ilmweb
3.08K subscribers
505 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘তারা এ বাণীতে (কুরআনে) বিশ্বাস না করার কারণে মনে হচ্ছে (হে নবী!) তুমি তার দুঃখে তোমার নিজের জান বিনাশ করে দেবে।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ৬ ]

#ilmweb
3
উম্মাহর পতনযুগ চলছে। উম্মাহ সর্বত্র নির্যাতিত–নিষ্পেষিত। ইসলাম নামে যে এক দ্বীন এই পৃথিবীপৃষ্ঠে রয়েছে, তা যেন গোটা বিশ্বেই বিস্মৃতপ্রায়। উম্মাহর জন্য তাওহিদের পতাকা শক্তহাতে ধরে এগিয়ে এলেন এক আরব ধনকুবের। বেছে নিলেন পাহাড়ের জীর্ণশীর্ণ যুহদপূর্ণ জীবন। কুফর পরাশক্তির মসনদে এমন এক কাঁপন ধরালেন, উম্মাহ যেন সংবিৎ ফিরে পেল। আলোচনায় আবার আল্লাহর দ্বীন সমগ্র পৃথিবীব্যাপী। উম্মাহ পুনরায় আকিদাহর সবক নিল—এই দ্বীন বিজয়ের দ্বীন, এই দ্বীন শাসন করার দ্বীন। এই ক্ষণজন্মা প্রবাদপুরুষ যেন ছিলেন একাই উম্মাহ।

রাহিমাহুল্লাহ, রাহমাতান ওয়াসিয়াহ।


____
[আকিদাহর পরিশুদ্ধি বইয়ের স্মরণিকা পেইজ থেকে]
9👍1
‘নিশ্চয়ই তোমার রব ভাল করে জানেন কে তাঁর পথ থেকে গুমরাহ হয়ে গেছে, আর তিনি এও ভাল জানেন কারা হিদায়াতপ্রাপ্ত।’

[ সুরা আল-কালাম, ৬৮ : ৭ ]

#ilmweb
7😢2
আত্ননিয়ন্ত্রণ যতই শক্তিশালী হবে হারামের প্রতি আসক্তি,কামনা -বাসনা ও নিকষকালো ফিতনার বিরুদ্ধে একজন মুসলিম তত বেশি অটল - অবিচল হবে। অনেকে ইবাদাতের ক্ষেত্রে ধৈর্যধারণ করে।কিন্তু পাপ কাজের মুকাবেলায় তার সে ধৈর্যধারণ থাকে না।আবার এমন অনেক মানুষ আছে,যাদের প্রথমটিতে সবর নেই, দ্বিতীয়টিতে ও নেই। এ ক্ষেত্রে সর্বোত্তম মানুষ হলো সে,যে উভয় প্রকারেই ধৈর্্যধারণ করে চলে। উদাহরণত বলা যায়,অনেক মানুষ কি শীত, কি গরম —উভয় সময়েই কষ্ট হলেও কিয়ামুল লাইল আদায় করে,উভয় সময়েই কষ্ট করে সাওম পালন করে। কিন্তু কোন হারাম থেকে দৃষ্টি সংযত করে না।আবার অনেক মানুষকে দেখা যায়,দৃষ্টি সংযত রাখার ক্ষেত্রে ধৈর্যধারণ করে।কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এবং মুনাফিক ও কাফিরদের বিরুদ্ধে জিহাদ করার ক্ষেত্রে কষ্ট স্বীকার ও ধৈর্যধারণ করে না।

_
ইমাম ইবনুল কাইয়িম
[বই : আত্মনিয়ন্ত্রণ, পৃষ্ঠা নং : ১০]

#ilmweb
😢15👍1
This media is not supported in your browser
VIEW IN TELEGRAM
তিনটি মূল্যবান উপদেশ || ilmweb Publishing
—শাইখ ড. উসমান আল-খামিস
9
‘অতএব, যারা আমার স্মরণ (কুরআন) থেকে মুখ ফিরিয়ে নেয় এবং পার্থিব জীবন ছাড়া কিছুই চায় না, তাদেরকে পরিহার করে চল।’

[ সুরা আন-নাজম, ৫৩ : ২৯ ]

#ilmweb
12👍1
‘তাদের কৃতকর্মের পুরস্কারস্বরুপ তাদের জন্য যে সব চোখ-জুড়ানো বস্তু লুকিয়ে রাখা হয়েছে তা কেউ জানে না।’

[ সুরা আস-সাজদাহ, ৩২ : ১৭ ]

#ilmweb
8
শাইখ আহমাদ মুসা জিবরিল : এক নিরাপস চরিত্র
[পরিবর্ধন-পরিমার্জন ও সম্পাদনা : তাইব হোসেন]
.
.
মদিনা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করার পরও তিনি তাঁর উসতাযদের সাথে সংস্পর্শ রেখে চলতেন। দাওয়াহর ময়দানে তিনি ছিলেন নিবেদিতপ্রাণ ও কর্মমুখর। বহু বছর ধরে তিনি অনলাইনে সর্বোচ্চ ভিজিট হওয়া ইসলামি সাইট পরিচালনা করে আসছিলেন। সেখানে বিশ্বের বিখ্যাত হক উলামা কিরামের বইগুলো থাকত। এই সাইটের মাধ্যমে ইলম অর্জন আরও সহজ হয়। বহুদিন যাবৎ প্রশ্চিমে এই ইলম ছিল অপ্রতুল। এরপর ২০০২ সালে এই সাইট বন্ধ করে দেয়া হয়। নিরাপস দাওয়াহর পথে যুক্তরাষ্ট্রে তাঁকে কারাগারবরণও করতে হয়েছে। তাওহিদ, আকিদাহ, আত্মশুদ্ধি, ফিকহসহ বিভিন্ন বিষয়ে শাইখের বহু লেকচার ও লেকচার সিরিজসহ আর্টিকেল অনলাইনে ছড়িয়ে-ছিটিয়ে আছে।
.
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/শাইখ-আহমাদ-মুসা-জিবরিল/
3👍2💯1
বিরোধীদের ব্যাপারে আল্লাহর সীমা লঙ্ঘন করবেন না, যদিও তারা আপনার ব্যাপারে আল্লাহর সীমা লঙ্ঘন করুক না কেন। বরং আপনি যা বলবেন, তা নিয়ন্ত্রণে রাখুন। ইনসাফের দাঁড়িপাল্লায় ওজন করুন, যে ইনসাফের মাধ্যমে আসমান-জমিন দাঁড়িয়ে আছে।
___
শাইখ আসিম আল-বারকাওয়ি (হাফিযাহুল্লাহ)
[ সূত্র : ইমতাউন নাযর ফি কাশফিশ শুবুহাতি মুরজিয়াতিল আসর ]

#ilmweb
6👍1
‘তোমরা তাদের মত হয়ো না, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, যার ফলে আল্লাহও তাদেরকে তাদের নিজেদের কথা ভুলিয়ে দিয়েছেন। আর তারাই ফাসিক।’

[ সুরা আল-হাশর, ৫৯ : ১৯ ]

#ilmweb
😢93🔥1
'ইসলামি আকিদাহর ক্ষেত্রে তিনটি বিষয়কে নীতি হিসেবে নির্ধারণ করা হয়েছে। প্রথমটি আল্লাহর নাযিলকৃত পবিত্র কালামের মুহকাম আয়াত। দ্বিতীয়টি নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তৃতীয়টি হলো, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের ইজমা (ঐকমত্য)। যেসব বিষয় এই তিন নীতির বিরোধী বলে মনে হবে, সেগুলো প্রত্যাখ্যাত ও অভিশপ্ত মনে করে অবশ্যই পরিত্যাগ করে চলতে হবে।'
__
ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলবি
[আল-বালাগুল মুবিন, পৃষ্ঠা : ২০-২১]

#ilmweb
12🥰1
‘হে মানুষ! নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য; অতএব, পার্থিব জীবন যেন তোমাকে ধোঁকায় না ফেলে। তেমনি বড় ধোঁকাবাজ (শয়তান) যেন তোমাকে আল্লাহ সম্পর্কে ধোঁকা দিতে না পারে।’

[ সুরা ফাতির, ৩৫ : ৫ ]

#ilmweb
5😢5👍1
'যে কবরের ইলম চায় তার উচিত হাদিসের অনুসরণ করা। আর যে রুটির জ্ঞান চায় তার জন্য রয়েছে রায় (ব্যক্তিমত)।'
____
ইমাম আহমাদ ইবনু শাবাওয়াইহ
[ ইমাম যাহাবি, সিয়ারু আলামিন নুবালা : ৯/৮১, তাহযিবুল কামাল : ১/৪৩৫, সিয়ার : ১১/৮৭, তাযকিরাতুল হুফফায : ১/৪৬৪ ]

#ilmweb
5👍1🔥1😢1
‘তোমার রবের যে কিতাব (কুরআন) তোমার কাছে ওহির মাধ্যমে পাঠানো হয়েছে তা পাঠ কর। তাঁর বাণীসমূহের কেউ পরিবর্তন করতে পারে না এবং তাঁকে ছাড়া তুমি কোনো আশ্রয়স্থল পাবে না।’

[ সুরা আল-কাহফ,  ১৮ : ২৭ ]

#ilmweb
👍72🔥1
'আমি এ ব্যাপারটা ভেবে দেখলাম যে, হাদিস আর রায়ের (ব্যক্তিমত) মাঝে কী আছে? আমি হাদিসের মাঝে পেলাম রবের কথা, তাঁর রুবুবিয়াহ, মর্যাদা ও বড়ত্বের কথা, আরশ, জান্নাত ও জাহান্নামের বৈশিষ্ট্যের কথা। আরও পেলাম বিভিন্ন নবি ও রাসুলের কথা, হালাল-হারাম, আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রেরণা। বিভিন্ন কল্যাণের উৎস সেখানে পেলাম। এরপর আমি রায়ের দিকে নজর দিলাম। সেখানে পেলাম ধোঁকা, বিশ্বাসঘাতকতা, কৌশল, আত্মীয়তার সম্পর্কচ্ছেদন। একে পেলাম বিভিন্ন অকল্যাণের উৎস হিসেবে।'
___
ইমাম ইউনুস ইবনু সুলাইমান আস-সাকতি
[ ইমাম ইবনু রজব, জামিয়ুল উলুমি ওয়াল হিকাম ]

#ilmweb
5
‘আমি তোমার কাছে সত্যসহ (এই) কিতাব নাযিল করেছি। অতএব, দ্বীনকে কেবল আল্লাহর জন্য নিবেদিত করে তুমি তাঁর ইবাদত কর।’

[ সুরা আয-যুমার, ৩৯ : ২ ]

#ilmweb
5
সেক্যুলার বুদ্ধিজীবী সমাজ এবং আমাদের ব্যর্থতা
—এস এম সাওয়াবুল্লাহ্ হক
.
.
সেক্যুলাররা কোনো দাঙ্গাকেই হিন্দু-মুসলিম বা ধর্মীয় দাঙ্গা হিসেবে প্রথমে মানতে চায় না। এটা শুধু আজকের জন্য নয়, সবসময়ের জন্যই সত্য। মিয়ানমারে রোহিঙ্গাদের বের করে দেয়া হলো। সেখানে সেক্যুলাররা ছড়িয়ে দিলো যে, সেখানে অনেক দামি মূল্যবান খনিজ থাকার জন্য রোহিঙ্গাদের বের করে দেয়া হয়েছে। জিংজিয়াং-এ মুসলিমদের স্বাধীনতা কেড়ে নেয়া হলো। সেখানেও একই তত্ত্ব এসে হাজির। এদের বুদ্ধির সংকীর্ণতা এখানেই যে, তারা দুটো জিনিসকে একসাথে দেখাতে পারে না। কারণ, তারা ধর্মকে এতটাই তাচ্ছিল্য করে যে, এটা মানতে নারাজ ধর্মের জন্যও এ রকম দাঙ্গাহাঙ্গামা হতে পারে!
.
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/সেক্যুলার-বুদ্ধিজীবী
😢1
‘আমি তো কুরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি। অতএব, উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?’

[ সুরা আল-কামার, ৫৪ : ১৭ ]

#ilmweb
3🔥1
আমি যখন নিজের মাঝে কোনো ব্যাপারে দুর্বলতা অনুভব করি এবং সংশোধনযোগ্য মনে করি, তখন সে ব্যাপারে ওয়ায করি। এতে আমার অনেক উপকার হয়। কারণ, বয়ান করার সময় উৎসাহ-উদ্দীপনা থাকে, ফলে অন্তরে এর খুবই আসর (প্রভাব) হয়। এ ছাড়া লজ্জাও লাগে যে, যে ব্যাপারে অন্যদের নাসিহাত করছি, সে ব্যাপারে নিজেরও তো আমল করা উচিত।

———
আশরাফ আলি থানবি
[ আশরাফুস সাওয়ানেহ, খণ্ড : ১, পৃষ্ঠা : ৬ ]

#ilmweb
8
‘নিশ্চয়ই তিনি সবকিছু শোনেন, সবকিছু জানেন। যিনি আসমান ও যমিন এবং তার মধ্যবর্তী সবকিছুর রব; যদি তোমরা দৃঢ় বিশ্বাসী হও।’

[ সুরা আদ-দুখান, ৪৪ : ৭ ]

#ilmweb
6