ilmweb
3.08K subscribers
504 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
ইমান ও কুফর একত্রে বসবাস করতে পারে না। আল্লাহর শরিয়াতের ওপর আনুগত্যের শপথ যদি ইমান-তাওহিদ হয়, তবে মানবরচিত শরিয়াত-সংবিধানের ওপর আনুগত্যের শপথ অবশ্যই কুফর-শিরক হতে বাধ্য। নির্জলা কুফর, নির্জলা শিরক।

‘তবে কি তারা জাহিলিয়াতের বিধান কামনা করে? দৃঢ় ইমানদারদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে? [ সুরা আল-মায়িদাহ, ৫ : ৫০ ]

#ilmweb
👍82
‘না, তোমার রবের শপথ, তারা ইমানদার হবে না, যতক্ষণ না তারা নিজেদের বিবদমান বিষয়ে তোমাকে বিচারক মানে। তারপর তুমি যে ফায়সালা দাও তাতে তাদের মন সবরকম সংকীর্ণতামুক্ত থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়।’ 

[ সুরা আন-নিসা, ৪ : ৬৫ ]

#ilmweb
10
মানবজাতি যে দুঃখকষ্টের মোকাবেলা করছে, যেসব রোগে আক্রান্ত হয়েছে, এ সবকিছুর একমাত্র সমাধান মহান আল্লাহর এই কিতাবের মাঝেই রয়েছে। কিতাবুল্লাহর কাছে সমস্ত বিচার-ফায়সালা ন্যস্ত করা ঐচ্ছিক কোনো বিষয় নয়, বরং এরই নাম ইমান। আল্লাহর শরিয়াতের কাছে বিচার-ফায়সালা ন্যস্ত করা ছাড়া ইমান ও ইসলামের কোনোই গ্রহণযোগ্যতা নেই। এর অনুপস্থিতি মানে ইসলামেরই অনুপস্থিতি।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম

আকিদাহর পরিশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
6
‘বিধান দেয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারও নেই। তিনি আদেশ করেছেন যে, তোমরা তাঁকে ছাড়া আর কারো ইবাদাত করবে না।’ 

[ সুরা ইউসুফ, ১২ : ৪০ ]

#ilmweb
14
‘যেদিন তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম, তিনি তাদের জন্য প্রস্তুত রেখেছেন সম্মানজনক প্রতিদান।’

[ সুরা আল-আহযাব,  ৩৩ : ৪৪ ]

#ilmweb
14🕊1
‘সত্য তোমার রবের পক্ষ থেকেই, সুতরাং তুমি সন্দেহ পোষণকারীদের অন্তর্ভুক্ত হয়ো না।’

[সুরা আলি ইমরান, ৩ : ৬০]

#ilmweb
9
এক নেককারকে কিছু শাসক জিজ্ঞেস করেছিল, ‘আমাদের কাছে কেন আসেন না?’
তিনি বললেন, ‘আমার আশঙ্কা হয় আপনারা আমাকে ঘনিষ্ঠ করলে প্ররোচিত করতেন, আর দূরে রাখলে বঞ্চিত করতেন। তবে আমি যা চাই আপনাদের হাতে তার কিছুই নেই। আর আমার হাতেও হারানোর মতো কিছু নেই।’
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি (ইলমওয়েব পাবলিশিং)

#ilmweb
7
‘যা কিছু আসমানে আছে আর যা কিছু যমিনে আছে সবই আল্লাহর প্রশংসা ও মহিমা ঘোষণা করছে। রাজত্ব তাঁরই, প্রশংসা তাঁরই। আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।’

[ সুরা আত–তাগাবুন, ৬৪ : ১ ]

#ilmweb
8🥰3
যে হক শুনল, অতঃপর হক জানার পরেও সে তা অস্বীকার করল, সে আল্লাহর ওপর অহংকারী লোকদের অন্তর্ভুক্ত। আর যে ভুলকে শক্তিশালী করল সে শয়তানের বাহিনীর অন্তর্ভুক্ত।

——
ইমাম ইবনু বাত্তাহ আল-উকবারি
[ আল-ইবানাতুল কুবরা : ২/৫৩৫ ]
9👍1
‘রাসুলগণ (তাদের শত্রুর বিরুদ্ধে আল্লাহর কাছে) বিজয় কামনা করেছিল এবং প্রত্যেক দাম্ভিক স্বেচ্ছাচারী ব্যর্থ হয়েছিল।’

[ সুরা ইবরাহিম,  ১৪ : ১৫ ]

#ilmweb
8
‘হে ইমানদারগণ! তোমরা যদি আল্লাহকে সাহায্য কর তাহলে তিনিও তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদের পা ( অবস্থান) সুদৃঢ় করবেন।’

[ সুরা মুহাম্মাদ,  ৪৭ : ৭ ]

#ilmweb
8👍1
প্রকৃতপক্ষে ওয়ারার (আল্লাহভীতি) একটি শুরু ও শেষ আছে। আর এ দুয়ের মাঝে রয়েছে বিভিন্ন স্তর। এ ব্যাপারে যে যত কঠোর হবে, সে তত দ্রুত পুলসিরাত পার হবে। তার বোঝা হালকা হবে। বান্দার ওয়ারার স্তর অনুযায়ী পরকালে ভিন্ন ভিন্ন মনযিল হবে।

____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি (ইলমওয়েব পাবলিশিং)
9
‘আমি তোমাদেরকে যমিনে প্রতিষ্ঠিত করেছি, আর সেখানে তোমাদের জন্য জীবিকার ব্যবস্থা করেছি। কিন্তু তোমরা খুব সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ কর।’

[ সুরা আল-আরাফ, ৭ : ১০ ]

#ilmweb
13
কী হতে পারে সেই ব্যক্তির হুকুম, যে বিচার, শাসন ও আইনপ্রণয়নের ক্ষেত্রে মানবরচিত সংবিধান এবং আইনকে আল্লাহর কিতাবের মর্যাদায় উঠিয়ে দেয়?

____
শাইখ আসিম আল-বারকাওয়ি
[ ইমতাউন নাযর ]
😢7
‘কোন জাতি তার নির্ধারিত সময়কে এগিয়ে আনতে পারে না, কিংবা তা বিলম্বিতও করতে পারে না।’

[ সুরা আল-মুমিনুন, ২৩ : ৪৩ ]

#ilmweb
11👍3
‘তোমার নফস শত্রুর মতো। দ্বীনদারিতায় আন্তরিক পেলে তোমার আনুগত্য করে। আর দুর্বলতা দেখলে তোমাকে বন্দি করবে।’
____
ইমাম ইবনুল কাইয়িম
[বাদায়িয়ুল ফাওয়ায়িদ, খণ্ড : ৩, পৃষ্ঠা : ১২০২]
😢171👍1
‘তারা বলল, হায় আমাদের দুর্ভোগ! আমরা তো অবশ্যই যালিম ছিলাম।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ১৪ ]

#ilmweb
😢5
বিশিষ্ট তাবিয়ি সুফিয়ান সাওরি রাহিমাহুল্লাহ বলেন, “যালিমের দীর্ঘায়ু কামনাকারী আল্লাহর অবাধ্যতা কামনা করল।”
___
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি (ইলমওয়েব পাবলিশিং)
12👍2
‘যাকে ইচ্ছে তিনি শাস্তি দেন আর যার প্রতি ইচ্ছে তিনি রহমত বর্ষণ করেন আর তাঁর কাছেই তোমাদেরকে ফিরিয়ে নেয়া হবে।’

[ সুরা আল-আনকাবুত, ২৯ : ২১ ]

#ilmweb
5👍1
আসছে, ইনশাআল্লাহ...

বই : আমাদের আকিদাহ (হাযিহি আকিদাতুনা)
লেখক : শাইখ আসিম আল-বারকাওয়ি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
8👍2