ilmweb
3.07K subscribers
501 photos
37 videos
199 links
A knowledge-centrum based on the cognition and methodology of the Pious predecessors.

Web: www.ilmweb.net
Facebook: www.facebook.com/ilmweb
Twitter: www.twitter.com/ilmweb
Instagram: www.instagram.com/ilmweb
Youtube: www.youtube.com/ilmweb
Download Telegram
‘হে আমার রব! আমাকে বরকতময় অবতরণস্থলে অবতরণ করান। আর আপনিই সর্বশ্রেষ্ঠ অবতরণকারী।’

[ সুরা আল-মুমিনুন, ২৩ : ২৯ ]

#ilmweb
10
তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই।

ব্যাখ্যা : মনে হয় খুব সোজা একটি বাক্য, কিন্তু সবাই যেমন চিন্তা করে তেমন সোজা নয়। এই বাক্যে তাওহিদুর রুবুবিয়াহ শামিল, কারণ রুবুবিয়াহ রবের পক্ষ থেকে নাযিল হচ্ছে। আবার, এতে উলুহিয়াহও রয়েছে। কারণ, এক ইলাহের ইবাদত করা হয়।
لاَ اِلَهَ اِلاَّ اللهُ
ছোট্ট একটি বাক্য। এর জন্যই আমরা সৃষ্ট হয়েছি। এই বাক্যের জন্যই আল্লাহ নবি পাঠিয়েছেন। এর জন্যই নুহ আলাইহিস সালামের সম্প্রদায় জাহান্নামে যাবে। এই বাক্যই জীবনের কেন্দ্রস্থল। ইমাম ইবনুল কাইয়িম (রাহিমাহুল্লাহ) বলেন—প্রায় এমন কোনো আয়াত নেই, যা এ প্রকার তাওহিদ নিয়ে আলোচনা করে না। এটাই তাওহিদুল উলুহিয়াহ। উম্মাহর বহু লোক এতে বিভ্রান্ত হয়ে আছে।

____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই— আকিদাহ তহাবিয়াহ
4👍1
‘হে আমার কওম! তোমরা কল্যাণের পূর্বে কেন অকল্যাণকে তরান্বিত করতে চাইছ? কেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছ না যেন তোমাদেরকে রহমত করা হয়?’

[ সুরা আন-নামল, ২৭ : ৪৬ ]

#ilmweb
👍51
মুসলিম স্বতন্ত্র জাতি

মুসলিম শিশুদের এটা জেনে বড় হওয়া প্রয়োজন যে, তাদের আলাদা আকিদাহ-বিশ্বাস রয়েছে। অন্য সবার চেয়ে ভিন্ন আকিদাহর অধিকারী তারা। বিষয়টিতে বড় জোর দেয়া দরকার, গুরুত্বারোপ করা প্রয়োজন। দ্বীন-বিকৃতকারীদের মতো একে হালকা করে দেয়া, নরমভাবে চালিয়ে দেয়া যাবে না। মুসলিম শিশুদের শেখাতে হবে, আমাদের দ্বীন অন্য কোনো আদর্শ বা বিশ্বাসের মতো নয়। আমাদের দ্বীন কুফর-শিরকের বরাবর নয়। আমাদের দ্বীন ও তাওহিদকে সকল কিছুর ওপর বিজয়ী এবং কর্তৃত্ব করার জন্য পাঠানো হয়েছে। আল্লাহ বলেন,

هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَىٰ وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ ۚ وَكَفَىٰ بِاللَّهِ شَهِيدًا

‘তিনিই তাঁর রাসুলকে হিদায়াত ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন, যেন তিনি একে সকল দ্বীনের (ধর্ম ও মতাদর্শ) ওপর বিজয়ী করতে পারেন। আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট।’ [সুরা আল-ফাতহ, ৪৮ : ২৮]
____
শাইখ আহমাদ মুসা জিবরিল
বই : মুক্তিপথের খোঁজে
1