ilmweb
2.99K subscribers
454 photos
36 videos
195 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘তোমার সবসময়কার দাওয়াহ, চেষ্টা ও সাহায্য যেন তাওহিদের প্রতি হয়, যদিও তুমি একা হও। আর অন্য সব রাস্তা বিপরীতদের জন্য ছেড়ে দাও। অধিকাংশদের দেখে ধোঁকায় পড়ো না।’
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ ইমতাউন নাযর ]

#ilmweb
‘আর যারা ইমান আনে এবং সৎকর্ম করে, আমি অবশ্যই তাদেরকে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করব।’

[ সুরা আল-আনকাবুত, ২৯ : ৯ ]

#ilmweb
‘চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু রেখো। সবচেয়ে খারাপ (কর্কশ) স্বর হল গাধার কণ্ঠস্বর।’

[ সুরা লুকমান, ৩১ :১৯ ]

#ilmweb
‘যারা চায়, মুমিনদের মধ্যে অশ্লীলতার প্রসার ঘটুক, তাদের জন্য দুনিয়ায় ও আখিরাতে যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ (সবকিছু) জানেন, তোমরা জান না।’

[ সুরা আন-নুর, ২৪ : ১৯ ]

# ilmweb
‘অধিকাংশ মানুষের সাওম ত্রুটিপূর্ণ। সাদাকাহ সেগুলো মিটিয়ে ফেলতে সাহায্য করে।’
____
ইমাম ইবনু রজব
[ লাতায়িফুল মাআরিফ, পৃষ্ঠা : ২৩২ ]
‘এমন কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দিতে পারে? তার জন্য তিনি তা বহুগুণ বাড়িয়ে দিবেন। উপরন্তু তার জন্য রয়েছে এক সম্মানজনক প্রতিদান (জান্নাত)।’

[ সুরা আল-হাদীদ, ৫৭ : ১১ ]

# ilmweb
‘এমন মাসআলায় কথা বলা থেকে বিরত থাক, যেখানে তোমার কোনো ইমাম নেই।’
____
ইমাম নাসিরুদ্দিন আলবানি
[ জুহুদুল ইমাম আলবানি : ৩/২৪৩ ]

#ilmweb
‘মানুষের মধ্যে এমন মানুষও আছে যে আল্লাহ সম্পর্কে না জেনে তর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে।’

[ সুরা আল-হাজ্জ, ২২ : ৩ ]

#ilmweb
আসুন আমরা এক নতুন অধ্যায়ের সূচনা করি। এটি হবে সহমর্মিতা ও ভ্রাতৃত্বের, ভালোবাসা ও হৃদ্যতার।
____
শাইখ আসিম আল-বারকাওয়ি
‘এ ব্যাপারে যাবতীয় কর্তৃত্ব ক্ষমতা সেই সত্যিকার আল্লাহর জন্যই নির্দিষ্ট।  পুরস্কার দানে তিনিই উৎকৃষ্ট, আর সফল পরিণাম দানে তিনিই শ্রেষ্ঠ।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ৪৪ ]

#ilmweb
আল্লাহর শরিয়াত অমোঘ, ত্রুটিহীন ও পরিপূর্ণ। কারণ, এই আইন আল্লাহর নাযিলকৃত কুরআন-সুন্নাহ। এটা বাস্তবে প্রমাণিত যে, এ আইনই একমাত্র কার্যকর। উমার রাদিয়াল্লাহু আনহুসহ তাঁর পরে যখন শারিয়াত দ্বারা শাম, ফিলিস্তিন প্রভৃতি শাসিত হয়েছিল, সেটাই একমাত্র সময় ছিল যখন মুসলিম ও ইহুদি-খ্রিষ্টানরা শান্তিতে বসবাস করত। এই আইন স্রষ্টার পক্ষ থেকে এসেছে। সৃষ্টির জন্য কোনটা উত্তম, তা আল্লাহ ছাড়া আর কে ভালো জানবে?

____
শাইখ আহমাদ মুসা জিবরিল

বই : আলোর মিছিল
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
‘হে ইমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বল; তাহলে তিনি তোমাদের আমলসমূহ সংশোধন করে দেবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দেবেন। আর কেউ আল্লাহ ও তাঁর রাসুলের কথা মেনে চললে অবশ্যই সে বড় সাফল্য লাভ করবে।’

[ সুরা আল-আহযাব, ৩৩ : ৭০-৭১ ]

#ilmweb
মানুষ পরিবর্তন হয়, বিশ্বাসও পরিবর্তন করে। আর কীভাবে সংবাদ, পরিস্থিতি আর সরকার পরিবর্তনের সাথে সাথে মানুষও পরিবর্তন হয়! আল্লাহর ইচ্ছা ও আমাদের পরিবারের ওপর তাঁর রহমত যে, আমি যে মানহাজের ওপর আছি, ছোট থাকতেই বাবা আমাকে এই মানহাজের শিক্ষা দিয়েছিলেন। আল্লাহর শপথ, আমি বিন্দুমাত্রও পরিবর্তন করিনি।

____
শাইখ আহমাদ মুসা জিবরিল

বই : আলোর মিছিল
প্রকাশিতব্য, ইনশাআল্লাহ
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব

#ilmweb
‘আমি কেন সেই মহান সত্তার ইবাদত করব না, যিনি আমাকে সৃষ্টি করেছেন? আর তোমাদেরকেও তো তাঁর কাছেই ফিরে যেতে হবে।’

[ সুরা ইয়াসিন, ৩৬ : ২২ ]

#ilmweb
উলামায়ে কিরামের সান্নিধ্যে
-- শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ) || ilmweb Publishing

ইউটিউব : https://www.youtube.com/watch?v=BeKeTL6-edM&t=4s
‘অবশ্যই আমি দাউদ ও সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। তারা বলেছিল, সকল প্রশংসা সেই মহান আল্লাহর যিনি আমাদেরকে তাঁর অনেক মুমিন বান্দার ওপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন।’

[ সুরা আল-নামল, ২৭ : ১৫ ]

#ilmweb
~ সাময়িক পোস্ট ~

প্রকাশনা বিভাগ, ইলমওয়েব থেকে প্রকাশিতব্য দুটো বইয়ের জন্য প্রচ্ছদ ডিজাইনার আবশ্যক। যাদের এ বিষয়ে অভিজ্ঞতা রয়েছে এবং বাংলা টাইপো পারেন, যোগাযোগ করুন।

যোগাযোগ : ফেইসবুক পেইজ ইনবক্স
‘যে কবরের ইলম চায় তার উচিত হাদিসের অনুসরণ করা। আর যে রুটির জ্ঞান চায় তার জন্য রয়েছে রায়।’
____
ইমাম আহমাদ ইবনু শাবাওয়াইহ
[ ইমাম যাহাবি, সিয়ারু আলামিন নুবালা : ৯/৮১, তাহযিবুল কামাল : ১/৪৩৫ ]

#ilmweb
‘আল্লাহ যার জন্য চান জীবিকা বাড়িয়ে দেন এবং (যার জন্য চান তা) সংকুচিত করেন। তারা পার্থিব জীবন নিয়ে আনন্দ করে, অথচ এই পার্থিব জীবন পরকালের তুলনায় ক্ষণিকের ভোগমাত্র।’

[ সুরা আর-রাদ, ১৩ : ২৬ ]

#ilmweb
Media is too big
VIEW IN TELEGRAM
[সুরা আলি-ইমরান, ০৩ : ১৪-১৫] || ilmweb Publishing