ilmweb
3.08K subscribers
506 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
ইলমওয়েব, প্রকাশনা বিভাগের সকল বই পাওয়া যাচ্ছে কুষ্টিয়া ইসলামী বই মেলায়—পেনফিল্ড পাবলিকেশনের স্টলে (স্টল নাম্বার – ১১)

তারিখ : ৫ মার্চ – ৯ মার্চ, ২০২৪
সময় : (সকাল ১০টা থেকে রাত ৮ টা)
স্থান : মোমতাজুল উলুম মাদরাসা প্রাঙ্গণ, কুঠিপাড়া, কুষ্টিয়া।
'আমি মানুষের জন্য এই কুরআনে যাবতীয় দৃষ্টান্ত বিশদভাবে বর্ণনা করেছি। কিন্তু মানুষ অধিকাংশ বিষয়েই তর্কপ্রিয়।'

[ সুরা আল–কাহফ, ১৮ : ৫৪ ]

#ilmweb
👍51
‘যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত সে কি তার মত, যার মন্দ আমল তার জন্য চাকচিক্যময় করে দেয়া হয়েছে এবং যারা তাদের খেয়াল খুশীর অনুসরণ করে?’

[ সুরা মুহাম্মাদ, ৪৭ : ১৪ ]

#ilmweb
8👍1
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন :

‘পাঁচটি বিষয়ের আগেই পাঁচটি জিনিস থেকে সুবিধা লাভ কর—বৃদ্ধ বয়সে উপনীত হবার আগেই যৌবন, অসুস্থতার আগেই সুস্থতা, দরিদ্রতার আগেই স্বচ্ছলতা, ব্যস্ততার আগেই অবসর এবং মৃত্যু আসার আগেই জীবন।’[১]

শাইখ আহমাদ মুসা জিবরিল বলেন : হাদিসটি এ শিক্ষাই দেয়—জীবন, সুস্থতা ও অবসর সময়ের সুবিধাকে আল্লাহর ইবাদতে এমনভাবে কাজে লাগানো, যেন এটিই জীবনের শেষ রমাদান। রমাদান মাস আত্মিক শক্তি পুনর্গঠন করার মাস। এ মাস থেকে একজন কতটুকু উপকার লাভ করবে, সেটি তার ওপরই নির্ভর করে।
.
.
[১] আল-মুসতাদরাক আলাস–সহিহাইন, হাদিস নং: ৮৭৪৬। ইমাম হাকিম হাদিসটিকে বুখারি ও মুসলিমের শর্ত অনুযায়ী সহিহ বলেছেন এবং ইমাম যাহাবি তাঁর সাথে ঐকমত্য পোষণ করেছেন। ইমাম আলবানিও একে সহিহ বলেছেন (সহিহুল জামি, হাদিস নং : ১০৭৭)

——
[ সূত্র : বই—রমাদান : জিজ্ঞাসা ও জবাব ]
👍52
‘আল্লাহর নিদর্শন সম্পর্কে শুধু কাফিররাই বিতর্ক করে। সুতরাং জনপদসমূহে তাদের অবাধ বিচরণ যেন তোমাকে বিভ্রান্ত না করে।’

[ সুরা গাফির, ৪০ : ৪ ]

#ilmweb
16
‘রমাদান মাস, যাতে নাযিল করা হয়েছে আল কুরআন—মানুষের জন্য হিদায়াতস্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার পার্থক্যকারীরূপে।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ১৮৫ ]

#ilmweb
20
‘যারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরও আল্লাহ ও রাসুলের ডাকে সাড়া দিয়েছে—তাদের মধ্যে যারা সৎকাজ করেছে ও তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান।’

[ সুরা আলি ইমরান, ৩ : ১৭২ ]

#ilmweb
20
‘তাদের মুখ হতে কেবল এ কথাই বেরিয়েছিল—‘হে আমাদের রব! আমাদের অপরাধসমূহ এবং আমাদের কাজ-কর্মে বাড়াবাড়িগুলোকে তুমি ক্ষমা করে দাও, আমাদের পদক্ষেপসমূহ দৃঢ় কর এবং কাফির কওমের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য কর।’

[ সুরা আলি–ইমরান, ৩ : ১৪৭ ]

#ilmweb
18
‘যারা আখেরাতের চেয়ে দুনিয়ার জীবনকে বেশি ভালবাসে, আল্লাহর পথে চলতে বাধা দেয় এবং তাতে বক্রতা অন্বেষণ করে। ওরা সুদূরপ্রসারী বিভ্রান্তির মধ্যে রয়েছে।’

[ সুরা ইবরাহিম, ১৪ : ৩ ]

#ilmweb
😢114👍2
‘তিনিই মুমিনদের অন্তরে প্রশান্তি দান করেছেন, যাতে তাদের ইমানের সাথে আরো ইমান বাড়ে। আসমান ও জমিনের বাহিনীগুলো আল্লাহরই। আল্লাহ মহাজ্ঞানী, অসীম প্রজ্ঞাবান।’

[ সুরা আল-ফাতহ, ৪৮ : ৪ ]

#ilmweb
13👍2
‘হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত কর, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।’

[ সুরা আল-বাকারাহ, ২ : ২১ ]

#ilmweb
15👍1
‘মুমিন তো তারাই, আল্লাহর কথা আলোচিত হলে যাদের অন্তরে ভীতির সঞ্চার হয় এবং তাঁর আয়াতসমূহ তিলাওয়াত করা হলে যাদের ইমান বৃদ্ধি পায়। আর তারা তাদের রবের ওপরই ভরসা করে।’

[ সুরা আল-আনফাল, ৮ : ২ ]

#ilmweb
15👍1😢1
‘আল্লাহ যদি তোমাকে কোনো কষ্ট দেন, তাহলে তিনি ছাড়া কেউ তা দূর করতে পারবে না। আর তিনি যদি তোমার কোনো কল্যাণ করতে চান, তবে তিনি তো সবকিছুই করতে সক্ষম।’

[ সুরা আল-আনআম, ৬ : ১৭ ]

#ilmweb
21
‘তিনি তাঁর রাসুলকে হিদায়াত ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন যাবতীয় দ্বীনের ওপর এই দ্বীনকে বিজয়ী করার জন্য, যদিও মুশরিকরা অপছন্দ করে।’

[ সুরা আত-তাওবাহ, ৯ : ৩৩ ]

#ilmweb
16
‘যারা ইমান আনে ও সৎকাজ করে তাদের জন্য রয়েছে নিয়ামতপূর্ণ জান্নাত।’

[ সুরা লুকমান, ৩১ : ৮ ]

#ilmweb
12
Media is too big
VIEW IN TELEGRAM
আপনার অন্তরের পরিচর্যা করুন | ilmweb Publishing
– ড. ইয়াদ কুনাইবি (হাফিযাহুল্লাহ)
5
‘যে আল্লাহকে ভয় করে, তিনি তার পাপসমূহ মোচন করবেন এবং তাকে বড় পুরস্কার দেবেন।’

[ সুরা আত-তালাক, ৬৫ : ৫ ]

#ilmweb
15
‘পৃথিবীতে আমি সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছি, যাতে তা তাদেরকে নিয়ে ঝুঁকে না পড়ে। আমি তাতে প্রশস্ত পথও তৈরি করেছি, যাতে তারা পথ চলতে পারে।’

[ সুরা আল-আম্বিয়া, ২১ : ৩১ ]

#ilmweb
10
‘যারা আল্লাহর নিদর্শনসমূহকে অবিশ্বাস করে তুমি কখনো তাদের মত হয়ো না; তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে।’

[ সুরা ইউনুস, ১০ : ৯৫ ]

#ilmweb
12