ilmweb
3.08K subscribers
503 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘তোমার পূর্বে আমি যে রাসুলই পাঠিয়েছি তাকে ওহীর মাধ্যমে একথাই বলেছি যে, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নেই অতএব, তোমরা আমার ইবাদত কর।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ২৫ ]

#ilmweb
11👍3
শাইখ আসিম আল-বারকাওয়ি : তাওহিদের জীবন্ত চিহ্ন
—সংকলন ও ভাষান্তর : তাইব হোসেন
.
.
বর্তমানে হক আলিমের অন্যতম একজন হলেন শাইখ আবু মুহাম্মাদ আসিম আল-বারকাওয়ি। আম্বিয়া আলাইহিমুস সালামের যোগ্য ওয়ারিশ হিসেবে তিনি তাওহিদের দাওয়াহকেই বেছে নিয়েছেন। এ পথে তিনি নির্যাতন, কারাভোগ কোনোকিছুরই পরোয়া করেননি আর বাস্তবিকই এর প্রমাণ দিয়েছেন এবং এখনো এ পথেই চলেছেন। তাওহিদের পথে তাঁর কারাজীবন পূণ্যবান সালাফদের কথাই স্মরণ করিয়ে দেয়। এ পথের দাওয়াতে শাসকশ্রেণির রক্তচক্ষু, ভ্রষ্ট ইলমধারীদের বক্তৃতা ও লেখনীর দিকে তিনি মোটেও ভ্রূক্ষেপ করেননি, বরং তিনি কিতাব ও সুন্নাহর মাধ্যমে সবার সমুচিত জবাব দিয়েছেন, বিভ্রান্তি নিরসন করেছেন এবং এখনো তা-ই করছেন। সমগ্র বিশ্বব্যাপী তাওহিদবাদীদের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে বারাকাহস্বরূপ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/শাইখ-আসিম-আল-বারকাওয়ি
👍42
শাইখ আসিম আল-বারকাওয়ি রচিত ‘আমাদের আকিদাহ’ বইয়ের সূচিপত্রসহ শর্ট পিডিএফ পড়তে ক্লিক করুন :
https://tinyurl.com/hazihiaqidatuna
🔥5👍2
‘অতএব, যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকাজ করে এবং তাঁর ইবাদতে কাউকে শরিক না করে।’

[ সুরা আল-কাহাফ, ১৮ : ১১০ ]

#ilmweb
❤‍🔥125👍2
বিরোধীদের ব্যাপারে আল্লাহর সীমালঙ্ঘন করবেন না, যদিও তারা আপনার ব্যাপারে আল্লাহর সীমালঙ্ঘন করুক না কেন। বরং আপনি যা বলবেন, তা নিয়ন্ত্রণে রাখুন। ইনসাফের দাঁড়িপাল্লায় ওজন করুন, যে ইনসাফের মাধ্যমে আসমান-জমিন দাঁড়িয়ে আছে।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
[ সূত্র : ইমতাউন নাযর ফি কাশফিশ শুবুহাতি মুরজিয়াতিল আসর ]

#ilmweb
👍42
তাঁর দাসত্বের ছায়ায়
—শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://youtu.be/74R9eY14V00
👍3
‘তারা কি ভূমির দিকে চেয়ে দেখেনি? তাতে আমি প্রত্যেক প্রকারের (সকল) উৎকৃষ্ট উদ্ভিদ উৎপন্ন করেছি।’

[ সুরা আশ-শুআরা, ২৬ : ৭ ]

#ilmweb
7👍2
প্রচলিত ভুল : অনির্দিষ্ট ও নির্দিষ্ট তাকফিরের মাঝে পার্থক্য না-করা
—শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
.
.
একইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর পথ থেকে বিচ্যুত বিভিন্ন দলের ব্যাপারে উলামা কিরামের সাধারণ কথাবার্তাগুলোর ব্যাপারটাও তা-ই। যেমন, তাঁরা বলেন, ‘জাহমিয়ারা কাফির’ বা ‘কাদরিয়ারা কাফির’ প্রভৃতি কথাবার্তা। এ ক্ষেত্রে তারা (উগ্র তাকফিরি) এসব সাধারণ কথাবার্তা ও নির্দিষ্ট ব্যক্তির ওপর সেটা প্রয়োগের মাঝে পার্থক্য করে না। ফলে যাদের কাছ থেকেই এসব কথাবার্তা শুনতে পায় বা যাদের বইয়েই এগুলো পড়ে, উল্টো তাদেরকেই তাকফির করা শুরু করে।
.
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/প্রচলিত-ভুল
👍2
‘আল্লাহ বললেন, ইবলিস! আমি যাকে নিজ হাতে সৃষ্টি করেছি তার সস্মানে সিজদা করতে কে তোমাকে নিষেধ করল? তুমি কি নিজেকে বড় মনে করো, না কি তুমি খুব উচ্চমর্যাদাসম্পন্ন?’

[ সুরা সাদ, ৩৮ : ৭৫ ]

#ilmweb
👍6🔥2
আলহামদুলিল্লাহ
অবশেষে ‘আমাদের আকিদাহ’ হাতে এসেছে।

বইটি ৩৫% ছাড়ে, ৯৫ টাকায় প্রি-অর্ডার করতে পারেন। এই অফার ২৫ অক্টোবর পর্যন্ত প্রযোজ্য।


প্রি-অর্ডার লিংক : https://forms.gle/xL6agfmosA5FGMtk6


যেকোনো প্রয়োজনে যোগাযোগ করুন :
সাদুক শপ | ফোন :+৮৮০১৭১১৭৩৪৬৩৮

https://www.facebook.com/sadooqshop
5👍3
উপমহাদেশের বিখ্যাত সংস্কারক ইমাম শাহ ইসমাইল শহিদ (রাহিমাহুল্লাহ) রাফউল ইয়াদাইনের প্রামাণ্যতা নিয়ে ‘তানওয়িরুল আইনাইন ফি ইসবাতি রাফইল ইয়াদাইন’ নামক একটি বই-ই লিখেছেন।

আল্লাহর অশেষ মেহেরবানি বইটি এক অনুবাদক মহোদয়কে এসাইন করা হয়েছে। আশা করা যায়, বাংলা ভাষায় ইলমি জগতে আরও একটি বই সংযোজন হতে যাচ্ছে, বি-ইযনিল্লাহ। সকল প্রশংসা একমাত্র আল্লাহরই।

#ilmweb
15👍7👎1
‘হে রাসুলগণ! তোমরা হালাল খাদ্যসামগ্রী থেকে আহার করো এবং সৎকাজ কর। তোমরা যা করো অবশ্যই আমি তা ভালভাবে অবগত আছি।’

[ সুরা আল-মুমিনুন, ২৩ : ৫১ ]

#ilmweb
12👍2
আমাদের প্রকাশিত শাইখ ড. আবদুল্লাহ আযযামের অনন্য আকিদাহর বই 'আকিদাহর পরিশুদ্ধি'র দ্বিতীয় সংস্করণ আসছে, ইনশাআল্লাহ। এ মাসেই প্রেসে পাঠাবার পরিকল্পনা। আল্লাহ সহায় হোন।
10👍3
‘অবশ্যই আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। তারা বলেছিল, সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে তাঁর অনেক মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।’

[ সুরা আন-নামল, ২৭ : ১৫ ]

#ilmweb
10
‘সত্যবাদী আত্মা এবং মানুষের উত্তম দুয়া এমন সেনাবাহিনী, যা কখনোই পরাজিত হয় না।’ 
____
ইমাম ইবনু তাইমিয়াহ
[ মাজমুয়ুল ফাতাওয়া : ২৮/৬৪৪ ]
11👍2
প্রতিটি বিদআতই পথভ্রষ্টতা
— ইমাম ইবনু উসাইমিন (রাহিমাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://youtu.be/BmObEPcW5Y0
👍6😱1
‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহ ও রাসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এবং জেনেশুনে নিজেদের আমানতসমূহের খিয়ানত করো না।’

[ সুরা আল-আনফাল, ৮ : ২৭ ]

#ilmweb
11👍3
আমাদের 'মাবাদিয়ুল আকিদাতিল ইসলামিয়াহ' অর্থাৎ বুনিয়াদি আকিদাহ কোর্সটি আবারও আনতে যাচ্ছি, বি-ইযনিল্লাহ। এবারের বিশেষত্ব হচ্ছে লাইভ ভিডিয়ো দারস। আগামী মাসেই ভর্তি শুরু হবে, ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোর্সটি ভালোভাবে সম্পন্ন করার তাওফিক দিন এবং উপকারী হিসেবে কবুল করুন।

ইলমওয়েব স্কুলিং, ইলমওয়েব।

#ilmweb
🔥9👍4💯1
'একটি হাদিস পেয়েই খুশি হয়ে যাওয়া, সেটি নিয়েই চলতে থাকা, এর ওপরই ইসলামের মৌলিক বিষয়াবলির ভিত স্থাপন করা এবং সংশ্লিষ্ট হাদিসকে এ সংক্রান্ত শর্তযুক্ত হাদিসের সাথে শর্তযুক্ত না-করা হচ্ছে প্রবৃত্তিপূজারীদের নীতি।'
___
শাইখ আসিম আল-বারকাওয়ি
বই— ইরজা ও মুরজিয়া : সমকালীন প্রেক্ষিত

প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
🔥9👍4
‘আর যে আল্লাহ ও তাঁর রাসুলের অবাধ্য হবে এবং তাঁর সীমারেখা লঙ্ঘন করবে তিনি তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। সেখানে সে চিরকাল থাকবে। তার জন্য রয়েছে অপমানজনক আযাব।’

[ সুরা আন-নিসা, ৪ : ১৪ ]

#ilmweb
8👍1