অন্তরের সবচেয়ে বড় রোগ এটা। এই রোগে আক্রান্ত ব্যক্তির কাছে হক ও বাতিলের একটিই মাপকাঠি রয়েছে, তা হলো তার নিজের পছন্দ। হাদিস-কুরআন বা বুজুর্গদের মতামত তার পছন্দকে প্রমাণ করার জন্য, পছন্দকে উল্টানোর জন্য নয়। যা তার পছন্দ হয় না, তা বিভিন্ন ব্যাখ্যা করে বাতিল করে দেন। আরবিতে এই মাপকাঠিটার নাম (ﻫﻮﻯ)। বাংলায় প্রবৃত্তি বা ‘ব্যক্তিগত পছন্দ-অপছন্দ’ বলা হয়। কুরআন-হাদিসে বারবার এই ভয়ঙ্কর রোগ সম্পর্কে সাবধান করা হয়েছে।
____
শাইখ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
[ সংগ্রহসূত্র : রাহে বেলায়াত ]
#ilmweb
____
শাইখ ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর
[ সংগ্রহসূত্র : রাহে বেলায়াত ]
#ilmweb
❤8
একটি বিরল হাদিসগ্রন্থ
—উসতায শাইখুল ইসলাম
.
.
১৯ হিজরিতে ইয়ামানে জন্মগ্রহণকারী পারস্য বংশদ্ভূত হাম্মাম ইবনু মুনাব্বিহ (মৃত্যু : ১০১ হিজরি) ছিলেন বিখ্যাত তাবিয়ি এবং হাদিসশাস্ত্রের সিকাহ (নির্ভরযোগ্য ও বিশ্বস্ত) ব্যক্তিত্ব। তিনি ছিলেন সাহাবি আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। ইবনু আব্বাস, ইবনু যুবাইর, ইবনু উমার ও মুআবিয়া রাদিআল্লাহু আনহুম থেকেও হাদিস শুনেছেন তিনি। তিনি সরাসরি সাহাবি আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহুর মাজলিসে বসে হাদিস শুনতেন এবং লিপিবদ্ধ করতেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/একটি-বিরল-হাদিসগ্রন্থ/
—উসতায শাইখুল ইসলাম
.
.
১৯ হিজরিতে ইয়ামানে জন্মগ্রহণকারী পারস্য বংশদ্ভূত হাম্মাম ইবনু মুনাব্বিহ (মৃত্যু : ১০১ হিজরি) ছিলেন বিখ্যাত তাবিয়ি এবং হাদিসশাস্ত্রের সিকাহ (নির্ভরযোগ্য ও বিশ্বস্ত) ব্যক্তিত্ব। তিনি ছিলেন সাহাবি আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহুর ছাত্র। ইবনু আব্বাস, ইবনু যুবাইর, ইবনু উমার ও মুআবিয়া রাদিআল্লাহু আনহুম থেকেও হাদিস শুনেছেন তিনি। তিনি সরাসরি সাহাবি আবু হুরাইরাহ রাদিয়াল্লাহু আনহুর মাজলিসে বসে হাদিস শুনতেন এবং লিপিবদ্ধ করতেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/একটি-বিরল-হাদিসগ্রন্থ/
❤9
দব গর্তে বাসকারী টিকটিকির মতো চার পাবিশিষ্ট, বড় আকারের এক ধরনের প্রাণী। এর প্রশস্ত লেজও রয়েছে। দেহ ঘন অমসৃণ। মরুভূমিতে এর দেখা মেলে। এটা খাওয়া হালাল। তবে বাংলায় ভুলে অনেকে গুইসাপ অনুবাদ করেন। গুইয়ের আরবি হচ্ছে ‘ওয়ারাল’। সঠিক কথা হলো দব আর গুই এক নয়। এমনকি দুটোর বৈজ্ঞানিক নামও আলাদা।
____
উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
[ ১১৮ নং টীকা দ্রষ্টব্য, বই : আকিদাহর পরিশুদ্ধি ]
____
উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
[ ১১৮ নং টীকা দ্রষ্টব্য, বই : আকিদাহর পরিশুদ্ধি ]
🔥5👍1
আহলুস সুন্নাহর আকিদাহ সার্বিকভাবে এক ও অভিন্ন। আকিদাহর সূত্রপাত হয় এক আল্লাহর ওপর ইমান দিয়ে। আল্লাহর মারিফাত হাসিল সকল জ্ঞানের মূল। আল্লাহ তাঁর পরিচয় ওহির মাধ্যমে বিবৃত করেছেন সুস্পষ্টভাবে। এখানে যুক্তি, চিন্তা, রায় বা কিয়াসের কোনো সুযোগ নেই। এক ও একক আকিদাহয় ভিন্ন চিন্তার সুযোগ নেই। আল্লাহ তাঁর নাম ও গুণাবলিতে একক ও অনন্য।
#ilmweb
#ilmweb
❤8
তাওহিদুল আসমা ওয়াস সিফাত
—শাইখ ড. আবদুল্লাহ আযযাম
.
.
সিফাতের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাবই আমাদের মাযহাব । এ ব্যাপারে আমরা সালাফদের আকিদাহই গ্রহণ করেছি। যার সারমর্ম হলো, কোনো প্রকার তাওয়িল (দূরবর্তী ব্যাখ্যা), তাতিল (নিষ্ক্রিয়করণ), তাহরিফ (বিকৃতি), তাকয়িফ (ধরন-নির্ধারণ) তামসিল (সাদৃশ্যকরণ) ছাড়াই আল্লাহর সুমহান গুণসহ তাঁর নাম একমাত্র তাঁর জন্যই সাব্যস্ত করা। আমাদের বিশ্বাস, সালাফরা গুণগুলো সাব্যস্ত করতেন, তাফউইদ (সিফাতের অর্থ না-জানার দাবি, অর্থাৎ সিফাতের অর্থ আল্লাহর কাছে ন্যস্তকরণ) করতেন না। আমরা বিশ্বাস করি, তাঁরা আল্লাহর নাম ও গুণাবলিকে মুতাশাবিহ (অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক) মনে করতেন না; বরং তাঁরা ওগুলোর অর্থ জানতেন, কিন্তু ধরন নিয়ে প্রশ্ন করতেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/আসমা-ওয়াস-সিফাত
—শাইখ ড. আবদুল্লাহ আযযাম
.
.
সিফাতের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মাযহাবই আমাদের মাযহাব । এ ব্যাপারে আমরা সালাফদের আকিদাহই গ্রহণ করেছি। যার সারমর্ম হলো, কোনো প্রকার তাওয়িল (দূরবর্তী ব্যাখ্যা), তাতিল (নিষ্ক্রিয়করণ), তাহরিফ (বিকৃতি), তাকয়িফ (ধরন-নির্ধারণ) তামসিল (সাদৃশ্যকরণ) ছাড়াই আল্লাহর সুমহান গুণসহ তাঁর নাম একমাত্র তাঁর জন্যই সাব্যস্ত করা। আমাদের বিশ্বাস, সালাফরা গুণগুলো সাব্যস্ত করতেন, তাফউইদ (সিফাতের অর্থ না-জানার দাবি, অর্থাৎ সিফাতের অর্থ আল্লাহর কাছে ন্যস্তকরণ) করতেন না। আমরা বিশ্বাস করি, তাঁরা আল্লাহর নাম ও গুণাবলিকে মুতাশাবিহ (অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক) মনে করতেন না; বরং তাঁরা ওগুলোর অর্থ জানতেন, কিন্তু ধরন নিয়ে প্রশ্ন করতেন না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়তে ভিজিট করুন :
https://ilmweb.net/আসমা-ওয়াস-সিফাত
❤3🔥2
কোনো ব্যক্তি হক বা সত্যের ওপর থেকে কবরে গেলেও তার ভুলগুলো হক বা সঠিক হয়ে যাবে না। আবার কেউ গোমরাহিতে পূর্ণ হলেও তার হক বা সঠিক বিষয়টি গোমরাহে পরিণত হবে না। হক ও নুসুসের অনুসরারীদের সংখ্যা অল্প হলেও চিন্তার কিছু নেই। হক (সত্য) ও নুসুস (কুরআন-সুন্নাহ) নিজেই সমুজ্জ্বল। কারা সেই উজ্জ্বলতায় উজ্জ্বল হয়ে উঠতে চায়, সেটিই বরং প্রশ্ন।
#ilmweb
#ilmweb
❤10
উম্মাহর পতনযুগ চলছে। উম্মাহ সর্বত্র নির্যাতিত–নিষ্পেষিত। ইসলাম নামে যে এক দ্বীন এই পৃথিবীপৃষ্ঠে রয়েছে, তা যেন গোটা বিশ্বেই বিস্মৃতপ্রায়। উম্মাহর জন্য তাওহিদের পতাকা শক্তহাতে ধরে এগিয়ে এলেন এক আরব ধনকুবের। বেছে নিলেন পাহাড়ের জীর্ণশীর্ণ যুহদপূর্ণ জীবন। কুফর পরাশক্তির মসনদে এমন এক কাঁপন ধরালেন, উম্মাহ যেন সংবিৎ ফিরে পেল। আলোচনায় আবার আল্লাহর দ্বীন সমগ্র পৃথিবীব্যাপী। উম্মাহ পুনরায় আকিদাহর সবক নিল—এই দ্বীন বিজয়ের দ্বীন, এই দ্বীন শাসন করার দ্বীন। এই ক্ষণজন্মা প্রবাদপুরুষ যেন ছিলেন একাই উম্মাহ।
রাহিমাহুল্লাহ, রাহমাতান ওয়াসিয়াহ।
____
[আকিদাহর পরিশুদ্ধি বইয়ের স্মরণিকা পেইজ থেকে]
রাহিমাহুল্লাহ, রাহমাতান ওয়াসিয়াহ।
____
[আকিদাহর পরিশুদ্ধি বইয়ের স্মরণিকা পেইজ থেকে]
❤9👍1