শাইখ আসিম আল-বারকাওয়ি : তাওহিদের জীবন্ত চিহ্ন
—সংকলন ও ভাষান্তর : তাইব হোসেন
.
.
বর্তমানে হক আলিমের অন্যতম একজন হলেন শাইখ আবু মুহাম্মাদ আসিম আল-বারকাওয়ি। আম্বিয়া আলাইহিমুস সালামের যোগ্য ওয়ারিশ হিসেবে তিনি তাওহিদের দাওয়াহকেই বেছে নিয়েছেন। এ পথে তিনি নির্যাতন, কারাভোগ কোনোকিছুরই পরোয়া করেননি আর বাস্তবিকই এর প্রমাণ দিয়েছেন এবং এখনো এ পথেই চলেছেন। তাওহিদের পথে তাঁর কারাজীবন পূণ্যবান সালাফদের কথাই স্মরণ করিয়ে দেয়। এ পথের দাওয়াতে শাসকশ্রেণির রক্তচক্ষু, ভ্রষ্ট ইলমধারীদের বক্তৃতা ও লেখনীর দিকে তিনি মোটেও ভ্রূক্ষেপ করেননি, বরং তিনি কিতাব ও সুন্নাহর মাধ্যমে সবার সমুচিত জবাব দিয়েছেন, বিভ্রান্তি নিরসন করেছেন এবং এখনো তা-ই করছেন। সমগ্র বিশ্বব্যাপী তাওহিদবাদীদের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে বারাকাহস্বরূপ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/শাইখ-আসিম-আল-বারকাওয়ি
—সংকলন ও ভাষান্তর : তাইব হোসেন
.
.
বর্তমানে হক আলিমের অন্যতম একজন হলেন শাইখ আবু মুহাম্মাদ আসিম আল-বারকাওয়ি। আম্বিয়া আলাইহিমুস সালামের যোগ্য ওয়ারিশ হিসেবে তিনি তাওহিদের দাওয়াহকেই বেছে নিয়েছেন। এ পথে তিনি নির্যাতন, কারাভোগ কোনোকিছুরই পরোয়া করেননি আর বাস্তবিকই এর প্রমাণ দিয়েছেন এবং এখনো এ পথেই চলেছেন। তাওহিদের পথে তাঁর কারাজীবন পূণ্যবান সালাফদের কথাই স্মরণ করিয়ে দেয়। এ পথের দাওয়াতে শাসকশ্রেণির রক্তচক্ষু, ভ্রষ্ট ইলমধারীদের বক্তৃতা ও লেখনীর দিকে তিনি মোটেও ভ্রূক্ষেপ করেননি, বরং তিনি কিতাব ও সুন্নাহর মাধ্যমে সবার সমুচিত জবাব দিয়েছেন, বিভ্রান্তি নিরসন করেছেন এবং এখনো তা-ই করছেন। সমগ্র বিশ্বব্যাপী তাওহিদবাদীদের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে বারাকাহস্বরূপ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/শাইখ-আসিম-আল-বারকাওয়ি
👍7❤1
সাথিদের সাথে খাওয়ার আদব
১. সাথি বয়স বা মর্যাদার কারণে অগ্রাধিকার পাবার যোগ্য হলে তাঁর আগে খাওয়া শুরু করা অনুচিত। তবে, নিজে অনুসরণীয় হলে সর্বপ্রথম নিজেই শুরু করবে।
২. চুপচাপ না-খেয়ে বরং ভালো কিছু নিয়ে আলাপ করা। যেমন, নেককারদের খাবারসংক্রান্ত গল্পগুলো বলা যেতে পারে।
৩. প্রত্যেককে নিজের চেয়ে অপরকে বেশি প্রাধান্য দিতে হবে এবং কাউকে যেন তার সাথিকে বলতে না হয়—খাও। প্রফুল্লতার সাথে খেতে হবে এবং খাবার ধরে রেখে ভান করা যাবে না।
৪. কেউ যেন খাওয়ার সময় সরাসরি সাথিদের দিকে না-তাকায়, এতে করে তারা বিব্রত হতে পারে।
৫. নিজের সাথে ঘটলে খারাপ লাগত এমন সবকিছুই পরিহার করতে হবে। যেমন, হাতে কিছু থাকলে সেটা দিয়ে পাত্রের মাঝে নাড়া দেয়া বা মুখে লোকমা নেয়ার সময় পাত্রের ওপর মাথা রাখা। মুখ থেকে বের করে কিছু ছুড়ে ফেলার প্রয়োজন হলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বাম হাতে নিয়ে তারপর ফেলতে হবে। ভিনেগারে চর্বিযুক্ত খাবার ডোবানো অথবা কোনোকিছুতে ভিনেগার ঢালা অনুচিত। বাকিরা হয়তো এটা অপছন্দ করতে পারে। মুখে দেয়ার পর সেটা আবার ঝোলে ডোবাবে না।
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
[ চরিত্রশুদ্ধি : ২১/১৭৩ ]
১. সাথি বয়স বা মর্যাদার কারণে অগ্রাধিকার পাবার যোগ্য হলে তাঁর আগে খাওয়া শুরু করা অনুচিত। তবে, নিজে অনুসরণীয় হলে সর্বপ্রথম নিজেই শুরু করবে।
২. চুপচাপ না-খেয়ে বরং ভালো কিছু নিয়ে আলাপ করা। যেমন, নেককারদের খাবারসংক্রান্ত গল্পগুলো বলা যেতে পারে।
৩. প্রত্যেককে নিজের চেয়ে অপরকে বেশি প্রাধান্য দিতে হবে এবং কাউকে যেন তার সাথিকে বলতে না হয়—খাও। প্রফুল্লতার সাথে খেতে হবে এবং খাবার ধরে রেখে ভান করা যাবে না।
৪. কেউ যেন খাওয়ার সময় সরাসরি সাথিদের দিকে না-তাকায়, এতে করে তারা বিব্রত হতে পারে।
৫. নিজের সাথে ঘটলে খারাপ লাগত এমন সবকিছুই পরিহার করতে হবে। যেমন, হাতে কিছু থাকলে সেটা দিয়ে পাত্রের মাঝে নাড়া দেয়া বা মুখে লোকমা নেয়ার সময় পাত্রের ওপর মাথা রাখা। মুখ থেকে বের করে কিছু ছুড়ে ফেলার প্রয়োজন হলে অন্যদিকে মুখ ঘুরিয়ে বাম হাতে নিয়ে তারপর ফেলতে হবে। ভিনেগারে চর্বিযুক্ত খাবার ডোবানো অথবা কোনোকিছুতে ভিনেগার ঢালা অনুচিত। বাকিরা হয়তো এটা অপছন্দ করতে পারে। মুখে দেয়ার পর সেটা আবার ঝোলে ডোবাবে না।
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
[ চরিত্রশুদ্ধি : ২১/১৭৩ ]
👍8❤3