মানুষ অনেক অজানা বিপদ, বালা-মুসিবতের আশঙ্কা করে, ভয় পায়। অথচ সেগুলো তার জীবনে আসবে এমন নিশ্চয়তা নেই। কিন্তু যে বিপদের ব্যাপারে মানুষকে সতর্ক করা হয়েছে এবং যিনি সতর্ককারী তিনি মিথ্যাবাদীও নন —সেই বিপদ নিয়ে চিন্তা করার ফুরসত আমাদের নেই। অথচ মানুষের মাথার ওপর জাহান্নামের চেয়ে অধিক বড় কোনো বিপদ ঝুলে নেই।
#ilmweb
#ilmweb
😢18👍2❤1
আবু হুরাইরা (রাদিয়াল্লহু আনহু) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন :
‘তোমাদের কোনো ব্যক্তি হারানো পশু পাওয়ার কারণে যে পরিমাণ খুশি হয়, তোমাদের কারোর তাওবার কারণে আল্লাহ তাআলা এর চেয়েও অধিক খুশি হন।’
——
[ সূত্র : সহিহ মুসলিম, হাদিস নং : ৬৭০১ ]
#ilmweb
‘তোমাদের কোনো ব্যক্তি হারানো পশু পাওয়ার কারণে যে পরিমাণ খুশি হয়, তোমাদের কারোর তাওবার কারণে আল্লাহ তাআলা এর চেয়েও অধিক খুশি হন।’
——
[ সূত্র : সহিহ মুসলিম, হাদিস নং : ৬৭০১ ]
#ilmweb
❤16🥰2💯1