ilmweb
3.08K subscribers
505 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
আল্লাহর শরিয়াত অমোঘ, ত্রুটিহীন ও পরিপূর্ণ। কারণ, এই আইন আল্লাহর নাযিলকৃত কুরআন-সুন্নাহ। এটা বাস্তবে প্রমাণিত যে, এ আইনই একমাত্র কার্যকর। উমার রাদিয়াল্লাহু আনহুসহ তাঁর পরে যখন শারিয়াত দ্বারা শাম, ফিলিস্তিন প্রভৃতি শাসিত হয়েছিল, সেটাই একমাত্র সময় ছিল যখন মুসলিম ও ইহুদি-খ্রিষ্টানরা শান্তিতে বসবাস করত। এই আইন স্রষ্টার পক্ষ থেকে এসেছে। সৃষ্টির জন্য কোনটা উত্তম, তা আল্লাহ ছাড়া আর কে ভালো জানবে?

____
শাইখ আহমাদ মুসা জিবরিল

বই : আলোর মিছিল
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
13👍2
‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বল; তাহলে তিনি তোমাদের আমলসমূহ সংশোধন করে দেবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। আর কেউ আল্লাহ ও তাঁর রাসুলের কথা মেনে চললে অবশ্যই সে বড় সাফল্য লাভ করবে।’

[ সুরা আল-আহযাব, ৩৩ : ৭০-৭১ ]

#ilmweb
12👍2
মানুষ পরিবর্তন হয়, বিশ্বাসও পরিবর্তন করে। আর কীভাবে সংবাদ, পরিস্থিতি আর সরকার পরিবর্তনের সাথে সাথে মানুষও পরিবর্তন হয়! আল্লাহর ইচ্ছা ও আমাদের পরিবারের ওপর তাঁর রহমত যে, আমি যে মানহাজের ওপর আছি, ছোট থাকতেই বাবা আমাকে এই মানহাজের শিক্ষা দিয়েছিলেন। আল্লাহর শপথ, আমি বিন্দুমাত্রও পরিবর্তন করিনি।

____
শাইখ আহমাদ মুসা জিবরিল

বই : আলোর মিছিল
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
17👍2😁1
‘আমি কেন সেই মহান সত্তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তোমাদেরকেও তো তাঁর কাছেই ফিরে যেতে হবে।’

[ সুরা ইয়াসিন, ৩৬ : ২২ ]

#ilmweb
18
উলামায়ে কিরামের সান্নিধ্যে
-- শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://www.youtube.com/watch?v=BeKeTL6-edM&t=4s
7
‘অবশ্যই আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। তারা বলেছিল, সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে তাঁর অনেক মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।’

[ সুরা আল-নামল, ২৭ : ১৫ ]

#ilmweb
13👍1
~ সাময়িক পোস্ট ~

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব থেকে প্রকাশিতব্য দুটো বইয়ের জন্য প্রচ্ছদ ডিজাইনার আবশ্যক। যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এবং বাংলা টাইপো পারেন, যোগাযোগ করুন।

যোগাযোগ : ফেইসবুক পেইজ ইনবক্স
‘যে কবরের ইলম চায় তার উচিত হাদিসের অনুসরণ করা। আর যে রুটির জ্ঞান চায় তার জন্য রয়েছে রায়।’
____
ইমাম আহমাদ ইবনু শাবাওয়াইহ
[ ইমাম যাহাবি, সিয়ারু আলামিন নুবালা : ৯/৮১, তাহযিবুল কামাল : ১/৪৩৫ ]

#ilmweb
12👍2
‘আল্লাহ যার জন্য চান জীবিকা বাড়িয়ে দেন এবং (যার জন্য চান তা) সংকুচিত করেন। তারা পার্থিব জীবন নিয়ে আনন্দ করে, অথচ এই পার্থিব জীবন পরকালের তুলনায় ক্ষণিকের ভোগমাত্র।’

[ সুরা আর-রাদ, ১৩ : ২৬ ]

#ilmweb
👍104
Media is too big
VIEW IN TELEGRAM
[সুরা আলি-ইমরান, ০৩ : ১৪-১৫] || ilmweb Publishing
3❤‍🔥2
‘যার ওপর আযাবের হুকুম ধার্য হয়ে গেছে তুমি কি সেই জাহান্নামীকে রক্ষা করতে পারবে?’

[ সুরা আয-যুমার,  ৩৯ : ১৯ ]

#ilmweb
😢17👍1
তাঁর (নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আনুগত্য করো, আকল হৃদয়াঙ্গম করুক বা না-করুক।’
____
ইমাম ইবনু তাইমিয়াহ
[ মাজমুয়ুল ফাতাওয়া, খণ্ড : ৩, পৃষ্ঠা : ২৪৫ ]
👍114
'জেনে রাখো, আল্লাহর প্রিয় বান্দাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না।'
[ সুরা ইউনুস, ১০ : ৬২ ]

#ilmweb
13👍1
‘গুনাহের শাস্তি হিসেবে এই যথেষ্ট, তা তোমাকে ইচ্ছা সত্ত্বেও আল্লাহর ইবাদত থেকে ফিরিয়ে রাখে।’
____
ইমাম ইবনুল কাইয়িম 
[ আদ-দা ওয়াদ-দাওয়া, পৃষ্ঠা : ৮৭ ]

#ilmweb
😢105❤‍🔥1👍1
আমাকে চিন্তাগত দিকনির্দেশনা দিয়েছেন সাইয়িদ কুতুব, আকিদাহগত ইবনু তাইমিয়াহ, রুহানিয়াত (আত্মিক শক্তি) ইবনুল কাইয়িম এবং ফিকহে নাওয়াবি। এই চারজন আমার জীবনে গভীর প্রভাব ফেলেছেন।
___
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
[ শুয়ুখুশ শাইখ আবদুল্লাহ আযযাম, পৃষ্ঠা : ৪৭ ]

#ilmweb
15👍2🔥2
‘যারা অপকর্ম করে তারা কি মনে করে যে, আমি তাদেরকে ইমানদার ও সৎকর্মশীলদের মত গণ্য করব? তাদের (সবার) জীবন ও মৃত্যু কি সমান? তাদের বিচার কত খারাপ ( ও অযৌক্তিক)!

[ সুরা আল-জাসিয়াহ,  ৪৫ : ২১ ]

#ilmweb
8👍2😢2
শিরকের ভয়াবহতা

- আল্লাহ শিরক ক্ষমা করবেন না।

- মূল্যহীন সৃষ্টিকে আল্লাহর পাশাপাশি মর্যাদা দেয়া হয়। এটা যুলমের চূড়ান্ত পর্যায়। আল্লাহ বলেন,

إِنَّ ٱلشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
‘নিশ্চয়ই শিরক মহাযুলম।’ [সুরা লুকমান, ৩১ : ১৩]

- শিরক সৃষ্টির উদ্দেশ্যবিরোধী। সৃষ্টির উদ্দেশ্যই এক আল্লাহর ইবাদত করা।

- উম্মাহর মাঝে শিরকের ব্যাপকতা লাভ করা মানেই উম্মাহ ধ্বংসপ্রাপ্ত। কীভাবে? যেদিন দুনিয়াতে ‘আল্লাহ, আল্লাহ’ বলা লোক থাকবে না, সেদিন কিয়ামত আসবে। তাওহিদ নেই, তো এ পৃথিবী বাকি থাকার কোনো কারণও আর নেই।

- শিরক আল্লাহর প্রতি কুধারণা। এর মাধ্যমে বান্দা আল্লাহর অবমাননা করছে।

____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : আকিদাহর মূলনীতি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
👍7
‘আমি কত জনপদ ধ্বংস করে দিয়েছি, যারা যালিম ছিল এবং তাদের পরে অন্য জনগোষ্ঠী সৃষ্টি করেছি।’

[ সুরা আল-আম্বিয়া,  ২১ : ১১ ]

#ilmweb
6👍1
‘শাইখুল ইসলাম (ইবনু তাইমিয়াহ) মানুষের প্রয়োজন পূরণে অত্যন্ত আন্তরিকতার সাথে ছুটে যেতেন। তিনি জানতেন তিনি যদি কারও সাহায্য করেন, আল্লাহও তাকে সাহায্য করবেন।’
___
ইমাম ইবনুল কাইয়িম
[ রওযাতুল মুহিব্বিন : ১/১৬৮ ]

#ilmweb
15👍2
‘আর আমি যদি মানুষকে আমার অনুগ্রহের স্বাদ গ্রহণ করাই এবং পরে তা প্রত্যাহার করে নেই তাহলে নিশ্চয়ই সে ভীষণ হতাশ ও অকৃতজ্ঞ হয়।’

[ সুরা হুদ, ১১ : ৯ ]

#ilmweb
10👍1