ilmweb
3.08K subscribers
505 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘সংখ্যায় বেশি হলেও তোমাদের দলবল তোমাদের কোন কাজে আসবে না। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছেন।’

[ সুরা আল-আনফাল, ৮ : ১৯ ]

#ilmweb
19👍2
Media is too big
VIEW IN TELEGRAM
আকসার বিজয় হবেই
—শাইখ ড. উসমান আল-খামিস
11💯1
‘যারা কুফরি করে এবং কাফির অবস্থায় মারা যায় তাদের কেউ যদি মুক্তিপণস্বরূপ পুরো পৃথিবী পরিমাণ স্বর্ণও দেয় তবু তা গ্রহণ করা হবে না। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি (নির্ধারিত) রয়েছে। আর তাদের কোন সাহায্যকারী নেই।’

[ সুরা আলি ইমরান, ৩ : ৯১]

#ilmweb
👍7😢5
‘অচিরেই আল্লাহ কাফিরদের শক্তি খর্ব করে দেবেন। আল্লাহই শক্তিতে সবচে প্রবল এবং তাঁর শাস্তিই সবচে কঠোর।’

[ সুরা আন-নিসা, ৪ : ৮৪]

#ilmweb
18
‘জাহেলিয়াত বিশ্বের জন্য যে চিত্র লালন-পোষণ করে এবং যে-ই চিত্রের ওপর সে আজ দুনিয়াকে পরিচালিত করছে, তার বিপরীতে যদি কোন চিত্র থেকে থাকে তবে তা কেবল মুসলমানদের কাছেই আছে, যদিও মুসলমানরা নিজেরাই তা ভুলে গেছে। কিন্তু এ চিত্র আজও নষ্ট হয় নি এবং কখনও তা নষ্ট হবে না, হতে পারে না। মুসলিমরা তাদের ধর্মের দিক দিয়ে দুনিয়ার ন্যায়পাল তথা তত্বাবধায়ক ও খোদায়ি ফৌজদার। যেদিন সে জাগবে এবং আপন দায়িত্ব পালন করবে, সেদিন প্রাচ্য ও পাশ্চাত্য জাতিগুলোর জন্য হবে হিসাব-কিতাবের দিন। মুসলিম উম্মাহর ধ্বংসস্তূপের মধ্যে সেই অগ্নিস্ফুলিঙ্গ চাপা পড়ে আছে, যা কোনো না কোনো দিন জ্বলে উঠে জাহিলিয়াতের খড়কুটো জ্বালিয়ে ছাই করে দেবে।’
___
সাইয়িদ আবুল হাসান আল নদবি রাহিমাহুল্লাহ
[ সূত্র : মুসলমানদের পতনে বিশ্ব কী হারালো ]

#ilmweb
8👍3🔥1
Media is too big
VIEW IN TELEGRAM
এক ফিলিস্তিনি বাবার আকিদাহ

#ilmweb
16👍3
‘তারা নগণ্য মূল্যে আল্লাহর আয়াতসমূহ বিক্রি করেছে এবং তাঁর পথে বাধার সৃষ্টি করেছে। তারা যা করছিল তা খুবই খারাপ।’

[ সুরা আত-তাওবাহ, ৯ : ৯ ]

#ilmweb
6
‘নিজ মাসলাকে আখলাক দেখানোই আখলাক নয়, বরং ভিন্ন মাসলাকের লোকদের সাথে কৃত আচরণই প্রকৃত আখলাকের পরিচয়।’
____
মুহতারাম উসতায শাইখুল ইসলাম  (হাফিযাহুল্লাহ)

#ilmweb
16
‘মুত্তাকীদেরকে যে জান্নাতের ওয়াদা করা হয়েছে তার দৃষ্টান্ত হলো— তার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়। তার খাদ্যসামগ্রী (ফল-ফলাদি) ও ছায়া চিরস্থায়ী। যারা তাকওয়া অবলম্বন করেছে এটা তাদের প্রতিফল। আর কাফিরদের প্রতিফল জাহান্নাম।’

[ সুরা আর-রাদ, ১৩ : ৩৫ ]

#ilmweb
12
কসরের দূরত্ব : একটি তাত্ত্বিক পর্যালোচনা
— উসতায শাইখুল ইসলাম (হাফিযাহুল্লাহ)
.
কতটুকু দূরত্বের সফর করলে সালাত কসর করতে হবে এ ব্যাপারে উলামা কিরামের মাঝে বেশ মতানৈক্য রয়েছে। দুটো মত প্রসিদ্ধ হওয়ায় এগুলোকে সামনে আনা যায়—একটি হলো ৪৮ মাইলের দূরত্বে বের হলেই সালাত কসর করা, আরেকটি হলো কোনো নির্দিষ্ট পরিমাণের দূরত্ব নয়; বরং উরফ বা প্রচলনের ভিত্তিতে যে পরিমাণ দূরত্বকে সফর বলে মনে করা হয়, সে পরিমাণ সফরের নিয়তে নিজ এলাকা ছেড়ে গেলেই সালাত কসর করা। 

সম্পূর্ণ আর্টিকেল পড়তে ভিজিট করুন : https://ilmweb.net/কসরের-দূরত্ব/
8👍1
‘তারা তাঁকে ছাড়া এমন কিছু উপাস্য গ্রহণ করেছে যারা কিছুই সৃষ্টি করে না, বরং তারা নিজেরাই সৃষ্ট। অধিকন্তু, তারা তাদের নিজেদেরই কোন ক্ষতি কিংবা উপকার করার মালিক নয় এবং কোন মৃত্যু, জীবন কিংবা পুনরুত্থানের অধিকার রাখে না।’

[ সুরা আল-ফুরকান, ২৫ : ৩ ]

#ilmweb
👍6
Media is too big
VIEW IN TELEGRAM
প্রখ্যাত হানাফি মুহাদ্দিস শাইখ শুয়াইব আল-আরনাউতের সালাফদের আকিদায় প্রত্যাবর্তন
10
‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে এবং আল্লাহকে ভয় করে ও তাঁর অবাধ্যতা থেকে বেঁচে থাকে তারাই সফলকাম।’

[ সুরা আন-নুর, ২৪ : ৫২ ]

#ilmweb
7
‘ইবনু উমার রাদিয়াল্লহু আনহু থেকে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন—জুলুম-অত্যাচার কিয়ামতের দিন ঘোর অন্ধকাররূপে আবির্ভূত হবে।’
___
সহিহ মুসলিম : ২৫৭৯, সুনান আত তিরমিযি : ২০৩০,মুসনাদ আহমাদ : ৫৮৩২।
হাদিসের মান : সহিহ।

#ilmweb
😢10
‘তারা (অবিশ্বাসীরা) আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদাত করে যা তাদের কোন উপকার কিংবা ক্ষতি করতে পারে না। আর অবিশ্বাসী মাত্রই তার রবের বিরুদ্ধে (অপশক্তির) সাহায্যকারী।’

[ সুরা আল-ফুরকান, ২৫ : ৫৫ ]

#ilmweb
💯7
‘সবর ও মহত্ব ব্যতীত বনি আদমের দ্বীন ও দুনিয়াবি বিষয় সংশোধন হবে না।’
___
ইমাম ইবনু তাইমিয়াহ রাহিমাহুল্লাহ
[ সূত্র : মাজমু আল-ফাতওয়া, ২৮/১৫৭ ]

#ilmweb
👍6❤‍🔥3
‘হে ইমানদারগণ! তোমরা যদি আল্লাহকে ভয় কর তাহলে তিনি তোমাদের জন্য ন্যায়-অন্যায়ের পার্থক্যকারী একটি মাপকাঠি দেবেন, তোমাদের পাপসমূহ মোচন করবেন এবং তোমাদেরকে ক্ষমা করে দেবেন। আর আল্লাহ তো মহা অনুগ্রহশীল।’

[ সুরা আল-আনফাল, ৮ : ২৯ ]

#ilmweb
13
| ইমাম মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাব |
...
'তাওহিদের আকিদাহ-বিশ্বাসের সুস্পষ্টতা ও ব্যাখ্যা-বিশ্লেষণ, কুরআনের আলোকে এর সত্যতা প্রমাণ এবং তাওহিদুল উলুহিয়াহ ও তাওহিদুর রুবুবিয়াহর মাঝে পার্থক্যের পরিধি যতদূর, তাতে শাহ সাহেব (ওয়ালিউল্লাহ দেহলবি) এবং শাইখ মুহাম্মাদ ইবনু আবদিল ওয়াহহাবের চিন্তাধারা ও জ্ঞান-গবেষণায় বিরাট সাদৃশ্য পরিলক্ষিত হয়। এটি কুরআনের গভীর ও যথার্থ মুতালাআ (অধ্যয়ন), চেষ্টা-সাধনা এবং কুরআন-সুন্নাহ সম্পর্কে অগাধ ব্যুৎপত্তির ফসল, যা তৎকালীন সময়ে শাইখুল ইসলাম ইবনু তাইমিয়াহ এবং নিজ নিজ যুগে অন্যান্য গবেষক ও সংস্কারকদেরকে তদ্রুপ সাফল্য পৌঁছিয়েছে। তাঁদেরকে প্রকাশ্য ও দুগণ্ড দাওয়াতে তাওহিদের প্রচার-প্রসারে উদ্‌বুদ্ধ করেছে।'
_
শাইখ সাইয়িদ আবুল হাসান আলি নাদবি
[ সূত্র : সংগ্রামী সাধকদের ইতিহাস, খণ্ড : ৫, পৃষ্ঠা : ২৭৩ ]

#ilmweb
8
‘আল্লাহর সাথে অন্য কোন উপাস্য সাব্যস্ত করো না। তাহলে তুমি নিন্দিত ও লাঞ্ছিত হয়ে পড়বে।’

[ সুরা আল-ইসরা, ১৭ : ২২ ]

#ilmweb
4
‘প্রত্যেক মুসলিমের ওপর নিজ পরিবারভুক্ত লোক ও দাস-দাসীদের আল্লাহর হুকুম পালন করা ও তাঁর অবাধ্যতা থেকে বিরত রাখার শিক্ষা ও উপদেশ দিতে থাকা "ফরয"।’
____
ইমাম মুকাতিল
[ তাফসির ইবনু কাসির : ৯/৫৭০ ]

#ilmweb
4👍1