বর্তমান সময়ে মানুষের আচার-আচরণ-সংশ্লিষ্ট দীনের শাখাগত কিছু বিষয় নিয়েই পড়ে থাকাকে আমি উপযুক্ত মনে করি না। যেমন, ডান হাতে পানি খাওয়া, ধূমপান ত্যাগ করা, বসে পানি খাওয়া ইত্যাদি বিষয়ের বিস্তৃত আলোচনার দিকে যেতে চাই না। আসলে যে অন্তরের ভিত আকিদাহর ওপর তৈরি হয়নি, ইমানের মহত্বের ওপর যার চরিত্র গঠিত হয়নি, তার পক্ষে এই গুণাবলি বয়ে বেড়ানো এবং সবসময় সেটা মেনে চলা সম্ভব নয়। আমরা মানবাত্মার পরিশুদ্ধি ঠিক সেখান থেকে শুরু করব, যেখানে সে দাঁড়িয়ে আছে। যেন ছিটকে পরা গভীর খাদ থেকে টেনে তুলতে পারি। তারপর আমরা তাকে নিয়ে ওপরে উঠতে থাকব এবং চুমুকে চুমুকে ইমানের সুধাভর্তি পেয়ালা পান করাতে থাকব। আত্মার বেড়ে ওঠা থেকে শুরু করে সমৃদ্ধির চূড়ায় পৌঁছা পর্যন্ত তার সঙ্গ দেবো। সব দাগ ধুয়েমুছে সাফ করে দেবো। এরপর তাকে তার শেকড়ে ফিরিয়ে নেব এবং এখান থেকেই পরিমার্জনের ধারা শুরু করব। যেন ইমানের বলে বলিয়ান হয়ে এমন দৃঢ়তা ও অবিচলতা অর্জন করে, যাকে না কোনো ভূকম্পন ধসাতে পারে, আর না কোনো দুর্যোগ বিচলিত করতে পারে। তারপর আমরা তার কাছ থেকে আল্লাহর যে বিধানই আশা করব, সে তা কল্যাণকর জেনেই সন্তুষ্টচিত্ত, আত্মনিবেদিত ও প্রশান্ত মনে বাস্তবায়ন করবে।
❤5