‘যেগুলো আমরা জানি না, সেগুলোর ব্যাপারে আমরা নীরবতা অবলম্বন করি। যে ব্যাপারে কুরআন-হাদিস নীরব, সে ব্যাপারে আমরাও নীরব। অতএব, আল্লাহ ও তাঁর রাসুল আল্লাহর যেসব গুণ সাব্যস্ত করেছেন আমরা তাতে বিশ্বাস করি। আল্লাহ ও তাঁর রাসুল আল্লাহর ব্যাপারে যা নাকচ করেছেন, আমরা তা নাকচ করি।’
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : আকিদাহর মূলনীতি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
.
.
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের পরিবেশক Jajeera.com—এর ফেইসবুক পেইজে। অথবা আপনার পছন্দের অনলাইন কিংবা অফলাইন শপে।
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : আকিদাহর মূলনীতি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
.
.
বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন আমাদের পরিবেশক Jajeera.com—এর ফেইসবুক পেইজে। অথবা আপনার পছন্দের অনলাইন কিংবা অফলাইন শপে।
❤8👍1
এই দ্বীন প্রজন্ম থেকে প্রজন্ম আমাদের কাছে পৌঁছেছে। উলামা কিরাম এই দ্বীনের সংরক্ষণের কাজ আঞ্জাম দিয়েছেন। প্রতিরক্ষা করেছেন। অবিকল রাখার সংগ্রামে অবতীর্ণ হয়েছেন। তাঁরা স্বস্ব যুগে অল্পই ছিলেন।
অতএব, উলামা কিরামের চিন্তাধারা, রুচিবোধ ও দূরদৃষ্টির বাইরে গিয়ে যে বা যারাই চিন্তা করেছেন, দ্বীনি দাওয়াত ও দ্বীনপ্রতিষ্ঠার কর্মপদ্ধতি নির্ধারণ করেছেন বা করতে চেয়েছেন, তারা বিপর্যয়ের কারণ বনে গেছেন নয়তো ব্যর্থ হয়েছেন। মূলত দ্বীনি সূত্রের পরম্পরা বা ধারাবাহিকতায় তাদের হিস্যা শূন্যপ্রায়। তাই, হকপন্থী উলামা কিরামের বলয়ের ভেতরে থেকে যাবতীয় দ্বীনি কাজের কর্মোদ্দীপন চেষ্টা-প্রচেষ্টার বিকল্প নেই। আল্লাহ আমাদের বোঝার তাওফিক দিন।
#ilmweb
অতএব, উলামা কিরামের চিন্তাধারা, রুচিবোধ ও দূরদৃষ্টির বাইরে গিয়ে যে বা যারাই চিন্তা করেছেন, দ্বীনি দাওয়াত ও দ্বীনপ্রতিষ্ঠার কর্মপদ্ধতি নির্ধারণ করেছেন বা করতে চেয়েছেন, তারা বিপর্যয়ের কারণ বনে গেছেন নয়তো ব্যর্থ হয়েছেন। মূলত দ্বীনি সূত্রের পরম্পরা বা ধারাবাহিকতায় তাদের হিস্যা শূন্যপ্রায়। তাই, হকপন্থী উলামা কিরামের বলয়ের ভেতরে থেকে যাবতীয় দ্বীনি কাজের কর্মোদ্দীপন চেষ্টা-প্রচেষ্টার বিকল্প নেই। আল্লাহ আমাদের বোঝার তাওফিক দিন।
#ilmweb
❤13👍2