সালাফদের আকিদাহ : সিফাতের প্রকাশ্য অর্থগ্রহণ
— শাইখ আনওয়ার শাহ কাশ্মিরি
.
.
কয়েকজন সালাফ যেমন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দিকে সম্পৃক্ত করে বলা হয়, তাঁরা কুরআনের মুকাত্তাআত (যেমন, আলিফ লাম মিম, কাফ, হা-মিম, সাদ) আয়াতগুলোর মূল অর্থ ও উদ্দেশ্য জানেন। যদি বিষয়টি সহিহও ধরা হয়, তবু এর উদ্দেশ্য হলো, সম্ভাব্য কিছু অর্থ ও উদ্দেশ্য বর্ণনা করা। আমাদের মাযহাবের (হানাফি) নির্ভরযোগ্য একটি কিতাব ‘জামিয়ুল ফুসুলাইন’ থেকে ধারণা হয় যে, মুতাশাবিহাতের শাব্দিক অর্থ করাও নিষিদ্ধ। কিন্তু আমার মেধা বলে, নিষিদ্ধ তো মুতাশাবিহাতের তাফসির (ব্যাখ্যা) করা। মূলত শব্দের অধীনে যে অর্থ রয়েছে, এর অনুবাদ নিষিদ্ধ নয়। যেমন হাত, পা ইত্যাদি।
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/সালাফদের-আকিদাহ
#ilmweb
— শাইখ আনওয়ার শাহ কাশ্মিরি
.
.
কয়েকজন সালাফ যেমন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুর দিকে সম্পৃক্ত করে বলা হয়, তাঁরা কুরআনের মুকাত্তাআত (যেমন, আলিফ লাম মিম, কাফ, হা-মিম, সাদ) আয়াতগুলোর মূল অর্থ ও উদ্দেশ্য জানেন। যদি বিষয়টি সহিহও ধরা হয়, তবু এর উদ্দেশ্য হলো, সম্ভাব্য কিছু অর্থ ও উদ্দেশ্য বর্ণনা করা। আমাদের মাযহাবের (হানাফি) নির্ভরযোগ্য একটি কিতাব ‘জামিয়ুল ফুসুলাইন’ থেকে ধারণা হয় যে, মুতাশাবিহাতের শাব্দিক অর্থ করাও নিষিদ্ধ। কিন্তু আমার মেধা বলে, নিষিদ্ধ তো মুতাশাবিহাতের তাফসির (ব্যাখ্যা) করা। মূলত শব্দের অধীনে যে অর্থ রয়েছে, এর অনুবাদ নিষিদ্ধ নয়। যেমন হাত, পা ইত্যাদি।
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/সালাফদের-আকিদাহ
#ilmweb
উম্মাহ, উম্মাহবোধ, উম্মাহর মুক্তি ইত্যাদি কথাগুলো যেন চর্বিত চর্বনে পরিণত হয়েছে। তবু বলে যেতে হবে, উম্মাহকে ভাবতে শিখতে হবে। ফিলিস্তিন, আল-আকসা আমাদের আকিদাহর ইস্যু। পবিত্র ভূমির সাথে তাওহিদ জড়িয়ে আছে, আম্বিয়া আলাইহিমুস সালাম জড়িয়ে আছেন। কিছু না করতে পারলে আসুন দুটো হাত তুলি। অন্তত নিজের তো কিছুটা লাভ হবে।
#ilmweb
#ilmweb
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
ইলমওয়েব পাবলিশিংয়ের সকল বই পাওয়া যাচ্ছে মুসলিম লাইফস্টাইল এক্সপোতে পেনফিল্ড পাবলিকেশনের স্টলে।
স্থান : White Palace Convention Hall, 29, Ring Road, Shyamoli, Dhaka. পেনফিল্ডের স্টল নং : ৩১
সময়সূচি : সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত
#ilmweb
স্থান : White Palace Convention Hall, 29, Ring Road, Shyamoli, Dhaka. পেনফিল্ডের স্টল নং : ৩১
সময়সূচি : সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত
#ilmweb
ই–বুক : যুলহিজ্জার প্রথম দশ দিন
শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ
আমাদের ওয়েবসাইট থেকে পড়তে ভিজিট করুন :
https://tinyurl.com/iw-julhizza
শাইখ মুহাম্মাদ সালিহ আল-মুনাজ্জিদ
আমাদের ওয়েবসাইট থেকে পড়তে ভিজিট করুন :
https://tinyurl.com/iw-julhizza
ফিকহি বৈধ মতভিন্নতা সহ্য করা যেন ইলমের সারনির্যাস। এটি ইসলামি ইলমের সৌন্দর্য তো অবশ্যই। একজন রব্বানি আলিম যেমন বৈধ ফিকহি মতে উদার, ঠিক বিশুদ্ধ মতটি উদ্ধারেও সদা তৎপর। সত্য যেন তাঁর হারানো সম্পদ৷ তবে ইসলামি ভ্রাতৃত্ব ও সামাজিক একতা রক্ষার দিকেও নজর রাখতে হবে। একাধিক মতের প্রশস্ততায় সচেতন হতে হবে, সচেতন করতে হবে। নয়তো যেকোনো বাড়াবাড়িই বয়ে আনতে পারে মহাদুর্ভোগ। আল্লাহ আমাদের হিফাযত করুন।
#ilmweb
#ilmweb
মুশরিকদের চতুর্থ দলটি হলো পিরপূজারির দল। এদের বক্তব্য হচ্ছে, যখন আল্লাহর কোনো নেক বান্দা ইবাদত-বন্দেগি, সাধনা ও মুজাহাদার মাধ্যমে আল্লাহর দরবারে মুসতাজাবুদ দাওয়াহর (যাঁদের দুআ কবুল হয়) মর্যাদালাভ করে আল্লাহর মকবুল বান্দা হয়ে যায় এবং তাঁর দরবারে শাফাআত করার মর্যাদালাভ করে, তখন সেই বান্দার মৃত্যুর পর তার রুহ (আত্মা) বিরাট শক্তিশালী ও ক্ষমতাশালী হয়ে যায়।
অতএব, যে ব্যক্তি তাদের রূপ-চেহারার ধ্যান করবে অথবা তাদের থাকার জায়গা ও কবরকে খুব বিনয়াবনতার সাথে সাজদাহ করবে, তাদের যাবতীয় অবস্থা সম্পর্কে এই বুযুর্গের রুহ (আত্মা) অবহিত হয়ে থাকে এবং দুনিয়া ও আখিরাতে তার মনোবাসনা পূর্ণ করে দিয়ে তার জন্য শাফাআতকারী হয়ে যায়।
উল্লেখিত শিরকি মতবাদগুলোর খণ্ডন ও বাতিল ঘোষণার বেলায় আল-কুরআনে অগণিত আয়াত এবং বহু হাদিস বর্ণিত হয়েছে।
____
ইমাম শাহ ওয়ালিউল্লাহু দেহলবি (রাহিমাহুল্লাহ)
[ আল-বালাগুল মুবিন, পৃষ্ঠা : ৪৯ ]
#ilmweb
অতএব, যে ব্যক্তি তাদের রূপ-চেহারার ধ্যান করবে অথবা তাদের থাকার জায়গা ও কবরকে খুব বিনয়াবনতার সাথে সাজদাহ করবে, তাদের যাবতীয় অবস্থা সম্পর্কে এই বুযুর্গের রুহ (আত্মা) অবহিত হয়ে থাকে এবং দুনিয়া ও আখিরাতে তার মনোবাসনা পূর্ণ করে দিয়ে তার জন্য শাফাআতকারী হয়ে যায়।
উল্লেখিত শিরকি মতবাদগুলোর খণ্ডন ও বাতিল ঘোষণার বেলায় আল-কুরআনে অগণিত আয়াত এবং বহু হাদিস বর্ণিত হয়েছে।
____
ইমাম শাহ ওয়ালিউল্লাহু দেহলবি (রাহিমাহুল্লাহ)
[ আল-বালাগুল মুবিন, পৃষ্ঠা : ৪৯ ]
#ilmweb