ই–বুক : যুলহিজ্জার প্রথম দশ দিন
শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ
আমাদের ওয়েবসাইট থেকে পড়তে ভিজিট করুন :
https://tinyurl.com/iw-julhizza
শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ
আমাদের ওয়েবসাইট থেকে পড়তে ভিজিট করুন :
https://tinyurl.com/iw-julhizza
❤5🥰3
ফিকহি বৈধ মতভিন্নতা সহ্য করা যেন ইলমের সারনির্যাস। এটি ইসলামি ইলমের সৌন্দর্য তো অবশ্যই। একজন রব্বানি আলিম যেমন বৈধ ফিকহি মতে উদার, ঠিক বিশুদ্ধ মতটি উদ্ধারেও সদা তৎপর। সত্য যেন তাঁর হারানো সম্পদ৷ তবে ইসলামি ভ্রাতৃত্ব ও সামাজিক একতা রক্ষার দিকেও নজর রাখতে হবে। একাধিক মতের প্রশস্ততায় সচেতন হতে হবে, সচেতন করতে হবে। নয়তো যেকোনো বাড়াবাড়িই বয়ে আনতে পারে মহাদুর্ভোগ। আল্লাহ আমাদের হিফাযত করুন।
#ilmweb
#ilmweb
🥰2💯1
মুশরিকদের চতুর্থ দলটি হলো পিরপূজারির দল। এদের বক্তব্য হচ্ছে, যখন আল্লাহর কোনো নেক বান্দা ইবাদত-বন্দেগি, সাধনা ও মুজাহাদার মাধ্যমে আল্লাহর দরবারে মুসতাজাবুদ দাওয়াহর (যাঁদের দুআ কবুল হয়) মর্যাদালাভ করে আল্লাহর মকবুল বান্দা হয়ে যায় এবং তাঁর দরবারে শাফাআত করার মর্যাদালাভ করে, তখন সেই বান্দার মৃত্যুর পর তার রুহ (আত্মা) বিরাট শক্তিশালী ও ক্ষমতাশালী হয়ে যায়।
অতএব, যে ব্যক্তি তাদের রূপ-চেহারার ধ্যান করবে অথবা তাদের থাকার জায়গা ও কবরকে খুব বিনয়াবনতার সাথে সাজদাহ করবে, তাদের যাবতীয় অবস্থা সম্পর্কে এই বুযুর্গের রুহ (আত্মা) অবহিত হয়ে থাকে এবং দুনিয়া ও আখিরাতে তার মনোবাসনা পূর্ণ করে দিয়ে তার জন্য শাফাআতকারী হয়ে যায়।
উল্লেখিত শিরকি মতবাদগুলোর খণ্ডন ও বাতিল ঘোষণার বেলায় আল-কুরআনে অগণিত আয়াত এবং বহু হাদিস বর্ণিত হয়েছে।
____
ইমাম শাহ ওয়ালিউল্লাহু দেহলবি (রাহিমাহুল্লাহ)
[ আল-বালাগুল মুবিন, পৃষ্ঠা : ৪৯ ]
#ilmweb
অতএব, যে ব্যক্তি তাদের রূপ-চেহারার ধ্যান করবে অথবা তাদের থাকার জায়গা ও কবরকে খুব বিনয়াবনতার সাথে সাজদাহ করবে, তাদের যাবতীয় অবস্থা সম্পর্কে এই বুযুর্গের রুহ (আত্মা) অবহিত হয়ে থাকে এবং দুনিয়া ও আখিরাতে তার মনোবাসনা পূর্ণ করে দিয়ে তার জন্য শাফাআতকারী হয়ে যায়।
উল্লেখিত শিরকি মতবাদগুলোর খণ্ডন ও বাতিল ঘোষণার বেলায় আল-কুরআনে অগণিত আয়াত এবং বহু হাদিস বর্ণিত হয়েছে।
____
ইমাম শাহ ওয়ালিউল্লাহু দেহলবি (রাহিমাহুল্লাহ)
[ আল-বালাগুল মুবিন, পৃষ্ঠা : ৪৯ ]
#ilmweb
❤12
ইলম গোপন নয় বরং দাওয়াত বা শিক্ষাদানে ধারাবাহিকতা বজায় রাখার উদ্দেশ্যে সত্যের কিছু অংশ বলা থেকে বিরত থাকাটা জায়িয। বরং সবকিছু এভাবেই হওয়া উচিত। এর দ্বিতীয় কোনো পথ নেই। আসলে দ্বীনের সব বিষয় একদিনে কেউ শিখে ফেলতে পারে না। এ ক্ষেত্রে ধারাবাহিক হওয়াটা জরুরি।
_
শাইখ নাসির ইবনু হামাদ আল-ফাহাদ
[ আত-তানকিল : ১/২৬ ]
#ilmweb
_
শাইখ নাসির ইবনু হামাদ আল-ফাহাদ
[ আত-তানকিল : ১/২৬ ]
#ilmweb
👍5
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
তাওহিদের প্রতিধ্বনি হোক উইঘুর থেকে আকসাজুড়ে। প্রতিটি নির্যাতিত জনপদে আল্লাহর তাওহিদের স্লোগানে মুখরিত হোক। মুওয়াহহিদ মুসলিমদের আত্মা কেবল তখনই প্রশান্ত হতে পারে, যখন সকল কুফরি শক্তির পতন ঘটবে। দ্বীন হয়ে যাবে কেবল আল্লাহরই জন্য।
এক উম্মাহ, এক দেহ।
#ilmweb
তাওহিদের প্রতিধ্বনি হোক উইঘুর থেকে আকসাজুড়ে। প্রতিটি নির্যাতিত জনপদে আল্লাহর তাওহিদের স্লোগানে মুখরিত হোক। মুওয়াহহিদ মুসলিমদের আত্মা কেবল তখনই প্রশান্ত হতে পারে, যখন সকল কুফরি শক্তির পতন ঘটবে। দ্বীন হয়ে যাবে কেবল আল্লাহরই জন্য।
এক উম্মাহ, এক দেহ।
#ilmweb
❤18❤🔥1