ilmweb
3.08K subscribers
504 photos
38 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
আমাদের সব কোর্সের সকল শিক্ষার্থীর জন্য ইলমওয়েব পাবলিশিং প্রকাশিত দুটো বইয়ে বিশেষ ছাড় চলছে...

১. আকিদাহর মূলনীতি [১] : শাইখ আহমাদ মুসা জিবরিল
২. চরিত্রশুদ্ধি : ইমাম ইবনু কুদামাহ আল-মাকদিসি

আকিদাহর মূলনীতি [১] ৩৫% ছাড়ে ১৭০ টাকা
চরিত্রশুদ্ধি ৩৬% ছাড়ে ১৩৫ টাকা
দুটো বই একত্রে ৪০% ছাড়ে ২৮০ টাকা

অর্ডার করতে নিজ নিজ কোর্সের ফেসবুক ও টেলিগ্রাম গ্রুপে গুগল ফরম পূরণ করুন। অর্ডারের শেষ সময় : ০৭.০৯.২০২৩
9😢2👍1
'জেনে রাখো, আল্লাহর প্রিয় বান্দাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিতও হবে না।'
[সুরা ইউনুস, ১০ : ৬২]


#ilmweb
10👍1
❛ফেলে আসা দিনগুলো স্বপ্নের মতো। অনাগত দিনগুলো স্বপ্ন দেখায়। আর এভাবেই বর্তমান নষ্ট হয়।❜
_
ইমাম ইবনুল কাইয়িম
[ আল-ফাওয়ায়িদ ]

#ilmweb
11😢7👍3
‘আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তাঁর ফেরেশতাগণ নবীর জন্য অনুগ্রহের প্রার্থনা করে। হে মুমিনগণ, তোমরাও নবীর ওপর দরূদ পাঠ কর এবং তাকে যথাযথভাবে সালাম জানাও।’
[সুরা আল-আহযাব, ৩৩ : ৫৬]


#ilmweb
10
‘মুমিন কথা কম বলে, আমল বেশি করে। আর মুনাফিক কথা বেশি বলে, আমল কম করে।’
__
ইমাম আওযায়ি
[ আয-যাহাবি, সিয়ারু আলামিন নুবালা : ৬/৫৫৩ ]

#ilmweb
12😢6👍4
‘শয়তান তোমাদেরকে দারিদ্রের ভয় দেখায় এবং খারাপ কাজের নির্দেশ দেয়। আর আল্লাহ তোমাদেরকে তাঁর পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। আর আল্লাহই প্রাচুর্যের অধিকারী, মহাজ্ঞানী।’
[সুরা আল-বাকারাহ, ২ : ২৬৮]


#ilmweb
11👍1
‘না-জেনে কথা বলার চেয়ে (দ্বীন সম্পর্কে) মূর্খ অবস্থায় মরে যাওয়াও ভালো।’
-------
ইমাম ইবনু সিরিন (রাহিমাহুল্লাহ)
[ ইমাম ইবনুল কাইয়িম, ইলামুল মুওয়াক্কিয়িন ]

#ilmweb
14
সাহাবা কিরামের ভেতর ও বাইরের চিত্র একই ছিল। অকৃত্রিম ও স্পষ্টভাষিতা ছিল তাঁদের ভূষণ। তাঁদের যুহদ ছিল গায়ের পোশাক। চাকচিক্য ও লোকদেখানো কোনোকিছুতে ছিলেন সবচেয়ে অনাগ্রহী। এ এক স্বর্ণযুগপ্রজন্ম।

#ilmweb
12
‘তোমার প্রতিপালককে মনে মনে বিনয়ের সঙ্গে ভয়-ভীতি সহকারে অনুচ্চস্বরে সকাল-সন্ধ্যায় স্মরণ কর আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়ো না।’
[সুরা আল-আরাফ, ৭ : ২০৫]


#ilmweb
9👍3
‘শাইখুল ইসলাম (ইবনু তাইমিয়াহ) মানুষের প্রয়োজন পূরণে অত্যন্ত আন্তরিকতার সাথে ছুটে যেতেন। তিনি জানতেন তিনি যদি কারও সাহায্য করেন, আল্লাহও তাকে সাহায্য করবেন।’
___
ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ)
[ রওযাতুল মুহিব্বিন : ১/১৬৮ ]

#ilmweb
16
‘নিশ্চয়ই আল্লাহর কাছে জমিন কিংবা আসমানের কোন কিছুই গোপন থাকে না। তিনিই মাতৃগর্ভে যেভাবে চান তোমাদের আকৃতি গড়েন। তিনি ছাড়া কোন উপাস্য নেই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।’

[ সুরা আল-ইমরান, ৩ : ৫-৬ ]

#ilmweb
6
ক্ষমতা থাকা সত্ত্বেও ইউসুফ তাঁর ভাইদের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করেন নি; রাষ্ট্রীয় কোষাগারের উপর নিয়ন্ত্রণ লাভের পরেও তিনি মিশরের শাসক ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করেন নি। কেননা যার প্রধান উদ্বেগ উম্মাহর পুনর্গঠন, সে নিজের জন্য প্রতিশোধ চায় না। আলাইহিস সালাম।

-----
শাইখ আবদুল আযিয আত-তারিফী
( সংগৃহীত )

#ilmweb
13👍2
আল্লাহর ইচ্ছায় আমাদের প্রাথমিক আকিদাহ কোর্সের সর্বশেষ দারস কাল শেষ হয়ে গেল। এবার মাধ্যমিক স্তরের কোর্সের পালা। এ হিসেবে শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়াহর জগদ্বিখ্যাত গ্রন্থ 'আকিদাহ ওয়াসিতিয়াহ'র ওপর কোর্স আনার পরিকল্পনা গৃহীত হয়েছে। সাধ্যানুযায়ী সময়ে আমরা ভর্তিকার্যক্রম শুরুর চেষ্টা করব। আল্লাহ সহায়।

#ilmweb
12
‘যারা ইমান আনে ও সৎকাজ করে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশ দিয়ে নদী প্রবাহিত হয়; এটাই তো মহা সাফল্য।’

[ সুরা আল-বুরুজ, ৮৫ : ১১ ]

#ilmweb
9
‘যে হক শুনল, অতঃপর হক জানার পরেও সে তা অস্বীকার করল, সে আল্লাহর ওপর অহংকারী লোকদের অন্তর্ভুক্ত। আর যে ভুলকে শক্তিশালী করল সে শয়তানের বাহিনীর অন্তর্ভুক্ত।’
___
ইমাম ইবনু বাত্তাহ আল-উকবারি (রাহিমাহুল্লাহ)
[ আল-ইবানাতুল কুবরা : ২/৫৩৫ ]

#ilmweb
😢6👍5
‘হে মানুষ! তোমাকে তোমার রবের কাছে পৌঁছাতে কঠোর পরিশ্রম করতে হবে, অত:পর তাঁর সাক্ষাৎ পাবে।’

[ সুরা আল-ইনশিকাক, ৮৪ : ৬ ]

#ilmweb
13
‘একজন ব্যক্তির জন্য সবচে বিপজ্জনক লোক তারাই যারা প্রশংসা করে কিন্তু আন্তরিকতার সাথে উপদেশ দেয় না।’

-----
শাইখ আবদুল আযিয আত-তারিফী
[ সূত্রঃ Words of Wisdom, Sheikh abdul aziz at-tareefi ]

#ilmweb
18👍5
‘তোমাদেরকে যা যা নিষেধ করা হয়েছে তার মধ্যে বড় পাপগুলো থেকে যদি তোমরা বেঁচে থাক তাহলে আমি তোমাদের (ছোট) পাপগুলো মোচন করে দেবো এবং তোমাদেরকে একটি সম্মানজনক স্থানে (জান্নাতে) প্রবেশ করাব।’

[ সুরা আন-নিসা, ৪ : ৩১ ]

#ilmweb
17
'বুনিয়াদি তাজবিদ' কোর্সের প্রথম ব্যাচের একজন স্টুডেন্ট ডিজাইন করেছেন। আল্লাহ তাআলা উনার ইলমে এবং আমলে বারাকাহ দিন।
17
নফসকে একটা পাপের তৃষ্ণা থেকে বিরত রাখবেন আর আপনার রুহ একটু শক্তিশালী হবে। এভাবে যতই নফসের দাবি প্রত্যাখ্যান করবেন রুহ ততই শক্তিশালী হয়ে ওঠবে। তখন ইবাদতে পাবেন স্বাদ আর স্বাদ। মূল কথা, নফসকে যত দমন, রুহ তত শক্তিশালী।

#ilmweb
🥰178🔥3