ilmweb
3.07K subscribers
497 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘সত্যবাদী আত্মা এবং মানুষের উত্তম দুয়া এমন সেনাবাহিনী, যা কখনোই পরাজিত হয় না।’ 
____
ইমাম ইবনু তাইমিয়াহ
[ মাজমুয়ুল ফাতাওয়া : ২৮/৬৪৪ ]
11👍2
প্রতিটি বিদআতই পথভ্রষ্টতা
— ইমাম ইবনু উসাইমিন (রাহিমাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://youtu.be/BmObEPcW5Y0
👍6😱1
‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহ ও রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং জেনেশুনে নিজেদের আমানতসমূহের খিয়ানত করো না।’

[ সুরা আল-আনফাল, ৮ : ২৭ ]

#ilmweb
11👍3
আমাদের 'মাবাদিয়ুল আকিদাতিল ইসলামিয়াহ' অর্থাৎ বুনিয়াদি আকিদাহ কোর্সটি আবারও আনতে যাচ্ছি, বি-ইযনিল্লাহ। এবারের বিশেষত্ব হচ্ছে লাইভ ভিডিয়ো দারস। আগামী মাসেই ভর্তি শুরু হবে, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোর্সটি ভালোভাবে সম্পন্ন করার তাওফিক দিন এবং উপকারী হিসেবে কবুল করুন।

ইলমওয়েব স্কুলিং, ইলমওয়েব।

#ilmweb
🔥9👍4💯1
'একটি হাদিস পেয়েই খুশি হয়ে যাওয়া, সেটি নিয়েই চলতে থাকা, এর ওপরই ইসলামের মৌলিক বিষয়াবলির ভিত স্থাপন করা এবং সংশ্লিষ্ট হাদিসকে এ সংক্রান্ত শর্তযুক্ত হাদিসের সাথে শর্তযুক্ত না-করা হচ্ছে প্রবৃত্তিপূজারীদের নীতি।'
___
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই— ইরজা ও মুরজিয়া : সমকালীন প্রেক্ষিত

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
🔥9👍4
‘আর যে আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্য হবে এবং তাঁর সীমারেখা লঙ্ঘন করবে তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সেখানে সে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক আযাব।’

[ সুরা আন-নিসা, ৪ : ১৪ ]

#ilmweb
8👍1
ইসলামি ইতিহাসে যাঁরা বরিত হন, তাঁরা নিছক কথাবার্তা বা উত্তপ্ত বয়ানের জন্য হননি। ইতিহাস রচিত হয় কুরবানির মাধ্যমে, রক্তের মাধ্যমে, আপসহীন অবস্থার মাধ্যমে।

আল্লাহ ইমাম আবু হানিফাহর ওপর রহম করুন। পর পর দুজন খলিফার সময়েও কারাগারে থাকতে হয়েছে তাঁকে। ইতিহাসে এই ব্যক্তিত্বকে মুছে ফেলা যাবে না। আজ আবু হানিফা নেই, কিন্তু এই মানহাজ ও পথ অবশিষ্ট আছে। আপসহীনতার এই সিলসিলা কিয়ামাত পর্যন্তই বাকি থাকবে। মুমিনরা এভাবেই পূর্ববর্তীদের সাথে দ্বীনি ধারাবাহিকতায় সংযুক্ত। আল্লাহ আমাদের তাঁদের অন্তর্ভুক্ত করুন।

#ilmweb
11
বই— তাকফির : ভুল ও উগ্রতা
[ মুখতাসার আর-রিসালাতুস সালাসিনিয়াহ ফিত-তাহযির মিনাল গুলু ফিত-তাকফির ]
মূল— শাইখ আসিম আল-বারকাওয়ি


প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
8🔥4
‘আর তোমার রবের কিতাব থেকে তোমার নিকট যে ওহি পাঠানো হয়, তুমি তা তিলাওয়াত কর। তাঁর বাণীসমূহের কোন পরিবর্তনকারী নেই এবং তিনি ছাড়া কোনো আশ্রয়স্থল তুমি পাবে না।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ২৭ ]

#ilmweb
11
'তাগূতকে অস্বীকার করা তাওহিদি কালিমার অঙ্গ এবং সমস্ত নবি-রাসুলের দাওয়াতের চাবিকাঠি।'
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ সূত্র : ইমতাউন নাযর ]
👍132
বিশুদ্ধ আকিদাহ-বিশ্বাসের অনুশীলন ছাড়া আখিরাতে যেমন পার পাওয়া যাবে না, ঠিক তেমনি দুনিয়ার জীবনেও ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হবে। মূলত মানবজীবনের যাবতীয় জীবানাচার তার আকিদাহ-বিশ্বাসেরই প্রতিফলন। মানুষ যে আদর্শ ধারণ করে, তার বাস্তবায়ন তার আচার-আচরণে প্রকাশ পায়। তাই, ইসলাম শুরুতেই মানুষের বিশ্বাসের পরিশুদ্ধির প্রতি খুব গুরুত্ব দিয়েছে। চিন্তাগত ও আত্মিক পরিবর্তনের মাঝ দিয়েই পরিশুদ্ধ সমাজব্যবস্থা আশা করা যেতে পারে।

ইসলামি আকিদাহ সহজ-সরল ও প্রাঞ্জল। সবার কাছেই বোধগম্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর এই স্বচ্ছ আকিদাহ প্রতিরক্ষাকল্পে যুগে যুগে উলামা কিরাম কলম ধরেছেন, বইপত্র লিখে গেছেন। শাইখ আসিম আল-বারকাওয়ি রচিত ‘هذه عقيدتنا’ বইটি সংক্ষিপ্ত হওয়া সত্ত্বেও এতে সমকালীন বিভিন্ন বিষয় স্থান পেয়েছে। আকিদাহ-বিষয়ক প্রাচীন বইয়ের সাথে এ এক উত্তম যোগসূত্র। 'আত-তহাবিয়াহ', 'আল-ওয়াসিতিয়াহ'র পর এর নামও নেয়া যেতে পারে।
👍9
মূল আরবি থেকে প্রথমবার অনূদিত হবার পর পুরো বইয়ের অনুবাদ যাচাই বা নিরীক্ষণ করা হয় আবারও। বোধগম্যতার সুবিধার্থে বিভিন্ন শিরোনামও সংযোজন করা হয়েছে। আমাদের পক্ষ থেকে যথাযথ নির্ভুল রাখার চেষ্টা করা হয়েছে। আশা করি বইটি পড়ে পাঠক উপকৃত হবেন। দুআ করি, আল্লাহ যেন এ বইকে কবুল করেন। পরিশুদ্ধ আকিদাহগঠনে বাংলাভাষী মুসলিমদের জন্য এ বই যেন উত্তম নির্দেশিকা হয়ে যায়।

মুখবন্ধ | আমাদের আকিদাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব 
২২ সেপ্টেম্বর, ২০২৪
👍6
ইসলামি বইমেলা ২০২৪ চলছে, আজ মেলার ৩য় দিন। প্রকাশনা বিভাগ, ইলমওয়েবের সকল বই পাওয়া যাচ্ছে পেনফিল্ড পাবলিকেশনের স্টলে, স্টল নং— ২৯। এ ছাড়াও ওয়াফিলাইফ এবং রকমারিতেও পাওয়া যাবে।

স্থান : বাইতুল মুকাররম পূর্ব গেইট।

#ilmweb
4
‘নিশ্চয়ই আল্লাহ ইমানদার ও সৎকর্মশীলদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত। আর যারা কাফির, তারা ভোগ-বিলাসে মত্ত থাকে এবং চতুষ্পদ জন্তুর মত খেতে থাকে। তাই জাহান্নামই তাদের ঠিকানা।’

[ সুরা মুহাম্মাদ,  ৪৭ : ১২ ]

#ilmweb
3👍3
পাঠক অনুভূতি
.
গতকাল বইটি “হাদিয়া হিসেবে” হাতে পেয়েছি। বইয়ের ব্যাপারে বিস্তারিত পরেও বলা যাবে। এখন যে কথাটা বলতে চাচ্ছি— বইটি পড়ার জন্য হাতে নিয়েছি। স্বভাবসুলভ অফিসে আসার পথে গাড়িতেই কয়েক পৃষ্ঠা পড়ে ফেলেছি। তারপর অফিসে এসে স্থির হয়ে বসে “লেখক পরিচিতি” শেষ করলাম। “লেখক পরিচিতি”-এর ভেতর একটা শিরোনাম রয়েছে “মহৎ চরিত্র”। এটা পড়তে যেয়ে একসঙ্গে দু’চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়েছে। কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে ভাবনার অতলে হারিয়ে গেছি—এতো মহৎ চরিত্রের মানুষ এখনো পৃথিবীতে রয়েছে! দুআ করি, আল্লাহ শাইখ আসিম আল-বারকাওয়ি-কে তার অবস্থানে অবিচল ও অটল রাখুন। যাবতীয় অনিষ্ঠতা ও চক্রান্ত থেকে রক্ষা করুন। সেই সাথে আল্লাহ তাআলা এর অনুবাদক, সম্পাদক, নিরীক্ষক ও প্রকাশক— সকলের খিদমাতকে কবুল করেন।

____
লিখেছেন : উসতায আবদুল্লাহ আল-মামুন
13🔥2👍1
‘যিনি তোমাদের জন্য যমিনকে করেছেন বিস্তৃত (যেখানে তোমরা বিশ্রাম নিতে পার), আর তাতে তোমাদের জন্য বানিয়েছেন চলার পথ—যাতে তোমরা পথ চলতে পার।’

[ সুরা আয-যুখরুফ,  ৪৩ : ১০ ]

#ilmweb
7👍1
‘দুনিয়া উপার্জনের জন্য যত দুঃখ করবেন, আখিরাতের চিন্তা ততই আপনার অন্তর থেকে বেরিয়ে যাবে।’
____
মালিক ইবনু দিনার
[ ইবনুল জাওযি, আত্মার পরিচর্যা, পৃষ্ঠা : ৭৮ ]

#ilmweb
😢7👍1
Media is too big
VIEW IN TELEGRAM
[ সুরা আল-ওয়াকিয়াহ,  ৫৬ : ৪৯-৫৬ ]

#ilmweb
👍2
‘আপনি কি ওই লোকদের দেখেননি, যারা মনে করে, আপনার ওপর যা নাযিল করা হয়েছে এবং আপনার আগে যা নাযিল করা হয়েছে, তার প্রতি ইমান এনেছে, অথচ তারা তাগূতের কাছে বিচার নিয়ে যেতে চায়? অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাগূতকে অস্বীকার করতে। মূলত শয়তান চায় তাদেরকে পথভ্রষ্ট করে অনেক দূর নিয়ে যেতে।'

[ সুরা আন-নিসা, ৪ : ৬০ ]

#ilmweb
😢43👍1
‘এই দুনিয়ার জীবন খেলা-তামাশা ও আমোদ-প্রমোদ ছাড়া কিছুই না। আর যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাস উত্তম। তবুও কি তোমরা বুঝবে না?’

[ সুরা আল-আনআম, ৬ : ৩২ ]

#ilmweb
12👍2