আল্লাহর দ্বীনের সাহায্যের জন্য কোমর বেঁধে নামুন। বিরুদ্ধাবাদী ও অসহযোগীদের দেখে মন ভাঙবেন না। তাদের প্রতি ভ্রুক্ষেপ করবেন না। আসমান-জমিনের পরাক্রমশালী রবের সামনে নালিশের দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন, যেন আমরা আমাদের অভিভাবক সাহায্যকারীর কাছে দ্বীনের শত্রু ও সহযোগীদের বিরুদ্ধে নালিশ করতে পারি।
———
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
[ইমতাউন নাযর ফি কাশফিশ শুবুহাতি মুরজিয়াতিল আসর]
#ilmweb
———
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
[ইমতাউন নাযর ফি কাশফিশ শুবুহাতি মুরজিয়াতিল আসর]
#ilmweb
❤11👍1
ইমান ও কুফর একত্রে বসবাস করতে পারে না। আল্লাহর শরিয়াতের ওপর আনুগত্যের শপথ যদি ইমান-তাওহিদ হয়, তবে মানবরচিত শরিয়াত-সংবিধানের ওপর আনুগত্যের শপথ অবশ্যই কুফর-শিরক হতে বাধ্য। নির্জলা কুফর, নির্জলা শিরক।
‘তবে কি তারা জাহিলিয়াতের বিধান কামনা করে? দৃঢ় ইমানদারদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে? [ সুরা আল-মায়িদাহ, ৫ : ৫০ ]
#ilmweb
‘তবে কি তারা জাহিলিয়াতের বিধান কামনা করে? দৃঢ় ইমানদারদের জন্য আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে? [ সুরা আল-মায়িদাহ, ৫ : ৫০ ]
#ilmweb
👍8❤2
মানবজাতি যে দুঃখকষ্টের মোকাবেলা করছে, যেসব রোগে আক্রান্ত হয়েছে, এ সবকিছুর একমাত্র সমাধান মহান আল্লাহর এই কিতাবের মাঝেই রয়েছে। কিতাবুল্লাহর কাছে সমস্ত বিচার-ফায়সালা ন্যস্ত করা ঐচ্ছিক কোনো বিষয় নয়, বরং এরই নাম ইমান। আল্লাহর শরিয়াতের কাছে বিচার-ফায়সালা ন্যস্ত করা ছাড়া ইমান ও ইসলামের কোনোই গ্রহণযোগ্যতা নেই। এর অনুপস্থিতি মানে ইসলামেরই অনুপস্থিতি।
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
আকিদাহর পরিশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
____
শাইখ ড. আবদুল্লাহ আযযাম
আকিদাহর পরিশুদ্ধি
প্রকাশনা বিভাগ, ইলমওয়েব
❤6
এক নেককারকে কিছু শাসক জিজ্ঞেস করেছিল, ‘আমাদের কাছে কেন আসেন না?’
তিনি বললেন, ‘আমার আশঙ্কা হয় আপনারা আমাকে ঘনিষ্ঠ করলে প্ররোচিত করতেন, আর দূরে রাখলে বঞ্চিত করতেন। তবে আমি যা চাই আপনাদের হাতে তার কিছুই নেই। আর আমার হাতেও হারানোর মতো কিছু নেই।’
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি (ইলমওয়েব পাবলিশিং)
#ilmweb
তিনি বললেন, ‘আমার আশঙ্কা হয় আপনারা আমাকে ঘনিষ্ঠ করলে প্ররোচিত করতেন, আর দূরে রাখলে বঞ্চিত করতেন। তবে আমি যা চাই আপনাদের হাতে তার কিছুই নেই। আর আমার হাতেও হারানোর মতো কিছু নেই।’
____
ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি
বই : চরিত্রশুদ্ধি (ইলমওয়েব পাবলিশিং)
#ilmweb
❤7