের কোনো শরিকানা রয়েছে—তাদের পতন ও ধ্বংস সম্পর্কেও জানা যায়।
৫. এই তাওহিদের জ্ঞানের মাধ্যমে মানুষের নফস ও কলব সৃষ্টির দাসত্ব থেকে মুক্তি লাভ করে।
৬. বান্দা দুনিয়া ও আখিরাতে দৃঢ়পদ থাকে। যে ব্যক্তি আল্লাহর সাথে অপরাপর শরিকের ইবাদত করে, তাদের কাছে দুআ করে এবং তাদের মাঝে নিজের ভয় ও প্রত্যাশাকে ভাগাভাগি করে দেয়, সে তো ওই ব্যক্তির মতো হতে পারে না, যে তার রবকে একক বলে বিশ্বাস করে। তার ভয় ও আশা, নিয়াত, ইচ্ছা ও ইবাদতকে শুধু তাঁর জন্যই নিবেদন করে।
ও আল্লাহ, ও ইসলাম ও মুসলিমদের অভিভাবক, আপনার সাক্ষাৎলাভের আগপর্যন্ত আপনার তাওহিদের ওপর অটল রাখুন।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ আমাদের আকিদাহ ]
❤3
জান্নাত শুদ্ধ ব্যক্তিদের জন্য। আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করেই জান্নাতে নেবেন। আর এই পরিশুদ্ধি প্রকাশ্য ও অভ্যন্তরীণ দুদিক জুড়েই। আকিদাহর পরিশুদ্ধির সাথে দরকার চরিত্রের শুদ্ধি। এ দুটো শুদ্ধিই মানুষকে চূড়ান্ত মুক্তির জন্য প্রস্তুত করে দেয়। এ নিয়েই আমাদের দুটো বই—‘মুমিনের শুদ্ধি প্যাকেজ।’
১. বই—আকিদাহর পরিশুদ্ধি
লেখক : শাইখ ড. আবদুল্লাহ আযযাম
২. বই—চরিত্রশুদ্ধি
লেখক : ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
দুটো বই একত্রে পাবেন ৩৫% ছাড়ে ৩০৫ টাকায়।
.
বইগুলো সংগ্রহ করতে যোগাযোগ করুন :
সাদুক শপ | ফোন : ০১৭১১৭৩৪৬৩৮
প্যাকেজটি অর্ডার করতে ভিজিট করুন :
https://sadooq.shop/product/চরিত্রশুদ্ধি-ও-আকিদার-পর/
১. বই—আকিদাহর পরিশুদ্ধি
লেখক : শাইখ ড. আবদুল্লাহ আযযাম
২. বই—চরিত্রশুদ্ধি
লেখক : ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
দুটো বই একত্রে পাবেন ৩৫% ছাড়ে ৩০৫ টাকায়।
.
বইগুলো সংগ্রহ করতে যোগাযোগ করুন :
সাদুক শপ | ফোন : ০১৭১১৭৩৪৬৩৮
প্যাকেজটি অর্ডার করতে ভিজিট করুন :
https://sadooq.shop/product/চরিত্রশুদ্ধি-ও-আকিদার-পর/
❤3👍2
‘বল—‘আমার রবের কথাসমূহ লেখার জন্য যদি সমস্ত সমুদ্রও কালি হয় তবুও আমার রবের কথা (লেখা) শেষ হওয়ার আগে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে; যদি এর সাহায্যার্থে অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসি তবুও।’
[ সুরা আল-কাহফ, ১৮ : ১০৯ ]
[ সুরা আল-কাহফ, ১৮ : ১০৯ ]
❤6
বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করতে হবে এবং আল্লাহর প্রশংসা করার মাধ্যমে খাওয়া শেষ করতে হবে। ডান হাতে অল্প অল্প নিয়ে ভালোভাবে চিবিয়ে খেতে হবে। প্রথম লোকমা শেষ করার আগেই আরেক লোকমা হাতে নেয়া অনুচিত। খাবারের সমালোচনা করা যাবে না। পাত্রের সবচেয়ে নিকটবর্তী অংশ থেকে খাওয়া শুরু করতে হবে। বিভিন্ন রকম খাবারের সমাহার যেমন ফলমূল থাকলে সে ক্ষেত্রে আলাদা। খাওয়ার সময় তিন আঙুল ব্যবহার করা উচিত এবং নিচে পড়ে গেলে তুলে খেতে হবে। গরম খাবারে ফুঁ দেয়া উচিত নয়। খেজুর খেয়ে একই পাত্রে আঁটি রাখা অথবা আঁটি ও খেজুর দুটো একসাথে এক তালুতে রাখা একদমই অনুচিত; বরং খেজুর খেয়ে আঁটিগুলো হাতের তালুতে রাখবে, তারপর ফেলে দেবে। আঁটি বা বীজযুক্ত সবকিছুর জন্য এই একই নিয়ম।
খাওয়ার মাঝখানে পানি খাওয়া উচিত নয়, এটি সুস্বাস্থ্যের দাবি। পান করার আদব হচ্ছে ডানহাতে পাত্র (গ্লাস) ধরতে হবে এবং পান করার আগে পাত্রের ভেতর দেখে নিতে হবে। মুখভর্তি না-গিলে চুমুক দিয়ে খেতে হবে।
দাঁড়িয়ে পান করা যাবে না এবং তিন নিশ্বাসে পান করা উচিত। সহিহাইনে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে পানি পান করার সময় তিনবার শ্বাস ফেলতেন। এই হাদিসের মানে এই নয়, তিনি পাত্রের মাঝে শ্বাস ফেলতেন, বরং শ্বাস ফেলার সময় তিনি পাত্রটি সরিয়ে নিতেন।
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
[ চরিত্রশুদ্ধি ]
খাওয়ার মাঝখানে পানি খাওয়া উচিত নয়, এটি সুস্বাস্থ্যের দাবি। পান করার আদব হচ্ছে ডানহাতে পাত্র (গ্লাস) ধরতে হবে এবং পান করার আগে পাত্রের ভেতর দেখে নিতে হবে। মুখভর্তি না-গিলে চুমুক দিয়ে খেতে হবে।
দাঁড়িয়ে পান করা যাবে না এবং তিন নিশ্বাসে পান করা উচিত। সহিহাইনে বর্ণিত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে পানি পান করার সময় তিনবার শ্বাস ফেলতেন। এই হাদিসের মানে এই নয়, তিনি পাত্রের মাঝে শ্বাস ফেলতেন, বরং শ্বাস ফেলার সময় তিনি পাত্রটি সরিয়ে নিতেন।
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
[ চরিত্রশুদ্ধি ]
🔥9👍3❤1
ইসলামোফোবিয়া কোর্সে ভর্তি শুরু হয়েছে....
কোর্স : ইসলামোফোবিয়া
কোর্স ফি : ৪০০৳ (এককালীন)
কোর্স-ব্যপ্তি : ১৮ ঘন্টা
দারস সংখ্যা : ১৭টি
কোর্সের মেয়াদ : লাইফ টাইম এক্সেস
রেজিস্ট্রেশন লিংক : https://schooling.ilmweb.net/courses/islamophobia/
রেজিস্ট্রেশন চলছে...
ওয়েবসাইটে ক্লাস উন্মুক্ত করা হবে : জানুয়ারি ০১, ২০২৫ (সম্ভাব্য), ইনশাআল্লাহ
.
কোর্স-সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন :
পেইজ ইনবক্স
ইমেইল : schooling@ilmweb.net
ফোন : ০১৫৫-০৭০৮৬৯১
কোর্স : ইসলামোফোবিয়া
কোর্স ফি : ৪০০৳ (এককালীন)
কোর্স-ব্যপ্তি : ১৮ ঘন্টা
দারস সংখ্যা : ১৭টি
কোর্সের মেয়াদ : লাইফ টাইম এক্সেস
রেজিস্ট্রেশন লিংক : https://schooling.ilmweb.net/courses/islamophobia/
রেজিস্ট্রেশন চলছে...
ওয়েবসাইটে ক্লাস উন্মুক্ত করা হবে : জানুয়ারি ০১, ২০২৫ (সম্ভাব্য), ইনশাআল্লাহ
.
কোর্স-সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ করুন :
পেইজ ইনবক্স
ইমেইল : schooling@ilmweb.net
ফোন : ০১৫৫-০৭০৮৬৯১
❤10
‘অতি শীঘ্রই আমি কাফিরদের অন্তরসমূহে ভীতির সঞ্চার করব। কারণ তারা আল্লাহর সাথে শরিক করেছে, যে সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাযিল করেননি। আর তাদের আশ্রয়স্থল হল জাহান্নাম এবং যালিমদের ঠিকানা কতই না নিকৃষ্ট!’
[ সুরা আলি-ইমরান, ৩ : ১৫১ ]
[ সুরা আলি-ইমরান, ৩ : ১৫১ ]
❤19