প্রকৃতপক্ষে ওয়ারার (আল্লাহভীতি) একটি শুরু ও শেষ আছে। আর এ দুয়ের মাঝে রয়েছে বিভিন্ন স্তর। এ ব্যাপারে যে যত কঠোর হবে, সে তত দ্রুত পুলসিরাত পার হবে। তার বোঝা হালকা হবে। বান্দার ওয়ারার স্তর অনুযায়ী পরকালে ভিন্ন ভিন্ন মনযিল হবে।
____ ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি বই : চরিত্রশুদ্ধি (ইলমওয়েব পাবলিশিং)
‘আল্লাহ কীভাবে এক একটি উপমা দিয়েছেন তুমি কি তা লক্ষ্য করনি? একটি ভাল কথা একটি ভাল গাছের মত, যার শিকড় খুব মজবুত এবং যার শাখা-প্রশাখা আকাশে (অনেক ওপরে) বিস্তৃত।’
‘তোমার সবসময়কার দাওয়াহ, চেষ্টা ও সাহায্য যেন তাওহিদের প্রতি হয়, যদিও তুমি একা হও। আর অন্য সব রাস্তা বিপরীতদের জন্য ছেড়ে দাও। অধিকাংশদের দেখে ধোঁকায় পড়ো না।’ ____ শাইখ আসিম আল-বারকাওয়ি [ ইমতাউন নাযর ]