ilmweb
3.07K subscribers
496 photos
37 videos
198 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘আসল দরিদ্রতা তো হলো ‘আল-বাকিয়াতুস-সালিহাত (আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ) বলা থেকে দেওলিয়া হয়ে পড়া।’
__
শাইখ আবদুর রহমান আস-সাদি
[ মাজমুয়ু মুওয়াল্লাফাতিহি : ৬/১৭৮ ]
🥰10👍3😢3
শাইখ আসিম আল-বারকাওয়ি : তাওহিদের জীবন্ত চিহ্ন
—সংকলন ও ভাষান্তর : তাইব হোসেন
.
.
বর্তমানে হক আলিমের অন্যতম একজন হলেন শাইখ আবু মুহাম্মাদ আসিম আল-বারকাওয়ি। আম্বিয়া আলাইহিমুস সালামের যোগ্য ওয়ারিশ হিসেবে তিনি তাওহিদের দাওয়াহকেই বেছে নিয়েছেন। এ পথে তিনি নির্যাতন, কারাভোগ কোনোকিছুরই পরোয়া করেননি আর বাস্তবিকই এর প্রমাণ দিয়েছেন এবং এখনো এ পথেই চলেছেন। তাওহিদের পথে তাঁর কারাজীবন পূণ্যবান সালাফদের কথাই স্মরণ করিয়ে দেয়। এ পথের দাওয়াতে শাসকশ্রেণির রক্তচক্ষু, ভ্রষ্ট ইলমধারীদের বক্তৃতা ও লেখনীর দিকে তিনি মোটেও ভ্রূক্ষেপ করেননি, বরং তিনি কিতাব ও সুন্নাহর মাধ্যমে সবার সমুচিত জবাব দিয়েছেন, বিভ্রান্তি নিরসন করেছেন এবং এখনো তা-ই করছেন। সমগ্র বিশ্বব্যাপী তাওহিদবাদীদের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে বারাকাহস্বরূপ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/শাইখ-আসিম-আল-বারকাওয়ি
👍71
‘তাঁর নিদর্শনসমূহের মধ্যে আরেকটি হল আসমান ও যমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বিভিন্নতা। নিশ্চয়ই এর মধ্যে জ্ঞানীদের জন্য রয়েছে বহু নিদর্শন।’

[ সুরা আর-রুম,  ৩০ : ২২ ]

#ilmweb
16
‘তুমি ও তোমার সঙ্গীরা যখন নৌকায় আরোহণ করবে তখন বলো, সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে যালিম সম্প্রদায় থেকে উদ্ধার করেছেন।’

[ সুরা আল-মুমিনুন,  ২৩ : ২৮ ]

#ilmweb
👍42
বই : আমাদের আকিদাহ, দ্বিতীয় সংস্করণ
লেখক : শাইখ আসিম আল-বারকাওয়ি

আবারও পাঠিয়ে দেয়া হয়েছে ছাপানোর জন্য।
কিছুদিনের মধ্যেই পাঠকের হাতে চলে আসবে,
ইনশাআল্লাহ...

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব।
#ilmweb
6
‘হাযিহি আকিদাতুনা’ (আমাদের আকিদাহ) বই সম্পর্কে শাইখ আবদুল মুনিম মুসতাফা হালিমা মূল্যায়ন করেন, ‘আমি এ বইকে (আমাদের আকিদাহ) সংশ্লিষ্ট বিষয়ে মূল্যবান ও উপকারী হিসেবেই পেয়েছি। ছাত্র ও সাধারণ মুসলিমদের জন্য মৌলিক পাঠ্যবই হিসেবে একে পাঠদান করা যায়।’

[তাসওয়িবাতুনা, পৃষ্ঠা : ১]
👍5
উম্মাহর মহীরুহ শাইখ আবদুল্লাহ আযযামের আকিদাহর বইটির দ্বিতীয় সংস্করণ ছাপাখানা থেকে হাতে এসে গেছে, আলহামদুলিল্লাহ।
.
বইটি পাইকারি কিংবা খুচরা সংগ্রহ করতে যোগাযোগ করুন : Sadooq Shop | ফোন : ০১৭১১৭৩৪৬৩৮
👍61
‘তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে-বুঝে হককে গোপন করো না।’

[ সুরা আল-বাকারাহ,  ২ : ৪২ ]

#ilmweb
9
‘যে হৃদয় আল্লাহকে ভালোবাসে, সে আল্লাহর জন্য ক্লান্তি ও প্রচেষ্টাকে ভালোবাসে। আরাম-আয়েশ দিয়ে সত্যই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না।’ 
___
ইবনু রজব হাম্বলি 
[ মাজমুয়ুর রাসায়িল, ৩/৩২৭ ]
13👍2
কোর্স : ইসলামোফোবিয়া
ইন্সট্রাক্টর : ইরফান সাদিক

আসছে, ইনশাআল্লাহ.....

#ইলমওয়েব_স্কুলিং
🔥12👍2
‘যারা সালাত কায়িম করে এবং যাকাত দেয়, আর তারাই আখিরাতে দৃঢ় বিশ্বাস পোষণ করে।’

[ সুরা লুকমান,  ৩১ : ৪ ]

#ilmweb
10
‘দুআর আগে, মাঝে ও শেষে রাসুলের প্রতি সালাত (দরুদ) পাঠ করাটা এমন অধিক শক্তিশালী কারণ, যার মাধ্যমে দুআ কবুল হওয়ার আশা করা যায়।’ 
____
ইমাম ইবনু তাইমিয়াহ 
[ ইকতিযাউস সিরাতিল মুসতাকিম : ২/২৪৭ ]
25👍1
‘যদি তুমি দেখতে! যখন অপরাধীরা তাদের রবের সামনে মাথানত করে বলবে, হে আমাদের রব! (এখন) আমরা (সবকিছু)  দেখলাম ও শুনলাম। এখন আমাদেরকে (দুনিয়ায়) ফেরত পাঠাও, আমরা সৎকাজ করব। (এখন) আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

[ সুরা আস-সাজদাহ,  ৩২ : ১২ ]

#ilmweb
👍6🔥3
‘কোনো প্রকার ইলম ছাড়াই যে আল্লাহর ইবাদত করে সে সংশোধন করার চেয়ে বিবাদই বেশি করে।’
____
উমার ইবনুল আবদিল আযিয
[ ইমাম ইবনু তাইমিয়াহ, আল-ইসতিকামাহ : ২/২২৯ ]
9
‘বল, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, যেন দ্বীনকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করে তাঁর ইবাদত করি।’

[ সুরা আয-যুমার,  ৩৯ : ১১ ]

#ilmweb
10👍4
‘প্রত্যেক মুসলিমের ওপর নিজ পরিবারভুক্ত লোক ও দাস-দাসীদের আল্লাহর হুকুম পালন করা ও তাঁর অবাধ্যতা থেকে বিরত রাখার শিক্ষা ও উপদেশ দিতে থাকা "ফরয"।’
____
ইমাম মুকাতিল
[ তাফসির ইবনু কাসির : ৯/৫৭০ ]
👍9😢3
‘যারা ইমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। আর যারা কুফরি করে, তাদের অভিভাবক হল তাগূত। তারা তাদেরকে আলো থেকে অন্ধকারের দিয়ে নিয়ে যায়। তারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ২৫৭ ]

#ilmweb
8
‘তাঁদের (সাহাবা) ভালোবাসা দ্বীন ও ইমানের অংশ। আর তাঁদের ঘৃণা করা কুফর, মুনাফিকি ও সীমালঙ্ঘন’।
__
ইমাম তাহাবি
[ আকিদাতুত তাহাবি ]
11👍2
সাথিদের সাথে খাওয়ার আদব

১. সাথি বয়স বা মর্যাদার কারণে অগ্রাধিকার পাবার যোগ্য হলে তাঁর আগে খাওয়া শুরু করা অনুচিত। তবে, নিজে অনুসরণীয় হলে সর্বপ্রথম নিজেই শুরু করবে।

২. চুপচাপ না-খেয়ে বরং ভালো কিছু নিয়ে আলাপ করা। যেমন, নেককারদের খাবারসংক্রান্ত গল্পগুলো বলা যেতে পারে।

৩. প্রত্যেককে নিজের চেয়ে অপরকে বেশি প্রাধান্য দিতে হবে এবং কাউকে যেন তার সাথিকে বলতে না হয়—খাও। প্রফুল্লতার সাথে খেতে হবে এবং খাবার ধরে রেখে ভান করা যাবে না।

৪. কেউ যেন খাওয়ার সময় সরাসরি সাথিদের দিকে না-তাকায়, এতে করে তারা বিব্রত হতে পারে।

৫. নিজের সাথে ঘটলে খারাপ লাগত এমন সবকিছুই পরিহার করতে হবে। যেমন, হাতে কিছু থাকলে সেটা দিয়ে পাত্রের মাঝে নাড়া দেয়া বা মুখে লোকমা নেয়ার সময় পাত্রের ওপর মাথা রাখা। মুখ থেকে বের করে কিছু ছুড়ে ফেলার প্রয়োজন হলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বাম হাতে নিয়ে তারপর ফেলতে হবে। ভিনেগারে চর্বিযুক্ত খাবার ডোবানো অথবা কোনোকিছুতে ভিনেগার ঢালা অনুচিত। বাকিরা হয়তো এটা অপছন্দ করতে পারে। মুখে দেয়ার পর সেটা আবার ঝোলে ডোবাবে না।
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
[ চরিত্রশুদ্ধি : ২১/১৭৩ ]
👍83
‘আসমান ও যমিন এবং তার মধ্যবর্তী জিনিসগুলো আমি খেলার জন্য সৃষ্টি করিনি।’

[ সুরা আদ-দুখান,  ৪৪ : ৩৮ ]

#ilmweb
👍6🔥2